Pure Food Service-খাঁটি খাবার সরবরাহ

Pure Food Service-খাঁটি খাবার সরবরাহ Welcome to Pure Food Service -Your Trusted Destination for Fresh, Organic, and Natural food. We Provide Pure Healthy Authentic Food for Your Daily Life.

We’re Committed to Delivering Nature’s Goodness Food Straight to Your Doorstep. ইনবক্স করুন সব কিছুর জন্য

আল্লাহর নেয়ামত বলে শেষ করা যাবে না পুষ্টিগুনে ভরপুর পাহাড়ি অগ্নিশর বা লাল কলা  এক বিশেষ জাতের কলা যা তার লালচে খোসার জন...
25/10/2025

আল্লাহর নেয়ামত বলে শেষ করা যাবে না পুষ্টিগুনে ভরপুর পাহাড়ি অগ্নিশর বা লাল কলা এক বিশেষ জাতের কলা যা তার লালচে খোসার জন্য পরিচিত এবং এটি একটি পুষ্টিকর ফল। এর খোসার রঙ হলুদাভ-কমলা থেকে গাঢ়-কমলা, লাল, বা লালচে-বেগুনি হতে পারে। এটি Red Banana নামেও পরিচিত এবং এর স্বাদ ও পুষ্টিগুণ সাধারণ কলার মতোই, কিছু ক্ষেত্রে আরও সুস্বাদু হয়।

বাংলাদেশে অনেক রকম এর কলা আছে তার মধ্যে অগ্নিশ্বর কলা অথবা লাল কলা অন্যতম। এই কলা মূলত আমাদের দেশীয় কলার ই জাত।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই পাহাড়ে এই প্রজাতির কলা প্রাকৃতিক ভাবে আছে তবে সবচেয়ে বেশি দেখা যায় বান্দরবান জেলায়।
সূর্যমুখী নামকরণের কারণ হলো সূর্যমুখী ফুলের মতোই এরা সকাল থেকে সূর্যের গতিপথের দিকে ফিরে থাকে।

বৈশিষ্ট্য :

১. এর খোসার রঙ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হলুদাভ-কমলা, গাঢ়- কমলা, লাল, বা লালচে-বেগুনি।
২.ভেতরের শাঁস সাধারণ কলার মতোই হালকা ঘিয়ে রঙের হয়
দেখতে খুবই আকর্ষণীয় হয়।
৩.স্বাদ মিষ্টি ও নরম, স্মুদি, কেক ও ডেজার্টের জন্য আদর্শ

পুষ্টিগুণ ও উপকারিতা :

✅ সাধারণ কলার তুলনায় বেশি ভিটামিন A সমৃদ্ধ চোখের জন্য উপকারী
✅ ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ – রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ উচ্চমাত্রার পটাশিয়াম – রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
✅ হজমে সহায়ক ও শক্তি জোগায়
✅ ত্বক ও হৃদপিণ্ডের জন্য উপকারী
✅ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে
✅ হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে লাল কলা

📲অর্ডার করুন:

হোয়াটসঅ্যাপ কল:

01580-345309
01910-527376

মাটির চুলায় হাতে ভাজা মুড়ি গ্রাম-বাংলার ঐতিহ্য শহরের ব্যস্ততায় গ্রামবাংলার স্বাদ! হাতে ভাজা মুড়ি খেতে অনেক স্বাদ আমাদের...
19/09/2025

মাটির চুলায় হাতে ভাজা মুড়ি গ্রাম-বাংলার ঐতিহ্য
শহরের ব্যস্ততায় গ্রামবাংলার স্বাদ! হাতে ভাজা মুড়ি খেতে অনেক স্বাদ

আমাদের হাতে ভাজা মুড়ি সব ধরনের রাসায়নিক মুক্ত এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি মুড়ি। ঐহিত্যবাহী খাবারে মধ্যে বেশ জনপ্রিয় একটি হচ্ছে হাতে ভাজা মুড়ি। শুধুমাত্র লবণ পানি,রসুন দিয়েই এই মুড়ি ভাজা হয়।

এক কাপ চায়ের সাথে, বিকেলের খিদের সেরা সঙ্গী! যারা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য আদর্শ একটা নাস্তা। শুধু নাস্তা না, শিশু থেকে বুড়ো—সবাইকে মনে করিয়ে দেয় গ্রামের সেই ঘ্রাণে ভরা সকালটা।

আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এই মুড়ি তৈরি করে থাকি আজ অর্ডার করলে কাল পাবেন
ইনশাআল্লাহ।

