SABA- My Miracle Baby

SABA- My Miracle Baby Safiyah Saba is a premature baby. She struggle a lot in Hospital for 3 month in NICU. All I need your support. Keep her in your prayer

I am her Mother and I'm going to share her journey with all of you to inform you how to grow a premature baby.

সাবার জন্য দোয়া করবেন নিউমোনিয়া ইনফেকশন আর জ্বর এ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আজ দু'দিন হলো।
08/05/2025

সাবার জন্য দোয়া করবেন
নিউমোনিয়া ইনফেকশন আর জ্বর এ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আজ দু'দিন হলো।

  কার্ডিওলজি ইউনিট ব্লক - এ ৪ নং ওয়ার্ড বেড নং -২৮আসওয়াদ বর্তমানে হার্ট সমস্যার পাশাপাশি নিউমোনিয়া ইনফেকশন এবং অতিমাত্রা...
21/04/2025


কার্ডিওলজি ইউনিট
ব্লক - এ
৪ নং ওয়ার্ড
বেড নং -২৮
আসওয়াদ
বর্তমানে হার্ট সমস্যার পাশাপাশি নিউমোনিয়া ইনফেকশন এবং অতিমাত্রায় ফুসফুসের প্রেশার এর জন্য চিকিৎসা করা হচ্ছে
সে স্টেবল হলে এবং সুস্থতা এলে তার সার্জারির প্রিপারেশন নেয়া হবে

ঢাকা শিশু হাসপাতালে সার্জারি জন্য ২ লাখ ৩০ হাজার টাকা বলা হয়েছে সার্জারির খরচ
নিউমোনিয়া ও নানা জটিলতার কারণে আসওয়াদ এখন স্টেবল না,তাই ওকে অক্সিজেন সাপোর্ট ও ট্রিটমেন্ট এ রাখা হয়েছে।
দৈনন্দিন চিকিৎসার জন্য ও নিয়মিত খরচ হচ্ছে
তাই সার্জারি জন্য এমাউন্ট ভালো জমানো যাচ্ছে না
আজ প্রায় এক মাস যাবৎ বাচ্চা টা হাসপাতালে ভর্তি আছে

***-২৭ মার্চ সন্ধ্যায় আসওয়াদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু হাসপাতালের করোনা ইউনিট এর সেকশনে ফ্রি বেড এ ভর্তি করা হয়েছে
বেড নং ৩৯
কেউ ভেরিফাই করতে চাইলে সেটা করে একটু সহযোগীতা করবেন

ঈদের পর হয়তো সার্জারির জন্য সিরিয়াল দিবো

শেয়ার অনেকে করেছে সে অনুপাতে সহযোগিতা ছিলো নামমাত্র
আমাকে ফ্রড বা ফেক মনে হলে প্লিজ হাসপাতালে গিয়ে স্বচক্ষে দেখে সাহায্য করতে পারলে জানাবেন।
আমি চাই হত দরিদ্র মানুষের অভাবে থাকা এই বাচ্চাটার পৃথিবীতে বেঁচে থাকার সময়টা আরেকটু দীর্ঘ হোক
চেষ্টা সবাই করতে পারি বাকিটা আল্লাহর হাতে

*****আসওয়াদ - ৮ বছর
হার্ট ফেইলর - জন্মের পর ২ বছর বয়স থেকে ৮ বছর বিভিন্ন সময় নানাবিধ অসুস্থতায় হাসপাতালে একাধিকবার চিকিৎসাধীন ছিলো
নিউমোনিয়া, হার্ট এ ছিদ্র সহ আরে কিছু সমস্যা
এখন দ্রুত হসপিটালাইজড করে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু এখনো তারা টাকা জোগাড় করতে পারেনি, তাই এখনো চিকিৎসা শুরু করতে পারেনি। বাবা কাঠের ফার্নিচার এর দোকানের কর্মচারী।
বাচ্চার দাদী বাসায় কোরআন এর গৃহশিক্ষিকা এবং তিনি আমার নীচতলা তেই ভাড়া থাকেন। আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল না। দিন আনে দিন খাওয়া জীবন।
এ মূহুর্তে চিকিৎসা না করলে তার জীবন আয়ু কতটা নিশ্চিত তা ও হয়তো বলা যায় না।
বাবা মা যেহেতু শিক্ষাগত ভাবেও দুর্বল তাই আমার দীর্ঘদিন এর পরিচিত হওয়ায় আমাকে চেষ্ট করতে বলেছে এবং ডাক্তারের সাথে ও কথা আমিই বলছি ব্যক্তিগত ভাবে

