Miracle Cupping

Miracle Cupping হিজামা নিন, সুস্থ থাকুন।

সেন্টারের থেরাপিস্ট আফরোজা আপুর কাছে হিজামা নিয়েছিলেন এ বোন।আল্লাহ তাকে সুস্থ রাখুন।
21/04/2025

সেন্টারের থেরাপিস্ট আফরোজা আপুর কাছে হিজামা নিয়েছিলেন এ বোন।

আল্লাহ তাকে সুস্থ রাখুন।

কেন করাবেন হিজামা?১. শরীরে প্রায় সকল প্রকার ব্যাথা প্রশমিত করতে দারুণ কাজ করে। যেমন: মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা,...
10/04/2025

কেন করাবেন হিজামা?

১. শরীরে প্রায় সকল প্রকার ব্যাথা প্রশমিত করতে দারুণ কাজ করে। যেমন: মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস)।

২. বিশেষভাবে শরীরের প্রধান অঙ্গগুলোকে ডিটক্স করে। যেমন: কিডনি, হার্ট, পাকস্থলী ইত্যাদি।

৩. হরমোনাল ইম্ব্যালেন্স সমস্যার সমাধান করে। যেমন: থাইরয়েড,

৪. হিজামা শরীরের কর্মক্ষমতা বাড়ায়

৫. ব্লাড সার্কুলেশন বাড়ায়, ফলে বডির প্রতিটা অর্গান প্রপারলি কাজ করে।

৬. হিজামা জ্বিন-জাদুর পেশেন্টদের বডি থেকে জ্বিন-জাদু ঘটিত টক্সিনকে বের করে দেয়। যেটাকে আরবিতে ইস্তিফরাগ বলা হয়।

৭. এজমা, এলার্জি সমস্যায় হিজামা ফলাফল যুগ যুগ ধরে পরিক্ষিত।

৮. হজমের সমস্যা সমাধানেও হিজামা সাহায্য করে।

৯.ঘুমের সমস্যা দূর করতে হিজামা চমৎকার কাজ করে।

১০.মাইগ্রেন হোক কিংবা সাইনোসাইটিস হিজামায় পাবেন দীর্ঘমেয়াদি উপকার।

১১.চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

১২. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন এর সমস্যায় হিজামার উপকারীতা পরিক্ষিত।

১৩. ই।রেক্টা।ইল ডিসফাংশান, ই।জ্যাকু।লেটরি ডিসফাংশান, অন্যান্য যৌ।* ন সমস্যায়ও হিজামা চমৎকার কাজ করে।


এছাড়াও হিজামা বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার বডির অর্গানগুলোকে রিস্টার্ট রাখতে ৩ মাসে অন্তত একবার হিজামা করুন।


আমাদের সেন্টার লোকেশন:

375 No. House, Near Puratan Fulkuri school, west Sanarpar, Demra, Dhaka

Google Live location: khttps://maps.app.goo.gl/uW2KpcMPAMfSLEHV6


এপয়ন্টমেন্ট নিতে আমাদের পেইজে নক করুন অথবা নিম্নোক্ত নাম্বারে কল করুন: 01823-428673

[ নোট: আমাদের এখানে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ফিমেইল থেরাপিস্ট রয়েছেন৷ তাই মেইলের সাথে ফিমেইলরাও পাবেন সর্বোচ্চ মানের সেবা ইন শা আল্লাহ। ]

সেন্টারের থেরাপিস্ট আফরোজা আপুর কাছে হিজামা নিয়েছিলেন এ বোন।আল্লাহ তাকে সুস্থ রাখুন।
03/04/2025

সেন্টারের থেরাপিস্ট আফরোজা আপুর কাছে হিজামা নিয়েছিলেন এ বোন।
আল্লাহ তাকে সুস্থ রাখুন।

তৃতীয় বারের মতো হেলেনা আক্তার ও তার হাসবেন্ড মিরাকেল কাপিং থেকে হিজামা নেন। তারা আসেন আব্দুল্লাহপুর থেকে। আলহামদুলিল্লাহ...
27/02/2025

তৃতীয় বারের মতো হেলেনা আক্তার ও তার হাসবেন্ড মিরাকেল কাপিং থেকে হিজামা নেন। তারা আসেন আব্দুল্লাহপুর থেকে।

আলহামদুলিল্লাহ, কোমড়, হাত ও শরীর ব্যাথা, ঘুম ও চোখে কম দেখার সমস্যা কাপিং এর মাধ্যমে ইমপ্রুভ হয়েছে বলে পেশেন্ট জানান৷

জরায়ু ও ব্রেস্ট ঠিউমার, টিউব ব্লক,
গ্যাস্টিক, অনিদ্রা, পিরিয়ডে প্রচন্ড পেইন,
শরীর ব্যাথা, চোখে কম দেখা সমস্যার জন্য হিজামা নিচ্ছেন।

#মিরাকেল_কাপিং #হিজামা

ফ্রোজেন শোল্ডার থেকে সুস্থতার জন্য একজন ফিমেইল পেশেন্ট হিজামা নিলেন, আলহামদুলিল্লাহ। ফ্রোজেন শোল্ডারের এই মারাত্মক পেইন ...
05/02/2025

ফ্রোজেন শোল্ডার থেকে সুস্থতার জন্য একজন ফিমেইল পেশেন্ট হিজামা নিলেন, আলহামদুলিল্লাহ।

ফ্রোজেন শোল্ডারের এই মারাত্মক পেইন রিলিজের এক্সিলেন্ট ওয়ে হলো কাপিং থেরাপি বা হিজামা।

এটা মূলত হাতের শোল্ডার জয়েন্টে হয়ে থাকে পরবর্তীতে অন্য জায়গায় হওয়ার সম্ভবনাও থাকে, তাই হাতের তীব্র ব্যাথাকে অবহেলা না করে দ্রুতই হিজামা ট্রিটমেন্ট নিন সুস্থ থাকুন

এপয়ন্টমেন্ট নিতে আমাদের পেইজের ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন নিম্নোক্ত নাম্বারে:

📞 01883395011
📞 01823428673

হাই প্রেসার, ওসিডি, ব্যাক পেইনের জন্য এক পেশেন্ট Miracle Cupping থেকে হিজামা নেন। উনি এসেছেন ধানমন্ডি থেকে।কাপিং থেরাপি'...
03/02/2025

হাই প্রেসার, ওসিডি, ব্যাক পেইনের জন্য এক পেশেন্ট Miracle Cupping থেকে হিজামা নেন। উনি এসেছেন ধানমন্ডি থেকে।

কাপিং থেরাপি'র মাধ্যমে ত্বক সহ শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। শুধু অসুস্থতা নয়, সুস্থ মানুষও নিতে পারে হিজামা। হিজামা নিন, সুস্থ থাকুন।

মিরপুর থেকে হিজামা নিতে Miracle Cupping   এ  আসেন এক পেশেন্ট। দীর্ঘদিন ধরে তিনি নিম্নোক্ত  সমস্যায় ভুগছেন। অন্যান্য জায়গ...
27/01/2025

মিরপুর থেকে হিজামা নিতে Miracle Cupping এ আসেন এক পেশেন্ট। দীর্ঘদিন ধরে তিনি নিম্নোক্ত সমস্যায় ভুগছেন। অন্যান্য জায়গায় ট্রিটমেন্ট নিয়ে আশানুরূপ রেজাল্ট না পেয়ে আমাদের থেকে কাপিং করান বলে তিনি জানান।

যে সমস্যার জন্য হিজামা নেন:
১. উচ্চরক্তচাপ।
২. চুল পড়া।
৩. চোখে কম দেখা।
৪. ঘাড়ে ও কোমড়ে ব্যাথা।
৫. মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা।

#হিজামা

ঘুমের সমস্যা ও শরীরে পেইনের জন্য হিজামা নেন এক পেশেন্ট। উনি এসেছেন বাড্ডা থেকে। ঘুমের সমস্যার কারণে বিষন্নতা এবং উদ্বিগ্...
26/01/2025

ঘুমের সমস্যা ও শরীরে পেইনের জন্য হিজামা নেন এক পেশেন্ট। উনি এসেছেন বাড্ডা থেকে।

ঘুমের সমস্যার কারণে বিষন্নতা এবং উদ্বিগ্নতা বেড়ে গেছে বলে তিনি জানান। পর্যাপ্ত ঘুমের অভাবে প্যানিক, ফোবিয়া, ফ্যানটম পেইনসহ বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হতে পারে।

কাপিং এর মাধ্যমে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কোষে পর্যপ্ত অক্সিজেন সরবরাহ হয়।

ঘুমের সমস্যা, উদ্বিগ্নতা ও বিষন্নতার জন্য হিজামা নিতে পারেন। হিজামা নিন, সুস্থ থাকুন।

#হিজামা

তিন মাস আগে একজন ফিমেইল পেশেন্ট মিরাকেল কাপিং থেকে হিজামা নেন। উনি এসেছিলেন মিরপুর থেকে। সমস্যা ছিল তীব্র মাইগ্রেন। প্রত...
22/01/2025

তিন মাস আগে একজন ফিমেইল পেশেন্ট মিরাকেল কাপিং থেকে হিজামা নেন। উনি এসেছিলেন মিরপুর থেকে। সমস্যা ছিল তীব্র মাইগ্রেন। প্রতি সপ্তাহেই ২/৩ বার মাইগ্রেন অ্যাটাক হতো। অনেক মেডিসিন নিয়েও তেমন কোন উপকার পাননি।

আলহামদুলিল্লাহ, হিজামার পর ৩ মাসে একবারের জন্যও আর মাইগ্রেন আ্যটাক হয়নি বলে তিনি জানিয়েছেন।

#মিরাকেল_কাপিং #হিজামা

আজ ছিল হিজামা'র সুন্নাহ ডেট৷ যারা মিস করেছেন তারা আসতে পারেন আগামী সুন্নাহ ডেট ২০ ও ২২ জানুয়ারি। ব্লাক ম্যাজিক ও ওসিডি'র...
18/01/2025

আজ ছিল হিজামা'র সুন্নাহ ডেট৷ যারা মিস করেছেন তারা আসতে পারেন আগামী সুন্নাহ ডেট ২০ ও ২২ জানুয়ারি।

ব্লাক ম্যাজিক ও ওসিডি'র সমস্যার জন্য আজ হিজামা নেন এক পেশেন্ট। উনি এসেছেন ডেমরার মাতুয়াইল থেকে।

কোন রোগ ছাড়াও নিতে পারেন হিজামা; সকলের জন্যই কাপিং অনেক বেশি উপকারী। তাই হিজামা নিন, সুস্থ থাকুন।

17/01/2025

আজ রাত এবং কাল সারাদিনব্যপী হিজামার সুন্নাহ ডেট। হিজামা নিতে চলে আসুন Miracle Cupping এ।

দ্বিতীয় বারের মতো হিজামা নেন আব্দুর রহমান ভাই। উনি গুলিস্থানে থাকেন। পেইনের জন্য প্রায় দেড় মাস আগে প্রথম হিজামা নিয়েছিলে...
16/01/2025

দ্বিতীয় বারের মতো হিজামা নেন আব্দুর রহমান ভাই। উনি গুলিস্থানে থাকেন। পেইনের জন্য প্রায় দেড় মাস আগে প্রথম হিজামা নিয়েছিলেন।

আলহদুলিল্লাহ, প্রথম সেশন নেওয়ার পর পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যান। এখন পেইন নেই বলে তিনি জানান। প্রথম সেশনে ইমপ্রুভ হওয়ায় আজ নিজ আগ্রহে দ্বিতীয় সেশন নেন।

#মিরাকেল_কাপিং #হিজামা

Address

Miracle Healing Location : 375 No. House, Near Puratan Fulkuri School, Sanarpar
Demran

Telephone

+8801823428673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miracle Cupping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share