11/04/2025
পেড্রিয়াটিক কার্ডিয়াক সেকশন
১৪ নং ওয়ার্ড
বেড নং -১০
আসওয়াদ
ইমার্জেন্সি করোনা ইউনিট ফ্রি বেড থেকে আসওয়াদ কে শিশু কার্ডিয়াক ওয়ার্ড এ নপয়া হয়েছে। এখানে কোনো ফ্রি বেড নেই।
দৈনিক বেড ভাড়া ৮০০/+
দৈনিক সল্যাইন মেডিসিন আলাদা বিল
টেস্ট প্রয়োজন হলে তার বিল আলাদা
অক্সিজেন বিল ৭০০/-
দৈনিক চিকিৎসা খরচ ই হচ্ছে না
সার্জারী হবে কিভাবে?? আজ যোগ হয়েছে ১০৪° জ্বর
শিশু হাসপাতালে আছি এখন, আসওয়াদ এর কিছু ডকুমেন্টস এবং ভর্তি ও সার্জারি সিরিয়াল সংক্রান্ত কথা বলতে
***-২৭ মার্চ সন্ধ্যায় আসওয়াদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু হাসপাতালের করোনা ইউনিট এর সেকশনে ফ্রি বেড এ ভর্তি করা হয়েছে
বেড নং ৩৯
কেউ ভেরিফাই করতে চাইলে সেটা করে একটু সহযোগীতা করবেন
হার্ট সার্জারীর ফান্ডিং পোস্ট এ মাত্র ১৬২৭০/- টাকা সংগ্রহ হয়েছে যেখানে প্রয়োজন ১ লাখের ও বেশি
আনুমানিক দেড় লক্ষ টাকা সরকারি ভাবে সার্জারী করতে প্রয়োজন হবে
সহযোগিতা একান্ত কাম্য
নিউমোনিয়া ও নানা জটিলতার কারণে আসওয়াদ এখন স্টেবল না,তাই ওকে অক্সিজেন সাপোর্ট ও ট্রিটমেন্ট এ রাখা হয়েছে।
স্টেবল হলে ঈদের পর হয়তো সার্জারির জন্য সিরিয়াল দিবো
শেয়ার অনেকে করেছে সে অনুপাতে সহযোগিতা ছিলো নামমাত্র
আমি অনন্ত বেশি আশা করেছিলাম।
আমাকে ফ্রড বা ফেক মনে হলে প্লিজ হাসপাতালে গিয়ে স্বচক্ষে দেখে সাহায্য করতে পারলে জানাবেন।
আমি চাই হত দরিদ্র মানুষের অভাবে থাকা এই বাচ্চাটার পৃথিবীতে বেঁচে থাকার সময়টা আরেকটু দীর্ঘ হোক
চেষ্টা সবাই করতে পারি বাকিটা আল্লাহর হাতে
*****আসওয়াদ - ৮ বছর
হার্ট ফেইলর - জন্মের পর ২ বছর বয়স থেকে ৮ বছর বিভিন্ন সময় নানাবিধ অসুস্থতায় হাসপাতালে একাধিকবার চিকিৎসাধীন ছিলো
নিউমোনিয়া, হার্ট এ ছিদ্র সহ আরে কিছু সমস্যা
এখন দ্রুত হসপিটালাইজড করে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু এখনো তারা টাকা জোগাড় করতে পারেনি, তাই এখনো চিকিৎসা শুরু করতে পারেনি। বাবা কাঠের ফার্নিচার এর দোকানের কর্মচারী। তার দাদু বাসায় কোরআন এর গৃহশিক্ষিকা এবং তিনি আমাদের নীচতলা তেই ভাড়া থাকেন। আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল না। দিন আনে দিন খাওয়া জীবন।
এ মূহুর্তে চিকিৎসা না করলে তার জীবন আয়ু কতটা নিশ্চিত তা ও হয়তো বলা যায় না।
আমি নিজে সব দেখে চেক করে ফান্ডিং এর সহয়তার দায়িত্ব নিয়েছি এবং কেউ তা ভেরিফাই করতে সত্যতা যাচাই করতে চাইলে আমি নিজ দায়িত্ব নিয়ে সাক্ষাৎ এর ব্যবস্থা করবো এবং এর সকল দায়ভার ও আমার থাকবে।
বাচ্চাটার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য
বিকাশ পার্সোনাল নাম্বার
01754565882
ব্যাংক একাউন্ট নং -
Sonali Bank plc
Acc name : SHARMIN AKTER SATHI
Acc number : 3612901016495
Savings account
Nabigonj Branch
Narayanganj
*** আরো কোনো তথ্য এবং সত্যতা যাচাই প্রয়োজন এ আমাকে মেসেজ করবেন। শেয়ার করে সহযোগিতা করবেন যেনো চিকিৎসার সম্পূর্ণ টাকা তুলে বাচ্চার বাবা মায়ের কাছে তুলে দিতে পারি **