11/06/2025
হরমোন জনিত রোগের লক্ষণসমূহ:
১. মেয়েদের মুখে অত্যাধিক লোম হওয়া। (Hirsutism)
২. ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাওয়া। (Gynaecomasta)
৩. পুরুষের যৌন দুর্বলতা/পুরুষাঙ্গ শক্ত কম হওয়া (Erectile dysfunction)
৪. হরমোনের কারণে নারী/পুরুষের বাচ্চা নিতে সমস্যা হওয়া (Subfertility)
৫. ওজন বেশি বা মুটিয়ে যাওয়া (Obesity)
৬. PCOS (মেয়েদের মাসিক অনিয়মিত, ওজন বেশী মুখে লোম)
৭. অতিরিক্ত ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, পাতলা পায়খানা হওয়া। (Hyper throidism)
৮. ওজন বেড়ে যাওয়া, মাথার চুল পরে যাওয়া, মাসিকে বেশি রক্ত যাওয়া, বেশি ঘুম পাওয়া, শরীরে ব্যথা-বেদনা (Hypo thyroidism)
৯. বেশি বেশি প্রস্রাব হওয়া, বেশি ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া। (Diabetes mellitus)
১০. বয়সের তুলনায় ছেলে বাচ্চাদের পুরুষাঙ্গ ছোট হওয়া (Micropen*s)
১১. বয়স অনুযায়ী বাচ্চাদের উচ্চতা কম হওয়া (Short stature)
১২. ছেলেদের মেয়েলি ভাব, মেয়েদের ছেলে ভাব (Hermaphrodism)
১৩. হাড় নরম হয়ে যাওয়া/হাড় ক্ষয় (Osteoporosis)
১৪. প্রচন্ড মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা হওয়া। (Pituitary adenoma)
১৫. প্রেসার অত্যাধিক বেড়ে যাওয়া, প্রেসার নিয়ন্ত্রণে না আসা, বুক ধফড় করা (Phechromocytoma)
১৬. হাত পা অত্যাধিক বড় হয়ে যাওয়া। (Acromegaly)
১৭. উচ্চতা অত্যাধিক বেড়ে যাওয়া (Tall stature)
১৮. স্টেরয়েড জাতীয় ঔষধ অনেকদিন খাওয়ার ফলে শরীর ফুলে যাওয়া (Cushing syndrome)
১৯. অতিরিক্ত বমি, প্রেসার কমে যাওয়া, ওজন কমে যাওয়া। (Adrenal insufficiency)
২০. মেয়েদের স্তন দিয়ে দুধ নিঃসৃত হওয়া (Prolactinemia)
২১. ছেলেদের দাঁড়ি গোঁফ কম (Hypogonadism)
২২. মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর অতিরিক্ত ঘাম হওয়া বা গরম লাগা, অস্থিরতা, মাথা গরম হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।
২৩. ঘাড় ও বগলের কালো দাগ (Acanthosis nigricans)
#গাইনী, প্রসুতি, মেডিসিন, ডায়াবেটিক, হরমোন, এলার্জী, চর্ম-যৌন ও শিশু রোগে অভিজ্ঞ
ডাঃ আইরিন আক্তার।
এম বি বি এস( ডিইঊ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
এমসিজিপি, সিএমইউ (আল্ট্রা)
মেডিকেল অফিসার (ইসলামি ব্যাংক হাসপাতাল।
বি.এম.ডি.সি রেজিঃ নং- ৯৪৯১৭
রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা।
#ডক্টরসজোন
ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার
স্বল্প ব্যয়ে উন্নতমানের চিকিৎসা সেবা এবং সঠিক রোগ নির্নয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
সিরিয়াল নাম্বার: 01875-607188
doctorszone2023@gmail.com
#বিজরা #ডায়াবেটিক সেন্টার
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রকল্প
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বীকৃত ডায়াবেটিক চিকিৎসক এর কার্যালয়
প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাফি করা হয়।।
হাসান আলি সুপার মার্কেট (২য় তলা), ইসলামী ব্যাংকের সাথে, মেইন রোডের পূর্ব পার্শ্বে, নূরপুর রোড, #বিজরা বাজার, লাকসাম, কুমিল্লা।