
31/07/2023
ডেঙ্গুর বিষক্রিয়া থেকে বাঁচার অগ্রিম আমল।
জানুন। সওয়াবের আশায় প্রচার করুন।
একজন সাহাবী এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, গতরাত এক বিচ্ছু আমাকে দংশন করেছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঐ সাহাবীকে বললেন তুমি যদি এই দুয়াটি সন্ধ্যায় পড়ে নিতে, তাহলে বিচ্ছুর বিষক্রিয়া তোমার কোনো ক্ষতি করতে পারতনা। দুয়াটি হল:
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
'আঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা'
অর্থ: আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
(আহমাদ ২/২৯০, নং ৭৮৯৮)
সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে নেয়া উত্তম।
ইনশাআল্লাহ ডেঙ্গু সহ সব রকমের ক্ষতিকর প্রাণীর
অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন।
লিখা: আব্দুল্লাহ আল মনসুর হাফিযাহুল্লাহ