Soncharon - সঞ্চারণ ।। Call For Free Blood ।।

Soncharon - সঞ্চারণ ।। Call For Free Blood ।। সামাজিক আন্দোলনে স্বেচ্ছাসেবক তৈরীর আদর্শ সংগঠন

20/06/2025
রক্তের বন্ধনে, জীবনের আহবানে সঞ্চারণ।
14/06/2025

রক্তের বন্ধনে, জীবনের আহবানে
সঞ্চারণ।

আলহামদুলিল্লাহ!আজ ১০ম বারের মতো (B-) নেগেটিভ রক্তদান করলাম।একটা জীবন বাঁচানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।রক্তদানে ...
11/06/2025

আলহামদুলিল্লাহ!
আজ ১০ম বারের মতো (B-) নেগেটিভ রক্তদান করলাম।
একটা জীবন বাঁচানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

রক্তদানে কিছুই কমে না—বরং বাড়ে ভালোবাসা, মানবতা আর শান্তি।

একজন অসুস্থ মানুষের মুখে হাসি ফিরিয়ে আনার চেয়ে বড় কোনো ইবাদত হতে পারে না।

আপনার এক ব্যাগ রক্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে।
চলুন, আমরা সবাই এগিয়ে আসি—রক্ত দিন, জীবন বাঁচান।

© Sohel Ahammed

08/06/2025

Blood donation movement powered by AI.

Wanted!!!!!
27/05/2025

Wanted!!!!!

বাচ্চাদেরকে ভালোবেসে বিষ খাওয়াচ্ছি নাতো?  পোস্টটি টাইমলাইনে রেখে দিন হয়তো একজন মা/বাবার চোখ খুলে যাবে…আজকালকার চিপসগুলোত...
21/04/2025

বাচ্চাদেরকে ভালোবেসে বিষ খাওয়াচ্ছি নাতো?
পোস্টটি টাইমলাইনে রেখে দিন হয়তো একজন মা/বাবার চোখ খুলে যাবে…

আজকালকার চিপসগুলোতে এমন পরিমাণ টেস্টিং সল্ট আর কৃত্রিম মশলা থাকে যা
খাওয়ার পর বড় মানুষেরও জিভ জ্বলে যায়, খাবারের স্বাদ বোঝা বন্ধ হয়ে যায়…
তাহলে ছোট্ট একটা শিশু?

আমি নিজে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে একটা চিপস পুরোটা খেতে পারিনি।
খাওয়ার পর পেট ভার হয়ে থাকল, মুখে ঘরের খাবারের স্বাদই লাগলো না।
এমনকি কয়েকদিন আগেও আরেকটা ব্র্যান্ড ট্রাই করেছিলাম—একই অভিজ্ঞতা!

এখন প্রশ্ন হলো—
যখন একজন বড় মানুষই এই জিনিস খেয়ে অস্বস্তিতে পড়ে যায়,
তখন আমরা ১ বছরের বাচ্চার হাতে এসব তুলে দিচ্ছি কোন অজুহাতে?

গ্রামে আমি নিজ চোখে দেখেছি—১০ মাস বয়সী বাচ্চার হাতে চিপসের প্যাকেট!
আর শহরের দিকে তাকালেও, শিশুরা মুখে চিপস দিয়ে বসে আছে—আর তার মা একপাশে চিন্তিত!

এইভাবে "ভালোবাসা" দেখানো বন্ধ করুন ❗
চিপস খাওয়ানো মানেই,ঘরের খাবারে অনীহা
জিভের স্বাদ নষ্ট ,হজমের সমস্যা
ভবিষ্যতে junk food addiction
এমনকি ছোট বয়সেই ব্রেইন ডেভেলপমেন্টে বাধা

আজকের সচেতন মা-বাবা অনেক কিছু বোঝেন—
কিন্তু পরিবারে বুড়োরা বা আত্মীয়রা অনেক সময় বলেন,
"এ তো একটা ছোট প্যাকেট চিপসই, এতে আবার কী!"
আর এখানেই শুরু হয় ধ্বংস…

📣 মা-বাবা আর সমাজের সবাইকে অনুরোধ:
শিশুদের ভালোবাসুন, কিন্তু সেটা যেন পুষ্টির মাধ্যমে হয়, বিষ নয়।

🔄 পোস্টটি শেয়ার করুন—হয়তো একজন মা/বাবার চোখ খুলে যাবে…

© সংগৃহীত

08/04/2025

ভেঙ্গে ফেলো অজুহাত, জীবন বাঁচাতে বাড়াও হাত।
রক্তের বন্ধনে, জীবনের আহ্বানে।
সঞ্চারণ ❤️

সঞ্চারিয়াণদের ইফতার।রক্তের বন্ধনে জীবনের আহবানে।
18/03/2025

সঞ্চারিয়াণদের ইফতার।
রক্তের বন্ধনে জীবনের আহবানে।

আগামী শনিবার ১৫ মার্চ সঞ্চারিয়াণদের দোয়া ও ইফতার মাহফিলে সঞ্চারণ পরিবারের সকলে সবান্ধবে আমন্ত্রিত।সময়ঃবিকাল ৪:৩০ মিনিটস্...
13/03/2025

আগামী শনিবার ১৫ মার্চ সঞ্চারিয়াণদের দোয়া ও ইফতার মাহফিলে সঞ্চারণ পরিবারের সকলে সবান্ধবে আমন্ত্রিত।
সময়ঃবিকাল ৪:৩০ মিনিট
স্থানঃহোটেল গ্রান্ড ক্যাসেল টমছম ব্রীজ কুমিল্লা।

আমন্ত্রণে : সঞ্চারণ
রক্তের বন্ধনে,জীবনের আহ্বানে

রমজান মাসে প্রতিটা ভালো কাজের সওয়াব আল্লাহ তায়ালা চাইলে সাতশো গুনের চেয়েও বেশি পর্যন্ত বৃদ্ধি করে দেয়।রমজানে এক ব্যাগ রক...
04/03/2025

রমজান মাসে প্রতিটা ভালো কাজের সওয়াব আল্লাহ তায়ালা চাইলে সাতশো গুনের চেয়েও বেশি পর্যন্ত বৃদ্ধি করে দেয়।
রমজানে এক ব্যাগ রক্ত দানের ফজিলত/সওয়াব আল্লাহ খুশি হয়ে যা দেয় আলহামদুলিল্লাহ ❤️

রক্তদানে হয়না ক্ষতি,জাগ্রত হয় মানবিক অনুভূতি ❤️

Address

Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Soncharon - সঞ্চারণ ।। Call For Free Blood ।। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Soncharon - সঞ্চারণ ।। Call For Free Blood ।।:

Share

Category