আমি নিজে সব দেখে চেক করে ফান্ডিং এর সহয়তার দায়িত্ব নিয়েছি এবং কেউ তা ভেরিফাই করতে সত্যতা যাচাই করতে চাইলে আমি নিজ দায়িত্ব নিয়ে সাক্ষাৎ এর ব্যবস্থা করবো এবং এর সকল দায়ভার ও আমার থাকবে।

বাচ্চাটার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য

বিকাশ পার্সোনাল নাম্বার
01754565882

ব্যাংক একাউন্ট নং -
Sonali Bank plc
Acc name : SHARMIN AKTER SATHI
Acc number : 3612901016495
Savings account
Nabigonj Branch
Narayanganj

*** আরো কোনো তথ্য এবং সত্যতা যাচাই প্রয়োজন এ আমাকে মেসেজ করবেন। শেয়ার করে সহযোগিতা করবেন যেনো চিকিৎসার সম্পূর্ণ টাকা তুলে বাচ্চার বাবা মায়ের কাছে তুলে দিতে পারি **

পেড্রিয়াটিক কার্ডিয়াক সেকশন ১৪ নং ওয়ার্ড বেড নং -১০ আসওয়াদইমার্জেন্সি করোনা ইউনিট ফ্রি বেড থেকে আসওয়াদ কে শিশু কার্ডিয়াক...
11/04/2025

পেড্রিয়াটিক কার্ডিয়াক সেকশন
১৪ নং ওয়ার্ড
বেড নং -১০
আসওয়াদ
ইমার্জেন্সি করোনা ইউনিট ফ্রি বেড থেকে আসওয়াদ কে শিশু কার্ডিয়াক ওয়ার্ড এ নপয়া হয়েছে। এখানে কোনো ফ্রি বেড নেই।
দৈনিক বেড ভাড়া ৮০০/+
দৈনিক সল্যাইন মেডিসিন আলাদা বিল
টেস্ট প্রয়োজন হলে তার বিল আলাদা
অক্সিজেন বিল ৭০০/-
দৈনিক চিকিৎসা খরচ ই হচ্ছে না
সার্জারী হবে কিভাবে?? আজ যোগ হয়েছে ১০৪° জ্বর
শিশু হাসপাতালে আছি এখন, আসওয়াদ এর কিছু ডকুমেন্টস এবং ভর্তি ও সার্জারি সিরিয়াল সংক্রান্ত কথা বলতে

***-২৭ মার্চ সন্ধ্যায় আসওয়াদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু হাসপাতালের করোনা ইউনিট এর সেকশনে ফ্রি বেড এ ভর্তি করা হয়েছে
বেড নং ৩৯
কেউ ভেরিফাই করতে চাইলে সেটা করে একটু সহযোগীতা করবেন
হার্ট সার্জারীর ফান্ডিং পোস্ট এ মাত্র ১৬২৭০/- টাকা সংগ্রহ হয়েছে যেখানে প্রয়োজন ১ লাখের ও বেশি
আনুমানিক দেড় লক্ষ টাকা সরকারি ভাবে সার্জারী করতে প্রয়োজন হবে
সহযোগিতা একান্ত কাম্য
নিউমোনিয়া ও নানা জটিলতার কারণে আসওয়াদ এখন স্টেবল না,তাই ওকে অক্সিজেন সাপোর্ট ও ট্রিটমেন্ট এ রাখা হয়েছে।

স্টেবল হলে ঈদের পর হয়তো সার্জারির জন্য সিরিয়াল দিবো

শেয়ার অনেকে করেছে সে অনুপাতে সহযোগিতা ছিলো নামমাত্র
আমি অনন্ত বেশি আশা করেছিলাম।
আমাকে ফ্রড বা ফেক মনে হলে প্লিজ হাসপাতালে গিয়ে স্বচক্ষে দেখে সাহায্য করতে পারলে জানাবেন।
আমি চাই হত দরিদ্র মানুষের অভাবে থাকা এই বাচ্চাটার পৃথিবীতে বেঁচে থাকার সময়টা আরেকটু দীর্ঘ হোক
চেষ্টা সবাই করতে পারি বাকিটা আল্লাহর হাতে

*****আসওয়াদ - ৮ বছর
হার্ট ফেইলর - জন্মের পর ২ বছর বয়স থেকে ৮ বছর বিভিন্ন সময় নানাবিধ অসুস্থতায় হাসপাতালে একাধিকবার চিকিৎসাধীন ছিলো
নিউমোনিয়া, হার্ট এ ছিদ্র সহ আরে কিছু সমস্যা
এখন দ্রুত হসপিটালাইজড করে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু এখনো তারা টাকা জোগাড় করতে পারেনি, তাই এখনো চিকিৎসা শুরু করতে পারেনি। বাবা কাঠের ফার্নিচার এর দোকানের কর্মচারী। তার দাদু বাসায় কোরআন এর গৃহশিক্ষিকা এবং তিনি আমাদের নীচতলা তেই ভাড়া থাকেন। আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল না। দিন আনে দিন খাওয়া জীবন।
এ মূহুর্তে চিকিৎসা না করলে তার জীবন আয়ু কতটা নিশ্চিত তা ও হয়তো বলা যায় না।

আমি নিজে সব দেখে চেক করে ফান্ডিং এর সহয়তার দায়িত্ব নিয়েছি এবং কেউ তা ভেরিফাই করতে সত্যতা যাচাই করতে চাইলে আমি নিজ দায়িত্ব নিয়ে সাক্ষাৎ এর ব্যবস্থা করবো এবং এর সকল দায়ভার ও আমার থাকবে।

বাচ্চাটার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য

বিকাশ পার্সোনাল নাম্বার
01754565882

ব্যাংক একাউন্ট নং -
Sonali Bank plc
Acc name : SHARMIN AKTER SATHI
Acc number : 3612901016495
Savings account
Nabigonj Branch
Narayanganj

*** আরো কোনো তথ্য এবং সত্যতা যাচাই প্রয়োজন এ আমাকে মেসেজ করবেন। শেয়ার করে সহযোগিতা করবেন যেনো চিকিৎসার সম্পূর্ণ টাকা তুলে বাচ্চার বাবা মায়ের কাছে তুলে দিতে পারি **

30/03/2025

পেড্রিয়াটিক কার্ডিয়াক সেকশন
১৪ নং ওয়ার্ড
বেড নং -১০
আসওয়াদ
ইমার্জেন্সি করোনা ইউনিট ফ্রি বেড থেকে আসওয়াদ কে শিশু কার্ডিয়াক ওয়ার্ড এ নপয়া হয়েছে। এখানে কোনো ফ্রি বেড নেই।
দৈনিক বেড ভাড়া ৮০০/+
দৈনিক সল্যাইন মেডিসিন আলাদা বিল
টেস্ট প্রয়োজন হলে তার বিল আলাদা
অক্সিজেন বিল ৭০০/-
দৈনিক চিকিৎসা খরচ ই হচ্ছে না
সার্জারী হবে কিভাবে?? আজ যোগ হয়েছে ১০৪° জ্বর
শিশু হাসপাতালে আছি এখন, আসওয়াদ এর কিছু ডকুমেন্টস এবং ভর্তি ও সার্জারি সিরিয়াল সংক্রান্ত কথা বলতে

***-২৭ মার্চ সন্ধ্যায় আসওয়াদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু হাসপাতালের করোনা ইউনিট এর সেকশনে ফ্রি বেড এ ভর্তি করা হয়েছে
বেড নং ৩৯
কেউ ভেরিফাই করতে চাইলে সেটা করে একটু সহযোগীতা করবেন
হার্ট সার্জারীর ফান্ডিং পোস্ট এ মাত্র ১৬২৭০/- টাকা সংগ্রহ হয়েছে যেখানে প্রয়োজন ১ লাখের ও বেশি
আনুমানিক দেড় লক্ষ টাকা সরকারি ভাবে সার্জারী করতে প্রয়োজন হবে
সহযোগিতা একান্ত কাম্য
নিউমোনিয়া ও নানা জটিলতার কারণে আসওয়াদ এখন স্টেবল না,তাই ওকে অক্সিজেন সাপোর্ট ও ট্রিটমেন্ট এ রাখা হয়েছে।

স্টেবল হলে ঈদের পর হয়তো সার্জারির জন্য সিরিয়াল দিবো

শেয়ার অনেকে করেছে সে অনুপাতে সহযোগিতা ছিলো নামমাত্র
আমি অনন্ত বেশি আশা করেছিলাম।
আমাকে ফ্রড বা ফেক মনে হলে প্লিজ হাসপাতালে গিয়ে স্বচক্ষে দেখে সাহায্য করতে পারলে জানাবেন।
আমি চাই হত দরিদ্র মানুষের অভাবে থাকা এই বাচ্চাটার পৃথিবীতে বেঁচে থাকার সময়টা আরেকটু দীর্ঘ হোক
চেষ্টা সবাই করতে পারি বাকিটা আল্লাহর হাতে

