Hijama Aid

Hijama Aid This is Prophetic Treatment

17/10/2024

ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার তিব্বুন নাবাউই বইতে যাদুর চিকিৎসা দুই শ্রেণীতে ভাগ করেছেন। একটি হলো, যাদু কে মূল থেকে তুলে ফেলে যাদুকে নষ্ট করা। দ্বিতীয় পদ্ধতি হলো, যেই অঙ্গ-প্রত্যঙ্গে যাদু প্রভাব বিস্তার করেছে তা পরিষ্কার করা। অর্থাৎ যেই স্থানটি যাদু প্রভাবিত করেছে।

যখন কোনো অঙ্গ যাদুর মাধ্যমে আক্রান্ত হয় তখন ঐ অঙ্গ পরিষ্কার করে দূষিত উপাদান বের করে নিয়ে আসা আবশ্যক। এই চিকিৎসার মাধ্যমে অকল্পনীয় উপকারীতা পাওয়া যায়।

ইমাম আবু উবাইদা আল-কাসিম রহ. নিজ গ্রন্থ গারিবুল হাদিস-এ আবদুর রহমান ইবনু আবু ইয়ালা রহ.-এর বর্ণনাসূত্রে একটি হাদিস বর্ণনা সংকলন করেছেন। হাদিসটি হলো,

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ عَلَى رَأْسِهِ بِقَرْنٍ حِينَ طُبَّ.

"যখন রাসুল ﷺ কে যাদু করা হয়েছে তখন তিনি নিজের মাথায় হিজামা ব্যবহার করেছেন।

ইমাম আবু উবাইদাহ আল-কাসিম রহ. হাদিসে উল্লেখিত «طب» শব্দের অর্থ করেছেন, "سُحِرَ« শব্দের মাধ্যমে। যার অর্থ হলো, যাদু করা হয়েছে।

এক শ্রেণির গবেষকদের মতামত হলো, রাসুল ﷺ যখন যাদুগ্রস্ত হলেন তখন এর প্রতিক্রিয়া হিসাবে দেখা গেল, তিনি ধারনা করছেন একটি কাজ করেছেন, অথচ তিনি তা করেননি। রাসুল ﷺ ভেবেছেন, হয়ত এই অবস্থার সৃষ্টি, মূলত রক্তের উপাদান বা এ ধরনের কোনো সমস্যার কারণে হয়েছে। যা দেমাগ পর্যন্ত পৌঁছে গেছে। এর ফলে তার মেযাজের স্বাভাবিক অবস্থায় পরিবর্তন দেখা দিয়েছে। তাই চিকিৎসা হিসাবে এই সময় হিজামার ব্যবহারই সর্বোত্তম ছিল। তাই তিনি হিজামা লাগিয়েছেন।

আবু ইবরাহীম হুসনাইন তার Diaries of an exorcist এ লিখেছেন,

যেকোনো অসুস্থতার জন্যই আপনি কাপিং করতে পারেন। ক্যান্সারের জন্য কাপিং করতে পারেন। জ্বীনের সমস্যার জন্যও কাপিং করতে পারেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

'নিশ্চয়ই শয়তান আদম সন্তানের শিরা-উপশিরায় রক্তের মত চলাচল করে।' (বুখারী)

আর কাপিং এর মাধ্যমে দেহের দূষিত রক্ত অপসারণ করা হয়। তাই কাপিং করার সময় দেহের কিছু অংশ কেটে রক্ত টেনে বের করা হয়। এতে শয়তান চলাচলের ক্ষেত্র সংকুচিত হয়ে আসে। অনেক সময় রক্তের সাথে শয়তান রোগীর দেহত্যাগ করতে বাধ্য হয়। উদাহরণস্বরূপ- হয়তো কোনো রোগীর পিঠে জ্বীন অবস্থান করছে। তখন যদি আপনি পিঠে কাপিং করেন এবং সেই রক্ত টেনে বের করে আনেন, তখন শয়তান ঐ রোগীর দেহত্যাগ করতে বাধ্য হয়।

কাপিং এর মাধ্যমে যাদুর চিকিৎসাও করা যায়। আপনি কোনো রোগে আক্রান্ত হন কিংবা নাই হন, সকলের জন্যই কাপিং অনেক উপকারী। সর্বোপরি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহ। তাই আমি সকল মুসলিম ভাই-বোনদের বলছি, জীবনে অন্তত একবার হলেও কাপিং করান। এর অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে।

হিজামা একটি সম্পুর্ণ সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি। হিজামায় কোন পার্শপ্রতিক্রিয়া নেই। আসুন আমরা সবাই হিজামা নিয়ে সুস্থ থাকি।

Hijama Cupping Therapy -Hijama Aid
04/07/2024

Hijama Cupping Therapy -Hijama Aid

24/06/2024

🔴 কীভাবে বদনজর থেকে বেঁচে থাকবেন?

বদনজরের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্বামী-স্ত্রীর ঝগড়া-বিচ্ছেদ হয়, পারিবারিক অশান্তি তৈরি হয়, এমনকি বদনজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন, "নিশ্চয়ই বদনজর মানুষকে কবরে প্রবিষ্ট করিয়ে দেয়!" (মুসনাদুশ শিহাব আল-কুযায়ি: ১০৫৭)

বদনজরের কারণে অনেক মানুষ মারা যায়।

রাসূলুল্লাহ ﷺ আরো বলেন, "আল্লাহর কিতাব এবং তাঁর ফয়সালা ও তাকদিরের পর বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হলো তাদের বদনজর!" (ইবনু আবি আসিম, আস-সুন্নাহ: ৩১১)

বদনজর এতো ক্ষতিকর হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ সচেতন না।

বদনজর থেকে বাঁচতে হলে কুরআন সুন্নাহর আলোকে এই আমলগুলো করতে হবে:

🟢 সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়া

প্রতিদিন নিয়মিত এই সূরাগুলো পড়তে হবে। বিশেষ করে ফরজ নামাজের পর, ঘুমানোর পূর্বে এগুলো পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ তাগিদ দিয়েছেন।

🟢 নিয়মিত দুরূদ ও যিকির পাঠ

সবসময় দুরূদ এবং যিকির পড়ার চেষ্টা করতে হবে। কাজের মধ্যে যেসব আমল করা যায়, একা একা বসে বসে যেসব আমল করা যায়, দুরূদ ও যিকির তারমধ্যে অন্যতম।

🟢 বিশেষ দুআ

রাসূলুল্লাহ ﷺ তাঁর নাতি হাসান-হুসাইনের জন্য এই দুআটি পড়তেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর দুই ছেলের জন্যও এই দুআটি পড়তেন।

দুআটি হলো:

"আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিন হাম্মাতিন,ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।" (সহীহ বুখারী: ৩৩৭১)

অর্থ: "আমি আল্লাহর কাছে পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টি (বদনজর) থেকে পানাহ চাচ্ছি।"

🟢 নিজের সব নেয়ামত প্রকাশ না করা

নিজের সবকিছু ফেসবুকে প্রকাশ করতে নেই। রাসূলুল্লাহ ﷺ বলেন, "প্রতিটা নিয়ামত লাভকারী হিংসার শিকার হয়।"

আপনি পেয়েছেন, অন্যজন পায়নি। এজন্য সে আপনাকে হিংসা করবে, বদনজর লাগবে।

ইমাম ইবনুল কাইয়্যিম রাহি. বলেন, "যার বদনজরের আশঙ্কা বা ভয় থাকে, সে যেন তার সৌন্দর্যসমূহ গোপন বা লুকিয়ে রাখে।" (যাদুল মাআদ: ৪/১৫৯)

🟢 বদনজরকারী থেকে দূরে থাকা

সমাজে অনেকের ব্যাপারে প্রচলিত আছে- "অমুকের নজর খুব খারাপ।"

