Dr. Md Shahidul Islam Rifat

Dr. Md Shahidul Islam Rifat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md Shahidul Islam Rifat, Health & Wellness Website, comilla sadar south, Cumilla.

ডা: মো: শহিদুল ইসলাম রিফাত
ডি.এম.এফ (ঢাকা)
এম.সি.এইচ ( ঢাকা শিশু হসপিটাল)
এফ.টি (জেনারেল হসপিটাল কুমিল্লা)
এফ.টি (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর দক্ষিণ, কুমিল্লা)
মেডিসিন, চর্ম, বাত ব্যাথা, মা ও শিশু স্বাস্থ্য ও ডায়াবেটিস প্রশিক্ষণ প্রাপ্ত

11/08/2025

এই ভিডিওটা গ্রামের মানুষ দেখার খুব প্রয়োজন,,,, মুখস্থ ফার্মেসিতে গিয়েই ফার্মেসি ওয়ালার থেকেই বলে এন্টিবায়োটিক খায়,,,পরে তারা এমন পরিস্থিতির স্বীকার হয়।

06/08/2025

ডায়াবেটিস….!!
অনেকেই জানতে চেয়েছেন ডায়াবেটিস কিভাবে ডায়াগনসিস করা হয়?
ডায়াবেটিস রক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াগনসিস করা হয়।
রক্তের সুগার কত ( mmol/L)হলে ডায়াবেটিস বলা হয়:

✅ ১. Fasting Blood Sugar ( সাধারণত ৮ ঘণ্টা খালি
পেটে থেকে রক্ত দিতে হয় ):
* স্বাভাবিক: < 5.6 mmol/L
* Prediabetes ( IFG): 5.6 – 6.9 mmol/L
** ডায়াবেটিস: ≥ 7.0 mmol/L

✅ ২. 2-Hour OGTT / 2PPBS( ৭৫ গ্রাম গ্লুকোজ খাওয়ার
২ ঘণ্টা পর):
* স্বাভাবিক: < 7.8 mmol/L
* Prediabetes ( IGT): 7.8 – 11.0 mmol/L
** ডায়াবেটিস: ≥ 11.1 mmol/L

✅ ৩. HbA1c (৩ মাসের গড় গ্লুকোজ):
* স্বাভাবিক: < 5.7%
* Prediabetes: 5.7% – 6.4%
** ডায়াবেটিস: ≥ 6.5%

✅ ৪. Random Blood Sugar (যেকোনো সময়):
ডায়াবেটিস নির্ণয়যোগ্য: ≥ 11.1 mmol/L, যদি উপসর্গ থাকে (যেমন বারবার প্রস্রাব, পিপাসা, ওজন কমা)।
পরে আবার উপরের পরীক্ষা করে নিশ্চিত করা হয়।

✅ মনে রাখবেন: একবারের পরীক্ষায় সব সময় নিশ্চিত না হয়ে, চিকিৎসক সাধারণত পুনরায় পরীক্ষা করেন নিশ্চিত হবার জন্য।
ডা: মো: শহিদুল ইসলাম রিফাত
ডি.এম.এফ ঢাকা

02/08/2025

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!

এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ, এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে শিশুরা।

🎗 বাবা-মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়, প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ আপনার শক্তিই আপনার সন্তানের সাহস। আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।

🧠 অসুস্থ শিশুর সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে, কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
⛔ তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না, অল্প অল্প করে বারবার দিন।
🤢 বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।

📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:

🔥 হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
😣 শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা, চোখ, পিঠ, জয়েন্ট)
🥴 মাথা ঘোরা, দুর্বল লাগা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে

✅ কি করবেন? করণীয় ও পরামর্শ:

🍽️ খাবারে যা রাখবেন:

✔ ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি
✔ জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
✔ প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
💧 প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
⚠️ চিনি পরিহার করুন

🧊 ব্যথা ও জ্বর কমাতে:

✔ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা ম্যাসাজ
✔ আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়

💆 জ্বরের পর শরীর ব্যথা কমাতে:

✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
✔ ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

🚨 যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বারবার জ্বর আসছে,
রক্তচাপ খুব কমে যাচ্ছে,
খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,
হৃদস্পন্দনে অস্বাভাবিকতা

🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।

সাবধান! গর্ভাবস্থায় ফলিক এসিড অবহেলা মানেই শিশুকে চরম ঝুঁকিতে ফেলা!মায়ের অলসতা, বমির অজুহাতে ফলিক এসিড না খাওয়ায় সবচেয়ে ...
18/06/2025

সাবধান! গর্ভাবস্থায় ফলিক এসিড অবহেলা মানেই শিশুকে চরম ঝুঁকিতে ফেলা!

মায়ের অলসতা, বমির অজুহাতে ফলিক এসিড না খাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয় গর্ভের শিশুটির। গর্ভধারণের প্রথম তিন মাসে ফলিক এসিডের অভাবে তৈরি হতে পারে ভয়াবহ জন্মগত রোগ ‘স্পাইনা বিফিডা’, যাতে শিশুর মেরুদণ্ড ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়!

ফলিক এসিডের অভাবে শিশুর যেসব সমস্যা হতে পারে:
• স্পাইনা বিফিডা (মেরুদণ্ডে গুরুতর সমস্যা)
• জলমাথা (Hydrocephalus)
• ঠোঁটকাটা বা তালুকাটা
• হার্টে ছিদ্র
• মুগুর পা (Clubfoot)

প্রতিরোধ সহজ, কিন্তু জরুরি:
• গর্ভধারণের পরিকল্পনার আগেই প্রতিদিন ফলিক এসিড ট্যাবলেট খাওয়া শুরু করুন।
• গর্ভের প্রথম তিন মাসে নিয়মিত ফলিক এসিড খেতে হবে।
• প্রতিদিনের খাবারে ফলিক অ্যাসিড-সমৃদ্ধ খাবার (সবুজ শাকসবজি, ডাল, বাদাম, ডিম) গ্রহণ করুন।
• গর্ভবতী মা-কে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান, কখনোই অবহেলা করবেন না।

চিকিৎসা ব্যয়বহুল, প্রতিরোধই শ্রেষ্ঠ সমাধান!

একটি ছোট ভুল বা অসচেতনতা আপনার অনাগত সন্তানের জন্য আজীবনের কষ্টের কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় ফলিক এসিড খাওয়া নিশ্চিত করুন, শিশুকে নিরাপদ জীবন উপহার দিন।

09/06/2025
09/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

💠 Pompholyx (পম্ফোলিক্স)💠এটা একধরনের একজিমা।এটা স্ক্যাবিসের মত দেখতে কিন্তু স্ক্যাবিস না।অনেকে এগুলোকে পানিগোটা বলে।ছোট ...
28/05/2025

💠 Pompholyx (পম্ফোলিক্স)💠

এটা একধরনের একজিমা।এটা স্ক্যাবিসের মত দেখতে কিন্তু স্ক্যাবিস না।

অনেকে এগুলোকে পানিগোটা বলে।ছোট ছোট ফুসকুড়ির মত হয় চাপ দিলে পানির মত বের হয়।এটা একধরণের চর্মরোগ।

অনেকসময় পানি দিয়ে বেশি কাজ করলে এগুলো বাড়ে।প্রচন্ড চুলকানি হয়।

এমন হলে অবশ্যই ডা: এর পরামর্শ নিবেন।

©

 🩺বাচ্চার ক্রিমির সমস্যা: লক্ষণগুলি চিনে রাখুনমা-বাবাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য! বাচ্চাদের ক্রিমির সমস্যা খুবই সাধা...
01/05/2025

🩺

বাচ্চার ক্রিমির সমস্যা: লক্ষণগুলি চিনে রাখুন

মা-বাবাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য! বাচ্চাদের ক্রিমির সমস্যা খুবই সাধারণ, কিন্তু সময়মতো চিকিৎসা না করালে এটি শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিলে সতর্ক হোন:

