বিসমিল্লাহ হোমিও ক্লিনিক

বিসমিল্লাহ হোমিও ক্লিনিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিসমিল্লাহ হোমিও ক্লিনিক, Medical and health, Cumilla.

ডা. মো: মহিউদ্দিন (রাসেল)
ডি.এইচ.এম.এস (ঢাকা)

চেম্বার: ১
আড্ডা বাজার, বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন, বরুড়া, কুমিল্লা।

চেম্বার: ২
নবাবপুর বাজার, কাদুটি রোড, চান্দিনা, কুমিল্লা।

সত্যে বিরুদ্ধে তোমরা যতো অপপ্রচার করবে সত্য ততো এগিয়ে যাবে....! 💝
05/09/2025

সত্যে বিরুদ্ধে তোমরা যতো অপপ্রচার করবে সত্য ততো এগিয়ে যাবে....! 💝

হোমিওপ্যাথি চিকিৎসায় মৃত্যু দুয়ার থেকে নবজীবন পেলেন "ওপেন বিশ্বাস"। তবুও একদল অজ্ঞ বলবে হোমিওপ্যাথিতে রোগ সারেনা....
02/09/2025

হোমিওপ্যাথি চিকিৎসায় মৃত্যু দুয়ার থেকে নবজীবন পেলেন "ওপেন বিশ্বাস"। তবুও একদল অজ্ঞ বলবে হোমিওপ্যাথিতে রোগ সারেনা....

হোমিওপ্যাথি ঔষধে ১৩ দিন পর জ্ঞান ফিরলো অজ্ঞান রোগীর!🥰 " দৈনিক সুস্বাস্থ্য", কোলকাতা  (ভারত)।
01/09/2025

হোমিওপ্যাথি ঔষধে ১৩ দিন পর জ্ঞান ফিরলো অজ্ঞান রোগীর!🥰

" দৈনিক সুস্বাস্থ্য", কোলকাতা (ভারত)।

🌺❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে ---এই ধারণা শুধু ভুল না ...
18/07/2025

🌺❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞
আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে ---
এই ধারণা শুধু ভুল না — এটি স্বাস্থ্যবিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক এবং দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর।

📊 এখন চলুন দেখা যাক আন্তর্জাতিক গবেষণায় কী বলা হয়েছে:

🔹 গবেষণা ১: (Pennsylvania State University, USA)

👉 গবেষক Dr. Eric Corty এবং Jenay Guardiani-এর নেতৃত্বে এক যৌন স্বাস্থ্য জরিপে দেখা যায়:

ধরন সহবাসের সময়কাল (গড়)

“Too short” ১–২ মিনিট
“Adequate” ৩–৭ মিনিট
“Desirable” ৭–১৩ মিনিট
“Too long” ১০–২০ মিনিটের বেশি (অনেক নারী বিরক্ত বা ব্যথা অনুভব করে)

📌 এই গবেষণা অনুযায়ী, ৩–৭ মিনিট সহবাসই অধিকাংশ দম্পতির জন্য যথেষ্ট এবং স্বাভাবিক।

🔹 গবেষণা ২: (Journal of Sexual Medicine, 2008)

👉 ৫০০ দম্পতির উপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে:

প্রবেশের পর গড় সহবাসকাল: ৫.৪ মিনিট

“থ্রাস্ট” সংখ্যা (পুশ ইন–আউট): গড়ে ১০০–৫০০ বার, যার চেয়ে বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে ক্লান্তি বা বিরক্তি তৈরি হয়।

📌 গবেষকরা বলেন:

> “Longer in*******se is not equal to better satisfaction. Connection, communication and emotional intimacy matter far more.”

---

🔹 গবেষণা ৩: (University of Queensland, Australia)

👉 Dr. Brendan Zietsch-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়:

“Intercourse duration does not correlate with relationship satisfaction.”

অর্থাৎ, সহবাসের সময় বেশি হলেও দাম্পত্য সুখ বাড়ে না, বরং সঙ্গীর চাহিদা ও আরাম বোঝাই আসল বিষয়।

---

📛 সমাজ কী শিখাচ্ছে?

🔴 “৩০ মিনিট না পারলে ব্যর্থ”
🔴 “হাজার বার থ্রাস্টই সুখ”
🔴 “দ্রুত বীর্যপাত মানেই দুর্বলতা”

এই সব কুসংস্কার পুরুষদের মনে দুশ্চিন্তা, হীনম্মন্যতা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে।
আর স্ত্রীদের জন্য এটি হতে পারে — শরীরী কষ্ট, মানসিক দুরত্ব, নিরব ক্ষোভ।

🌙 ইসলাম কী বলে?

রাসূল ﷺ বলেছেন:

> “তোমরা স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না। আগে আদর করো, পরস্পরের অনুভূতি বোঝো, তারপর মিলনে যেয়ো।”
(ইহইয়া উলুমুদ্দিন – ইমাম গাযযালি)

📌 কোনো হাদীস, কোনো ইসলামী শিক্ষায় —
❌ থ্রাস্টের সংখ্যা
❌ সময়ের দৈর্ঘ্য
— এগুলোর উপর কোনো গৌরব বা শর্ত নেই।

✅ উপসংহার:

> ❝ সহবাসে সাফল্য মানে — কতবার পুশ ইন–আউট হলো নয়, বরং স্ত্রী চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেললো কি না — সেটাই সত্যিকারের জয়। ❞
❝ বিজ্ঞান ও দ্বীন — উভয়েই বলে, সময় নয় — অনুভবই মুখ্য! ❞

📣 তরুণদের জন্য বার্তা:

➤ ৩ মিনিটে প্রেমে জয় করা যায়, ৩০ মিনিটে ক্লান্তি ডেকে আনা যায়

➤ হাজার থ্রাস্টে নয়, স্ত্রীর সন্তুষ্টির হাসিতে প্রমাণ হয় পুরুষত্ব

➤ বিজ্ঞানের কথা শোনো, সমাজের কুসংস্কার ভাঙ।

#সহবাস_সচেতনতা
#যৌনশিক্ষা
#বিজ্ঞান_ও_ইসলাম
#থ্রাস্ট_কুসংস্কার

জন্ডিসের নানা অপচিকিৎসা প্রচলিত আছে আমাদের দেশে। তার মধ্যে মাথায় বা কপালে পয়সা দিয়ে ছ্যাকা দেয়া অন্যতম। এছাড়াও রয়েছে মাল...
17/07/2025

জন্ডিসের নানা অপচিকিৎসা প্রচলিত আছে আমাদের দেশে। তার মধ্যে মাথায় বা কপালে পয়সা দিয়ে ছ্যাকা দেয়া অন্যতম। এছাড়াও রয়েছে মালা পড়ানো, ঝাড়ানো, মাথায় বা পেটে রাসায়নিক বা বিষাক্ত গাছ গাছড়া দিয়ে মলম দেয়া, ধোয়ানো, সালসা, বিভিন্ন হারবাল খাওয়ানো।
জন্ডিস এর সঠিক চিকিৎসার জন্য আমাদের এই সকল অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে।অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ গ্রহন করতে হবে।

ধন্যবাদ।

#স্বাস্থ্য_কথা

Jock Itching বা দাদ, যা Tinea Cruris নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে (সাধারণত প্রাইভেট পার্ট যেমন কুচকী, থাই ও পায়ের আশপা...
02/07/2025

Jock Itching বা দাদ, যা Tinea Cruris নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে (সাধারণত প্রাইভেট পার্ট যেমন কুচকী, থাই ও পায়ের আশপাশে এই ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে)।

রাস্তায় মাইক বাজিয়ে মলম বিক্রি করতে দেখেছেন “পাগলা মলম”? 😜😜
তারা কিন্তু মাইকে সাউন্ড দিয়ে এক ধরনের রেকর্ডিং বাজায়:

