07/12/2025
🌟 স্বপ্ন পূরণের ঠিকানা: নোভা আইভিএফ ফার্টিলিটি, পুরান ঢাকা শাখা 🌟
সন্তান ধারণের স্বপ্ন দেখছেন? আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার পুরান ঢাকার বুকে অত্যাধুনিক চিকিৎসা নিয়ে এলো নোভা আইভিএফ ফার্টিলিটি (Nova IVF Fertility)!
আমরা বিশ্বাস করি, প্রতিটি দম্পতির মাতাপিতা হওয়ার অধিকার আছে। তাই, নোভা আইভিএফ-এ আমরা শুধুমাত্র চিকিৎসা করি না, বরং একটি ভরসার হাত বাড়িয়ে দিই। আমাদের পুরান ঢাকা শাখাটি সম্পূর্ণ প্রস্তুত সর্বোচ্চ মানের ফার্টিলিটি সেবা প্রদানের জন্য।
আপনারা এখানে যা যা পাচ্ছেন:
অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার: আন্তর্জাতিক মানদণ্ডে প্রশিক্ষিত ফার্টিলিটি বিশেষজ্ঞ এবং গাইনেকোলজিস্টদের একটি নিবেদিত দল।
সর্বাধুনিক প্রযুক্তি: উন্নত ল্যাবরেটরি এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, যা সফলতার হারকে অনেক বাড়িয়ে দেয়।
ব্যক্তিগত যত্ন: প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতভাবে কাস্টমাইজড চিকিৎসা পরিকল্পনা।
সহানুভূতিশীল পরিবেশ: আমরা বুঝি এই যাত্রার মানসিক চাপ, তাই আমরা একটি সহযোগী ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করি।
📍 ঠিকানা:
২৮/১ আলিফ টাওয়ার, লেভেল–১
বানিয়া নগর মোড়, সূত্রাপুর, ঢাকা–১১০০
📞 যোগাযোগ: 01322842072