Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist

Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist, Doctor, Niramoy Homeo Hall. Bagmara Bazar, Cumilla.

আলহামদুলিল্লাহ ২০০৩ সাল থেকে আমি হোমিও চিকিৎসক হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
ইন্ডিয়ান/জার্মানী সহ বিশ্বের উন্নতমানের হোমিও ঔষধের মাধ্যমে বন্ধ্যাত্ব,নরমাল ডেলিভারী,কেন্সার সহ অনেক অনেক জটিল রোগ আল্লাহ্‌র রহমতে চিকিৎসা করতে সক্ষম হয়েছি।

08/10/2025

🩺 আমার থেকে কেন হোমিও চিকিৎসা নিবেন?

🔹 অভিজ্ঞতা ও জ্ঞানভিত্তিক চিকিৎসা – আমি শুধু বইয়ের জ্ঞান নয়, দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা ও বাস্তব কেস স্টাডির ভিত্তিতে চিকিৎসা প্রদান করি।
🔹 রোগের মূল কারণ নির্ণয় – হোমিওপ্যাথি কেবল উপসর্গ দূর করে না, বরং রোগের আসল কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধান দেয়।
🔹 নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত – আমার দেওয়া ঔষধগুলো জার্মানি সহ বিশ্বের উন্নতমানের হোমিওপ্যাথি কোম্পানির। প্রাকৃতিক ও নিরাপদ, যার কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
🔹 ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা – প্রত্যেক রোগীর রোগ এক হলেও তার শারীরিক ও মানসিক অবস্থা আলাদা, তাই আমি প্রতিটি রোগীর জন্য আলাদা করে ঔষধ নির্ধারণ করি।
🔹 সাশ্রয়ী ও সহজলভ্য – ব্যয়বহুল চিকিৎসার তুলনায় আমার চিকিৎসা সাশ্রয়ী ও সহজলভ্য, তবে কার্যকারিতায় অনেক উন্নত।
🔹 সততা ও দায়বদ্ধতা – আমি চিকিৎসাকে শুধু পেশা নয়, ইবাদত মনে করি। তাই রোগীর সুস্থতাই আমার মূল লক্ষ্য।

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল
বাগমারা বাজার,উপজেলা লালমাই, কুমিল্লা।
01717-297729

Google maps https://maps.app.goo.gl/xYCv6ZRc76kQaZbb7

02/10/2025

🌹"ইনশাআল্লাহ, একজন রোগী যখন চিকিৎসা নিয়ে উপকৃত হন, তখন তিনি-ই হয়ে ওঠেন আরেকজন নতুন রোগীর আগমনের সেতু। সুস্থতা ছড়িয়ে পড়ুক একে অপরের মাধ্যমে।" 🌿

বর্তমানে অধিকাংশ বাবা মায়ের প্রথম ও প্রধান অভিযোগ বাচ্চারা ঠিক মতো খাবার খায় না😭
খাবার না খাওয়ার কারনে বাচ্চা গুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে ও পুষ্টি হীনতায় ভুগছে।

কত ডাক্তার আর কত কত পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ খাওয়াচ্ছে কিন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না😭
🗣এমন মা বাবাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনার সন্তানের সকল প্রকার সমস্যার জন্য সঠিক হোমিও চিকিৎসা নিন, ইনশাআল্লাহ ধীরে ধীরে একবারেই পরিপূর্ণ সুস্থ হবে।
হোমিও ঔষধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় ছোট বড় সবাই নিশ্চিত মনে হোমিও চিকিৎসা নিতে পারেন।

🩺ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল
বাগমারা বাজার, উপজেলা লালমাই, কুমিল্লা।
⌚️রোগী দেখার সময়
সকাল ৯টা --দুপুর ১টা
বিকাল ৩টা -- রাত ৮ টা।
শনিবার রোগী দেখা বন্ধ থাকে।

Whatsapp 01717-297729

Location https://maps.app.goo.gl/ENfiHHxmXmVG9DPW7

বয়সের সমাচার 😅আমার চেম্বারে প্রায়ই নতুন নতুন রোগী আসেন। আমাকে দেখে প্রথমেই অনেকের চোখে একটা কনফিউশন দেখা দেয়—👉 "ডাক্তার ...
12/09/2025

বয়সের সমাচার 😅

আমার চেম্বারে প্রায়ই নতুন নতুন রোগী আসেন। আমাকে দেখে প্রথমেই অনেকের চোখে একটা কনফিউশন দেখা দেয়—
👉 "ডাক্তার বাবুর বয়স তো বেশ কম মনে হচ্ছে, তাহলে অভিজ্ঞতা কতটুকু হবে?"

আমি সরাসরি কিছু শুনি না, কিন্তু তাঁদের মুখের ভঙ্গি দেখে সব বুঝে যাই। তখন মনে মনে শুধু হাসি। পরে যখন তাঁরা আসল বয়স আর অভিজ্ঞতার গল্প বুঝতে পারেন, তখন লজ্জায় মুখ লাল হয়ে যায়।

গতকালও তেমন এক ঘটনা ঘটল। এক প্রবাসী রোগী আমার কাছে এলেন। আমাকে দেখে ভেবেই নিলেন আমি নিশ্চয়ই তাঁর থেকে অনেক ছোট। তাই বেশ মুরুব্বিয়ানার ভাব নিয়ে কথা শুরু করলেন। আমিও মজা করে বিষয়টা উপভোগ করতে লাগলাম।

কিছুক্ষণ পর চিকিৎসার প্রয়োজনে তাঁর বয়স জিজ্ঞাসা করলাম। সাথে SSC কবে দিয়েছেন, তাও জানতে চাইলাম। তিনি সাল বললেন—শুনে আমি আমার SSC-এর সাল জানালাম। এরপর তাঁর পরিচিত আমার কয়েকজন স্কুল ক্লাসমেট আর জুনিয়রের নাম বললাম।

হিসেব করে রোগী ভদ্রলোক দেখলেন—আসলে তিনি আমার এগারো বছরের জুনিয়র! 😅
মুহূর্তেই মুরুব্বিয়ানার ভাব উধাও হয়ে গেল, মুখে কেবল লজ্জার হাসি!

11/09/2025
10/09/2025

🌿 হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাজা’র হাড় ক্ষয় ও PLID-এ হোমিও চিকিৎসায় আশার আলো 🌿

🔸 দীর্ঘদিনের হাঁটু ও কোমর ব্যথায় হাঁটাচলা কষ্টকর?
🔸 মাজা’র হাড় ক্ষয় বা ডিস্ক স্লিপ (PLID) নিয়ে ভোগান্তি?

👉 হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক রোগী ফিরে পাচ্ছেন স্বাভাবিক জীবন।
✅ ব্যথা ও ফোলা কমে
✅ হাড় ক্ষয়ের গতি নিয়ন্ত্রণে থাকে
✅ ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই
✅ দীর্ঘমেয়াদী আরাম ও স্বাভাবিক চলাফেরা

🌱 প্রকৃত নিরাময়ের জন্য নিরাপদ পথ বেছে নিন হোমিও চিকিৎসা।

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল
বাগমারা বাজার, উপজেলা লালমাই, কুমিল্লা।

01717-297729

Niramoy Homeo Hall Bagmara Bazar

31/08/2025

অনলাইনে রোগীর তথ্য অনুযায়ী চিকিৎসা,এবং সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

30/08/2025

✨ মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম ও PCOS চিকিৎসা✨

অনেক মেয়েই হঠাৎ মুখে বা শরীরের অন্য জায়গায় অবাঞ্ছিত লোম (Unwanted hair growth) নিয়ে চিন্তায় ভোগেন। এর অন্যতম কারণ হতে পারে PCOS।

🔸 PCOS কী?
Polycystic O***y Syndrome হলো হরমোনের অসামঞ্জস্যজনিত একটি সমস্যা। এতে ওভারি থেকে স্বাভাবিকভাবে ডিম্বাণু পরিপক্ক হতে পারে না এবং পুরুষ হরমোন (Androgen) বেড়ে যায়।