আমাদের বৈশিষ্ট্য :
✅ খুবই সুস্বাদু ও মচমচে
✅ লবন পানি ও রসুন দিয়ে ভাজা
✅ অর্গানিক ফ্রেশ চাল থেকে প্রস্তুত
✅ সুস্বাদু, স্বাস্থ্যকর এবং হালকা
✅সম্পূর্ণ হাতে ভাজা মুড়ি
✅রাসায়নিক মুক্ত
✅ইউরিয়া মুক্ত
✅ক্যামিকেল নেই তাই ফুলে কম।
✅অর্ডার পাওয়ার পর মুড়ি ভাজা হয় তাই মুড়ি মচমচে থাকে।

অগ্রিম কোন টাকা দিতে হবে না!!

🛒 অর্ডার করতে ইনবক্স করুন:

হোয়াটসঅ্যাপ কল:
01580-345309
01910-527376

পবিত্র কুরআন শরীফে এই ফলের নামেই সম্পূর্ণ একটি সূরা আছে। সুরা ত্বীন কোরআনের ৯৫তম সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্...
17/09/2025

পবিত্র কুরআন শরীফে এই ফলের নামেই সম্পূর্ণ একটি সূরা আছে। সুরা ত্বীন কোরআনের ৯৫তম সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৮, রুকু ১টি। ত্বীন শব্দের অর্থ আঞ্জির বা ডুমুর। সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে ত্বীন ও জয়তুন উৎপন্ন হয়। কুরআনের অনেক ব্যাখ্যাকারের মতে এ সুরার শুরুতে ত্বীন ও জয়তুনের কথা উল্লেখ করে এই দুটি ফল উৎপন্ন হওয়ার এলাকা অর্থাৎ বহু নবি ও রাসুলের স্মৃতিধন্য সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল বোঝানো হয়েছে।

ত্বীন ফল, যা ফিগ (Fig) নামেও পরিচিত, একটি প্রাচীন ফল যা হাজার হাজার বছর ধরে উপভোগ করা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের উষ্ণ জলবায়ুতে প্রাচীনকাল থেকে এ ফল চাষ হয়ে আসছে। তবে আজ এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত।
সুন্দর ও সুস্থ জীবনে ফলের বিকল্প নেই। তাই আমরা নিয়ে এসেছি একটি সুস্বাদু ,স্বাস্থ্যকর ও সুমিষ্ট মজাদার ফল । যে ফলের ব্যপারে পবিত্র কোরআন শরিফে আল্লাহ্‌ তা’য়ালা কসম করেছেন এছাড়াও রাসুল সাঃ তিন ফল বন্টন করে দেওয়ার সময় বলতেন
এটা খাও কারণ এতে অনেক রোগের ঔষধ রয়েছে।

উপকারিতাঃ

১. কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে।
২.মেদ ও ওজন হ্রাসে সহায়তা করে।
৩.হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃদপেশি শক্তিশালী করে।
৪.শ্বাসযন্ত্র স্বাভাবিক করতে সাহায্য করে।যা শ্বাস-প্রশ্বাসের
রোগীদের জন্য উপকারী।
৫.এটি ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় হাড় শক্তিশালী করে।
৬.আমাদের শরীরে প্রসারিত ক্যান্সার কোষকে প্রতিরোধ করে।
৭.ডায়াবেটিস এর রোগীদের জন্য উপকারী ।

ত্বীন ফলের পুষ্টিগুণ (Nutritional Value of Fig)
ত্বীন ফল পুষ্টিগুণে ভরপুর। এতে থাকা পুষ্টিকর উপাদানগুলো আমাদের শরীরকে সুস্থ ও সজীব রাখতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম তাজা ত্বীন ফলে পাওয়া যায়:
ক্যালোরি: ৭৪ ক্যালোরি
প্রোটিন: ০.৭৫ গ্রাম
কার্বোহাইড্রেট: ১৯.১৮ গ্রাম
ফাইবার: ২.৯ গ্রাম
ক্যালসিয়াম: ৩৫ মিলিগ্রাম
পটাসিয়াম: ২৩২ মিলিগ্রাম
ভিটামিন K: ৪.৭ মিলিগ্রাম

এটি শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে কার্যকর। ত্বীন ফল শুধু পুষ্টিগুণের জন্য নয়, এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্যও একটি বিশেষ স্থান দখল করে আছে। এর স্বাস্থ্য উপকারিতা এবং বহুবিধ ব্যবহার এটিকে একটি আদর্শ সুপারফুডে পরিণত করেছে। নিয়মিত খাদ্য তালিকায় ত্বীন ফল যুক্ত করলে স্বাস্থ্যকর জীবনের পথে একটি বড় পদক্ষেপ নেওয়া হবে।

📲অর্ডার করুন:
হোয়াটসঅ্যাপ কল:
01580-345309
01910-527376

বাংলাদেশের অন্যতম উন্নত জাতের আম – বারি-৪।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গর্বিত এক উদ্ভাবন, যা স্বাদ, আকৃতি আর...
15/07/2025

বাংলাদেশের অন্যতম উন্নত জাতের আম – বারি-৪।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গর্বিত এক উদ্ভাবন, যা স্বাদ, আকৃতি আর উৎপাদনে অন্য সব আমকে টেক্কা দেয়।

এই জাতটি প্রথম পরিচিত হয় বারি-৪ নামে, তবে চাষিরা একে ভালোবেসে বলেন — "সুন্দরবন আম"।

ফলটি মাঝারি থেকে বড় আকৃতির হয়, ওজন প্রায় ৩০০-৪৫০ গ্রাম।

চামড়া পাতলা, সবুজ থেকে হলুদাভ হয়ে যায় পাকলে।

সবচেয়ে চমকপ্রদ বিষয়? এটি প্রায় আঁশবিহীন ও অত্যন্ত মিষ্টি স্বাদের!

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:

📞হোয়াটসঅ্যাপ কল:
01580-345309


অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9

বিসমিল্লাহির রহমানির রহিম Pure Food Service-খাঁটি খাবার সরবরাহআমাদের (PFS) প্রতিষ্ঠানএ বাংলাদেশ ও দেশের বাহিরের সবাইকে খ...
30/06/2025

বিসমিল্লাহির রহমানির রহিম
Pure Food Service-খাঁটি খাবার সরবরাহ
আমাদের (PFS) প্রতিষ্ঠানএ বাংলাদেশ ও দেশের বাহিরের সবাইকে খাঁটি খাবারএর সেবা নেওয়ার জন্য আমন্ত্রন জানাচ্ছি।
সব সময় আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ।।
#খাঁটি
Food Service



#আলহামদুলিল্লাহ

আম রুপালি!আমের রাজা!🥭রাজশাহী  আম রুপালি 🥭চাঁপাইনবাবগঞ্জের আম রুপালি 🥭খাগড়াছড়ির পাহাড়ি রুপালি আম🥭আমাদের কাছে পাবেন শতভ...
29/06/2025

আম রুপালি!
আমের রাজা!
🥭রাজশাহী আম রুপালি
🥭চাঁপাইনবাবগঞ্জের আম রুপালি
🥭খাগড়াছড়ির পাহাড়ি রুপালি আম

🥭আমাদের কাছে পাবেন শতভাগ ভালো মানের আমগুলো একমাতPure Food Service-খাঁটি খাবার সরবরাহরাহ প্রতিষ্ঠানএ ইনশাআল্লাহ আমদের উপর সম্পুর্ন আস্থা রাখবেন।।
রুপালি আমের বৈশিষ্ট্য:🥭
➡এই আমে কোনো আঁশ নেই
➡খেতে দারুণ সুস্বাদু
➡চার অথবা পাঁচটা আমে এক কেজি
➡আম রুপালি রসালো কড়া মিষ্টি স্বাদযুক্ত
➡আম রুপালি অন্যতম বৈশিষ্ট্য এর খোসাঅনেক পাতলা।।

গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!
প্রাকৃতিকভাবে পরিপুষ্ট, বিষমুক্ত ও টাটকা – খাগড়াছড়ির রুপালি আম এখন ঘরে বসেই পাবেন!

আমাদের আমের বৈশিষ্ট্য:🥭
• নিজস্ব বাগান থেকে সংগ্রহ
• রাজশাহীর আম রুপালি
• চাপাইনবাবগঞ্জ এর আম রুপালি
• খাগড়াছড়ির পাহাড়ি রুপালি আম
• শতভাগ ফরমালিন ও কেমিক্যালমুক্ত

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:

এই মৌসুমে প্রকৃত স্বাদের আম খেতে চাইলে, আপনার অর্ডার আমরা আগেই প্রস্তুত রাখছি।

📞হোয়াটসঅ্যাপ কল:
01580-345309
01910-527376

অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9

25/06/2025

নওগাঁ সাপাহারের বিখ্যাত আম রুপালি সবচেয়ে বড় সাইজের আম গুলো আমাদের কাছে পাবেন পাইকারি ও খুচরা বিক্রির জন্য তাই দেরি না করে এখনই আমদের সাথে যোগাযোগ করুন।🥭

