17/02/2025
রোগের নাম সোরিয়াসিস!!!!
সোরিয়াসিস এক ধরনের সাধারণ এবং দীর্ঘমেয়াদী চর্মরোগ। এতে মলিন আঁশযুক্ত ছোপ দেখা যায়, যা উঠে যাওয়ার পর লালচে আভা বা সামান্য রক্তক্ষরন হতে পারে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে।
কারণ:
এ রোগের মূল কারণ এখনো বিস্তারিত জানা যায়নি।
তবে বংশে কারো থাকলে হবার সম্ভাবনা বেশি থাকে।
বারবার গলায় ইনফেকশন, সূর্যের আলো, কোন কোন ঔষধ, মানসিক চাপ, শারীরিক আঘাত ইত্যাদি কারণে সোরিয়াসিস বাড়তে পারে।
সোরিয়াসিস কোন প্রকার সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়।
খাবার বিধি নিষেধ আছে কি:
হ্যা, কিছু কিছু খাদ্য সোরিয়াসিসের মাত্রা বাড়িয়ে দেয়। যেমন গরু, খাসি, লালমাংস, টক জাতীয় ফল, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত চিনি ও মশলা যুক্ত খাবার, সকল প্রকার ফাস্টফুড, ধুমপান, মদ্যপান এবং জর্দা। এ গুলো সম্পূর্ণ ভাবে বর্জন করতে হবে।
সোরিয়াসিস রোগীর উপকারী খাবার:
সামুদ্রিক মাছ,
মিষ্টি আলু,
ব্রকলি, শাক, বাধাকপি।
কোন কোন ঔষধে সোরিয়াসিস বাড়ে:
Prednisolone, Betnelan, Oradexon, Inj.Triamcenolone Acetonide, উচ্চ রক্ত চাপের ওষুধ Betablocer, A C E Inhibitor, Terbinafin,
রক্তের চর্বি কমানোর ওষুধ, ব্যাথারজন্য NSAID জাতীয় ঔষধ, লিথিয়াম, ম্যালেরিয়া রোগের ঔষধে সোরিয়াসিস রোগ বাড়ে। তাই উপরোক্ত ঔষধ চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।
যারা এই সমস্যায় ভুগছেন তারা যোগাযোগ করতে পারেন,
ডা.মোঃ ইমদাদুল হক টোটন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিওসি (চর্ম ও যৌন)
চেম্বার :লাইফ কেয়ার কনসাল্টেশন সেন্টার, হাসপাতাল গেট দৌলতপুর পাইলট স্কুলের পকেট গলি, দৌলতপুর, কুষ্টিয়া
রোগী দেখার সময় :প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত
সিরিয়ালের জন্য যোগাযোগ :০১৭৬২০৯৫৯৩৫