Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist

Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist, Doctor, Niramoy Homeo Hall. Bagmara Bazar, Cumilla.

আলহামদুলিল্লাহ ২০০৩ সাল থেকে আমি হোমিও চিকিৎসক হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
ইন্ডিয়ান/জার্মানী সহ বিশ্বের উন্নতমানের হোমিও ঔষধের মাধ্যমে বন্ধ্যাত্ব,নরমাল ডেলিভারী,কেন্সার সহ অনেক অনেক জটিল রোগ আল্লাহ্‌র রহমতে চিকিৎসা করতে সক্ষম হয়েছি।

01/07/2025

অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য WhatsApp বাটনে ক্লিক করুন।
সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পার্সেল করা হয়।

সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন
18/06/2025

সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন

05/06/2025

আলহামদুলিল্লাহ আমার থেকে চিকিৎসা সেবা নিয়ে গত ২২ বছরে প্রায় তিন হাজারের অধিক গর্ভবতী মা নরমাল ডেলিভারীর জন্য সুস্থ সন্তান প্রসব করতে সক্ষম হয়েছেন।

01/06/2025

শরীরের সকল প্রকার বাত ব্যাথা, জয়েন্টের ব্যাথা, চলাফেরা করতে কষ্ট, নামাজে রুকু সেজদা দিতে কষ্ট সকল প্রকার সমস্যা দুর করতে সঠিক হোমিও চিকিৎসা নিন, ইনশাআল্লাহ সুস্থ জীবন যাপন করুন।

26/05/2025

জরায়ু নিচে নেমে যাওয়া ও জরায়ুর টিউমার এর জন্য কোন প্রকার অপারেশন ছাড়াই শুধুমাত্র নিরাময় হোমিও হলের চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাময় সম্ভব।

সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

24/05/2025

অরিজিনাল জার্মানি ও বিশ্বের উন্নতমানের হোমিও ঔষধের মাধ্যমে চিকিৎসা নিতে যোগাযোগ করুন।

অনলাইন রোগীদের জন্য সারাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

22/05/2025

দীর্ঘ ৭/৮ বছরের পুরোনো পাইলস রোগীর রিভিউ।

আলহামদুলিল্লাহ নাঙ্গলকোটের ডালুয়া থেকে আগত আমার এই সম্মানিত রোগীটি দীর্ঘ ৭/৮ বছর ধরে পাইলস রোগে কষ্ট পাচ্ছেন। বিভিন্ন জায়গায় অনেক অনেক বিজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়েও সুফল না পেয়ে অবশেষে অন্য রোগীর রেফারেন্সে আমার কাছে আসেন।
দুই মাসের চিকিৎসায় আল্লাহ্‌র রহমতে 90% সুস্থ।
ইনশাআল্লাহ অচিরেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।

ঘোষনাঃ যারা দীর্ঘদিন ধরে এমন সব যন্ত্রনা দায়ক রোগে কষ্ট পাচ্ছেন, দয়া করে আমার চেম্বারে যোগাযোগ করে চিকিৎসা নিন, ইনশাআল্লাহ একবারেই সুস্থ হয়ে যাবেন।

https://maps.app.goo.gl/hFjgniNyBm67neoX7

জার্মানী সহ বিশ্বের উন্নতমানের হোমিও ঔষধের সমন্বয়ে সঠিক হোমিও চিকিৎসা পেতে যোগাযোগ করুন অথবা ম্যাপে নির্দেশিত ঠিকানায় ...
17/05/2025

জার্মানী সহ বিশ্বের উন্নতমানের হোমিও ঔষধের সমন্বয়ে সঠিক হোমিও চিকিৎসা পেতে যোগাযোগ করুন অথবা ম্যাপে নির্দেশিত ঠিকানায় চলে আসুন।

দুরের রোগীরা আসতে না পারলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

17/05/2025




17/05/2025
15/05/2025

রোগীর রিভিউ ❤️👍

আমার এই রোগীটি দীর্ঘদিন ধরেই এলার্জি,দূর্বলতা,মাসিকের সময় পেট ব্যথা(Dysmenorrhora),সহ আরও অনেক রোগে ভুগছেন। অনেক ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় অবশেষে আমার চেম্বারে আসে।
আলহামদুলিল্লাহ ১ বারের ঔষধেই মাত্র ১৫ দিনে অনেক পরিবর্তন।

চেম্বার:নিরাময় হোমিও হল।
বাগমারা বাজার, উপজেলা লালমাই, কুমিল্লা।

দূরের রোগীদের জন্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

নিরাময় হোমিও হল বাগমারা

https://maps.app.goo.gl/kqiEjo17wsz1HBH27


হঠাৎ করে হাত বা পায়ের পেছনের দিকের রগ বা মাংস পেশিতে টান পরার কারণ ও সমাধান:-------------------ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের ম...
14/05/2025

হঠাৎ করে হাত বা পায়ের পেছনের দিকের রগ বা মাংস পেশিতে টান পরার কারণ ও সমাধান:-------------------

ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংসপেশির টানের ব্যথায় কঁকিয়ে উঠলেন আপনি। এমতাবস্থায় পা সোজা বা ভাঁজ করা সম্ভব না। একটানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে তখনই পায়ের পেশীতে বা রগে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাতেও হতে পারে। তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে।দীর্ঘসময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে বেশি টান লাগতে পারে। আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমনটা হয়ে থাকে।

👉পেশিতে টান পড়ার কারণঃ

➡️শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে।
➡️ব্যায়াম, খেলাধূলা বা যে কোনো শারীরিক কসরতের আগে ওয়ার্মআপ বা শরীর গরম না করলে।
➡️দুশ্চিন্তা ও মানসিক চাপ থাকলে।
➡️হঠাৎ অতিরিক্ত ভারী কিছু ওঠালে।
➡️পানিশূন্যতা ও খুব ঠান্ডা আবহাওয়ার কারণে।
➡️পেশী ক্লান্ত থাকা অবস্থায় নড়াচড়া করলে।
➡️গর্ভকালীন, বিশেষ করে শেষের দিকে প্রয়োজনীয় খনিজের অভাবে।
➡️অতিরিক্ত ব্যায়াম, পরিশ্রম বা পায়ের পেশির বেশি ব্যবহার করলে।
➡️বেশি সময় বসে থাকা, শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা ও ঘুমের সময় ভুল দেহভঙ্গির কারণে।

👉পেশিতে টান এবং পায়ের শিরায় ব্যাথা হলে করণীয়ঃ

➡️যদি হাঁটুর নিচে পায়ের পিছনের মাসলে টান লাগে তাহলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন। আর যদি সামনের দিকে হয় তাহলে পা ভাঁজ করে পায়ের আঙুলের মাথাগুলো পেছনের দিকে টানুন।
➡️যদি পেশি শক্ত হয়ে আসে তখন ওয়াটার হট ব্যাগের মাধ্যমে আক্রান্ত পেশিতে কিছুক্ষণ গরম সেক দিন । আবার যদি পেশি বেশি নরম ও ফুলে যায় আর ব্যথা থাকে তাহলে আইস ব্যাগ দিয়ে ঠাণ্ডা সেক দিন।
➡️উরুর পেছনে এমনটা হলে, চিৎ হয়ে শুয়ে পা ভাঁজ করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটুকু পারা যায়। আর উরুর পেছনের পেশিতে আলতো হাতে আস্তে আস্তে মেসেজ করুন আরাম পাবেন।

👉জেনে রাখুনঃ

➡️এক গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের পর প্রতি তিনজনের একজন পায়ের পেশি টান লাগার সমস্যায় ভোগেন।
➡️রাতে যাদের বেশি ক্রাম্প বা টান হয়, তাদের ঘুমাতে যাওয়ার আগে গরম পানিতে গোসল করে নিলে এ সমস্যা কমে যেতে পারে।
➡️অনেক সময় রিল্যাক্স পজিশনে থাকলে কিছু সময়ের মধ্যে ব্যথা চলে যায়।
➡️যে মহিলাদের গর্ভকালীন সময়ে পায়ের রগে টান পড়ে, বেশির ভাগ সময় বাচ্চা প্রসবের পর এ সমস্যা থাকেনা।
➡️মাসল পুল হওয়ার পর পেশির ওই অংশ যদি টান টান করতে গিয়ে ব্যথা পান, তাহলে সেই চেষ্টা আর করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে।
➡️পেশির টানমুক্ত থাকতে বেশি বেশি পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খাওয়া প্রয়োজন।
দীর্ঘক্ষণ না বসে, এক ঘণ্টা পর পর কয়েক মিনিট পায়চারি করুন।
➡️নিয়মিত ব্যায়াম করুন।
➡️ব্যায়াম, খেলা বা অন্যান্য কাজ ধীরগতিতে শুরু করুন।
➡️যদি সম্ভব হয় সপ্তাহে অন্তত তিন দিন সাঁতার কাটুন।।
➡️নেশাজাতীয় বদঅভ্যাস দূর করুন।
➡️আঘাতের স্থানে কোন ধরণের বাম বা মলম মালিশ করা থেকে বিরত থাকুন।
➡️শীতে অনেকে পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দেন তাই শিরায় টান পড়ার প্রবণতা বাড়ে। সাধারণত পানি পানের পরিমাণ বাড়ালে এ সমস্যার সমাধান হয়।
এসব উপায় কাজে লাগিয়েও যদি শিরায় টান পড়ার সমস্যার সমাধান না হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
চিকিৎসা
➡️ হোমিও চিকিৎসায় এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আপনার নিকটস্ত রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সরনাপন্ন হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ সুন্দর জীবন যাপন করুন।

ডাঃমহিবুল ইসলাম মাছুম
ডি এইচ এম এস
গর্ভ রেজি:১৬৭৪৩
নিরাময় হোমিও হল
বাগমারা বাজার
উপজেলা লালমাই, কুমিল্লা।

https://maps.app.goo.gl/cVARAN1Pn7w5VsHB6

Address

Niramoy Homeo Hall. Bagmara Bazar
Cumilla
3570

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category