“হায়রে মজার চুলকানী! দামি দামি প্যান্টের পকেট ছিঁড়ে ফেলেছেন এই চুলকানির জ্বালায়! ডাইরেক্ট হয়ে গেছে! টাকা একদিকে রাখেন, অন্যদিকে চলে যায়! 😜 যখন চুলকানি ওঠে মনে হয় ৭০ টাকার কামলা দিয়ে চুলকাই! এত মজার চুলকানি! মনে হয় যেন মরিচের মতো জ্বলে আবার মরণ চাঁদের রসগোল্লা খাচ্ছি!” 😜😜😜😜
আমার চেম্বার থেকে একটু সামনে গেলেই দেখা যায় এক ভদ্রলোক মাইক লাগিয়ে এই পাগলা মলম বিক্রি করছেন।
ক্রেতার সংখ্যাও কিন্তু কম না!

তার বলা লক্ষণগুলো কিন্তু সত্যি, শুধু ঠিক নাই মেডিসিনটা 😓
রোগীরাও আকৃষ্ট হয়ে সেই মলম কিনে ফেলেন।
মজার ব্যাপার — মলম বিক্রেতা নিজেও আমার কাছেই আসেছিলেন চুলকানির চিকিৎসা নিতে! 😜😜😜

একদিন জিজ্ঞেস করলাম, “মামা, মলমে কাজ হয় না নাকি?”
সে উত্তর দিল,

“স্যার, আমার মূল ব্যবসা ইঁদুর মারার বিষ বিক্রি করা। এটা সাইড বিজনেস!” 😜😜😜
লোন ঠেলেছে! একজন বিষ বিক্রেতার কাছ থেকে মানুষ মেডিসিন কিনছে! 😓

আরেকটা মজার ঘটনা —
ট্রেনে রাজশাহী থেকে ঢাকা আসছি।
বিমানবন্দর স্টেশন থেকে এক ভদ্রলোক উঠে স্মার্টভাবে যাত্রীদের উদ্দেশ্যে সালাম দিয়ে বলতে লাগলেনঃ

“পলাশীর যুদ্ধে নবাব কেন পরাজিত হয়েছিল জানেন?” 🙄
সবাই ভাবছে, হঠাৎ ১৭৫৭ সালের ইতিহাস কেন তুললেন!
একজন যাত্রী জিজ্ঞেস করলেন, “কেন পরাজিত হয়েছিল?”

ভদ্রলোক বললেন:

“নবাবের সৈন্য কম ছিল? না!
মীরজাফরের বিশ্বাসঘাতকতা? তাও না!
নবাব প্ল্যান করেছিলেন সৈন্যদের আমগাছে লুকিয়ে রাখতে।
যখন লর্ড ক্লাইভ ওই গাছের নিচ দিয়ে যাবে, তখন স্নাইপার স্টাইলে আক্রমণ করবে।

কিন্তু দূর থেকে ক্লাইভ বাহিনী লক্ষ করলো — গাছগুলো নড়ছে!
বুঝে গেল সৈন্যরা গাছে! কামান দিয়ে সব গাছ উড়িয়ে দিল!” 🙄
এখন প্রশ্ন — গাছ নড়ল কেন?

উত্তর দিচ্ছেন ভদ্রলোক — ব্যাগ থেকে মলম বের করে বললেন:

“নবাবের সৈন্যদের দুই রানের চিলায় চুলকানি ছিল!
চুলকাতে গিয়েই গাছ নড়ে ওঠে!” 🙄🙄🙄
“এই মলমটা চুলকানির আজরাইল!
নবাবের ঘটনার পুনরাবৃত্তি না চাইলে এই মলম ব্যবহার করুন!” 🙄🙄🙄
কি পলিসি রে বাবা! 😜😜😜

টিনিয়া কুরিস নিয়ে বিস্তারিত একদিন লিখব।
হঠাৎ ঘটনাটা মনে পড়লো, তাই শেয়ার করলাম।

👉 ভুল করেও এসব রাস্তার মলম ব্যবহার করে স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়াবেন না!

হোমিওপ্যাথিতে উক্ত কন্ডিশনের চমৎকার চিকিৎসা রয়েছে,।
ধৈর্য্য ধরে একজন ভালো চিকিৎসক এর চিকিৎসা শুরু করুন, সুস্থ্য থাকুন।

জাম বীজ (Black Plum Seed বা Jamun Seed) স্বাস্থ্য উপকারিতায় ভরপুর একটি প্রাকৃতিক উপাদান। এটি সাধারণত শুকিয়ে গুঁড়ো করে খা...
20/06/2025

জাম বীজ (Black Plum Seed বা Jamun Seed) স্বাস্থ্য উপকারিতায় ভরপুর একটি প্রাকৃতিক উপাদান। এটি সাধারণত শুকিয়ে গুঁড়ো করে খাওয়া হয়।

🟣 জাম বীজের স্বাস্থ্য উপকারিতা:

1. রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে (ডায়াবেটিস):
জাম বীজে উপস্থিত জ্যাম্বোলিন ও জ্যাম্বোসিন নামক যৌগ ইনসুলিন নিঃসরণকে প্রভাবিত করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।

2. হজমশক্তি বাড়ায়:
জাম বীজের গুঁড়ো গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, পেট ফাঁপা ও হজমজনিত সমস্যায় কার্যকর।

3. কিডনি ও লিভারের কার্যকারিতা উন্নত করে:
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার ফলে এটি লিভার ও কিডনিকে বিষাক্ত পদার্থ থেকে সুরক্ষা দেয়।

4. ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বৃদ্ধি করে:
অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ শরীরকে নানা সংক্রমণ থেকে রক্ষা করে।

5. ত্বকের সমস্যা দূর করে:
ব্রণ, একনে বা ত্বকে র‍্যাশ থাকলে জাম বীজের গুঁড়া ব্যবহার উপকারী হতে পারে।

6. ওজন নিয়ন্ত্রণে সহায়ক:
হজমে সহায়তা করে এবং ক্ষুধা কমায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

7. মূত্রজনিত সমস্যা উপশমে কার্যকর:
ঘন ঘন প্রস্রাব হওয়া বা পেশাবের সংক্রমণজনিত সমস্যায় জাম বীজ উপকারী।

8. রক্ত পরিষ্কার করে:
জাম বীজে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে রক্ত বিশুদ্ধ রাখতে সাহায্য করে

✅ কিভাবে খাবেন:

পদ্ধতি: জাম বীজ শুকিয়ে গুঁড়ো করে সকালে খালি পেটে ১ চা চামচ গুঁড়ো হালকা গরম পানি বা মধুর সঙ্গে খাওয়া যায়।

পরিমাণ: দিনে ১-২ চা চামচ যথেষ্ট,

আমাদের কাছে শতভাগ খাঁটি জাম বীজের পাউডার পাবেন ইনশাআল্লাহ। জাম বীজের যৌন উপকারিতা জানতে প্রথম কমেন্ট চেক করুন।

শেয়ার করে ছড়িয়ে দিন।

ধন্যবাদান্তে
বিসমিল্লাহ হোমিও ক্লিনিক
স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য ও চিকিৎসা পেতে এই নাম্বারে যোগাযোগ করুন 01609-068876
ফোন অথবা
হোয়াটসঅ্যাপ। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কথা বলতে পারবেন ইনশাআল্লাহ
যেসকল রোগের স্থায়ী চিকিৎসা করা হয় 👇
#যৌন_সকল_রোগ
#আমাশয়
#এলার্জি
#বাত
#ডায়বেটিকস
#বন্ধাত্ব
#গ্যাষ্টিক
#সাদাস্রাব
#অনিয়মিত_মাসিক
#স্বাস্হ্যহীনতা

