Shoilen Homoeo Care

Shoilen Homoeo Care হোমিওপ্যাথিক চিকিৎসক

01/11/2024

পবিত্র বাইবেলের তীত ৩:১০ পদ
যে ব্যক্তি দলভেদী,তাহাকে দুই একবার চেতনা দিবার পর অগ্রাহ্য কর।

01/11/2024

পবিত্র বাইবেলের গীতসংহিতা ১:১ পদ,৫পদ ও ৬পদ-
১.ধন্য সেই ব্যক্তি,
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।
৫.এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না,
পাপীরা ধার্মিকদের মন্ডলীতে দাঁড়াইবে না।
৬.কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন,
কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে।
আমেন।

Shoilen Homoeo CarePastor Dr.Lorance Timo Bairagi.Dharama Sagor Paschim Par,Front of Chairman Road,Cumilla.Mobile:019228...
26/10/2024

Shoilen Homoeo Care
Pastor Dr.Lorance Timo Bairagi.
Dharama Sagor Paschim Par,Front of Chairman Road,Cumilla.
Mobile:01922814090

01/09/2024
কবিতা উত্তম ও অধমসত্যেন্দ্রনাথ দত্ত----------------------কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়কামড়ের চোটে বিষদাঁত ফুটে বিষ...
27/08/2024

কবিতা
উত্তম ও অধম
সত্যেন্দ্রনাথ দত্ত
----------------------
কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তায়।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়,
জাগে শিয়রের আগে।

বাপেরে সে বলে ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাঁত?

কষ্টে হাসিয়া আর্ত কহিল
তুইরে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের গায়ে
দংশি কেমন করে?

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ান কি রে
মানুষের শোভা পায়?

মূল রচনা: শেখ সাদী

শৈলেন হোমিও কেয়ার, বৃহস্পতিবার ও রবিবার বিকেলে চেম্বার বন্ধ থাকে।
15/08/2024

শৈলেন হোমিও কেয়ার, বৃহস্পতিবার ও রবিবার বিকেলে চেম্বার বন্ধ থাকে।

মানুষ কাজী নজরুল ইসলাম        গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ...
13/08/2024

মানুষ
কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'পূজারী, দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ'ল!' স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা-টাজা হ'য়ে যাবে নিশ্চয়! জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ ডাকিল পান্থ, 'দ্বার খোল বাবা, খাইনি ক' সাত দিন!' সহসা বন্ধ হ'ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে, তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
ভুখারি ফুকারি' কয়,
'ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!'

12/08/2024

“শাস্তির চেয়ে ক্ষমা মহৎ”
আব্রাহাম লিঙ্কন

11/08/2024

পবিত্র বাইবেলে প্রভু যীশু খ্রীষ্টের কিছু বাণী:
মথি ৫:৩৮,৩৯ পদ
৩৮.তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল,"চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত"।
৩৯.কিন্তু আমি তোমাদাগকে বলিতেছি,তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না;বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে,অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও।

মথি ৭:১,৩ পদ
১.তোমরা বিচার করিও না,যেন বিচারিত না হও।
৩.আর তোমরা ভ্রাতার চক্ষে যে কুটা আছে,তাহাই কেন দেখিতেছ,কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাট আছে,তাহা কেন দেখিতেছ না?
আমেন।

শৈলেন হোমিও কেয়ার।
09/08/2024

শৈলেন হোমিও কেয়ার।

আজ মায়ের প্রথম মৃত্যু বার্ষিকী।গত বছর এই দিনে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।  আজ সন্ধ্যা ৬ ঘটিকায় মায়ের স্ম...
13/07/2024

আজ মায়ের প্রথম মৃত্যু বার্ষিকী।
গত বছর এই দিনে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
আজ সন্ধ্যা ৬ ঘটিকায় মায়ের স্মরণে উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

Address

বাদুরতলা (চার্চ সংলগ্ন)কুমিল্লা।
Cumilla
3500

Telephone

+8801922814090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoilen Homoeo Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram