10/04/2025
কেন করাবেন হিজামা?
১. শরীরে প্রায় সকল প্রকার ব্যাথা প্রশমিত করতে দারুণ কাজ করে। যেমন: মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস)।
২. বিশেষভাবে শরীরের প্রধান অঙ্গগুলোকে ডিটক্স করে। যেমন: কিডনি, হার্ট, পাকস্থলী ইত্যাদি।
৩. হরমোনাল ইম্ব্যালেন্স সমস্যার সমাধান করে। যেমন: থাইরয়েড,
৪. হিজামা শরীরের কর্মক্ষমতা বাড়ায়
৫. ব্লাড সার্কুলেশন বাড়ায়, ফলে বডির প্রতিটা অর্গান প্রপারলি কাজ করে।
৬. হিজামা জ্বিন-জাদুর পেশেন্টদের বডি থেকে জ্বিন-জাদু ঘটিত টক্সিনকে বের করে দেয়। যেটাকে আরবিতে ইস্তিফরাগ বলা হয়।
৭. এজমা, এলার্জি সমস্যায় হিজামা ফলাফল যুগ যুগ ধরে পরিক্ষিত।
৮. হজমের সমস্যা সমাধানেও হিজামা সাহায্য করে।
৯.ঘুমের সমস্যা দূর করতে হিজামা চমৎকার কাজ করে।
১০.মাইগ্রেন হোক কিংবা সাইনোসাইটিস হিজামায় পাবেন দীর্ঘমেয়াদি উপকার।
১১.চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
১২. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন এর সমস্যায় হিজামার উপকারীতা পরিক্ষিত।
১৩. ই।রেক্টা।ইল ডিসফাংশান, ই।জ্যাকু।লেটরি ডিসফাংশান, অন্যান্য যৌ।* ন সমস্যায়ও হিজামা চমৎকার কাজ করে।
এছাড়াও হিজামা বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার বডির অর্গানগুলোকে রিস্টার্ট রাখতে ৩ মাসে অন্তত একবার হিজামা করুন।
আমাদের সেন্টার লোকেশন:
375 No. House, Near Puratan Fulkuri school, west Sanarpar, Demra, Dhaka
Google Live location: khttps://maps.app.goo.gl/uW2KpcMPAMfSLEHV6
এপয়ন্টমেন্ট নিতে আমাদের পেইজে নক করুন অথবা নিম্নোক্ত নাম্বারে কল করুন: 01823-428673
[ নোট: আমাদের এখানে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ফিমেইল থেরাপিস্ট রয়েছেন৷ তাই মেইলের সাথে ফিমেইলরাও পাবেন সর্বোচ্চ মানের সেবা ইন শা আল্লাহ। ]