
24/02/2025
গতকাল (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা প্রেসক্লাবে Satkhira Homeopathic Education & Research Foundation (SHERF) কর্তৃক আয়োজিত দিনব্যাপী সেমিনারে 'চর্মরোগের ভয়াবহতা ও হোমিওপ্যাথিক চিকিৎসা' বিষয়ক ডা. হাসানুজ্জামানের আলোচনা অত্যন্ত তথ্যপূর্ণ ও সুবিন্যস্ত ছিল। তার বক্তব্য সেমিনারের পুরোটা সময় ধরে উপস্থিত শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। সেমিনারের পরিবেশ ছিল খুবই প্রাণবন্ত এবং পরিপাটি, হলরুমের সাজসজ্জা, খাবার, স্ন্যাকস এবং ফটোসেশন সব মিলিয়ে এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে সেমিনারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।