সানন্দা মেডিকেল হল

  • Home
  • সানন্দা মেডিকেল হল

সানন্দা মেডিকেল হল MEDICAL Assistant

Nothing to say  just Prayer for Victim
22/07/2025

Nothing to say just Prayer for Victim

17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

Pic for attention, AI generated pic

26/06/2025
জেনে রাখা ভাল
26/06/2025

জেনে রাখা ভাল

সচেতনতা মূলক পোস্ট 👍👍বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমানে এই রোগ টা ছরাচ্ছে৷ নিজে সতর্ক হন,,  অন্য কে সতর্ক করুন 🫵👍 আপনাদের...
25/06/2025

সচেতনতা মূলক পোস্ট 👍👍

বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমানে এই রোগ টা ছরাচ্ছে৷
নিজে সতর্ক হন,, অন্য কে সতর্ক করুন 🫵👍

আপনাদের সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।
________________________________________
স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।
সংগৃহীত

গল্প ১: নিজের মুক্তিরুবিনা প্রতিদিন মনে মনে তাকে অভিশাপ দিত, যে একদিন তার জীবনের সব ভরসা ভেঙে দিয়েছিল। কিন্তু বছরখানেক প...
17/04/2025

গল্প ১: নিজের মুক্তি

রুবিনা প্রতিদিন মনে মনে তাকে অভিশাপ দিত, যে একদিন তার জীবনের সব ভরসা ভেঙে দিয়েছিল। কিন্তু বছরখানেক পর, যখন নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল, বুঝতে পারল—এই ক্রোধ আসলে নিজেরই ক্ষতি করছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে বলল, “আমি তোকে ক্ষমা করলাম, কারণ আমি নিজেকে ভালোবাসি।” সেদিনই সে সত্যিকারের মুক্তি পেল।

---

গল্প ২: সিদ্ধান্তের শুরু

রফিকের ছোট ভাই তার ব্যবসার সব টাকা আত্মসাৎ করেছিল। কেউ বলল, “ক্ষমা কর, মন শান্ত হবে।” রফিক বলল, “আমার মন তো এখনও জ্বলছে।” কিন্তু একদিন বসে সে ভাবল—“আমি কি সারাজীবন এই ক্ষোভ নিয়ে বাঁচব?” ঠিক তখনই সে নিজেকে বলল, “তুমি এখনও প্রস্তুত নও, কিন্তু আজ একটা সিদ্ধান্ত নাও।” সেদিন থেকে তার অন্তর ধীরে ধীরে নরম হতে শুরু করল।

---

গল্প ৩: দূরত্বের মাঝেও শান্তি

সালমা তার বান্ধবী রুবিকে ভালোবেসেই আপন করেছিল। কিন্তু রুবি তার গোপন কথা ফাঁস করে দিয়েছিল একদিন। সালমা দুঃখে পুড়লেও তার ভেতরের রাগকে একদিন ক্ষমায় রূপ দিল। তবে সম্পর্কটা আর আগের মতো হয়নি। সালমা জানত—ক্ষমা মানেই সম্পর্ক জোড়া লাগানো নয়, বরং নিজের শান্তির জন্য দূরত্বও জরুরি।

---

গল্প ৪: তিক্ততার বিষ

তৌফিকের বাবা চলে গিয়েছিলেন ছোটবেলায়। মা একা বড় করেছেন, কিন্তু তৌফিক সবসময় বাবার প্রতি রাগ পুষে রেখেছিল। সেই রাগ তার প্রতিটি সম্পর্কে প্রভাব ফেলতে লাগল। একদিন সে উপলব্ধি করল—এই অপূর্ণতা আর অভিযোগ তার বর্তমানকে পুড়িয়ে দিচ্ছে। সেদিন সে নিজের ভেতরের সেই “অভিমানী ছেলেটিকে” ক্ষমা করে দিল।

---

গল্প ৫: দুর্বল নয়, মানবিক

রুবাইয়া নিজের স্বামীর প্রতি কখনোই পুরোপুরি ক্ষমা করতে পারছিল না। চারপাশের সবাই বলত, “তুমি তো এত শিক্ষিতা, এত শক্ত মেয়ে!” সে ভাবত, “তবে কেন আমার পক্ষে ক্ষমা করা এত কঠিন?” পরে সে বুঝেছিল, ক্ষমা করতে না পারা দুর্বলতা নয়, বরং এটি একটি গভীর যাত্রার শুরু।

---

গল্প ৬: সীমানার দেয়াল

মাহিরা তার ভাইকে ভালোবাসত, কিন্তু সে বারবার ঠকিয়েছে। একদিন সে বলল, “আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এবার আর আমার ঘরের চাবি তোকে দেব না।” ক্ষমার সাথে সে একটাও গুরুত্বপূর্ণ জিনিস শিখল—“না” বলা মানেই সম্পর্ক শেষ করা নয়, বরং নিজেকে সম্মান করা।

---

গল্প ৭: ন্যায়বিচার না পেলেও এগিয়ে যাওয়া

ইমরান অফিসে অন্যায়ের শিকার হয়েছিল। যারা তার বিরুদ্ধে মিথ্যা বলেছিল, তাদের কোনো শাস্তিও হয়নি। কিন্তু একদিন সে বলল, “আমি প্রতিশোধ নেব না। এই পেছনে তাকিয়ে থাকলে আমি নিজেই পেছনে পড়ে যাব।” সে নিজেকে ক্ষমা করল, অন্যদের নয়—কারণ ন্যায় না পেলেও তার জীবনে শান্তি দরকার।

---

গল্প ৮: প্রতিদিন একটুখানি

জাহানারা তার মেয়ের ভুলকে ক্ষমা করতে চেয়েও পারছিল না। সে ঠিক করল, প্রতিদিন মেয়ের ছবি দেখে একবার বলবে, “আমি তোমাকে ক্ষমা করতে চাই।” প্রথম দিন কিছু অনুভব হয়নি। দ্বিতীয় দিন, চোখ ভিজে গিয়েছিল। তৃতীয় দিন, বুকে একটু প্রশান্তি নেমেছিল। সে বুঝেছিল—ক্ষমা একবারে হয় না, প্রতিদিন একটু একটু করে হয়।

---

গল্প ৯: নির্জনতায় ভরসা

রেহেনা অনেক চেষ্টা করেও শান্তি পাচ্ছিল না। একদিন সে মসজিদের নির্জন কোণে বসে শুধু বলল, “হে আল্লাহ, আমি আর পারছি না। তুমি পারো?” সেই ক্ষণেই যেন তার ভেতরের কান্না থেমে গিয়ে এক ধরণের অবর্ণনীয় প্রশান্তি নেমে এলো। সে বুঝল—যেখানে শক্তি শেষ, সেখানেই বিশ্বাস শুরু হয়।

---

গল্প ১০: ক্ষত নয়, স্মৃতি

জিয়াউল এখনও ভুলতে পারেনি ছোটবেলার নির্যাতন। কিন্তু একদিন একটা অনুষ্ঠানে সে বলল, “আমি সেই মানুষদের ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি। কারণ আমার ক্ষত আমাকে মানুষ করেছে। এখন আর সেটা রক্ত দেয় না, বরং শক্তি জোগায়।” সেই দিন তার ভেতরের কষ্ট মুছে না গেলেও, তার জীবনের নিয়ন্ত্রণে আর ছিল না।
সানন্দা মেডিকেল হল

কুমিল্লার কৃতি সন্তান, চিকিৎসা বিজ্ঞানের নক্ষত্র  অধ্যাপক ডাঃ মবিন খান,, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
01/11/2024

কুমিল্লার কৃতি সন্তান, চিকিৎসা বিজ্ঞানের নক্ষত্র অধ্যাপক ডাঃ মবিন খান,, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

24/04/2024
atopic dermatitis এক মাস পর রোগী ফলো আপ এ আসার পর এ অবস্থা, সঠিক সময়ে সঠিক চিকিৎসার মধ্যমে সকল চর্মরোগ নিরাময় যোগ্য
13/04/2024

atopic dermatitis এক মাস পর রোগী ফলো আপ এ আসার পর এ অবস্থা, সঠিক সময়ে সঠিক চিকিৎসার মধ্যমে সকল চর্মরোগ নিরাময় যোগ্য

দেশে ও বিদেশে সবাইকে ঈদ দের শুভেচ্ছা ঈদ মোবারক
11/04/2024

দেশে ও বিদেশে সবাইকে ঈদ দের শুভেচ্ছা ঈদ মোবারক

রোগীর ১ মাস আগের অবস্থা ও ১ মাস পরের অবস্থা ইনশাল্লাহ সঠিক চিকিৎসায় আল্লাহ রোগ মুক্তি দিবেই
24/03/2024

রোগীর ১ মাস আগের অবস্থা ও ১ মাস পরের অবস্থা ইনশাল্লাহ সঠিক চিকিৎসায় আল্লাহ রোগ মুক্তি দিবেই

Address


Telephone

+8801713629666

Website

Alerts

Be the first to know and let us send you an email when সানন্দা মেডিকেল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share