An Najat Hijama

An Najat Hijama ফিমেল পেশেন্টদেরকে সম্পূর্ণ নিরাপদ ও পর্দার পরিবেশে অভিজ্ঞ ফিমেল থেরাপিস্ট দ্বারা হিজামা সেবা প্রদান করা হয়।
পুরুষদের জন্য অভিজ্ঞ পুরুষ থেরাপিস্ট আছেন।

আমাদের সমাজের অনেকের কাছেই হয়তো  "হিজামা" শব্দটি একেবারেই নতুন। এটি রাসুল সাঃ এর নির্দেশিত একটি চিকিৎসা পদ্ধতি। আল্লাহ ত...
06/02/2025

আমাদের সমাজের অনেকের কাছেই হয়তো "হিজামা" শব্দটি একেবারেই নতুন। এটি রাসুল সাঃ এর নির্দেশিত একটি চিকিৎসা পদ্ধতি।
আল্লাহ তায়া’লা রাসুল সাঃ কে আমাদের মাঝে রহমত স্বরুপ প্রেরণ করেছেন।রাসুল সাঃ কে অনুসরণ করে,তাঁর জীবনাদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সুস্থ, সুন্দর উন্নত জীবন যাপনের নির্দেশ দিয়েছেন যার মধ্যে রয়েছে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি।আলহামদুলিল্লাহ।।

কিন্তু আমরা মুসলিম রা কুরআন সুন্নাহ এ-র চর্চা,,গবেষণা ও অনুশীলন থেকে দূরে সরিয়ে রেখে নিজেদেরকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করছি।।

আর তারই ফল স্বরুপ,, প্রযুক্তির উন্নয়ন এ,, আধুনিক যন্ত্রপাতির অন্তরালে,, রাসুল সাঃ নির্দেশিত এই চিকিৎসা পদ্ধতি টি আজ অজ্ঞাত অবহেলিত।।
অথচ,, আফসোস এর বিষয় বিধর্মীরা ঠিকই গবেষণার মাধ্যমে একে আধুনিকায়ন করে,, এর চর্চার মাধ্যমে উপকৃত হচ্ছে।চীন দেশে এটি বহুল প্রচলিত,, তাদের ঐতিহ্যগত চিকিৎসা হিসেবে সমাদৃত হয়ে আসছে।।

আলহামদুলিল্লাহ।। আমাদের দেশেও বর্তমানে কিছু ডাক্তার ও আলেম চিকিৎসক এর মাধ্যমে এই 'হিজামা' চিকিৎসা পদ্ধতির অনুশীলন,,চর্চা ও প্রয়োগ শুরু হয়েছে।।

আর তাই সকলের প্রতি আমার বিনীত অনুরোধ,, আসুন আমরা রাসুল সাঃ এর একটি মুছে যাওয়া সুন্নাহ কে পূণর্জীবিত করি।

রাসুল সাঃ বলেছেন,, "তোমরা যে পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে হিজামা সর্বোত্তম.।" আবু দাউদঃ২০৯৭

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ বর্ণনা করেছেন,,ফেরেশতা গণ বলেন,,"হে মুহাম্মাদ আপনার উম্মত কে হিজামার আদেশ দিন।।" তিরমিজিঃ৩৪৯৭

কাজেই আমি মনে করি আমরা যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছি,,তাদের উচিৎ আল্লাহ তায়া’লা র উপর পূর্ণ তাওয়াক্কুল করে,, রাসুল সাঃ এর নির্দেশিত এই চিকিৎসা পদ্ধতি 'হিজামা' গ্রহণ করে,, তিন ভাবে উপকৃত হওয়া,,
# রাসুল সাঃ এর সুন্নাহ পালনের মাধ্যমে সওয়াব অর্জন।।।
# রোগ থেকে আল্লাহর রহমত এ মুক্তি লাভ।।
# কোনো রকম পার্শপ্রতিক্রিয়া থেকে মুক্ত থাকা।।
আলহামদুলিল্লাহ,,,
আলহামদুলিল্লাহ,,,
আল্লাহ আমাদের কবুল করুন।।
আমীন ইয়া রাব্বুল আলামীন।।