একজন হোমিওপ্যাথি ডাক্তারের এ বিষয়গুলো জানতেই হবে: ১। হোমিওপ্যাথি বিরোধী:"হোমিওপ্যাথিক ওষুধে তো কার্যকর কোনো রাসায়নিক উপ...
18/06/2025

একজন হোমিওপ্যাথি ডাক্তারের এ বিষয়গুলো জানতেই হবে:

১। হোমিওপ্যাথি বিরোধী:
"হোমিওপ্যাথিক ওষুধে তো কার্যকর কোনো রাসায়নিক উপাদান থাকে না! এত পাতলা করে দেওয়া হয় যে কিছুই থাকে না। কিভাবে তা কাজ করে?"

হোমিওপ্যাথিক ডাক্তার:
আপনি ঠিকই বলেছেন, হোমিওপ্যাথিক ওষুধ অনেক উচ্চমাত্রায় ডাইলিউট করা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে—এই ওষুধে ন্যানোপর্যায়ে মূল পদার্থের কণিকা (nanoparticles) থেকে যায় যা কোষে গিয়ে কাজ করে।
২০১০ সালে IIT Bombay-এর গবেষণায় প্রমাণিত হয়েছে, এসব কণিকা সক্রিয় থাকে এবং জৈবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কাজেই, এটি কেবল জল নয়, বরং তথ্যবাহক (information carrier) হিসেবে কাজ করে।

২। হোমিওপ্যাথি বিরোধী:
"হোমিওপ্যাথি আসলে প্লাসেবো—মনস্তাত্ত্বিক ভরসা ছাড়া আর কিছু নয়।"

হোমিওপ্যাথিক ডাক্তার:
এই বক্তব্য সঠিক নয়। যদি প্লাসেবো হতো, তাহলে শিশুরা, পশুপাখি কিংবা অচেতন রোগীদের ক্ষেত্রে ফলাফল কীভাবে আসে?
Arnica, Belladonna, Aconite ইত্যাদি ওষুধ ব্যবহারে এমন রোগীদের মধ্যে দ্রুত আরোগ্যের প্রমাণ পাওয়া গেছে, যেখানে কোনো মানসিক প্রত্যাশা ছিল না।
এছাড়া বহু ডাবল-ব্লাইন্ড ট্রায়াল এবং মেটা-অ্যানালাইসিসেও হোমিওপ্যাথির কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

৩। হোমিওপ্যাথি বিরোধী:
"তবে তো গবেষণা কম। প্রমাণ তো বেশি নেই।"

হোমিওপ্যাথিক ডাক্তার:
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার হোমিওপ্যাথিক গবেষণা হয়েছে ও হচ্ছে।
উদাহরণস্বরূপ, Swiss Health Technology Assessment (2011) রিপোর্টে হোমিওপ্যাথিকে নিরাপদ, কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ভারত, জার্মানি, ব্রাজিল, ইউকে সহ বহু দেশে সরকারিভাবে হোমিওপ্যাথিক হাসপাতাল ও গবেষণা কেন্দ্র রয়েছে।

৪। হোমিওপ্যাথি বিরোধী :
"হোমিওপ্যাথি ধীরে কাজ করে—তীব্র বা জটিল রোগে তো সময় নেই!"

হোমিওপ্যাথিক ডাক্তার:
এটি একটি ভুল ধারণা। হোমিওপ্যাথি ধীরে কাজ করে ক্রনিক বা পুরনো রোগে, কারণ রোগ অনেক গভীরে যায়। আর এসব রোগ হোমিওপ্যাথিতে নির্মূল হয় কিন্তু এ্যালোপ্যাথিতে আরোগ্য হয়না শুধু উপশম হয় মাত্র। তাহলে কাজ দ্রুত কোন চিকিৎসা করলো? নিশ্চিয় হোমিওপ্যাথি। তাছাড়া একিউট রোগে (যেমন জ্বর, সর্দি, ব্যথা, ইনফ্লুয়েঞ্জা, খাদ্যে বিষক্রিয়া) হোমিওপ্যাথিক ওষুধ দ্রুত ফল দেয়।
যেমন: Colocynthis দিয়ে পেট ব্যথা ১০ মিনিটের মধ্যে উপশম হতে দেখা গেছে। Pantago দিয়ে কানের ব্যাথা ২মিনিটে আরোগ্য হতে দেখা গেছে।