🔸 লক্ষণসমূহ
✔️ মুখে, থুতনি বা শরীরে অতিরিক্ত লোম গজানো
✔️ মাসিক অনিয়মিত হওয়া
✔️ ব্রণ ও তৈলাক্ত ত্বক
✔️ ওজন দ্রুত বেড়ে যাওয়া
✔️ চুল পাতলা বা মাথার চুল ঝরে যাওয়া

🔸 কি করা উচিত?
✅ ওজন নিয়ন্ত্রণে রাখা
✅ নিয়মিত ব্যায়াম করা
✅ স্বাস্থ্যকর খাবার খাওয়া
✅ ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করানো
✅ সময়মতো চিকিৎসা নেয়া

👉 মনে রাখবেন, মুখের অবাঞ্ছিত লোম শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এর পিছনে হরমোনের জটিলতা (PCOS) লুকিয়ে থাকতে পারে। তাই এটিকে হেলাফেলা না করে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন।

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল
বাগমারা বাজার, উপজেলা লালমাই, কুমিল্লা।
01717-297729

লোকেশন https://maps.app.goo.gl/DkRVDrvQz1LxicmR7

26/08/2025

🌹পাইলস রোগীর রিভিউ 🗣

🌿আলহামদুলিল্লাহ পাইলসের যন্ত্রণা থেকে মুক্তি 🌿

👉 আমার এই রোগী দীর্ঘ ৭/৮ বছর ধরে পাইলস রোগে কষ্ট পাচ্ছিলেন 😭
❌ বসতে পারতেন না,
❌️প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য ছিল,
❌ চলাফেরায় ছিল অস্বস্তি,
❌ রক্তপাত ছিল নিত্যদিনের সঙ্গী।

✅ সঠিক হোমিও চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
তিনি বলছেন – "আজ আমি আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ।"

📌 পাইলস কোনো লজ্জার বিষয় নয়। সময়মতো হোমিও চিকিৎসা নিলে সুস্থতা নিশ্চিত।

✨ আপনিও যদি একই সমস্যায় ভুগে থাকেন, দেরি করবেন না—
আজই যোগাযোগ করুন আমার সাথে।ইনশাআল্লাহ খুব দ্রুতই সমাধান হবে।

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল,বাগমারা বাজার, উপজেলা লালমাই, কুমিল্লা।

📞 01717-297729

চেম্বারের লোকেশন https://maps.app.goo.gl/GS51XwV9kvU94Cgw8
🚛দুরের রোগীদের জন্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

#পাইলস #সুস্থতা #স্বাস্থ্যসেবা #রোগীররিভিউ

25/08/2025

🌳রোগীর রিভিউ🌹
আলহামদুলিল্লাহ ষাট বছরের উদ্ধে বয়স্কা ভদ্র মহিলা প্রায় তিন মাস আগে ঘাড়ের (অনেক বড়,ব্যথা যুক্ত)টিউমার নিয়ে আসছিল।কয়েক মাস স্থানীয় এলাকার ডাক্তার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোন উন্নতি না দেখে অপারেশন করার সিদ্ধান্ত নেন।
তবে অপারেশন করার পূর্বে আমার অন্য রোগীর রেফারেন্সে আমার কাছে দেখানোর জন্য আসেন।
আমি ভাল করে দেখে বুঝতে পারি এইটা "ম্যালিগনেন্ট টিউমার"(ম্যালিগনেন্ট টিউমারে ক্যান্সারের জীবানু থাকে) যা খুব ব্যথা সহ দ্রুত বড় হচ্ছিল।
তারপর রোগী এবং ওনার স্বামীর সাথে কথা বলে চিকিৎসা শুরু করি।
আলহামদুলিল্লাহ এখন উনি প্রায় অনেকটাই ঝুঁকি মুক্ত এবং টিউমার প্রায় শেষ পর্যায়ে আছে।

🚸সকল প্রকার রোগের অরিজিনাল জার্মানি হোমিও ঔষধের মাধ্যমে চিকিৎসা নিতে সরাসরি চেম্বারে চলে আসুন।

পরামর্শ:- যে কোন টিউমার অপারেশন করার পূর্বে একবার অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ নিন।

🙏পোস্টটি লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন👍

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল, বাগমারা বাজার।
উপজেলা লালমাই, কুমিল্লা।
01717-297729

লোকেশন https://maps.app.goo.gl/VGDHHMXwMyZ9KUAH8
Niramoy Homeo Hall Bagmara Bazar


24/08/2025

ব্রেস্ট টিউমার হোমিও চিকিৎসায় 100% ভাল হয়।

আমার এই রোগীনির ব্রেস্ট টিউমার অপারেশন করার বারো বছর পরেও এখনও সুস্থ হয়নি, বরং জটিলতা দিন দিন বাড়ছে।

ওনারা চার বোন সবাই ব্রেস্ট টিউমার-এ আক্রান্ত 😭তিন জন অপারেশন করে এখনও সমস্যা নিয়ে ভুগছেন, আর এক জন অপারেশন না করে আমার থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে পুরোপুরি ভাল আছেন 👍তাই বড় বোনকে চিকিৎসার জন্য নিয়ে আসছে, যদিও উনি বারো বছর আগে অপারেশন করে এখনও কষ্ট পাচ্ছেন এবং রোগ দিন দিন জটিল হচ্ছে।

পরামর্শঃব্রেস্ট টিউমার/জরায়ুর টিউমার, সিস্ট অপারেশন করার পূর্বে একবার ভাল, অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার এর কাছ থেকে ট্রিটমেন্ট /পরামর্শ নিন।

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল,বাগমারা বাজার।
উপজেলা লালমাই, কুমিল্লা।
01717-297729

লোকেশন https://maps.app.goo.gl/QS5mjL9YDQYzhxxR9
Niramoy Homeo Hall Bagmara Bazar

21/08/2025

আলহামদুলিল্লাহ,হোমিও ঔষধেই মুক্তি।

আমার এই রোগীনির গত এক বছর আগে জরায়ুতে সিস্ট ধরা পরে, যা অনেক ব্যথা ছিল, মাসিকের সময় খুবই সামান্য রক্তপাত হতো, এবং অনেক ব্যথা ছিল।
দীর্ঘ এক বছর ধরে গাইনি ডাক্তার থেকে চিকিৎসা নিয়েও কোন ফলাফল না পেয়ে অবশেষে আমার চেম্বারের খবর পেয়ে চিকিৎসা জন্য আসে।

আলহামদুলিল্লাহ দুই মাসের চিকিৎসার পর রোগী মোটামোটি সুস্থতার পথে,যদিও পুরোপুরি সুস্থ হতে ৪/৫ মাস লাগবে।

🚫জরায়ুর টিউমার,সিস্ট,ওভারিয়ান সিস্ট,ব্রেস্ট টিউমার,টিউব ব্লক,অনিয়মিত মাসিক,হরমোনের সমস্যা,PCOS, INFERTILITY, বন্ধ্যাত্ব প্রভৃতি সমস্যার যথাযথ চিকিৎসার জন্য যোগাযোগ করুন, অথবা সরাসরি চেম্বারে চলে আসুন⛔️

ডাঃমহিবুল ইসলাম মাছুম
চেম্বার নিরাময় হোমিও হল
বাগমারা বাজার, উপজেলা লালমাই,কুমিল্লা।

01717-297729

☢️অরিজিনাল জার্মানির হোমিও ঔষধের মাধ্যমে সকল প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয়।

Location https://maps.app.goo.gl/eBosDUKXLsgDvWgbA
Niramoy Homeo Hall Bagmara Bazar

Address

Niramoy Homeo Hall. Bagmara Bazar
Cumilla
3570

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mohibul Islam masum.Homeopathy Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category