*****আসওয়াদ - ৮ বছর
হার্ট ফেইলর - জন্মের পর ২ বছর বয়স থেকে ৮ বছর বিভিন্ন সময় নানাবিধ অসুস্থতায় হাসপাতালে একাধিকবার চিকিৎসাধীন ছিলো
নিউমোনিয়া, হার্ট এ ছিদ্র সহ আরে কিছু সমস্যা
এখন দ্রুত হসপিটালাইজড করে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু এখনো তারা টাকা জোগাড় করতে পারেনি, তাই এখনো চিকিৎসা শুরু করতে পারেনি। বাবা কাঠের ফার্নিচার এর দোকানের কর্মচারী। তার দাদু বাসায় কোরআন এর গৃহশিক্ষিকা এবং তিনি আমাদের নীচতলা তেই ভাড়া থাকেন। আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল না। দিন আনে দিন খাওয়া জীবন।
এ মূহুর্তে চিকিৎসা না করলে তার জীবন আয়ু কতটা নিশ্চিত তা ও হয়তো বলা যায় না।

আমি নিজে সব দেখে চেক করে ফান্ডিং এর সহয়তার দায়িত্ব নিয়েছি এবং কেউ তা ভেরিফাই করতে সত্যতা যাচাই করতে চাইলে আমি নিজ দায়িত্ব নিয়ে সাক্ষাৎ এর ব্যবস্থা করবো এবং এর সকল দায়ভার ও আমার থাকবে।

বাচ্চাটার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য

বিকাশ পার্সোনাল নাম্বার
01754565882

ব্যাংক একাউন্ট নং -
Sonali Bank plc
Acc name : SHARMIN AKTER SATHI
Acc number : 3612901016495
Savings account
Nabigonj Branch
Narayanganj

*** আরো কোনো তথ্য এবং সত্যতা যাচাই প্রয়োজন এ আমাকে মেসেজ করবেন। শেয়ার করে সহযোগিতা করবেন যেনো চিকিৎসার সম্পূর্ণ টাকা তুলে বাচ্চার বাবা মায়ের কাছে তুলে দিতে পারি **

আজকে রাতের ইবাদতের মোনাজাতে সাবাকে স্মরণ করবেন এটুকুই প্রার্থনা 🌸
27/03/2025

আজকে রাতের ইবাদতের মোনাজাতে সাবাকে স্মরণ করবেন
এটুকুই প্রার্থনা 🌸

আজ সন্ধ্যায় আসওয়াদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  শিশু হাসপাতালের করোনা ইউনিট এর সেকশনে ফ্রি বেড এ ভর্তি করা হয়েছে বেড ...
26/03/2025

আজ সন্ধ্যায় আসওয়াদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু হাসপাতালের করোনা ইউনিট এর সেকশনে ফ্রি বেড এ ভর্তি করা হয়েছে
বেড নং ৩৯
কেউ ভেরিফাই করতে চাইলে সেটা করে একটু সহযোগীতা করবেন
হার্ট সার্জারীর ফান্ডিং পোস্ট এ মাত্র ৫৫০০/- টাকা সংগ্রহ হয়েছে যেখানে প্রয়োজন লাখের ও বেশি
সহযোগিতা একান্ত কাম্য

আসওয়াদ  - ৮ বছর হার্ট ফেইলর - জন্মের পর ২ বছর বয়স থেকে ৮ বছর বিভিন্ন সময় নানাবিধ অসুস্থতায় হাসপাতালে একাধিকবার চিকিৎসাধী...
22/03/2025

আসওয়াদ - ৮ বছর
হার্ট ফেইলর - জন্মের পর ২ বছর বয়স থেকে ৮ বছর বিভিন্ন সময় নানাবিধ অসুস্থতায় হাসপাতালে একাধিকবার চিকিৎসাধীন ছিলো
নিউমোনিয়া, হার্ট এ ছিদ্র সহ আরে কিছু সমস্যা
এখন দ্রুত হসপিটালাইজড করে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু এখনো তারা টাকা জোগাড় করতে পারেনি, তাই এখনো চিকিৎসা শুরু করতে পারেনি। বাবা কাঠের ফার্নিচার এর দোকানের কর্মচারী। তার দাদু বাসায় কোরআন এর গৃহশিক্ষিকা এবং তিনি আমাদের নীচতলা তেই ভাড়া থাকেন। আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল না। দিন আনে দিন খাওয়া জীবন।
এ মূহুর্তে চিকিৎসা না করলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে পারে।

আমি নিজে সব দেখে চেক করে ফান্ডিং এর সহয়তার দায়িত্ব নিয়েছি এবং কেউ তা ভেরিফাই করতে সত্যতা যাচাই করতে চাইলে আমি নিজ দায়িত্ব নিয়ে সাক্ষাৎ এর ব্যবস্থা করবো এবং এর সকল দায়ভার ও আমার থাকবে।

