Permanent Treatment Of Piles

Permanent Treatment Of Piles বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা সরাসরি কল করুন 01877964495

26/09/2023
আসসালামু আলাইকুম"   পাইলস, এনাল ফি-শার এবং ফি-স্টুলার স্হায়ী সমাধানের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
26/09/2023

আসসালামু আলাইকুম"
পাইলস, এনাল ফি-শার এবং ফি-স্টুলার স্হায়ী সমাধানের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

24/09/2023

আসসালামু আলাইকুম"
পা-ই-ল-স, এনাল ফি-শা-র এবং ফি-স্টুলা,,,,,এই ৩টি রো*গের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত।ছোট থেকে বড় সবাই কোনো না কোনো ভাবে এই সমস্যার সম্মুখীন হয়।কিন্তু আমরা রো*গ টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে স্বাভাবিক ভাবে নিই।যার ফলে সমস্যাটি দিনের পর দিন বেড়ে গিয়ে আপনার বড় ধরনের রোগের কারণ হয়ে দাড়াঁয়।
ফলে এটি প্রাথমিক পর্যায়ে পা-ই-ল-স তারপর ক্রমান্বয়ে এনাল ফি-শা-র এরপর ফি-স্টুলা থেকে এভাবে বাড়তে বাড়তে এক সময় এটি মরণব্যাধি রোগে পরিণত হয়।
তাই এখনই সময় থাকতে আপনার সেনসেটিভ জায়গার সমস্যা গুলো দেখা দিলেই যোগাযোগ করুন আমাদের সাথে ইনবক্স করে অথবা সরাসরি কল করুন আমাদের দেওয়া ডেসক্রিপশনের নাম্বারে।

সুস্হ্য থাকুন সুন্দর ভাবে বাচুঁন!!

আস্সালামু আলাইকুম      কি অবস্হা সবার??কোরবানের ঈদ কেমন কাটলো!মাংস খেয়ে কে কি অবস্হায় আছেন?🙁পাইলসের সমস্যায় ভুগছেন না তো...
01/07/2023

আস্সালামু আলাইকুম

কি অবস্হা সবার??কোরবানের ঈদ কেমন কাটলো!

মাংস খেয়ে কে কি অবস্হায় আছেন?🙁পাইলসের সমস্যায় ভুগছেন না তো!!...সাবধান!!...পাইলসের রোগে চরম ভাবে ভুগতে না চাইলে প্রাথমিক অবস্হায় থাকতে এটি নিরাময় করে তুলুন।ভালো এবং সুস্হ জীবন গড়ুন।🧡

17/06/2023

আসসালামু আলাইকুম,,,,

আসসালামু আলাইকুম
শ্বাসকষ্ট বা এলার্জি খুবই মারাত্মক একটি সমস্যা। স্বল্প খরচে স্বল্প সময়ে খুব সহজে নিজেকে রোগ মুক্ত করুন আমাদের ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টের সাহায্যে।কোনো সাইট ইফেক্ট ছাড়া।
ঘরে বসে ওর্ডার করুন হাতে হাতে প্রোডাক্ট নিন ক্যাশ অন হোম ডেলিভারিতে।ওর্ডার করতে এখনই ইনবক্সে মেসেজ করুন।

# তাই আপনাদের ভয় কে জয় করতে এলিট কোম্পানি নিয়ে এসেছে সম্পূর্ণ অরিজিনাল এবং অথেনটিক একটা প্রোডাক্ট যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট।যা সেবন করার মাধ্যমে আপনি আপনার পা ই ল স এর সমস্যা কে তাড়িয়ে দিয়ে খেতে পারবেন.

আরো বিস্তারিত জানুন আমাদের ম্যাসেজ করে অথবা সরাসরি কল করুন এই নাম্বারে -01877964495

এবার ঈদেও কি মাংস খেতে পারবেন না ভাবছেন? বর্তমান দিনে আমরা প্রায় প্রতিদিন বা প্রতি সপ্তাহেই বাসায় বা বাহিরে কোথাও না কোথ...
17/06/2023

এবার ঈদেও কি মাংস খেতে পারবেন না ভাবছেন?

