20/07/2025
৭ বছর পেরিয়ে… একটি স্বপ্ন আজ বাস্তবতায় —
সত্যের জ্যোতি ফাউন্ডেশন এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা।
সত্যের জ্যোতি ফাউন্ডেশন , একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন —
যার পথচলা শুরু হয়েছিল কিছু মানুষের স্বপ্ন আর মানবতার দায়বোধ থেকে।
আজ আমরা অষ্টম বছরে পা দিলাম, তবে এই পথচলা শুধু আমাদের একার নয় - এটা সহস্র হৃদয়ের সম্মিলিত যাত্রা।
ধন্যবাদ সেই সকল সদস্য, শুভানুধ্যায়ী, দাতা ও পথপ্রদর্শকদের - যাঁদের ভালোবাসা, সময় ও শ্রমে আজ “সত্যের জ্যোতি” শুধু নাম নয় —
একটি আলোর প্রতীক হয়ে উঠেছে।
চলুন, অষ্টম বছরে আরও শক্তি, আরও সেবা, আরও সত্য নিয়ে এগিয়ে যাই।
একসাথে গড়ি মানবিক বাংলাদেশ।
সাধারণ সম্পাদক সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা
মোঃ ফরহাদ হোসেন
Md Farhad Hossen
সাধারণ সম্পাদক