18/10/2025
আমাদের কুমিল্লাতে মানুষ কতজন এখন??? জনসংখ্যার তুলনায় ব্যাটারী চাললীত রিক্সা কতটি? আছে হিসাব জেলা প্রশাসন এর? সিটি কর্পোরেশনের? যে লোকটি জীবনে রিক্সা চালায় নি, শ্রমিক ছিল, যে হকার সেও সকাল বেলা ভাংগা চূড়া একটা রিক্সা নিয়ে বের হয়ে যায়। এই চালকের কি শিক্ষা আছে রাস্তায় গাড়ি চালানোর??? লাইসেন্স আছে???? সে কি জানে ট্রাফিক আইন। সারাদিন এর ওর উপর তুলে দিচ্ছে। হাতাহাতি মারামারি ত লাগাচ্ছেই। মানুষ জনের গোছানো জীবনটাকে তছনচ করে দিচ্ছে।
# ৩ বছরের বাচ্চা, বাবার আংগুল ধরে হাসপাতাল বের হলো। বাবা মাত্র একজন মুমূর্ষু রোগীর অপারেশন করে বের হলেন। বাচ্চাকে বলছেন রাস্তায় অনেক গাড়ি থাকে, কখনো বের হবানা। বুঝাতে বুঝাতেই উল্টো দিকের বেপোয়ারা গাড়ি এসে তুলে দিল বাবা ছেলের ছোট্র হাতটার উপর। বাবা পাড়লেন না কলিজার টুকরা ছেলেটাকে আগলে রাখতে, ছিটকে গেলেন উল্টো দিকে। অমানুষ চালক টা বাচ্ছাটার পায়ের উপর তুলে দিল রিক্সাটা, ভেংগে গেলো পায়ের বড় হাড় টা। বাবা বাচ্ছাটাকে এখন কি বলবে? কি শিখাবে? বলবে!!!??? বাবা এই দেশকে অনেক ভালোবাসবা!!! এ দেশ ছেড়ে কখনো যাবানা????? উত্তর টা কই????
কে দিবে এই উত্তর????