Habib Medical Hall

Habib Medical Hall আপনার প্রয়োজনীয় সব ঔষধ পাবেন ঘরে বসেই

19/01/2025

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি
টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে
সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় মহান আল্লাহকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন।
😌❤🥰

অভ্যাস বলতে কিছু নেই প্রয়োজনেনিজেকে বদলে ফেলার নাম'ই জীবন 🩶
18/01/2025

অভ্যাস বলতে কিছু নেই প্রয়োজনে
নিজেকে বদলে ফেলার নাম'ই জীবন 🩶

বিসমিল্লাহির রহমানির রহিম।হাবিব মেডিকেল হল এ আপনাদের সকলের আমন্ত্রন রইলো। #হাবিব_মেডিকেল_হল_আজিজিয়া_বাজার,৯নং বুড়িরচর ৭ন...
17/01/2025

বিসমিল্লাহির রহমানির রহিম।

হাবিব মেডিকেল হল এ আপনাদের সকলের আমন্ত্রন রইলো।

#হাবিব_মেডিকেল_হল_আজিজিয়া_বাজার,
৯নং বুড়িরচর ৭নং ওয়ার্ড হাতিয়া উপজেলা, নোয়াখালী।

★★ Habib Medical Hall এর সেবা সমূহ :
১. সুলভ মূল্য সকল প্রকার দেশি বিদেশি ঔষধ পাওয়া যায়💊💉💉
২. বাচ্চাদের জন্য গুড়া দুধ পাওয়া যায়🥫🍼
৩. ডায়াবেটিস পরীক্ষা করা হয়।🧫🧪
৪. নেবুলাইজেশন করা হয়।
৫. সার্জারী।
৫. বিভিন্ন রোগের সু-পরামর্শ দেওয়া হয়❤️

#হাবিব_মেডিকেল_হল এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে
(-শনিবার থেকে বৃহস্পতিবার-)
#সকাল ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত।
#শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হাবিব মেডিকেল হল আপনাদের সেবা দিতে প্রস্তুত।

২৪ ঘন্টা যোগাযোগ এর জন্য কল দিন: +8801731612475//01880110267
Ahsan Habib
#ধন্যবাদ।

 #আলহামদুলিল্লাহ Start that day🌹... 2025🤲হাবিব মেডিকেল হল 🥰🥰
01/01/2025

#আলহামদুলিল্লাহ Start that day🌹... 2025🤲
হাবিব মেডিকেল হল 🥰🥰

17/01/2024

হাতিয়াতে শরিষা ফুলের বাগান কোথায় কারো জানা থাকলে জানাবেন....???
এবং সুর্যমূখী ফুলের বাগান...

ফেইসবুকের নতুন চমক,,,কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি ন...
09/12/2023

ফেইসবুকের নতুন চমক,,,

কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি নীল হয়,
তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবংসহজে কেউ হ্যাক করতে পারবে না

আলহামদুলিল্লাহবন্ধু MD Tanvir  কন্যা সন্তান এর বাবা হলেন♥♥♥
03/09/2023

আলহামদুলিল্লাহ
বন্ধু MD Tanvir কন্যা সন্তান এর বাবা হলেন♥♥♥

30/08/2023

ইমারজেন্সি ৩ ব্যাগ এ নেগেটিব রক্তের প্রয়োজন,,রুগীর সমস্যা রক্ত শুন্যতা,,বাচ্চা হইছে,,ডাক্তার বলছে জুরুরি ভিত্তিতে রক্ত লাগবো,,
হাতিয়া হাসপাতাল
প্লিজ হেল্প করেন,01608641332

একটি নতুন সকাল_তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো।(শুভ সকাল)
24/08/2023

একটি নতুন সকাল_
তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।
যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
(শুভ সকাল)

পৃথিবীতে আপনি আপনার বাকি সব  স্বার্থপরের ভরা...
21/08/2023

পৃথিবীতে আপনি আপনার বাকি সব স্বার্থপরের ভরা...

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,
14/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,

08/08/2023

বিসমিল্লাহির রহমানির রহিম।

হাবিব মেডিকেল হল এ আপনাদের সকলের আমন্ত্রন রইলো।

#হাবিব_মেডিকেল_হল_আজিজিয়া_বাজার,
৯নং বুড়িরচর ৭নং ওয়ার্ড হাতিয়া উপজেলা, নোয়াখালী।

★★ Habib Medical Hall এর সেবা সমূহ :
১. সুলভ মূল্য সকল প্রকার দেশি বিদেশি ঔষধ পাওয়া যায়💊💉💉
২. বাচ্চাদের জন্য গুড়া দুধ পাওয়া যায়🥫🍼
৩. ডায়াবেটিস পরীক্ষা করা হয়।🧫🧪
৪. নেবুলাইজেশন করা হয়⛑️
৫. সার্জারী।
৫. বিভিন্ন রোগের সু-পরামর্শ দেওয়া হয়❤️

#হাবিব_মেডিকেল_হল এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে
(-শনিবার থেকে বৃহস্পতিবার-)
#সকাল ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত।
#শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হাবিব মেডিকেল হল আপনাদের সেবা দিতে প্রস্তুত।

২৪ ঘন্টা যোগাযোগ এর জন্য কল দিন: +8801731612475//01880110267
Ahsan Habib
#ধন্যবাদ।

Address

Hatiya

Telephone

+8801731612475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Habib Medical Hall:

Videos

Share