বর্তমান দিনে আমরা প্রায় প্রতিদিন বা প্রতি সপ্তাহেই বাসায় বা বাহিরে কোথাও না কোথাও মাংস খেয়েই থাকি। কিন্তু পাইলসে আক্রান্ত রুগিরা তা খেতে পারেনা। কারন পাইলসে আক্রান্ত রুগিরা মাংস খেলে তাদের সমস্যা খুব বেড়ে যায়। এতে তাদের মনে কোন কষ্ট লাগেনা।

কিন্তু কোরবানির ঈদ বছরে একবার ই আসে। এই ঈদে ধনী গরীব সবাই ই মাংস খায়। তখন পাইলসে আক্রান্ত রুগিরা খুব মন থেকে চায় তারাও সবার সাথে এক টুকরো মাংস মুখে দিতে। কিন্তু তারা পারেনা। তখন তাদের কষ্টের অন্ত থাকে না। নিজের জীবন কে তখন অভিশপ্ত মনে হয়।

আপনার ও যদি এমন হয়ে থাকে তবে আপনি ঈদের আগেই সুস্থ্য হয়ে। কোরবানির মাংস খেয়ে নিজের মনের আশা পূরন করতে পারেন।

পাইলস ও এনাল ফিশার এর বিনা অপারেশনে স্পেশাল চিকিৎসা নিয়ে। ঈদের আগে চিকিৎসায় থাকছে স্পেশাল ডিসকাউন্ট ❤

পাইলস, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে, ...
17/06/2023

পাইলস, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে, যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয় যা আমরা পাইলস নামে জেনে থাকি। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ বা প্রদাহ হয় এবং চাপ পড়ে তখন পাইলস বা হেমোরয়েডসে প্রদাহ হয়। যাকে সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয়।

পাইলসের সুচিকিৎসা সার্জারি ছাড়াইএনাল ফিসার, পাইল্স, রেক্টাল পলিপ, রেক্টাল ক্যান্সার, আইবিএস, পাইলোনিডাল-সাইনাস, এনাল আবস...
17/06/2023

পাইলসের সুচিকিৎসা সার্জারি ছাড়াই
এনাল ফিসার, পাইল্স, রেক্টাল পলিপ, রেক্টাল ক্যান্সার, আইবিএস, পাইলোনিডাল-সাইনাস, এনাল আবসেস, রেক্টাল প্রলাপস, এনাল ওয়াট ইত্যাদি হলো মলাশয়ের রোগ।

এই রোগগুলোর মধ্যে সাধারণত রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হন পাইল্স রোগে। পাইল্স রোগটির কিছু বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে এবং নিয়ম অনুসরণ করে রোগটির যথাযথ চিকিৎসা করলে সহজেই পাইল্স নিরাময় হয়। দীর্ঘদিন ধরে বাসা বেঁধে থাকা পাইল্সও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিলে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। সর্বনাশটা হয় হাতুড়ে এবং অপচিকিৎসার মাধ্যমে এবং অপচিকিৎসার মাধ্যমে পাইল্স রোগটির জটিলতা আরও বেড়ে যায়।
পাইলস হলে বা হয়ে গেলে বেশি চিন্তার প্রয়োজন নেই। সাধারণত মলাশয়ের একটি সাধারণ রোগ হলো পাইল্স রোগ। এ রোগটি বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এর ধরনও আলাদা আলাদা হয়ে থাকে। উপসর্গ অনুযায়ী শতকরা ৯০ ভাগ পাইলসের রোগী সার্জারি ছাড়াই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ভালো হয়ে যান।
বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন -

কালোজিরার উপকারিতা!!! নিয়মিত কালোজিরা খেলে শরীরের রক্ত চলাচল ভালোভাবে হয়।এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে,যা...
17/06/2023

কালোজিরার উপকারিতা!!!