১) পেটে ব্যথা
২) ক্ষুধা কমে যাওয়া
৩) ওজন কমে যাওয়া
৪) মলদ্বারে চুলকানি
৫) বমি বমি ভাব বা বমি
৬) দুর্বলতা ও ক্লান্তি
৭) মলে কৃমি দেখা দেওয়া

Keloid এর ট্রিটমেন্ট নির্ভর করে keloid এর size, Location, Hardness, Patients age ইত্যাদির এর উপর।প্রথম অবস্থায় রোগী আসলে...
22/04/2025

Keloid এর ট্রিটমেন্ট নির্ভর করে keloid এর size, Location, Hardness, Patients age ইত্যাদির এর উপর।

প্রথম অবস্থায় রোগী আসলে Antiscar gel দেওয়া হয়।এতে কাজ না হলে interlesional steroid injection(Trialon) দেওয়া হয় ১মাস পরপর ১ টি করে ৩ মাস।

এতেও কাজ না হলে তখন treatment option হলো cryosurgery অপারেশন।

👉 এরকম সমস্যা হলে অবশ্যই সরাসরি ডাক্তারের পরামর্শ নিবেন। ধন্যবাদ

🌈 টনসিল বা টনসিলাইটিস🌈টনসিলের সমস্যার কারণে গলাব্যাথায় ভুগে থাকেন অনেকে। যদিও টনসিলের সমস্যা সব বয়সেই হয়ে থাকে , তারপ...
20/04/2025

🌈 টনসিল বা টনসিলাইটিস🌈
টনসিলের সমস্যার কারণে গলাব্যাথায় ভুগে থাকেন অনেকে। যদিও টনসিলের সমস্যা সব বয়সেই হয়ে থাকে , তারপরও শিশুদের ক্ষেত্রে টনসিলের ইনফেকশন একটু বেশি হয়। 😢

⭕টনসিলের ইনফেকশন মানে কী?
⤴️✅সাধারণত ভাইরাসের সংক্রমণে টনসিলের প্রদাহ হয়ে থাকে। বিশেষ করে সর্দি-কাশির জন্য দায়ী ভাইরাসগুলোই এই কাজটি করে থাকে। এছাড়া ব্যাকটেরিয়ার কারণে বিশেষ করে স্ট্রেপটোকক্কাস গোত্রের ব্যাকটেরিয়া টনসিলের প্রদাহ সৃষ্টি করে থাকে।

⭕রোগীর যেসব উপসর্গ দেখা দেয়:
১। টনসিলের ইনফেকশন হলে মূলত গলা ব্যাথা হবে, গিলতে অসুবিধা হবে। ২। তীব্র গলাব্যাথা। ৩। মাথাব্যাথা, উচ্চ তাপমাত্রা। ৪। শিশুর খাবার গ্রহণে অনীহা কিংবা নাক দিয়ে পানি ঝরা ইত্যাদি থাকতে পারে। ৫। অনেকের ক্ষেত্রে গলার বাইরে গ্রন্থি ফুলে যেতেও দেখা যায়। ৬। ভাইরাসজনিত টনসিলাইটিসে টনসিলের প্রদাহ ধীরে ধীরে বাড়ে, ফলে উপসর্গগুলোও ধীরে ধীরে আবির্ভূত হয়। ৭। শরীরে সামান্য জ্বর থাকবে। ৮। অনেক সময় গলার স্বর পরিবর্তিত হয়, নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে। ৯। ব্যাকটেরিয়াজনিত টনসিলাইটিস হঠাৎ করেই তীব্রভাবে আক্রমণ করে। ফলে উপসর্গ গলাব্যাথা হঠাৎ করেই দেখা দেয়।

📌টনসিলের অপারেশন কখন করতে হয়:👇
সারাবিশ্বে বিশেষজ্ঞরা বর্তমানে যেসব অবস্থায় টনসিল অপারেশনের কথা বলে থাকেন সেগুলো হল-
♦️টনসিল বড় হওয়ার জন্য ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হলে বা নাক ডাকলে। ঢোক গিলতে বা খেতে বেশি অসুবিধা হলে।
♦️এছাড়া এক বছরের মধ্যে পাঁচ-সাতবার করে একাধারে দুবছর কিংবা প্রতিবছর বা একাধারে দুবছরে তিনবার করে পর পর তিন বছর টনসিলের ইনফেকশন হলে অপারেশনের কথা বলা হয়।
♦️টনসিলে একবার ফোঁড়া বা পুঁজ হলে।
♦️ছয় মাস যথাযথ চিকিৎসার পরও রোগ না সারলে।

📌অনেকেই শিশুদের টনসিল অপারেশনের কথা বললে ভয় পান। আসলে টনসিল অপারেশনে ভয়ের কিছুই নেই। অনেকেই প্রশ্ন করে থাকেন অপারেশন করলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কি না? এর উত্তর হচ্ছে টনসিলের অসুবিধা দূর করার জন্যই অপারেশন, আর ভবিষ্যতে যাতে টনসিলের ইনফেকশন থেকে জটিলতা না হয় তা রক্ষার জন্যই অপারেশন করা হয়। কাজেই টনসিল ফেলে দেওয়ার জন্য ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় না।

06/04/2025

জানেন কী?
দীর্ঘমেয়াদে গ্যাসের ঔষধ খেতে থাকলে শরীরে ভিটামিন-ডি এর অভাবে হাড় ক্ষয়,হাড় ভংগুর হয়ে যেতে পারে !!

03/03/2025

🩺 বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিচর্যা 🍼শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন কখনো না কখনো কাজে লাগতে পারে এবং অন্যরাও যেন উপকৃত হতে পারে! 🌟

🪱 আপনার বাচ্চার কৃমি হলে কী ওষুধ দিবেন?

*১ বছর বয়স পূর্ণ হলেই বাচ্চাদের ক্রিমির ওষুধ দেয়া যায়।
*৩ মাস পরপর ক্রিমির বাচ্চাদের ক্রিমির ওষুধ দিতে হয়।

🔹 ১ বছর থেকে ২ বছর বয়সঃ

Syp. Melphin: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
অথবা

Syp. Alben: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।

🔹 ২ বছর বা তার বেশি বয়সঃ

Syp. Solas: ১ চামচ সকালে এবং রাতে, এভাবে ৩ দিন।
অথবা

Syp. Alben: ২ চামচ ১ বার, ৭ দিন পর আবার ২ চামচ।

-----------------

💦 ডায়রিয়া হলে কী করবেন?

১. খাবারঃ ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ও কলা ভর্তা ভাত।

২. ORS খাওয়ানোর নিয়মঃ ৬ মাসের আগে খাবার স্যালাইন দিবেন না।

< ২ বছর: প্রতিবার পায়খানার পর ১০-২০ চামচ।

> ২ বছর: প্রতিবার পায়খানার পর ২০-৪০ চামচ।

৩. Syp. Zinc/Xinc/Nid:

< ৬ মাস: হাফ চামচ দিনে ২ বার (১৪ দিন)।

> ৬ মাস: ১ চামচ দিনে ২ বার (১৪ দিন)।

৪. Probiotics/Enterogermina Sachet:

১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার (৫ দিন)।

-------------------
🍽️ বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য:

১. Syp. Xinc/Zesup/Nid:

ওজন < ১০ কেজি: হাফ চামচ ২ বেলা (৭ দিন)।

ওজন ১০-৩০ কেজি: ১-১.৫ চামচ ২ বেলা (৭ দিন)।

২. Syp. Pogo/Vitagrow/Dorakid:

৭-১২ মাস: হাফ চামচ ১ বেলা (১০ দিন)।

১-৪ বছর: ১ চামচ ১ বেলা (১০ দিন)।

৪ বছরের বেশি: ১.৫ চামচ ১ বেলা (১০ দিন)।

-----------------------------

🤒 বাচ্চাদের কাশি ও বাঁশির মতো শব্দ হলে:

১. Ambrox Pediatric Drop:

০-৩ মাস: ৫ ফোটা, ৩ বার (৭ দিন)।

৩-৬ মাস: ১০ ফোটা, ৩ বার (৭ দিন)।

৬ মাস-১ বছর: ১ মিলি, ৩ বার (৭ দিন)।

১-২ বছর: ২ মিলি, ৩ বার (৭ দিন)।

> ২ বছর: Syrp. Ambrox - ১ চামচ, ৩ বার (৭ দিন)।

২. Syrp. Levostar (১mg/৫ml):

৬ মাস-১ বছর: ১.৫ মিলি, ৩ বার (৭ দিন)।

১-৩ বছর: ২.৫ মিলি, ৩ বার (৭ দিন)।

৩. নাক বন্ধ থাকলে:

Solo Nasal Drop: ১ ফোটা, ৩ বার (১৫ দিন)।
-------------------------

🌿বাচ্চাদের পেটে ব্যাথা হলে কি ওষুধ দিবেন?

✅ SYP. ALGIN
বয়স অনুযায়ী সঠিক ডোজ:
👉 ৬ মাস - ২ বছর: হাফ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
👉 ২ - ৬ বছর: ১ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
👉 ৬ - ১০ বছর: ১.৫ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)

⏳ চিকিৎসার মেয়াদ: ৩-৫ দিন

----------------------

☘️আপনার বাচ্চার জ্বর হলে কিভাবে ওষুধ দিবেন?

➡️ Syrup Napa (120mg/5ml):

পরিমাণ: ১৫mg প্রতি কেজি ওজন অনুযায়ী।

খাওয়ানোর নিয়ম: দিনে ৩-৪ বার, ৩-৫ দিন পর্যন্ত।

➡️Napa Pediatric Drop:

পরিমাণ: ৭-১০ ফোঁটা (১ml = ১৫ ফোঁটা)।

খাওয়ানোর নিয়ম: দিনে ৩ বার।

হিসাব: প্রতি কেজি ওজন অনুযায়ী ১৫mg।

🚫শিশুর বয়স অনুযায়ী ওষুধ বাছাই করুন

✅৩-৬ মাস বয়সী শিশুকে Napa Pediatric Drop।

✅এর পর সিরাপ ব্যবহার করুন।

➡️ জ্বর ১০১°F এর বেশি হলে:

Suppository ব্যবহার করুন।

---------------------------

🌺বাচ্চাদের scabies এর চিকিৎসা:

Elimate plus lotion/Lorix cream
রাতের বেলা গোসলের পর মুখ ও মাথা বাদে সারা শরীরে এই লোশন লাগাবেন।
৮-১২ ঘন্টা পর সকাল বেলা হালকা গরম পানি দিয়ে গোসল করবেন।
পরিবারের সকল সদস্য একসাথে একই নিয়মে বাব্যহার করবেন।
ব্যবহার্য সকল কাপড় চোপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন।
লেপ তোষক রোদে দিবেন। একই নিয়মে ৭ দিন পর এই লোশন ব্যবহার করবেন।

ডোজ কি?
1-5 years: 1/4th tube
6-12 years: 1/2th tube
>12 years : apply full tube

⭕বাচ্চাদের শুস্ক কাশিতে magic এর মতো কাজ করা একটা ওষুধ হলো-
Butamirate citrate যা বাজারে Syrup Bukof / Mirakof ইত্যাদি নামে পাওয়া যায়।

🌸ডোজ?
প্রতি ১০ কেজিতে হাফ চামুচ করে ০৩ বেলা--০৫/০৭ দিন

↪️অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি ২০ কেজি হয় তবে ১ চামুচ করে ০৩ বেলা-০৫/০৭ দিন

🌿 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ🌿

Address

Comilla Sadar South
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Shahidul Islam Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram