Md Thowhidul islam patowary

  • Home
  • Md Thowhidul islam patowary

Md Thowhidul islam patowary যে কোন রোগের জন্য অনলাইনে
চিকিৎসা ও পরামর্শ সেবা নিন🩺
☎️☎️হোয়াটসঅ্যাফ/ইমুঃ01798-141494
Blood:B(+v)
Fr Hmn

19/07/2025
19/07/2025

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মানুষের স্রোত লাইভ ভিডিও🇧🇩

19/07/2025

ঢল নেমেছে জামায়াতের সমাবেশে
মানুষের!সরাসরি

🤲🤲💞
11/07/2025

🤲🤲💞

10/07/2025

সমালোচনা করার জন্যে হারাম খোরের জিহবা যথেষ্ট প্রসংসা করতে লাগে রিদয়!

#এডমিন

10/07/2025

চৌদ্দগ্রাম উপজেলা ধোড়করা বাজার আদিয়াত ফার্মা চেম্বারে প্রায় অর্ধ শতাধিক এর ও বেশী মুসলমানি Circumcission সার্জারী সম্পুর্ণ হয়েছে।প্রায় প্রতিদিন ই দু,একটি করে নিরাপদে এই সার্জারীটি সম্পুর্ণ হচ্ছে।

আপনার সন্তান কে নিরাপদ এ সম্পুর্ণ অজ্ঞান করা ছাড়া সুন্নত খৎনা টি করতে যোগাযোগ করুন।
স্থান:ধোড়করা বাজার আদিয়াত ফার্মা মেইন রোড়

☎️☎️01798-141494whatsup

“মূত্রের রং কি শরীরের অসুস্থতার ইঙ্গিত দেয়?”👉 দেখে নিন কোন রঙের মূত্র কোন সমস্যার লক্ষণ হতে পারে!🟡 হালকা হলুদ বা স্বচ্ছ ...
19/06/2025

“মূত্রের রং কি শরীরের অসুস্থতার ইঙ্গিত দেয়?”

👉 দেখে নিন কোন রঙের মূত্র কোন সমস্যার লক্ষণ হতে পারে!

🟡 হালকা হলুদ বা স্বচ্ছ হলুদ:
• স্বাভাবিক ও স্বাস্থ্যকর মূত্র।
• পর্যাপ্ত পানি পান করছেন।

🟠 গাঢ় হলুদ বা অ্যাম্বার রঙ:
• পানির ঘাটতি বা ডিহাইড্রেশন।
• বেশি ঘাম বা কম পানি খাওয়া।

🟧 কমলা রঙ:
• জন্ডিস হতে পারে।
• কিছু ওষুধ (যেমন: রিফ্যাম্পিসিন) বা ভিটামিন সাপ্লিমেন্ট।
• ডিহাইড্রেশন।

🟥 লাল বা গোলাপি:
• রক্ত থাকতে পারে (Hematuria) – যা কিডনি, মূত্রথলি বা ইউরিনারি ট্র্যাক্ট সমস্যার ইঙ্গিত হতে পারে।
• কিছু খাবার (যেমন বিটরুট) বা ওষুধ।

🟤 বাদামি বা কোলা রঙ:
• লিভার রোগ (যেমন: হেপাটাইটিস, সিরোসিস)।
• মায়োগ্লোবিনিউরিয়া (পেশি ক্ষয়)।
• জন্ডিস।

🟢 সবুজ বা নীলচে রঙ:
• বিরল, কিছু ওষুধ বা ইনফেকশন (যেমন: Pseudomonas ইনফেকশন) থেকে হতে পারে।
• কিছু খাবার রং।

⚪ দুধের মতো সাদা:
• ইউরিনে ফ্যাট বা ফসফেট থাকতে পারে।
• ইউরিনারি ইনফেকশন (UTI) বা কিডনিতে পাথর।

⚫ গাঢ় কালো:
• খুবই বিরল, ম্যালানোমা নামক ক্যানসার থেকে হতে পারে।

⚠️ কখন ডাক্তার দেখানো জরুরি:
• বারবার রক্ত মিশ্রিত মূত্র।
• মূত্রের রং দীর্ঘদিন অস্বাভাবিক থাকা।
• ব্যথা বা জ্বালাভাবের সাথে রঙ পরিবর্তন।

✅ পরামর্শ:
• দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।
• মূত্রের রং অস্বাভাবিক দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

22/10/2024

কোরআন তেলাওয়াত সু-মধুর কন্ঠে সহি-শুদ্ধ এবং সুস্পষ্ট উচ্চারণ

08/10/2024

🚫চর্মরোগ,এলার্জি সঠিক চিকিৎসায় ভালো হবে ইনশাআল্লাহ..
ভু'ক্তভোগীরা ই'নবক্স করুন(ফি প্রযোজ্য)

স্ক্যাবিস কী?স্ক্যাবিস একটি মারাত্বক চোয়াছে রোগ যা অতিরিক্ত চুলকায়॥এটা প্রথমে ছোট গামাছির মত হয় পরে এর পরিমান বাড়তে শুর...
08/10/2024

স্ক্যাবিস কী?
স্ক্যাবিস একটি মারাত্বক চোয়াছে রোগ যা অতিরিক্ত চুলকায়॥এটা প্রথমে ছোট গামাছির মত হয় পরে এর পরিমান বাড়তে শুরু করে। হাতের আঙ্গুলের চিপায়, কুচকিতে, পায়ের আঙ্গুলের চিপায় বেশি হয় ।আক্রান্ত রুগির বিচানা কাপড় চোপড় বা এক সাথে থাকলেও চড়াতে পারে। একজন থেকে পরিবারের সবার হতে পারে ।

স্ক্যাবিস হল ক্ষুদ্র ইচ মাইট (আটপাযুক্ত পোকা) দ্বারা সংঘটিত অত্যন্ত সংক্রামক একটি রোগ। একে খালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষের ত্বককে এরা প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। যখন এই পোকাগুলো ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে তখন চুলকানির সৃষ্টি হয়, যা সাধারণত রাতে বৃদ্ধি পায়।

এই সমস্যাটির উপসর্গগুলি হল:
👉একটানা চুলকানি।
👉ত্বকে ফুসকুড়ি ওঠা বা ত্বক আঁশের মত হয়ে যাওয়া।
👉ত্বকে ক্ষতের সৃষ্টি।

দেহের যে কোন অংশের ত্বকে এই সমস্যাটির সৃষ্টি হতে পারে; তবে নিচে উল্লিখিত অংশগুলিতে এর প্রভাব সবথেকে বেশি দেখতে পাওয়া যায়:
👉হাতে, বিশেষত নখের চারপাশে ও ঙুলের ফাঁকে।
👉বগল, কনুই এবং কব্জিতে।
👉স্তনবৃন্তে।
👉কুঁচকিতে।
স্কেবিসের ইনকিউবেশন পিরিয়ড হল 8 সপ্তাহ।

লক্ষণ ও উপসর্গগুলো কী হতে পারে?
১) প্রচন্ড চুলকানি বিশেষ করে রাতে। চুলকানি সাধারণত প্রথমে হাতের আঙ্গুলের ফাঁকে তারপর সেখান থেকে ঘাড়ে, নাভির আশে পাশে চামড়ায়, লজ্জাস্থানের আশেপাশে ও পায়ে ছড়িয়ে পড়তে পারে।

২) চুলকানোর জায়গা একটু ফোসকা পড়ে লাল হয়ে ফুলে যাওয়া।

৩) অতিরিক্ত চুলকানির কারণে চামড়া ফেটে যাওয়া।

৪) আগে থেকে আপনার কোনো চামড়ার অসুখ থাকলে সেটা আরো খারাপ হওয়া।

৫) ত্বকে ফুসকুড়ি ওঠা বা ত্বক আঁশের মত হয়ে যাওয়া।

৬) ত্বকে ক্ষতের সৃষ্টি।

এই সম্পর্কে কয়েকটি সাবধানতা অবলম্বন করা যেতে পারে
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর সবকিছু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে রোদে শুকাতে হবে।
পরিষ্কার বিছানা ও কাপড়ের ব্যবহার।
50 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় কাপড় ধোয়া।

এই রোগের চিকিৎসা কী?
প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম, লোশন ও ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিসের জটিলতা এড়ানো সম্ভব। সংক্রমিত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যর জন্যও চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। তাই এটা দেখা দিলে পরিবারের সবার এক সাথে চিকিৎসা নেওয়া উচিৎ। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিলে সম্পূর্ন সুস্থ হয়ে যাবেন। সৃষ্টি কর্তার কৃপায়।। পেজে Following দিয়ে পাশে থাকুন অনেক গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাবেন।

Address


Telephone

+8801798141494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Thowhidul islam patowary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Thowhidul islam patowary:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share