নিয়মিত কালোজিরা খেলে শরীরের রক্ত চলাচল ভালোভাবে হয়।এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে,যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে,শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটাতে কালোজিরা বেশ উপকারী।কালোজিরা ও মধু খাওয়ালে শিশুর মানসিক এবং শারীরিক বৃদ্ধি খুব দ্রুত ঘটে।

গরুর মাংস কে কতটুকু খেলে সুস্থ থাকবেগরুর মাংস মাত্রাতিরিক্ত খেলে তা স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে।গরুর মাংস খেলে উপকারে...
17/06/2023

গরুর মাংস কে কতটুকু খেলে সুস্থ থাকবে

গরুর মাংস মাত্রাতিরিক্ত খেলে তা স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে।

গরুর মাংস খেলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়—অনেক মানুষই এমনটা মনে করেন। কারণ এটি কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়তা করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গরুর মাংসে উপকারিতা অনেক। তবে মাত্রাতিরিক্ত খেলে তা স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে।
পরিমিত পরিমাণে সঠিকভাবে খেলে গরুর মাংস থেকে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তা সমপরিমাণ অন্য কিছু থেকে পাওয়া কঠিন। তাই নিজেকে সুস্থ রাখতে গরুর মাংস কতটুকু ও কীভাবে খাওয়া উচিত তা জানতে হবে—


গরুর মাংসের পুষ্টিগুণ

প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে ৬৭ শতাংশ পানি ও ১৮০ কিলো-ক্যালরি থাকে। এতে ২১ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম চর্বি, ৬ মি.গ্রা. ক্যালসিয়াম, ২.৩ গ্রাম লৌহ, ০.০৮ মি.গ্রা. ভিটামিন বি-১, ০.২৬ মি.গ্রা. ভিটামিন বি-২, ৮.২ মি.গ্রা. নায়াসিন থাকে। এছাড়াও এতে কোলেস্ট্রলের মাত্রা বেশি।

গরুর মাংসে থাকা পুষ্টিকর উপাদানগুলো যেসব কারণে জরুরি—

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে।
ক্ষত নিরাময়ে সাহায্য করে।
দৃষ্টিশক্তি ভালো রাখে।
পেশি, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে।
ত্বক/চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে।
খাবার থেকে দেহে শক্তি যোগান দেয়।
স্মৃতিশক্তি বাড়ায়।
অতিরিক্ত আলসেমি/ ক্লান্তি বা শরীরের অসাড়তা দূর করে কর্মোদ্যম রাখে।
ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে।
রক্তস্বল্পতা প্রতিরোধ করে।
অবসাদ/ মানসিক বিভ্রান্তি/ হতাশা দূর করে।
কতটুকু খাবেন?

একজন সুস্থ ব্যক্তির দৈনিক নিরাপদ মাত্রা হলো ৩০০ মিলিগ্রাম এবং হার্টের রোগীদের জন্য ২০০ মিলিগ্রাম। তাই দৈনিক গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো ৩ আউন্স বা ৮৫ গ্রাম। ৩ আউন্স মাংসে আছে ২০০ কিলো ক্যালোরি, যা দৈনিক মাত্র ১০ ক্যালোরির জোগান দেবে। এই ৩ আউন্স মাংসে কোলেস্টেরল থাকে ৫৩ মিলিগ্রাম।

গরুর মাংসে প্রচুর প্রোটিন পাওয়া যায়। এছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকেও প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে ২২.৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়।

পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিন জানিয়েছেন, প্রতিদিনের প্রোটিনের চাহিদা নির্ভর করে আপনার ওজনের ওপর। ধরলাম একজন মানুষের আদর্শ ওজন ৫০ কেজি। তিনি যদি সুস্থ থাকেন তাহলে প্রতিদিন তার ৫০ গ্রামের মতো প্রোটিন প্রয়োজন, তবে যদি তার কিডনি জটিলতা থাকে তাহলে তিনি প্রতিদিন ২৫ গ্র

Address

Dhama Basuri
Dhaka Division

Alerts

Be the first to know and let us send you an email when Permanent Treatment Of Piles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram