
12/07/2025
প্রতিদিনের সুস্বাস্থ্যের জন্য আপেল সিডার ভিনেগার উইথ দ্যা মাদার’ দিয়ে তৈরি করে ফেলুন ডিটক্স ড্রিংক। যা বাড়তি ওজন ও পেটের মেদ-চর্বি কমাতে সহায়তা করে।
উপকরণ:
পানি- ১ লিটার
লেবু – ৫/৬ টুকরা
কারকুমা অ্যাপল সিডার ভিনেগার – ১ টেবিল চামচ
মধু – ১ টেবিল চামচ
প্রণালি:
একটি কাচের পাত্রে ১ লিটার পানি নিন। তাতে ৫-৬ টুকরা লেবু, ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার' এবং ১ টেবিল চামচ মধু দিয়ে মিশিয়ে নিন এবং ভিজিয়ে রাখুন। চার থেকে পাঁচ ঘণ্টা পর তৈরি হয়ে যাবে পুষ্টিকর আপেল সিডার ভিনেগার ডিটক্স ড্রিংক।