14/11/2025
২০১৩ সালে চীনের এক ফ্যাক্টরি কর্মী শিয়ে ওয়েই-এর হাত দুর্ঘটনায় সম্পূর্ণ কেটে যায়।
ডাক্তাররা আশ্চর্যজনকভাবে তাঁর কাটা হাতটি এক মাসের জন্য পায়ের গোড়ালিতে জোড়া লাগিয়ে জীবিত রাখেন! 🩺✋
সে সময় হাতটি উষ্ণ ছিল, কিন্তু অসাড়।
এক মাস পর চিকিৎসকেরা হাতটি আবার তাঁর হাতে যুক্ত করেন।
ফলাফল? — অপারেশনের পরই তিনি কব্জি নড়াতে সক্ষম হন,
আর ছয় মাস পর ধীরে ধীরে আঙুলের পূর্ণ নড়াচড়া ফিরে আসে। 🙌
🌟 চিকিৎসা বিজ্ঞানের এমন সাফল্য সত্যিই অবাক করে দেয়!
~ Dr. S Hasan