Dr. Md. Aqiv Javed Rafi

Dr. Md. Aqiv Javed Rafi Dr. Md. Aqiv Javed (Rafi) is a dedicated ENT(Ear, Nose, Throat) Specialist and Head Neck Surgeon in Cumilla.

He holds the degrees MBBS (Dhaka), BCS (Health), DLO (BSMMU), FICS(USA), & MRCPS(Glasgow), & currently serves as a Consultant (ENT) dept CuMCH.

25/10/2025

কটন বাড দিয়ে কান পরিষ্কার করা অভ্যাসটা খুব বিপজ্জনক।
সাম্প্রতিক এক রোগীর কানে কটন বাডের মাথা আটকে গিয়েছিল।
ডা. মোহাম্মদ আকিব জাভেদ রাফি,
কনসালটেন্ট, নাক-কান-গলা ও হেড-নেক সার্জন,
খুব দক্ষতার সাথে মাইক্রোস্কোপিক পদ্ধতিতে সেটি নিরাপদে অপসারণ করেছেন।

⚠️ মনে রাখবেন:
কানের ভেতর খুবই সংবেদনশীল।
ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

👨‍⚕️ ডা. মোহাম্মদ আকিব জাভেদ রাফি
কনসালটেন্ট — নাক, কান, গলা ও হেড-নেক সার্জন
চেম্বার:
ডঃ পরিমল ই.এন.টি হেলথ এন্ড ডায়াবেটিক কেয়ার
লাকসাম রোড, কান্দিরপাড়, টপ টেন শপিং মলের পাশের গলিতে, কুমিল্লা।
রোগী দেখার সময়:
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। (শুক্রবার বন্ধ)
📞 যোগাযোগ: ০১৮৬০৬৬২৬২৬
যদি — ব্যথা, চুলকানি, পানি পড়া, কানে শব্দ, কিছু আটকে যায়, বা শুনতে কমে যায়
তাহলে দেরি করবেন না।

#ডাআকিবজাভেদরাফি
#নাককানগলা #কানেরচিকিৎসা
#কানপরিষ্কারকরবেননা

23/10/2025

“নাক বন্ধ, কান চুলকানি, গলাব্যথা — আপনি কি ভেবেছেন, এসব হয়তো এলার্জিরই ফল ।

প্রিয় সচেতন বন্ধু,
আমি ডা. মোঃ আকিব জাভেদ (রাফি)
কনসালট্যান্ট – নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি

প্রতিদিন অসংখ্য মানুষ আমার কাছে আসেন — হাঁচি, নাক বন্ধ, চুলকানি, গলা ব্যথা বা কান বন্ধ হয়ে যাওয়া সমস্যায় ভুগে।
এদের অনেকেই জানেন না, এই ছোট ছোট সমস্যাগুলোর মূল কারণ এলার্জি!

🔹 ঘরের ধুলো, ধোঁয়া, পরাগরেণু, কিংবা পোষা প্রাণীর লোম—
এসবই আপনার নাক, কান ও গলায় জ্বালাভাব তৈরি করে।
🔹 সময়মতো সচেতন না হলে, এই এলার্জি থেকেই হতে পারে সাইনুসাইটিস, কানের সংক্রমণ, এমনকি শ্বাসকষ্টও।

তাই এখনই সময় — নিজেকে এবং পরিবারকে সচেতন করার।
👉 ঘর-বাড়ি পরিষ্কার রাখুন,
👉 ধুলো বা ধোঁয়াযুক্ত পরিবেশে মাস্ক ব্যবহার করুন,
👉 এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার সচেতন এক পদক্ষেপেই হতে পারে দীর্ঘমেয়াদি মুক্তি। 🌿

শুভেচ্ছান্তে,
ডা. মোঃ আকিব জাভেদ (রাফি)
কনসালট্যান্ট – নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি

🎥 এখনই দেখুন ডা. আকিব জাভেদ রাফি এর সচেতনতামূলক ভিডিও –
“এলার্জি থেকে নাক, কান ও গলাকে কীভাবে নিরাপদ রাখবেন” 👇

#ডাঃ_মোহাম্মদ_আকিব_জাভেদ_রাফি
#নাক_কান_গলা_কনসালটেন্ট
#হ্যাটট্রিক_সার্জন
#এলার্জি_সচেতনতা

#সুস্থ_থাকুন
#এলার্জি_থেকে_মুক্তি
#স্বাস্থ্যসচেতন_বাংলাদেশ

15/10/2025
12/10/2025

এক থেকে দুই সপ্তাহর বেশি যদি গলার স্বর ভাঙ্গা থাকে তাহলে দ্রুত নিকটস্থ নাক কান গলা ডাক্তারের পরামর্শ নিন..

Branchial Cyst.... Excision under GA
10/10/2025

Branchial Cyst.... Excision under GA

08/10/2025

কানের ভিতরে রোগীর পলিপ হয় এবং কানের ভিতর থেকে দুর্গন্ধযুক্ত পুজ বের হতো,,, পরবর্তীতে এই রোগীকে অপারেশন করা হয়... আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে প্রায় এক বছর পরে রোগী সুদূর বরগুনা থেকে
আবার চেম্বারে আসে আমার সাথে দেখা করার জন্য আলহামদুলিল্লাহ,, আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক...

29/09/2025

❌ “কটন বাড দিয়ে কান পরিষ্কার করছেন? জানেন কি এটি কানে বড় বিপদের কারণ হতে পারে!”

👉 “ডা. মোঃ আকিব জাভেদ রাফি দেখাচ্ছেন কিভাবে কানের ভেতরে আটকে থাকা কটন নিরাপদে বের করা হয় এবং কেন কটন বাড ব্যবহার একেবারেই উচিত নয়।”

👉 “কানের যেকোনো সমস্যায় দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।”
👉 “আপনার কানের যত্নে থাকুন সচেতন, নিরাপদ থাকুন।”

#কানচুলকানি #কটনবাড_বিপদ

23/09/2025

কানের ভেতরে শুষ্কতা ও চুলকানি: কখন ডাক্তার দেখাবেন?
✍️ লিখেছেন: ডা. মোঃ আকিব জাভেদ রাফি
(ENT বিশেষজ্ঞ)

👉 অনেকেরই অভিযোগ—কানের ভেতরে বারবার শুষ্কতা, চুলকানি বা অস্বস্তি হয়। সাধারণত এটি হালকা সমস্যা মনে হলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে।

⚠️ কখন ENT বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি?

কানে নিয়মিত শুষ্কতা ও চুলকানি থাকলে

চুলকানির সাথে কানের ভেতর লালচে ভাব বা ফোলা হলে

কানে স্রাব, দুর্গন্ধ বা পানি পড়া শুরু হলে

শোনার ক্ষমতা হঠাৎ কমে গেলে

কানে বারবার ইনফেকশন বা ব্যথা হলে

🩺 করণীয়

নিজে নিজে কানে কাঠি, কলম বা তীক্ষ্ণ কিছু ব্যবহার করবেন না। এগুলো কানের ক্ষতি করতে পারে। সমস্যা স্থায়ী হলে দেরি না করে ENT বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
#কানের_চুলকানি #কানের_শুষ্কতা িশেষজ্ঞ #কানের_যত্ন #স্বাস্থ্য_সচেতনতা #ডাআকিবজাভেদরাফি #স্বাস্থ্যইসম্পদ

22/09/2025

রোগীর কমপ্লেন হচ্ছে রোগীর নাক থেকে দুর্গন্ধ বের হয় এবং রোগী নাক দিয়ে কোন ধরনের গন্ধ পায় না এবং রোগীর তীব্র মাথা ব্যাথা হয়ে থাকে এ ধরনের রোগ গুলোকে অনেকে নাক পচা রোগ বলে থাকেন... মেডিকেলের ভাষায় আমরা এটাকে Atropic Rhinitis বলে থাকি এই ধরনের সমস্যা হলে Ent বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান এবং পরামর্শ নিন.. ধন্যবাদ

কানের মধ্যে একাধিক স্থানে কান ফোড়ানোর কারণে অনেক সময় টিউমারের মত উৎপত্তি হয়,,, যেটাকে আমরা মেডিকেলের ভাষায়  কিলএড(ke...
19/09/2025

কানের মধ্যে একাধিক স্থানে কান ফোড়ানোর কারণে অনেক সময় টিউমারের মত উৎপত্তি হয়,,, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় কিলএড(keloids) বলে থাকি... অত্যাধিক স্থানে কান ফোড়ানো থেকে বিরত থাকুন,,, যাহা কানের সৌন্দর্যকে অনেক সময় নষ্ট করে....

14/09/2025

যাদের বয়স ৪০ থেকে ৫০ এর বেশি গলাতে ব্যথা হয় খেতে গেলে সমস্যা হয় রোগীদের প্রবলেম হয় অবশ্যই আপনারা নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং গলাটা ভালো করে পরীক্ষা করে আসবেন রোগ যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে রোগীর ভালো হওয়া সম্ভব না তত বেশি......আল্লাহ সবাইকে হেফাজত করুক...

14/09/2025

৯০ বছরের বয়স্ক চাচা ওনার বাম পাশের টনসিল থেকে ক্যান্সারের উৎপত্তি হয় যেটা গলার দিকেও ছড়িয়ে যাচ্ছে

Address

Laksam Road, Kandirpar (Next Goli Of Top Ten Shopping Mall), Ramghatla
Cumilla
3500

Opening Hours

Monday 14:30 - 18:30
Tuesday 14:30 - 18:30
Wednesday 14:30 - 18:30
Thursday 14:30 - 18:30
Saturday 14:30 - 18:30
Sunday 14:30 - 18:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Aqiv Javed Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category