৫। হোমিওপ্যাথি বিরোধী :
"তুমি বললে, এক রোগে একাধিক ব্যক্তির ভিন্ন-ভিন্ন ওষুধ হতে পারে। এতে তো চিকিৎসা পদ্ধতির নিশ্চয়তা নেই!"

হোমিওপ্যাথিক ডাক্তার:
বরং এখানেই হোমিওপ্যাথির বৈজ্ঞানিক সৌন্দর্য। এটি Individualization-এর উপর ভিত্তি করে, যেটা আধুনিক Personalized Medicine-এর ধারণার সাথে সঙ্গতিপূর্ণ।
উদাহরণস্বরূপ, তিনজন ডিপ্রেশনের রোগীকে তিনটি ভিন্ন ওষুধ (যেমন: Ignatia, Natrum Mur, Aurum Met) দেওয়া হতে পারে, কারণ তাদের মানসিক অবস্থা ও অভিজ্ঞতা আলাদা।

৫। হোমিওপ্যাথি বিরোধী:
"তবে হোমিওপ্যাথির নিজস্ব প্রতিরোধমূলক শক্তি তৈরির কোনো প্রমাণ আছে?"

হোমিওপ্যাথিক ডাক্তার:
অবশ্যই। হোমিওপ্যাথিতে Nosodes নামক ওষুধ থাকে, যেগুলো রোগের জীবাণু থেকেই তৈরি—যেমন Tuberculinum, Psorinum, Influenzinum।
এটি অনেকটা ভ্যাকসিনের মতোই: জীবাণুকে ক্ষীণমাত্রায় প্রয়োগ করে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করা হয়।
তফাৎ শুধু এতটুকু, হোমিওপ্যাথিতে এটা করা হয় potentization পদ্ধতিতে, ইনজেকশন বা কৃত্রিম রাসায়নিক নয়।

মোটকথা:
হোমিওপ্যাথি আধুনিক বিজ্ঞানের আলোয় তার যথাযথ যুক্তি দাঁড় করাচ্ছে এবং বিজ্ঞান যত উন্নত হবে হোমিওপ্যাথি চিকিৎসাই, প্রকৃত চিকিৎসা তার প্রমাণিত হবে। সত্যের পিছনে সর্বযুগে পুঁজিবাদীরা ষড়যন্ত্র করছে করবেই, তবে সত্য বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ! ✌️💪

আপনাদেরকে কেউ কি এ ধরনের বিভ্রান্তিমূলক যুক্তি দেয়, তাহলে কমেন্ট করে জানান

সহজেই হতে পারে মলদ্বারে একটি কষ্টকর রোগ তার নাম  #এনাল_ফিসার,যা কিনা  Early Diagnosis  এ খুব দ্রুত এবং বিনা সার্জারীতে ভ...
18/06/2025

সহজেই হতে পারে মলদ্বারে একটি কষ্টকর রোগ তার নাম #এনাল_ফিসার,
যা কিনা Early Diagnosis এ খুব দ্রুত এবং বিনা সার্জারীতে ভালো হয়ে যেতে পারে।
বেশ কিছু দিন ব্যস্ততার কারনে বিরতি দিয়ে লিখা শুরু করলাম, আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

''আজকে আমাদের আলোচনার বিষয় এনাল ফিশার''

এনাল ফিশার কি জানার আগে আমরা জেনে নেই 🤔🤔এনাস বা পায়ূপথ কি?
পায়ু বা পায়ুপথ হচ্ছে মুখ থেকে শুরু হওয়া কোন প্রানীর পরিপাকতন্ত্রের শেষ অংশ। কার্যকারণে এটা মুখের ঠিক উলটো। এর কাজ হচ্ছে মুখ দিয়ে গৃহীত খাদ্যবস্তুর পরিপাকের পরে কঠিন, অর্ধকঠিন ইত্যাদি অপাচ্য অংশ প্রাণীর শরীর থেকে বের করে দেওয়া।
এনাস (A**s) শব্দটি ল্যাটিন শব্দ যার ইংরেজি হচ্ছে Ring বা Circle.
পায়ুপথ বা এনাস দেখতে অনেকটা রিং আকৃতি।

🤔🤔এনাল ফিসার কি?

এনাল ফিসার হল পায়ূপথে পাতলা, আর্দ্র টিস্যুতে একটি ছোট টিয়ার (ছিন্ন হওয়া) যা মলদ্বারের সাথে লাইন করে। মলদ্বার হল পরিপাকতন্ত্রের শেষে পেশীবহুল খোলার জায়গা যেখানে মল শরীর থেকে বেরিয়ে যায়। মলদ্বার ফিসারের সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য এবং মলত্যাগের সময় শক্ত বা বড় মল ত্যাগ করা। মলদ্বার ফিসার সাধারণত মলত্যাগের সাথে ব্যথা এবং রক্তপাতের কারণ ও হতে পারে।

🤔🤔কারন সমূহ ঃ
১)বড় বা শক্ত মল ত্যাগ করা।
২)মলত্যাগের সময় কোষ্ঠকাঠিন্য
৩) দীর্ঘস্থায়ী ডায়রিয়া।
৪) পায়ূ সঙ্গম।
৫) প্রসব।
৬) IBS, IBD, OBS ইত্যাদি।
৭) এনাল ক্যান্সার
৮) HIV
৯) টিউবারকুলোসিস।
১০) সিফিলিস।

🤔🤔 রিক্স ফ্যাক্টরঃ
১) কোষ্ট কাঠিন্য
২) প্রসব জটিলটা
৩) এনাল সেক্স।
৪) শিশু এবং যুবকদের মধ্যে এর প্রবনতা বেশি দেখা যায়।
৫) IBS, IBD.

🤔🤔লক্ষন গুলো কি কি?
১) মল ত্যাগ করার সময় এবং পরে মলদ্বারে প্রচুর ব্যথা।
হটাচলা এবং বসতে ও কষ্ট হওয়া।
২) মলদ্বার ফেটে যাওয়া
৩) রক্তক্ষরন হওয়া।
৪) স্কিন ট্যাগ ডেভেলপ করা।

🤔🤔 ইনভেষ্টিগেশন
১) Anoscope করে প্রাথমিকভাবে ফিসার নির্নয় করা যায়।
২) Coloscopy।

🤔🤔চিকিৎসা ঃ
👉👉যদি এক্সেসিভ পেইন হয় তাহলে পেলিয়েটিভ চিকিৎসা হিসেবে
Xylocaine Gels ব্যবহার করা যেতে পারে।

👉👉কোষ্টবব্ধতাকে দূরকরার জন্য nitroglycerin
সাপোসিটার ব্যবহার করতে পারেন।

👉👉মলদ্বার সব সময় পরিস্কার রাখার চেষ্টা করবেন এতে ক্রেক এরিয়াতে সংক্রামিত হবার চান্স কম থাকে।

👉👉 প্রচুর পরিমান পানি এবং শাকসবজি গ্রহন করতে হবে।

👉👉 হিপ বাথ ( গরম পানিতে বসার চেষ্টা করবেন দিনে ২ বার) প্রয়োজনে পানির সাথে ১ চা চামচ লবন অথবা Iodine সলিউশন মিশিয়ে নিতে পারেন।

👍👉👉 লক্ষন ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা আলহামদুলিল্লাহ আদর্শ আরোগ্য করতে পারে,
ক্লিনিক্যাল যে সকল রিমেডি গুলো ব্যবহৃত হয় তা হল
১) গ্রাফাইটিস
২) এসিড নাইট
৩) রেটানহিয়া।
৪) পিউনিয়া।
৫) সালফার

ইত্যাদি আরো অনেক লক্ষনভিত্তিক ওষুধ আছে।

#বিঃদ্রঃ অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক এর পরামর্শে চিকিৎসা নিবেন।

✍️ ডাঃ মোঃ মহিউদ্দিন (রাসেল)
ডি,এইচ,এম,এস (ঢাকা)

15/06/2025

যারা রাত জেগে ফ্রিল্যান্সিং করেন। তাদের পকেট ভর্তি টাকা থাকলেও দেহে হরমোন আর মনে যৌন আকাঙ্ক্ষা নেই। কারন রাত জাগলে যৌন ক্ষমতা বিলুপ্ত হবে ও হরমোন কমে যাবে। প্রমানীত

15/06/2025

শ্বাস নিতে কষ্ট, নাক বন্ধ অথবা রক্তক্ষরণ—পলিপাসের এই অস্বস্তি থেকে মুক্তি চান? 🌿 প্রাকৃতিক হোমিও চিকিৎসায় পলিপাসকে বলুন বিদায়! সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনে আমরা সাহায্য করি।

নাকের পলিপাস কমাতে সহায়ক কিছু ঘরোয়া উপায়:১. বাষ্প গ্রহণ (Steam Inhalation):প্রতিদিন ২ বার গরম পানির ভাপ নিন।এতে সাইনাস খ...
15/06/2025

নাকের পলিপাস কমাতে সহায়ক কিছু ঘরোয়া উপায়:
১. বাষ্প গ্রহণ (Steam Inhalation):
প্রতিদিন ২ বার গরম পানির ভাপ নিন।
এতে সাইনাস খোলে ও পলিপের কারণে হওয়া বন্ধভাব কিছুটা কমে।

২. লবণ পানি দিয়ে নাক ধোয়া (Saline Nasal Rinse):
১ গ্লাস উষ্ণ পানিতে ১ চা চামচ নন-আয়োডিনযুক্ত লবণ ও এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নাক ধুয়ে ফেলুন।
এটি নাকের ভেতরের মিউকাস পরিষ্কার করে এবং প্রদাহ কমায়।

৩. আদা ও মধু:
আদা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল।
প্রতিদিন ১ চা চামচ আদার রস ও ১ চা চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।

৪. আলোভেরা রস:
আলোভেরার রস অ্যান্টি-ইনফ্ল্যামেটরি।
১ চা চামচ আলোভেরা জেল খালি পেটে খাওয়া যেতে পারে, তবে সতর্ক থাকতে হবে যেন তা বিশুদ্ধ হয়।

৫. হলুদ (Turmeric):
হলুদে রয়েছে কুরকুমিন, যা প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি।
প্রতিদিন ১ গ্লাস হালকা গরম দুধে ১/২ চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে খেতে পারেন।

৬. সেজ পাতার ভাপ (Eucalyptus Oil Steam):
গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে ভাপ নিন।
এটি নাক পরিষ্কার করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
ধুলো, ধোঁয়া ও অ্যালার্জি জাতীয় জিনিস থেকে দূরে থাকুন।

ধূমপান পরিহার করুন।

দীর্ঘ সময় পলিপস থাকলে বা সমস্যা বাড়লে অবশ্যই বিশেষজ্ঞ-এর পরামর্শ।

এই চিকিৎসা আমি করি।
আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ডা. মো: মহিউদ্দিন (রাসেল)
ডি.এইচ.এম.এস (ঢাকা)

শেয়ার করে ছড়িয়ে দিন

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিসমিল্লাহ হোমিও ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram