08/10/2024
স্ক্যাবিস কী?
স্ক্যাবিস একটি মারাত্বক চোয়াছে রোগ যা অতিরিক্ত চুলকায়॥এটা প্রথমে ছোট গামাছির মত হয় পরে এর পরিমান বাড়তে শুরু করে। হাতের আঙ্গুলের চিপায়, কুচকিতে, পায়ের আঙ্গুলের চিপায় বেশি হয় ।আক্রান্ত রুগির বিচানা কাপড় চোপড় বা এক সাথে থাকলেও চড়াতে পারে। একজন থেকে পরিবারের সবার হতে পারে ।
স্ক্যাবিস হল ক্ষুদ্র ইচ মাইট (আটপাযুক্ত পোকা) দ্বারা সংঘটিত অত্যন্ত সংক্রামক একটি রোগ। একে খালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষের ত্বককে এরা প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। যখন এই পোকাগুলো ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে তখন চুলকানির সৃষ্টি হয়, যা সাধারণত রাতে বৃদ্ধি পায়।
এই সমস্যাটির উপসর্গগুলি হল:
👉একটানা চুলকানি।
👉ত্বকে ফুসকুড়ি ওঠা বা ত্বক আঁশের মত হয়ে যাওয়া।
👉ত্বকে ক্ষতের সৃষ্টি।
দেহের যে কোন অংশের ত্বকে এই সমস্যাটির সৃষ্টি হতে পারে; তবে নিচে উল্লিখিত অংশগুলিতে এর প্রভাব সবথেকে বেশি দেখতে পাওয়া যায়:
👉হাতে, বিশেষত নখের চারপাশে ও ঙুলের ফাঁকে।
👉বগল, কনুই এবং কব্জিতে।
👉স্তনবৃন্তে।
👉কুঁচকিতে।
স্কেবিসের ইনকিউবেশন পিরিয়ড হল 8 সপ্তাহ।
লক্ষণ ও উপসর্গগুলো কী হতে পারে?
১) প্রচন্ড চুলকানি বিশেষ করে রাতে। চুলকানি সাধারণত প্রথমে হাতের আঙ্গুলের ফাঁকে তারপর সেখান থেকে ঘাড়ে, নাভির আশে পাশে চামড়ায়, লজ্জাস্থানের আশেপাশে ও পায়ে ছড়িয়ে পড়তে পারে।
২) চুলকানোর জায়গা একটু ফোসকা পড়ে লাল হয়ে ফুলে যাওয়া।
৩) অতিরিক্ত চুলকানির কারণে চামড়া ফেটে যাওয়া।
৪) আগে থেকে আপনার কোনো চামড়ার অসুখ থাকলে সেটা আরো খারাপ হওয়া।
৫) ত্বকে ফুসকুড়ি ওঠা বা ত্বক আঁশের মত হয়ে যাওয়া।
৬) ত্বকে ক্ষতের সৃষ্টি।
এই সম্পর্কে কয়েকটি সাবধানতা অবলম্বন করা যেতে পারে
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর সবকিছু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে রোদে শুকাতে হবে।
পরিষ্কার বিছানা ও কাপড়ের ব্যবহার।
50 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় কাপড় ধোয়া।
এই রোগের চিকিৎসা কী?
প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম, লোশন ও ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিসের জটিলতা এড়ানো সম্ভব। সংক্রমিত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যর জন্যও চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। তাই এটা দেখা দিলে পরিবারের সবার এক সাথে চিকিৎসা নেওয়া উচিৎ। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিলে সম্পূর্ন সুস্থ হয়ে যাবেন। সৃষ্টি কর্তার কৃপায়।। পেজে Following দিয়ে পাশে থাকুন অনেক গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাবেন।