নবযাত্রা বাংলাদেশ

নবযাত্রা বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবযাত্রা বাংলাদেশ, Blood bank, Cumilla.

নবযাত্রা বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উদ্যোগ। আমরা সমাজের উন্নয়ন, মানবিক সেবা, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করি। আমাদের মূলমন্ত্র হলো—সহযোগিতা, মানবতা, এবং সংহতি। আমাদের বিশ্বাস, ছোট ছোট প্রচেষ্টা আনতে পারে বড় পরিবর্তন।

আলহামদুলিল্লাহ। আজ ১২ই জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী নবযাত্রা বাংলাদেশের একটি আলোচনা সভা অনুষ্ঠি...
12/06/2025

আলহামদুলিল্লাহ।
আজ ১২ই জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী নবযাত্রা বাংলাদেশের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা সুন্দর ভাবে সাফল্য মন্ডিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।

সভায় গৃহীত আজকের পদক্ষেপ গুলো হলো-

* সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, নীতিমালা ও কার্যক্রম ঠিক করা।

* সাংগঠনিক কাঠামো, সদস্য সংগ্রহ, সাংগঠনিক সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, অধিকার ও আচরণবিধি ঠিক করা।

* সংগঠনের রেজিস্ট্রেশন এর জন্য অফিসের জায়গা নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

* সংগঠনের হিসেব নিকাশের স্বচ্ছতার প্রমাণ স্বরুপ সবার জন্য উন্মুক্ত এ্যপস তৈরি করা।(সামগ্রিক আয় ব্যায়ের হিসেব এ্যপসে ওপেন থাকবে)

* অতি শীগ্রই আমরা সদস্য সংগ্রহ ফরম বিলি করবো।সকলের আন্তরিক সহয়তা কামনা করি।

11/06/2025

আসছে আগামীকাল সকাল ১০ ঘটিকার সময় নবযাত্রা বাংলাদেশ এর আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।উক্ত আলোচনা সভায় ধর্ম,জাত,বর্ণ, দলমত নির্বিশেষে আপনার এবং আপনাদের সকলের সদয় উপস্থিতি কামনা করছি।

আলোচনা সভার বিষয় -
১.নবযাত্রা বাংলাদেশ সংগঠনের গনতন্ত্র ও নীতিমালা প্রণয়ন এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এর দিন ধার্য্য করণ।

স্থানঃপ্রগতি পাঠশালা।
খিলা উত্তরবাজার, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন।

সময়ঃসকাল ১০ ঘটিকা।

ধন্যবাদান্তে,
নবযাত্রা বাংলাদেশ 💝

নবযাত্রা বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে✨ পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ! ✨"ত্যাগের মহান আদর্শে উজ্জ্বল হোক আমাদের...
07/06/2025

নবযাত্রা বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে
✨ পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ! ✨

"ত্যাগের মহান আদর্শে উজ্জ্বল হোক আমাদের জীবন।
ইদ-উল-আযহার প্রকৃত শিক্ষা হোক হৃদয়ের পরিশুদ্ধি,
ভ্রাতৃত্ব ও মানবতার আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি দিন।"

🌙 ইদ মোবারক!

আলহামদুলিল্লাহ,আজ ২৮/০৫/২৫ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার নবযাত্রা বাংলাদেশ একটি অস্বচ্ছল পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে  সেই পরিব...
28/05/2025

আলহামদুলিল্লাহ,

আজ ২৮/০৫/২৫ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার

নবযাত্রা বাংলাদেশ একটি অস্বচ্ছল পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে সেই পরিবারের নিকট নগদ অর্থ উপহার পৌঁছে দিয়েছে।

ইনশাআল্লাহ
আপনাদের সহযোগিতায় শূণ্য থেকে শুরু হওয়া এই স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে অনন্তকাল। 💝

আজকে স*ন্ত্রা*সী দ*খ*লদার ই*জরা*ই*লের আগ্রাসনের বিরুদ্ধে খিলা বাজারে সর্বস্তরের জনগণের বিক্ষোভ 🇵🇸
07/04/2025

আজকে স*ন্ত্রা*সী দ*খ*লদার ই*জরা*ই*লের আগ্রাসনের বিরুদ্ধে খিলা বাজারে সর্বস্তরের জনগণের বিক্ষোভ 🇵🇸





13/03/2025

আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে নবযাত্রা বাংলাদেশ এর পক্ষ হতে দুইজন মেধাবী শিক্ষার্থীর ভর্তি খরচ ও একজন মেধাবী শিক্ষার্থীর ফর্ম ফিল আপ বাবদ নগদ অর্থ প্রদানের কার্যক্রমটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।

সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।

সহযোগিতা, মানবতা, সংহতি – নবযাত্রা বাংলাদেশ এর সাথে নতুন বাংলাদেশ গড়ি।

#নবযাত্রা_বাংলাদেশ

আলহামদুলিল্লাহআজ ২৫-০২-২০২৫ খ্রিঃ তারিখে, পূর্বের পরিকল্পনা অনুযায়ী পারিবারিক ভাবে অস্বচ্ছল ১০ জন (সর্বমোট ১১জন) শিক্ষার...
25/02/2025

আলহামদুলিল্লাহ

আজ ২৫-০২-২০২৫ খ্রিঃ তারিখে,
পূর্বের পরিকল্পনা অনুযায়ী পারিবারিক ভাবে অস্বচ্ছল ১০ জন (সর্বমোট ১১জন) শিক্ষার্থীর মাঝে স্কুল ইউনিফর্ম প্রদান করে নবযাত্রা বাংলাদেশ।
১.খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় (০৪ জন)
২.গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ(০৩ জন)
৩.প্রগতি পাঠশালা(০২ জন)
৪.খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে(০২ জন)

এছাড়াও নবযাত্রা বাংলাদেশের পক্ষ হতে আর্থিকভাবে অসচ্ছল একজন ভদ্রলোক কে শৌচাগার করার জন্য নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়।

নবযাত্রা বাংলাদেশের পক্ষ থেকে আরো ৩জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফর্ম ফিলআপ ও ভর্তি পরীক্ষার খরচ প্রদান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এমন মহান উদ্যোগে সহযোগীতা করার জন্য নবযাত্রা বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ।

ইনশাআল্লাহ এভাবেই যেকোনো দুর্যোগে,দুঃসময়ে, শিক্ষায়,সামাজিক কার্যক্রমে নবযাত্রা বাংলাদেশ এর মানবিক কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে। 💝

Mail: nobojatrabangladesh@gmail.com

#নবযাত্রা_বাংলাদেশ
#সহযোগিতা
#মানবতা
#সংহতি

আজ ০৫-০২-২০২৫ খ্রিঃ তারিখে পারিবারিক ভাবে অস্বচ্ছল  একটি শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিশুর স্কুল ইউনিফর্ম এর জন...
05/02/2025

আজ ০৫-০২-২০২৫ খ্রিঃ তারিখে পারিবারিক ভাবে অস্বচ্ছল একটি শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিশুর স্কুল ইউনিফর্ম এর জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করে নবযাত্রা বাংলাদেশ।

এছাড়া এর আগেই ওই শিশুকে বিনামূল্যে ভর্তি সহ পুরো বছর ফ্রিতে শিক্ষাগ্রহণের সুযোগ করে দেয় খিলা উত্তর বাজারে অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।(প্রগতি পাঠশালা)। এমন মহান উদ্যোগ এর জন্য নবযাত্রা বাংলাদেশ এর পক্ষ থেকে "প্রগতি পাঠশালা "এর কতৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ। 💝

এছাড়াও আমরা আর্থিকভাবে অস্বচ্ছল আরো ৯জন (মোট ১০জন) শিশুকে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই মহান উদ্যোগে সামিল হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ইনশাআল্লাহ এভাবেই নবযাত্রা বাংলাদেশ এর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।💝

আস্সালামুআলাইকুম।২০২৫ এর  নবযাত্রায় "নবযাত্রা বাংলাদেশ" এর পক্ষ থেকে   একজন অসুস্থ ব্যক্তিকে  নগদ ৫০০০(পাঁচ হাজার টাকা) ...
05/01/2025

আস্সালামুআলাইকুম।

২০২৫ এর নবযাত্রায় "নবযাত্রা বাংলাদেশ" এর পক্ষ থেকে একজন অসুস্থ ব্যক্তিকে নগদ ৫০০০(পাঁচ হাজার টাকা) আর্থিক সহযোগিতা করা হয়।

এছাড়াও ময়মনসিংহ একটি মসজিদে( ঐতিহাসিক মসজিদে হেনা) নগদ ২০০০(দুই হাজার টাকা) অনুদান দেওয়া হয়।

ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ করুন।

নবযাত্রা বাংলাদেশ
লাকসাম-মনোহরগঞ্জ, কুমিল্লা
nobojatrabangladesh@gmail.com

15/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
আসুন, বিজয় দিবসে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হই। লাখো শহীদের রক্তের প্রতিদান দেই। একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেই, বাংলাদেশের সমৃদ্ধিতে সামিল হই। 🇧🇩

নবযাত্রা বাংলাদেশ

লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) তিস্তা ডালি...
29/09/2024

লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) তিস্তা ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ১৭ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দেওয়া হয়েছে।
©

আলহামদুলিল্লাহ, নবযাত্রা বাংলাদেশ পশ্চিম বাতাবাড়িয়ায় অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের নিকট সামান্য আর্থিক-উপহার ...
04/09/2024

আলহামদুলিল্লাহ, নবযাত্রা বাংলাদেশ পশ্চিম বাতাবাড়িয়ায় অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের নিকট সামান্য আর্থিক-উপহার পৌঁছে দিয়েছে।

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের ঠিকানা: পশ্চিম বাতাবাড়িয়া, মনোহরগঞ্জ, কুমিল্লা।

Address

Cumilla
3570

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবযাত্রা বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category