13/10/2024
একজন ৬০ ঊর্ধ্ব মানুষ যাদের বাসায় আছে, আপনারা চেষ্টা করবেন তাদের সাইকোলজি বোঝার।
তারা জানে, যে কোন মুহূর্তে মৃত্যু আসতে পারে।
তারা বুঝে, এখন সুস্থ হলেও আর বড়জোর পাঁচ বা দশ বছর তারা বাঁচবেন।
আপনি নিজের জীবন দিয়ে চিন্তা করুন।
যদি আপনি জানতেন আর মাত্র পাঁচ বা 10 বছর বাঁচবেন, ভয় হতো, তাই না ?
আপনি তো তরুণ, তারপরও ভয় হতো।
আর যারা বৃদ্ধ, তাদের না জানি কত ভয় লাগে !
বৃদ্ধ মানুষদের আমরা খুব অবহেলা করি।
মানসিক অবহেলাটাই বেশি।
তারা যে সময়টা ছোটবেলায় আমাদের দিয়ে গেছে, তার কিছুটা হলেও তাদের শেষ জীবনে আমরা ফেরত দিতে পারি।
তারা যে খাবার পছন্দ করে তা কিনে দিতে পারি।
তারা যে পোশাক পছন্দ করে তা কিন্তু কিনে দিতে পারি।
বাসার বেস্ট রুমটা তাদেরকে ছেড়ে দিতে পারি।
একসাথে না থাকলেও রোজ তাদের বাসায় যেয়ে খোঁজ নিতে পারি।
বাসায় না গেলেও ফোনে খোঁজ রাখতে পারি।
এতে করে শেষ সময়ে এসে তারা মানসিকভাবে অনেক শক্ত থাকতে পারবে।
কাছের মানুষের ভালোবাসা মানুষকে মানসিকভাবে অনেক ভালো রাখে।
©Dr. kushal Bhaia