🖤 হিজামার মাধ্যমে ইনসোমনিয়া তথা নিদ্রাহীনতা থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। শান্তিতে ঘুম আসে।তাই! হিজামা নিন, সুস্থ থ...
19/12/2024

🖤 হিজামার মাধ্যমে ইনসোমনিয়া তথা নিদ্রাহীনতা থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। শান্তিতে ঘুম আসে।
তাই! হিজামা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।

বিঃদ্রঃ মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা করানো হয়। বুকিং করতে কল করুন-
01877301045

হিজামার মাধ্যমে যে রক্ত বের হয়, তা মূলত ত্বকের নীচে জমে থাকা "স্ট্যাগন্যান্ট ব্লাড" বা অবসন্ন এবং টক্সিনযুক্ত রক্ত। এটি...
06/12/2024

হিজামার মাধ্যমে যে রক্ত বের হয়, তা মূলত ত্বকের নীচে জমে থাকা "স্ট্যাগন্যান্ট ব্লাড" বা অবসন্ন এবং টক্সিনযুক্ত রক্ত। এটি শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালন থেকে ভিন্ন।

হিজামা করার সময় প্রক্রিয়াটি এভাবে কাজ করে:

1. কাপিং: একটি বিশেষ কাপ ব্যবহার করে ত্বকের একটি নির্দিষ্ট অংশে ভ্যাকুয়াম তৈরি করা হয়। এটি রক্ত প্রবাহকে সেই অংশে টেনে আনে।

2. ক্ষুদ্র কাটা: ছোট ছোট স্ক্রেচ তৈরি করা হয়, যা থেকে রক্ত বের হতে পারে।

3. রক্ত নিঃসরণ: ত্বকের নিচে জমে থাকা বিষাক্ত রক্ত এবং বর্জ্য পদার্থ বের হয়ে আসে।

এই প্রক্রিয়া শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, পেশি ও ত্বকের স্ফীত অংশ থেকে চাপ কমায় এবং শরীরকে ডিটক্স করতে সহায়তা করে। হিজামার রক্ত আসলে শিরা বা ধমনীর গভীর থেকে আসে না, বরং এটি ত্বকের নিচের স্তরে জমে থাকা অবসন্ন রক্ত।
#01877301045

📌📌আমাদের মা-বাবা,, আত্মীয় স্বজনের অনেকেই দেখা যায় অসুস্থতার জন্য একই সাথে ৮/৯ টা ঔষধ দিনে দুই তিনবার করে সেবন করতে হয় ফল...
15/11/2024

📌📌আমাদের মা-বাবা,, আত্মীয় স্বজনের অনেকেই দেখা যায় অসুস্থতার জন্য একই সাথে ৮/৯ টা ঔষধ দিনে দুই তিনবার করে সেবন করতে হয় ফলে যে সমস্যা দেখা দেয় তা হলো,,এইসব ঔষধ গুলোর সাথে যে ক্যামিকেল গুলো আমাদের শরীরে যাচ্ছে সেগুলো আমাদের শরীরের ভাইটাল অর্গান গুলো কে ক্ষতিগ্রস্ত করে,,যেটাকে আমরা ঔষধের সাইড ইফেক্ট বলে থাকি।
💠💠কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা জেনেও আমাদের ঔষধ সেবন করতে হচ্ছে।। যার পরিনতি হচ্ছে আস্তে আস্তে আমাদের লিভার,, কিডনি সহ অন্যান্য অংগ গুলো দূর্বল হয়ে পরে ও নানান সমস্যা দেখা দেয়।।
📌📌তাহলে এখন উপায়,,,রোগের জন্যতো মেডিসিন খেতেই হবে। আলহামদুলিল্লাহ,, উপায় একটা আছে।
আর তা হলো হিজামা বা Cupping Therapy যার মাধ্যমে,, সেবনকৃত মেডিসিন এর অতিরিক্ত Chemical Substance এর কারণে যে Toxin হয় সেগুলো Remove হবে,, Organ গুলো Detoxify হয়ে ভালো থাকবে,,সেই সাথে এই Organ গুলোর Functional activities বেড়ে যাবে ইনশা আল্লাহ।
💠💠ঔষধ সেবনের পাশাপাশি নিয়মিত হিজামা করার কারণে একটা সময় Medicine সেবন এর পরিমাণ ও কমে আসবে ইনশাআল্লাহ।
আর তাই না বলে পারছি না,,আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এই সুন্নাহ চিকিৎসা এক বিশেষ নিয়ামত,,আলহামদুলিল্লাহ।।
📌📌আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমিন ইয়া রব।।
যোগাযোগঃ ✳️হামিউস সুন্নাহ হিজামা সেন্টার
১০৯/১৪,,,পশ্চিম বক্সনগর,,সারুলিয়া,,ডেমরা,, ঢাকা।।
পুরুষঃ০১৮৯৩৪১০৯৪৩,,মহিলাঃ০১৮৭৭৩০১০৪৫

হাঁটু ও জয়েন্টের ব্যথাআঘাতজনিত ব্যথা, খেলাধুলার ইনজুরি বা কোনো দুর্ঘটনায় লিগামেন্টের আঘাত থেকে হাঁটু বা নি জয়েন্টে ব্যথা...
02/11/2024

হাঁটু ও জয়েন্টের ব্যথা

আঘাতজনিত ব্যথা, খেলাধুলার ইনজুরি বা কোনো দুর্ঘটনায় লিগামেন্টের আঘাত থেকে হাঁটু বা নি জয়েন্টে ব্যথা হতে থাকে। আবার হাঁটুর জয়েন্টে কারটিলেজ নামের যে নরম হাড় থাকে, সেখানে ক্ষয় দেখা দিলে হাঁটুর ব্যথা হয়। এটি সাধারণত বয়সজনিত কারণে বেশি হয়। একে অস্টিওআরথ্রাইটিসও বলা হয়।আরথ্রাইটিস বা বাতের কারণেও ব্যথা হয়ে থাকে।আঘাতজনিত ও বাতজনিত ব্যথা যেকোনো বয়সে হতে পারে। ক্ষয়জনিত ব্যথা বয়স্কদের (৪০ বছরের পর) ভেতর বেশি দেখা যায়।এ ধরনের সমস্যায় হাঁটুতে ব্যথা থাকার পাশাপাশি হাঁটু ফোলা থাকবে, ভাঁজ করতে সমস্যা হবে, হাঁটুর তাপমাত্রা বেড়ে যাবে, হাঁটুর আকৃতির পরিবর্তন হতে পারে, হাঁটু ভাঁজ করতে গেলে ব্যথা হবে, অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময়, অনেকক্ষণ হাঁটাচলার পর হতে পারে। এরপর আস্তে আস্তে এর তীব্রতা বেড়ে এমন পর্যায়ে যায় যে রোগী যখন বিশ্রাম নেয় তখনো ব্যথা হতে থাকে।
দীর্ঘদিন ব্যাথার ঔষধ খেয়ে কিডনি, লিভার নস্ট না করে,,সাময়িক উপশমে,,ব্যাথায় কস্ট না পেয়ে,,
অপারেশন এড়িয়ে দীর্ঘমেয়াদী ব্যাথার চিকিৎসায় হিজামা নিতে আজই আসুন।

পশ্চিম বক্সনগর, সারুলিয়া,ডেমরা,ঢাকা।। ⬇️

📞 01893410943,,,01877301045

👉 #হিজামা_কি...?!👉হিজামা হচ্ছে এক বিশেষ ধরনের প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যাতে নেগেটিভ সাকশনের মাধ্যমে শরীর থেকে ...
07/10/2024

👉 #হিজামা_কি...?!

👉হিজামা হচ্ছে এক বিশেষ ধরনের প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যাতে নেগেটিভ সাকশনের মাধ্যমে শরীর থেকে দূষিত রক্ত(Toxic blood) বের করে দিয়ে রক্ত বিশুদ্ধ (Blood purification) করা হয়।

👉প্রচলিত এলোপ্যাথিক কিংবা হোমিওপ্যাথির মত কোন চিকিৎসা এটা নয় বরং এটা একটা প্রাকৃতিক(Natural) চিকিৎসা ব্যবস্থা।
সায়েন্টিফিকভাবে বলা যায়, হিজামা হচ্ছে একটি "Skin based excretory procedure"
আয়ুর্বেদিক চিকিৎসায় ইহা রক্তমোক্ষণ নামে,বাংলায় সিঙ্গা নামে, ইউনানী চিকিৎসায় হাজামাৎ নামে, আরবিতে হিজামা নামে এবং ইংরেজিতে Cupping নামে পরিচিত।

#যে_সকল_রোগে_হিজামা_করা_হয় ।

👉এ্যারাবিক কান্ট্রি ও চায়না সহ উন্নত বিশ্বে বর্তমানে Hijama Therapy অতি পরিচিত একটি চিকিৎসা ব্যবস্থা।
But, আমাদের দেশের অনেকেই এখনো Hijama সম্পর্কে ভালোভাবে জানে না। তাই, কেউ কেউ এটাকে শুধুমাত্র ব্যথার থেরাপি হিসেবেই চেনেন।
অথচ,হিজামা থেরাপির কার্যকরীতা অনেক বিস্তৃত!!

👉Analgesics ও Detoxification ছাড়াও অনেকগুলো রোগেই হিজামা থেরাপি ম্যাজিকের মতো কাজ করে।
রোগগুলো হল...

১. সাধারণ মাথাব্যথা(G.Headache) ।
২. দীর্ঘমেয়াদী মাথা ব্যথা ।
৩. মাইগ্রেন (Migraine) ।
৪. মাথা ঘোরা (Vertigo) ।
৫. চুল পড়া (Hair fall), ।
৬. উচ্চরক্তচাপ (Hypertension) ।
৭. অনিদ্রা (Insomnia) ।
৮. স্মৃতি শক্তির দুর্বলতা (Low memory power) ।
৯. সাইনুসাইটিস (Sinusitis) ।
১০. মানসিক সমস্যা (Psychological disorders) ।
১১. ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার, ।
১২. ইমোশনাল Problems ।
১৩. মুটিয়ে যাওয়া (Obesity) ।
১৪. বাত ব্যথা (Rheumatic arthritis) ।
১৫. অস্থি সন্ধির ব্যথা/ গেটে বাত(Joint paint) ।
১৬. পিঠের ব্যথা(Back pain) ।
১৭. হাঁটু ব্যথা (Knee pain) ।
১৮. ঘাড়ে ব্যথা (Neck pain) ।
১৯. কোমর ব্যথা(Waist pain) ।
২০. হাতে/পায়ে ব্যথা ।
২১. মাংসপেশীর ব্যথা/মাসল পুল ।
২৩.যেকোন চর্মরোগ (Skin diseases) ।
২৪.পুরুষের যৌন রোগ (E.D) ।
২৫. ড্রাগ অ্যাডিকশন/ডিপেন্ডেন্ট ।
২৬.বন্ধ্যাত্ব-Infertility (পুরুষ /মহিলা) ।
২৭.প্যারালাইসিস ।
২৮.গ্যাস্ট্রিক পেইন ।
২৯. হাঁপানি /অ্যাজমা ।
৩০.ডায়রিয়া/আমাশয় ।
৩১.নতুন/পুরাতন কষা ।
৩২. স্পোর্টস ইনজুরী প্রভৃতি ।

👉এছাড়াও Amnesia, Bronchial congestion, IBS, kidney stone, Urticaria, Lumbago, Cellulitis, Atrophy, Frozen shoulder, Lethargy সহ আরো বিভিন্ন রোগে হিজামা করা হয়।

👉তবে, সব রোগেই যে Wet cupping(হিজামা) করা হয়, তা কিন্তু না। কোন কোন রোগে ড্রাই কাপিং, কোন রোগে Fire cupping এবং কোন কোন ক্ষেত্রে Massage cupping করতে হয়,যা অনেকেই জানে না।

👉যেমন ধরুন, এনিমিয়া ও ডায়রিয়াতে Dry cupping এবং Constipation এ Massage cupping করা হয়।।

👉 #হিজামা_কিভাবে_করা_হয়...?!

👉সংক্ষেপে বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ (Organ-Skin)থেকে মেশিনের সাহায্যে দূষিত রক্ত বের করে দেওয়া হয়।

👉প্রথমে রোগীকে আরামদায়ক স্থানে শুইয়ে বা বসিয়ে দেওয়া হয়। তারপরে হিজামার স্থান জীবাণুমুক্ত করে ওই স্থানে বিশেষ সার্জিক্যাল ব্লেড দিয়ে ছোট ছোট স্ক্রেচ করা হয়।এতে তেমন কোন ব্যাথা লাগে না। তারপর কাপ সেট করে নেগেটিভ প্রেসারের মাধ্যমে দূষিত রক্ত বের করে আনা হয়। হিজামায় যে চিহ্ন বা দাগ হয় তা এক থেকে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায়।

👉তাই আসুন, আমরা হিজামা থেরাপি নেই এবং বিনা ঔষধে সুস্থ্য থাকি।

হামিউস সুন্নাহ হিজামা সেন্টার
ঠিকানাঃবাড়ি নং-১০৯/১৪,,রুপ নগর লেন,,,আইডিয়াল স্কুল রোডে, পশ্চিম বক্সনগর,,সারুলিয়া,, ডেমরা,,ঢাকা।।
যোগাযোগঃ০১৮৯৩৪১০৯৪৩
০১৮৭৭৩০১০৪৫

05/06/2024

📌📌সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হিজামার উপকারিতাঃ

🌸🌸শরীরে প্রায় সকল প্রকার ব্যাথা প্রশমিত করতে দারুণ কাজ করে। যেমন: মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস)।

🌼🌼বিশেষভাবে শরীরের প্রধান অঙ্গগুলোকে ডিটক্স করে। যেমন: কিডনি, হার্ট, পাকস্থলী ইত্যাদি।

🌸🌸হরমোনাল ইম্ব্যালেন্স সমস্যার সমাধান করে। যেমন: থাইরয়েড,

🌼🌼 হিজামা শরীরের কর্মক্ষমতা বাড়ায়

🌸🌸 ব্লাড সার্কুলেশন বাড়ায়, ফলে বডির প্রতিটা অর্গান প্রপারলি কাজ করে।

🌼🌼হিজামা জ্বিন-জাদুর পেশেন্টদের বডি থেকে জ্বিন-জাদু ঘটিত টক্সিনকে বের করে দেয়। যেটাকে আরবিতে ইস্তিফরাগ বলা হয়।

🌸🌸এজমা, এলার্জি সমস্যায় হিজামা ফলাফল যুগ যুগ ধরে পরিক্ষিত।

🌼🌼হজমের সমস্যা সমাধানেও হিজামা সাহায্য করে।

🌸🌸ঘুমের সমস্যা দূর করতে হিজামা চমৎকার কাজ করে।

🌼🌼মাইগ্রেন হোক কিংবা সাইনোসাইটিস হিজামায় পাবেন দীর্ঘমেয়াদি উপকার।

🌸🌸চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

🌼🌼 হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন এর সমস্যায় হিজামার উপকারীতা পরিক্ষিত।

🌸🌸 ইরেক্টাইল ডিসফাংশান, ইজ্যাকুলেটরি ডিসফাংশান, অন্যান্য যৌন সমস্যায়ও হিজামা চমৎকার কাজ করে।


📌📌এছাড়াও হিজামা বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার বডির অর্গানগুলোকে রিস্টার্ট রাখতে ৩ মাসে অন্তত একবার হিজামা করুন।


📌📌আমাদের সেন্টার লোকেশন:

109/14,,,West Boxnagar,,Sharulia,,,Demra,,Dhaka


এপয়ন্টমেন্ট নিতে আমাদের পেইজে নক করুন অথবা নিম্নোক্ত নাম্বারে কল করুন:☎️☎️01893410943,,01877301045

[ 🌸🌼নোট: আমাদের এখানে অভিজ্ঞতাসম্পন্ন ফিমেইল থেরাপিস্ট রয়েছেন৷ তাই মেইলের সাথে ফিমেইলরাও পাবেন সর্বোচ্চ মানের সেবা ইন শা আল্লাহ।]

05/07/2023

And the life of this world is nothing but play and amusement. But far better is the house in the hearafter for those who are Al-Muttaqun the pious.Al-An'am:32

15/05/2022

Take hijama and keep well

Address

পশ্চিম বক্সনগর
Demra
1361

Telephone

+8801877301045

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Najat Hijama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to An Najat Hijama:

Share