বাচ্চাটার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য

বিকাশ পার্সোনাল -
01754565882

ব্যাংক একাউন্ট নং -
Sonali Bank
Acc name : SHARMIN AKTER SATHI
Acc number : 3612901016495
Savings account
Nabigonj Branch
Narayanganj

*** আরো কোনো তথ্য এবং সত্যতা যাচাই প্রয়োজন এ আমাকে মেসেজ করবেন। শেয়ার করে সহযোগিতা করবেন যেনো চিকিৎসার সম্পূর্ণ টাকা তুলে বাচ্চার বাবা মায়ের কাছে তুলে দিতে পারি **

সাবাকে এ বছর মাদ্রাসায় দিয়েছি।  বাসার সাথেই খুবই ছোট একটা মাদ্রাসা।  ৫০-৬০ জন্য ছাত্রী হবে সেখানে। তাদের বার্ষিক ক্রিড়া ...
12/03/2025

সাবাকে এ বছর মাদ্রাসায় দিয়েছি। বাসার সাথেই খুবই ছোট একটা মাদ্রাসা। ৫০-৬০ জন্য ছাত্রী হবে সেখানে।
তাদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় সাবা শান্তনা পুরষ্কার পেয়েছে এটা।
বইতে কি আছে সে জানে না, বুঝে না কিন্তু সে মহা খুশি।
সারাক্ষণ এটা নিয়ে ঘুরে বালিশের পাশে রেখে ঘুমায়।

গত বছর সাবাকে দিয়েছিলাম এলাকার মোটামুটি স্বনামধন্য একটা স্কুলে। আর্থিক টানাপোড়েনে থেরাপি যখন অফ তখন ভাবলাম কোথাও গিয়ে সে একটিভ থাকুক। স্কুল খারাপ বলবো না তবে সাবা বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় সে ততটা গুরুত্ব পায় নি। খাতায় লেখানো তাকে সেভাবে একটু দেখা ততটা ছিলো না। ক্লাসে না লেখালে বাসায় এসে সাবা বলতে পারবে না এটা জানিই তবুও কিছুদিন লক্ষ্য করেছি খুব একটা আন্তরিক হয়নি সাবার প্রতি একটা স্পেশাল চাইল্ড হিসাবে এটুকু করাই যেতো। যা হোক, তাই এবছর খুব ছোট একটা মাদ্রাসায় দিলাম, পড়তে লিখতে ততটা পারে না কিন্তু আগ্রহ নিয়ে বসে এবং তাকে বেশ আদর ই করছে তারা। বিষয়টা সাবার জন্য ভালো।

পড়াশোনা কখন করবে কি করবে সেটা পরে আগে তাকে আদর করে পড়াশোনায় আগ্রহ করানোর বিষয়টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে না পেলে হয় না।

দোয়া রাখবেন সাবার জন্য যেনো আর ৫-১০ টা বাচ্চার মতন সে ও স্বতঃস্ফূর্ত ভাবে সবার সাথে পড়াশোনা ও আনুষাঙ্গিক বিষয়ে অংশগ্রহণ করতে পারে।

08/03/2025

সাবার হিয়ারিং এইড অডিওগ্রাম টেস্ট হলো আজকে 🥰
একদিন টেস্ট এর জন্য বসাতে পারি নাই
আজকে আলহামদুলিল্লাহ লক্ষী মেয়ের মতন টেস্ট করছে ❤️

ওর জন্য দোয়া রাখবেন সবাই 🥰

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এই রমজানে ইবাদতের ও দোয়ার মুহূর্তে সাবাকে মনে রাখার আর্জি রইলো।এই পবিত্র মাস সকলের ইবাদতে...
01/03/2025

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা
এই রমজানে ইবাদতের ও দোয়ার মুহূর্তে সাবাকে মনে রাখার আর্জি রইলো।
এই পবিত্র মাস সকলের ইবাদতের সঙ্গে কাটুক দোয়া করি

সে নতুন নতুন A B C D শিখেছে আচ্ছা মাঝখানে C নাই A B D E 🫢কাগজ দিয়ে ঘর ভরে যাচ্ছে 🥹দেয়াল কখন লেখা শুরু হয় কে জানে
13/09/2024

সে নতুন নতুন A B C D শিখেছে
আচ্ছা মাঝখানে C নাই A B D E 🫢
কাগজ দিয়ে ঘর ভরে যাচ্ছে 🥹
দেয়াল কখন লেখা শুরু হয় কে জানে

Address

Dhaka
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when SABA- My Miracle Baby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SABA- My Miracle Baby:

Share