এরকম মানুষকে নিজের নিয়ামতের কথা জানানো থেকে বিরত থাকুন।

কাযী ইয়াজ রাহি. বলেন, "যখন কারো ব্যাপারে জানা যায় যে, তার বদনজর লেগে যায়, তবে তার থেকে বেঁচে থাকা চাই এবং তার থেকে দূরত্ব বজায় রাখা উচিত।" (উমদাতুল কারী: ২১/২৬৭)

🟢 সকাল-সন্ধ্যার দুআ

বদনজর থেকে বাঁচতে হাদীসে বর্ণিত সকাল-সন্ধ্যার দুআ নিয়মিত পড়তে হবে।

রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দুআটি ৩ বার পড়বে তার ওপর হঠাৎ কোনো বিপদ আসবে না।

দুআটি হলো:

"বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআসমাহি শাইউং ফিলআরদি ওয়ালা-ফিসসামাই, ওয়াহুয়াস সামিউল আলিম।" (সুনানে আবু দাউদ: ৫০৮৮)

🟢 মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলতে উদ্বুদ্ধ করা

সুন্দর, ভালো কিছু দেখলে-শুনলে নিজে যেমন মাশাআল্লাহ-বারাকাল্লাহ বলতে হবে, অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহ দিতে হবে।

20/06/2024

আয়িশা রাদিয়াল্লাহু আনহার ওপর একবার কালো যাদু করা হয়!

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা করা সত্ত্বেও তাঁর অসুখ কমছিলো না।

মদীনায় তখন একজন চিকিৎসক আসেন।

আয়িশা রাদিয়াল্লাহু আনহার ভাতিজারা সেই চিকিৎসকের কাছে গিয়ে তাঁর অসুখের কথা বলেন।

বিবরণ শুনে সেই চিকিৎসক বললেন, "আমার মনে হচ্ছে উনার ওপর যাদু করা হয়েছে!"

খুঁজে বের করা হলো আয়িশা রাদিয়াল্লাহু আনহার একজন দাসী তাঁর ওপর যাদু করেছে।

সেই দাসী ছিলো 'মুদাব্বারা দাসী'। অর্থাৎ, মনিবের মৃত্যু হলে সেই দাসী মুক্ত হবে।

এজন্য মুক্তি পেতে দাসী আয়িশা রাদিয়াল্লাহু আনহার ওপর যাদু করে। যাতে তিনি মারা গেলে সে মুক্ত হতে পারে।

সেই রাকী বললেন, "যাও গিয়ে দেখো সেই দাসীর ওপর একটি শিশু পেশাব করেছে।"

তারা গিয়ে দেখলেন। খুঁজে বের করলেন দাসীকে। দাসী স্বীকার করলো সে সত্যি সত্যি যাদু করেছে। (মুসনাদে আহমাদ: ২৪১২৬, ইমাম বাগাবী, শরহুস সুন্নাহ: ৩২৬১, শুআইব আরনাউত রাহিমাহুল্লাহর মতে হাদীসটি সহীহ)

Hijama Cupping Therapy
07/06/2024

Hijama Cupping Therapy

হিজামা চিকিৎসা নিন, সুস্থ থাকুনHijama Aid (Cupping Therapy)
02/06/2024

হিজামা চিকিৎসা নিন, সুস্থ থাকুন
Hijama Aid (Cupping Therapy)

Shoulder pain- Hijama Cupping Therapy
01/06/2024

Shoulder pain- Hijama Cupping Therapy

Back Pain & Headache - Hijama Aid Cupping Therapy
31/05/2024

Back Pain & Headache - Hijama Aid Cupping Therapy

Shoulder Dislocation Pain- Hijama Cupping Therapy
29/05/2024

Shoulder Dislocation Pain- Hijama Cupping Therapy

Waist & Shoulder pain- Hijama Aid -Cupping Therapy
29/05/2024

Waist & Shoulder pain- Hijama Aid -Cupping Therapy

Full body-Hijama Therapy
28/05/2024

Full body-Hijama Therapy

Leg pain Cupping Therapy - Hijama Aid
26/05/2024

Leg pain Cupping Therapy - Hijama Aid

Address

Cumilla
3500

Telephone

+8801860282222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Aid:

Share