Organic Green Agro

Organic Green Agro EAT PURE, LIVE HEALTHY

15/12/2025

গরুর প্রথম গা ধোয়ানো হলো

25/11/2025

একসাথে এত বক বহুদিন পর দেখলাম, মনটা ভরে গেল...

আলিফ এর Organic Green Agro পরিদর্শন...
23/11/2025

আলিফ এর Organic Green Agro পরিদর্শন...

এই ছবিটা সম্পর্কে কিছু বলে যান....
20/11/2025

এই ছবিটা সম্পর্কে কিছু বলে যান....

19/11/2025

ধান মাড়াই চলছে—চারদিকে উড়ছে ধুলোমাখা ধানের খোসা, বাতাসে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, মনে করিয়ে দেয় বাংলার শিকড়। মেশিনের তালবদ্ধ শব্দ আর শ্রমিকদের হাসি-আড্ডা মিলে যেন এক অদ্ভুত সুর বেজে উঠেছে। সোনালি দানাগুলো যখন ঝরে পড়ছে, তখন মনে হয় প্রকৃতি নিজ হাতে মানুষের ঘরে বরকতের ঝুলি ভরে দিচ্ছে।

এ দৃশ্য শুধু কৃষিকাজ নয়—এ দৃশ্য আমাদের অস্তিত্বের, আমাদের সংস্কৃতির, আমাদের জীবনের। লেখাপড়া, শহরের ব্যস্ততা, সময়ের বদল—সব ভুলিয়ে দিতে পারে এমন এক নির্মল, শান্ত, প্রাণবন্ত অনুভূতি।

আজকের সেই ভিডিও শুধু ধান মাড়াইয়ের দৃশ্য নয়; এটি বাংলার অন্নের গল্প, কৃষকের গর্ব, আর মাটির প্রতি মানুষের নিঃশর্ত ভালোবাসার সাক্ষ্য। এমন দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়, মনে শান্তি আনে, আর মনে করিয়ে দেয়—বাংলার আসল সৌন্দর্য এখনো মাঠে, মাটিতে, মানুষের হাতে।
#আখঘাস #সবুজখাদ্যagro #সবুজখাদ্য #গ্রামীণঅর্থনীতি #নিরাপদখাদ্য #পশুপালন

15/11/2025

সে একজন কৃষকের ছেলে—কিন্তু শুধু কৃষকেরই নয়, এই মাটির, এই আকাশের, গ্রামের প্রতিটি সকালের। বইয়ের পাতায় ভবিষ্যতের স্বপ্ন দেখে, আর মাটির বুকে খুঁজে পায় জীবনের সত্য।

আজ বাবার সাথে ঝাল তুলছে সে। রোদ মাথায় পড়ে, বাতাসে দুলছে গাছের ডগা, আর দু’জনার হাতের ছোঁয়ায় জমি যেন গান গাইছে। ছেলেটির চোখে নেই শুধু শ্রম—আছে ভালোবাসা, আছে মাটির ভাষা বোঝার এক অদ্ভুত আলোক।

বাবা মাঝে মাঝে তাকায় ছেলের দিকে—সে দৃষ্টিতে গর্বও আছে, দোয়াও আছে। মনে হয়, আজকের এই শীতে ভেজা মুহূর্তগুলোই যেন তাদের জীবনের সবচেয়ে সুন্দর কবিতা।
আর ছেলেটির মনে হয়—“আমি শুধু ফসল তুলছি না, তুলে আনছি বাবার স্বপ্ন, পরিবারের ভবিষ্যৎ।”

জমিতে ঝাল তোলার শব্দ, বাতাসের হালকা হাহাকার, আর বাবা-ছেলের নিঃশব্দ বোঝাপড়া—সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য।
শিক্ষা আর কৃষি—এই দুই নদী যখন একসাথে বয়ে চলে, তখনই জন্ম হয় এমন আলোকিত সন্তানের, যে মাটিকেও ভালোবাসে, ভবিষ্যতকেও গড়ে। #গ্রামীণঅর্থনীতি #সবুজখাদ্যagro #নিরাপদখাদ্য #পশুপালন #সবুজখাদ্য #আখঘাস

13/11/2025

আজ নাহার এগ্রো’র মাল্টা বাগানে গিয়েছিলাম । সত্যিই চোখ জুড়িয়ে গেল। চারপাশে সবুজের সমারোহ, আর প্রতিটা গাছে ঝুলছে অসংখ্য টসটসে, রসালো মালটা—দেখে মনে হচ্ছিল প্রকৃতির যেন নিজের হাতে আঁকা এক অনন্য শিল্পকর্ম। গাছের ডালে ডালে ভরপুর ফল দেখে হৃদয়টা ভরে উঠলো আনন্দে । সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করলাম আল্লাহ সুবহানাতায়ালার।
বাগানের প্রতিটি কোণে বন্ধু শাকিল এর যত্ন, পরিশ্রম আর ভালোবাসার ছাপ স্পষ্ট।
নাহার এগ্রো শুধু ফল উৎপাদনই করছে না, করছে প্রকৃতির প্রতি ভালোবাসার এক সুন্দর উদযাপন।
বাগান ঘুরে এসে মনে হলো—বাংলার মাটিতে এভাবেই কৃষির সম্ভাবনা দিন দিন নতুন রূপে জেগে উঠছে। 🌾🍊💚
#গ্রামীণঅর্থনীতি #পশুপালন #নিরাপদখাদ্য #সবুজখাদ্য #আখঘাস

Address

Darsana
7221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Green Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram