16/08/2025
বন্ধ্যাত্ব চিকিৎসায় সাইকোলজিক্যাল কাউন্সেলিং শুধু মানসিক শক্তি দেয় না, বরং চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও বাড়ায় !!!
বন্ধ্যাত্ব চিকিৎসায় সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর গুরুত্বঃ
১) মানসিক চাপ ও হতাশা কমানোঃ
বন্ধ্যাত্ব অনেক দম্পতির জন্য গভীর মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশার কারণ হয়। কাউন্সেলিং রোগীকে এই চাপ সামলাতে সহায়তা করে।
২) আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গঠনঃ
চিকিৎসা প্রক্রিয়া দীর্ঘ হতে পারে এবং ব্যর্থতার সম্ভাবনাও থাকে। সঠিক মনোভাব ধরে রাখতে কাউন্সেলিং সহায়ক।
৩) সম্পর্কের ভারসাম্য বজায় রাখাঃ
দম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি, দোষারোপ বা সম্পর্কের টানাপোড়েন এড়াতে কাউন্সেলিং সাহায্য করে।
৪) চিকিৎসার ফলাফল উন্নত করাঃ
গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ কম হলে হরমোনের ভারসাম্য ভালো থাকে, যা চিকিৎসার সাফল্যের সম্ভাবনা বাড়ায়।
৫) চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণাঃ
কাউন্সেলর রোগীকে প্রক্রিয়া, ঝুঁকি ও প্রত্যাশিত ফলাফল সহজ ভাষায় বোঝান, ফলে রোগী সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী হন।
আমাদের ঠিকানাঃ
Nova IVF Fertility Bangladesh
Banani Branch : KBPD Complex, House-57, Road-11, Block-E , Banani, Dhaka.
Call for appointment:
+8809611678934, +8801322842071
Website: novaivffertilitybd.com