As Suzud Healing

As Suzud Healing জ্বিন, জাদু, বদনজর ও মানসিক সমস্যা শার?

ডেঙ্গুর বিষক্রিয়া থেকে বাঁচার অগ্রিম আমল।জানুন। সওয়াবের আশায় প্রচার করুন।একজন সাহাবী এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি...
31/07/2023

ডেঙ্গুর বিষক্রিয়া থেকে বাঁচার অগ্রিম আমল।
জানুন। সওয়াবের আশায় প্রচার করুন।

একজন সাহাবী এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, গতরাত এক বিচ্ছু আমাকে দংশন করেছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঐ সাহাবীকে বললেন তুমি যদি এই দুয়াটি সন্ধ্যায় পড়ে নিতে, তাহলে বিচ্ছুর বিষক্রিয়া তোমার কোনো ক্ষতি করতে পারতনা। দুয়াটি হল:

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
'আঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা'

অর্থ: আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
(আহমাদ ২/২৯০, নং ৭৮৯৮)

সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে নেয়া উত্তম।
ইনশাআল্লাহ ডেঙ্গু সহ সব রকমের ক্ষতিকর প্রাণীর
অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন।

লিখা: আব্দুল্লাহ আল মনসুর হাফিযাহুল্লাহ

13/07/2023

"গোটা কুরআনে সূরা কাফিরূনের মতো কোনো সূরা নেই, যা ইবলিশকে এতটা রাগিয়ে দেয়। কারণ, এই সূরায় রয়েছে তাওহীদ এবং সকল প্রকার শিরক থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা।"

— আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.)

[তাফসীরে কুরতুবী, ২/১৯৯]

10/07/2023

আল্লাহ মুমিনের শক্তি দিয়েছেন হৃদয়ে, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে নয়।
আপনি কি দেখেন না কীভাবে একজন দুর্বল বৃদ্ধ গরম দুপুরে সিয়াম পালন করে, রাতে কিয়াম করে; অথচ একজন যুবক সেটা করতে পারে না?!
- শুমাইত্ব (রাহিমাহুল্লাহ)
[হিলয়াতুল আউলিয়া: ১০/১২৪]

05/06/2023

একজন চিকিৎসকের কর্তব্য হল তিনি রোগীর মুখোমুখি হওয়ার পর নিজের হাস্যোজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা দিয়ে তাকে আশ্বস্ত করবেন। তার মাঝে কোনো রোগ থাকলে সেটাকে সহজভাবে নিতে বলবেন। আর এই কাজের মাধ্যমে তার নিয়ত থাকবে সুন্নাহর অনুসরণ।
- ইবনুল হাজ্জ (রাহিমাহুল্লাহ)
[আল-মাদখাল: ৪/১৩৪ ]

31/05/2023

অনলাইনে শো-অফ করা থেকে বিরত থাকুন। কেননা বদনযর সত্য।


আমাদের অনেকের মধ্যেই অনলাইনে নিজেকে শো-অফ করার প্রবণতা কাজ করে, ফলে মানুষ স্বভাবতই হিংসাবশত নযর দেয়। ফলাফল হয় শারিরীক অসুস্থতা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি।

এক হাদীসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

العين حق تستنزل الحالق

অর্থঃ বদ নজর সত্য। তা যেন মানুষকে উপর থেকে নীচে ফেলে দেয়।

[ ইমাম আহমদ ও তাবারানী, আলবানী হাসান বলেছেনঃ ১২৫০ ]


উপর থেকে নিচে ফেলে দেওয়া অর্থ কি? এর অর্থ হলো আপনি খুব ভালোভালো খাবারের ছবি অনলাইনে পোস্ট করলেন আর নযর লেগে আপনার লুজ মোশন শুরু হয়ে গেল..। আপনি খুব ভালো জব করতেন কিন্তু ফ্রেন্ড সার্কেল ও অন্যান্যদের নযর এ আপনার জবটা পুরোপুরি চলে গেলো। এটাকেই মূলত বলা হয়েছে উপর থেকে নিচে ফেলে দেয়। ব্যক্তি সুস্থ থাকলে অসুস্থ হয়ে যায়, স্বচ্ছল থাকলে অস্বচ্ছল হয়ে যায় ইত্যাদি।


তাই নিজেদের শো-অফ করা থেকে বিরত থাকুন। যদি এমন বদনযর লেগেই থাকে তবে রুকইয়া করুন। বদনযর থেকে রক্ষা পেতে সকাল-সন্ধ্যার আযকারও নিয়মিত করুন।

09/05/2023

জ্বিন-জাদুর পেশেন্টদের বিয়ে প্রসঙ্গে আলাপ।


অনেকেই বিয়ের আগে পাত্রী বা পাত্রের জ্বিন-জাদুকে ইস্যু হিসেবে দাঁড় করান । এটা কেবল তখনই ইস্যু হতে পারে, যখন পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারবেনা; পাগলামি করবে,সারাদিন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে, কিংবা ব্যাপকভাবে অসুস্থ থাকবে শারীরিকভাবে বা মানসিকভাবে, ইত্যাদি; তবেই কেবল এটা ইস্যু হতে পারে। কিন্তু স্বাভাবিক জ্বিন-জাদুর পেশেন্টদের বিয়ের ক্ষেত্রে তাদের সমস্যাকে কোনভাবেই ইস্যু হিসেবে দাঁড় করানো সমীচীন হবে না। এ ধরণের সমস্যাকে যদি বিয়ের পূর্বে ইস্যু হিসেবে দাঁড় করানো হয় তবে ৯০% প্লাস মানুষের বিয়েই হবেনা।

-

জ্বীন-জাদুর পেশেন্টদের কি বিয়ের আগে বলে দিতে হবে যে পেশেন্ট জ্বিন-জাদুতে আক্রান্ত?

উত্তর: স্বাভাবিক সমস্যা হলে বলার প্রয়োজন নেই। জীবনযাপন স্বাভাবিক হলে বলতে হবেনা। কিন্তু যদি জীবনযাপন অস্বাভাবিক এবং জটিল হয় তবে বলা জরুরী।

উত্তর প্রদানে: শাইখ মামনুর রশিদ হাফিজাহুল্লাহ

আমরা যতক্ষণ জীবিত আছি, ততক্ষণ অসুস্থতা থাকবেই। অসুস্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই এটাকে সমাধানের চিন্তা করাটাই যৌক্তিক। কিভাবে সুস্থ হওয়া যায় সে পথে আগানোই বুদ্ধিমানের কাজ।

19/01/2023

ওষুধ দ্বারা রোগীর উপকার পাওয়ার শর্ত—

" কোনো ওষুধ কার্যকরী হওয়ার জন্য তার উপকারিতার ওপর রোগীর বিশ্বাস ও আস্থা জরুরী। দৃঢ় বিশ্বাসের দ্বারা রোগ প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায়৷ সুতরাং বিশ্বাসের ভিত্তিতে অনেক ওষুধ উপকারী হয় বা রোগী তা পরিপূর্ণরুপে গ্রহণ করে। বিশ্বাসের কারণে রোগের নিরাময় হয়েছে, এমন অভিজ্ঞতা পৃথিবীর মানুষ অসংখ্যবার চাক্ষুস পর্যবেক্ষণ করেছে।"

~ ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ

[ আত-তিব্বুন নববী ]

17/01/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

" যার মধ্যে তিনটির কোনও একটিও থাকবে না, ( তাকে মাফ করে দেয়া হবে); কারণ, এসব বাদে অন্যগুলো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন।

( যাদের মাফ করে দেয়া হবে তারা হলো—)

• যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনও শিরক না করে মারা যায়;
• যে ব্যক্তি নিজে জাদুকর নয়, জাদুকরদের পেছনেও ছুটে না;
• যে ব্যক্তি তার (মুমিন)ভাইকে ঘৃণা করে না।

[ তাবারানি (কাবির), ১২ খন্ড, ২৪৩-২৪৪ পৃষ্ঠা, ১৩০০৪ নং হাদীস ]

29/12/2022

রুকইয়াতে সফলতা পেতে হলে চিকিৎসক এবং রোগী উভয়ের মেহনত প্রয়োজন হবে।

১. রোগীর পক্ষ থেকে মেহনত,
২. চিকিৎসকের পক্ষ থেকে মেহনত।


রোগীর পক্ষ থেকে মেহনতের রয়েছে দুটি দিক। একটি অভ্যন্তরীণ আরেকটি বাহ্যিক। অভ্যন্তরীণ বলতে- তাওয়াক্কুল,ইয়াকীন,ইনাবাত,ইখলাস ইত্যাদি। বাহ্যিক হলো জবান বা প্রাসঙ্গিক বিষয়। এ কথা খুবই প্রসিদ্ধ যে, লড়াইয়ে দুটি বিষয় কারও মধ্যে না থাকলে সে কখনও শত্রু থেকে মুক্তিলাভ করতে পারেনা। প্রথমটি হলো, উন্নত অস্ত্র ও উত্তম প্রকারের হওয়া। দ্বিতীয়টি হলো ব্যক্তির যোগ্যতা বা যে অস্ত্র চালনা করবে সে উপযুক্ত হওয়া।


অনুরূপ চিকিৎসকের পক্ষ থেকেও মেহনতের উপর্যুক্ত দুটি দিক থাকতে হবে। তার মধ্যেও দুটি দিক পাওয়া আবশ্যক।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চিকিৎসক। জ্বিনের এক রোগীকে আল্লাহর রাসূলের নিকট হাযির করলে তিনি বলেন,

" اخرج عدو الله انا رسول الله

' হে আল্লাহর শত্রু বের হয়ে যা, আমি আল্লাহর রাসূল।'

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেবল اخرج منها অথবা بسم الله বলে দিয়েই শেষ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি। বরং হাদীসের 'আমি আল্লাহর রাসূল' এ অংশ দ্বারা বুঝা যায় যে অস্ত্রচালনাকারীর যোগ্যতা বা উপযুক্ত হওয়া এখানে গুরত্বপূর্ণ।

Address

Darunnazad Siddikiya Kamil Madrshah Road, Purba Boxs Nagar, Sarulia, Dhaka
Demra

Telephone

+8801872709553

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Suzud Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share