অর্ডার করুন এখনই কল করুন নিছের নাম্বার এ বা ইনবক্সে নক দিন।🥭

আমাদের আমের বৈশিষ্ট্য:
• নিজস্ব বাগান থেকে সংগ্রহ
• সাপাহারের বিখ্যাত আম রুপালি,হিমসাগর,ল্যাংড়া
• ফরমালিন ও কেমিক্যালমুক্ত

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:

এই মৌসুমে প্রকৃত স্বাদের আম খেতে চাইলে, আপনার অর্ডার আমরা আগেই প্রস্তুত রাখছি।🥭

📞হোয়াটসঅ্যাপ কল:
01580-345309
01910-527376

অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9

নওগাঁ সাপাহারের বিখ্যাত আম রুপালি সবচেয়ে বড় সাইজের আম গুলো আমাদের কাছে পাবেন পাইকারি ও খুচরা বিক্রির জন্য তাই দেরি না কর...
23/06/2025

নওগাঁ সাপাহারের বিখ্যাত আম রুপালি সবচেয়ে বড় সাইজের আম গুলো আমাদের কাছে পাবেন পাইকারি ও খুচরা বিক্রির জন্য তাই দেরি না করে এখনই আমদের সাথে যোগাযোগ করুন।।🥭🥭

গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!
আজকে বাগান থেকে নামানো একদম ফ্রেশ, মিষ্টি আর রসালো আম রুপালি ।🥭🥭

অর্ডার করুন এখনই কল করুন নিছের নাম্বার এ বা ইনবক্সে নক দিন, এই গরমে একটা পাকা আমই হতে পারে আপনার দিনটাকে মধুর করার সবচেয়ে সহজ উপায়।

আমাদের আমের বৈশিষ্ট্য:🥭🥭
• নিজস্ব বাগান থেকে সংগ্রহ
• সাপাহারের বিখ্যাত আম রুপালি,হিমসাগর,ল্যাংড়া
• ফরমালিন ও কেমিক্যালমুক্ত

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:🥭🥭

এই মৌসুমে প্রকৃত স্বাদের আম খেতে চাইলে, আপনার অর্ডার আমরা আগেই প্রস্তুত রাখছি।

📞হোয়াটসঅ্যাপ কল: 🥭🥭
01580-345309
01910-527376

অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9

রংপুরের দেশসেরা লালমাটির হাড়িভাঙ্গা আম। শতভাগ পরিপক্ক হয়েছে এবং স্বাদ ও তেজ চলে আসছে।কুরিয়ারে ক্যাশঅন ও নিতে পারবেন।   গ...
13/06/2025

রংপুরের দেশসেরা লালমাটির হাড়িভাঙ্গা আম। শতভাগ পরিপক্ক হয়েছে এবং স্বাদ ও তেজ চলে আসছে।কুরিয়ারে ক্যাশঅন ও নিতে পারবেন।
গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!
আজকে বাগান থেকে নামানো একদম ফ্রেশ, মিষ্টি আর রসালো লালমাটির হাড়িভাঙ্গা আম।

যথা সময়ে দ্রুত অর্ডার করুন।
✅ কোন কেমিক্যাল নেই
✅ সরাসরি বাগান থেকে
✅ ঘ্রাণে-স্বাদে অতুলনীয়!

অর্ডার করুন এখনই কল করুন নিছের নাম্বার গুলোতে বা ইনবক্সে নক দিন বা কমেন্ট করুন
এই গরমে একটা পাকা আমই হতে পারে আপনার দিনটাকে মধুর করার সবচেয়ে সহজ উপায়।

আমাদের আমের বৈশিষ্ট্য:
• নিজস্ব বাগান থেকে সংগ্রহ
• লালমাটির হাড়িভাঙ্গা আম
• শতভাগ ফরমালিন ও কেমিক্যালমুক্ত

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:
এই মৌসুমে প্রকৃত স্বাদের আম খেতে চাইলে, আপনার অর্ডার আমরা আগেই প্রস্তুত রাখছি।

📞হোয়াটসঅ্যাপ কল:
01580-345309
01910-52 73 76
অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9
আজকে বাগান হতে নামানো প্রিমিয়াম ফ্রেশ আম

গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!আজকে বাগান থেকে নামানো একদম ফ্রেশ, মিষ্টি আর রসালো হিমসাগর  আম।✅ কোন কেমিক্যাল ন...
10/06/2025

গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!
আজকে বাগান থেকে নামানো একদম ফ্রেশ, মিষ্টি আর রসালো হিমসাগর আম।

✅ কোন কেমিক্যাল নেই
✅ সরাসরি বাগান থেকে
✅ ঘ্রাণে-স্বাদে অতুলনীয়!

অর্ডার করুন এখনই কল করুন নিছের নাম্বার গুলোতে বা ইনবক্সে নক দিন বা কমেন্ট করুন
এই গরমে একটা পাকা আমই হতে পারে আপনার দিনটাকে মধুর করার সবচেয়ে সহজ উপায়।

আমাদের আমের বৈশিষ্ট্য:
• নিজস্ব বাগান থেকে সংগ্রহ
• হিমসাগর/ক্ষীরসাপাত, ল্যাংড়া,আম্রপালি
• ১০০% ফরমালিন ও কেমিক্যালমুক্ত

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:

এই মৌসুমে প্রকৃত স্বাদের আম খেতে চাইলে, আপনার অর্ডার আমরা আগেই প্রস্তুত রাখছি।

📞হোয়াটসঅ্যাপ কল:
01935-89 02 64
01910-52 73 76

অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9

আজকে বাগান হতে নামানো প্রিমিয়াম ফ্রেশ আম

07/06/2025

🌙 ঈদ মোবারক! 💛
ঈদ মোবারক
এই ঈদে থাকুক মিষ্টি আমের মতো মিষ্টি হাসি,
আর প্রতিটি মুহূর্ত ভরে উঠুক তাজা ফলের স্বাদে ও ভালোবাসায়!

Pure Food Service - এর পক্ষ থেকে সবাইকে জানাই
পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।
আপনার ঈদ হোক রঙিন, সতেজ এবং ফলমূলের মতো সুস্বাদু!


Fruit
Food Service
#খাঁটি খাবার সরবরাহ

🥭 গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!আজকে বাগান থেকে নিজে তুলে আনলাম একদম ফ্রেশ, মিষ্টি আর রসালো ক্ষীরসাপাত আম।✅ কো...
06/06/2025

🥭 গাছপাকা মিষ্টি আম এখন হাতে পাওয়ার সুযোগ!
আজকে বাগান থেকে নিজে তুলে আনলাম একদম ফ্রেশ, মিষ্টি আর রসালো ক্ষীরসাপাত আম।

✅ কোন কেমিক্যাল নেই
✅ সরাসরি বাগান থেকে
✅ ঘ্রাণে-স্বাদে অতুলনীয়!

📦 অর্ডার নিতে শুরু করেছি। ঈদের পর ডেলিভারি।
যারা সেরা আম খেতে চান, ইনবক্সে নক দিন বা কমেন্ট করুন
এই গরমে একটা পাকা আমই হতে পারে আপনার দিনটাকে মধুর করার সবচেয়ে সহজ উপায়!

মৌসুমি ফলের রাজা আম শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণেও অতুলনীয়।
আর আমরা নিয়ে এসেছি সরাসরি বাগান থেকে আনা, সম্পূর্ণ ফরমালিনমুক্ত ও প্রাকৃতিকভাবে পাকানো আমের সংগ্রহ।

আমাদের আমের বৈশিষ্ট্য:
• নিজস্ব বাগান থেকে সংগ্রহ
• হিমসাগর/ক্ষীরসাপাত, ল্যাংড়া,আম্রপালি
• ১০০% ফরমালিন ও কেমিক্যালমুক্ত

বিশেষ ঘোষণা:
আমরা এখন প্রি-অর্ডার নিচ্ছি!
প্রাক-অর্ডার করলেই নিশ্চিত করুন সেরা মানের আম আপনার জন্য রিজার্ভ থাকছে।

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন:

এই মৌসুমে প্রকৃত স্বাদের আম খেতে চাইলে, আপনার অর্ডার আমরা আগেই প্রস্তুত রাখছি।

📞হোয়াটসঅ্যাপ কল:
01580-345309
01910-52 73 76

🥭অর্ডার ফ্রম :
https://forms.gle/2CiTehVb3VxVfN2F9

প্রকৃতির ভালোবাসা ভাগ করে নিই সবাই মিলে! 🌿

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Pure Food Service-খাঁটি খাবার সরবরাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pure Food Service-খাঁটি খাবার সরবরাহ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram