23/10/2023
ডা. জহির কে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি চাই :
কুমিল্লা শহরের রেইসকোর্স নিবাসী বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো: জহিরুল হক ২১অক্টোবর, শনিবার দুপুরে একই বিল্ডিংয়ের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু,তার স্ত্রী ও পাপ্পুর দুই বখাটে সন্তান আরহাম ও আহনাফ কর্তৃক সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঢাকায় ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আজ সকাল৬-৩০ টায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. জহির কুমিল্লা মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী এবং ইস্টার্ন মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ছিলেন। জনপ্রিয় শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত সুনামের সাথে শিশুদের সেবা দিয়ে আসছিলেন।
আমরা ডা. জহিরের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দিবালোকে একজন চিকিৎসক ও তাঁর পরিবারের উপর এমন ন্যাক্কারজনক হামলায় আমরা ক্ষুব্ধ ও নিরাপত্তার অভাব বোধ করছি। চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগলে রোগীদের নির্বিঘ্নে সেবা প্রদান ব্যাহত হতে পারে।
ডা: মো: মুজিবুর রহমান, সভাপতি ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এন ডি এফ), কুমিল্লা
ডা: জহির উদ্দিন মোহাম্মদ বাবর,সেক্রেটারি, ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এন ডি এফ), কুমিল্লা