04/07/2025
আমাদের চোখ মানবদেহের এক অমূল্য সম্পদ, যা আমাদেরকে চারপাশের পৃথিবী দেখতে এবং উপলব্ধি করতে সাহায্য করে। তবে, বয়সের সাথে সাথে আমাদের দেহের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মতো চোখের স্বাস্থ্যেও পরিবর্তন আসে এবং বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, জীবনের প্রতিটি ধাপে চোখের রোগের ভিন্ন ভিন্ন প্রবণতা দেখা যায়। কিছু রোগ যেমন শিশুদের মধ্যে বেশি প্রচলিত, তেমনই কিছু জটিল রোগ মধ্যবয়স পেরোলেই প্রকট হয়ে ওঠে। চোখের এই বয়স-ভিত্তিক রোগের প্যাটার্ন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সময় মতো রোগ নির্ণয়, প্রতিরোধ এবং সঠিক চিকিৎসার পথ খুলে দেয়।
ডা. নাজমুস সাকিব
সহকারী অধ্যাপক, ভিট্রিও রেটিনা ও ফ্যাকো সার্জন
রেটিনা বিভাগ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
নিয়মিত ট্রিটমেন্ট ও সার্জারি করে যাচ্ছেন বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ শাখা, খিলগাঁও খিদমাহ আই হসপিটাল এবং পান্থপথ আরজিসি হাসপাতালে
অ্যাপয়েন্টমেন্ট পেতে কল করুনঃ
☎️ 09613 966 966
☎️ 019 5815 2912