Female Hijama & Ruqayyah

Female Hijama & Ruqayyah নববী চিকিৎসা প্রতিষ্ঠান

📌হিজামা কী?হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস...
01/10/2022

📌হিজামা কী?
হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy ও বলা হয়। ইউনানীতে হাজামাৎ আর আয়ুর্বেদিকে রক্তমোক্ষণ নামে বেশ পরিচিত।হিজামা কেন করবেন?
হিজামা করানোর ফলে -
* শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়বে।
* ব্লাড সার্কুলেশন বাড়বে।
* টক্সিন দূর হবে।
*এনার্জি লেভেল বেড়ে যাবে।
*যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
*এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
* নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
* উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
* হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired
দুইধরণের Immunity বৃদ্ধি পায়।
* আপনার যদি Immunity বা রোগ প্রতিরোধ ক্ষমতা
দূর্বল থাকে, কিংবা সহজেই ঠান্ডা লেগে যায়,
আপনিও হিজামা/কাপিং করাতে পারেন।
* বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত। 🔹DUMS (study) তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা।

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ।

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

৮৫% মানুষ জীবনের কোন না কোন সময় কোমর, হাঁটু বা ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন এবং ৫৫% মানুষের ক্ষেত্রে দেখা যায় ব্যথা টা বার...
01/10/2022

৮৫% মানুষ জীবনের কোন না কোন সময় কোমর, হাঁটু বা ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন এবং ৫৫% মানুষের ক্ষেত্রে দেখা যায় ব্যথা টা বার বার হয়। যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে চাকরি করেন তাদের মধ্যে এটা সবচেয়ে কমন এবং নিউরোলজিক্যাল সমস্যা।

কোমর ব্যথা কিন্তু কোনো specific রোগ নয়। বরং এটি একটি লক্ষণ মাত্র যেটা বিভিন্ন কারণের জন্যে হতে পারে। যেমন: Muscle strain, Degenerative disc disease, Lumber herniated disc etc. তবে প্রায় ৮৫% রুগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এর সঠিক কারণ জানা যায় না।

কোমর ব্যথা acute বা short term হতে পারে যেমন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাথা থাকতে পারে আবার chronic বা লং টার্ম ও হতে পারে যেটা ৩ মাসের বেশি সময় ধরে থাকে। ব্যথা টা ধীরে ধীরে বাড়তে পারে, কখনো অনেক বেশি বেড়ে গিয়ে আবার ধীরে ধীরে একটু কমতে পারে। Chronic ব্যাথার cause অনেক সময় জানা যায় না।

কোমর ব্যথার চিকিৎসা অনেক ক্ষেত্রে ব্যায়বহুল। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যেতে হয়। তাই এই চিকিৎসায় ওষুধের পাশাপাশি বিভিন্ন থেরাপি ব্যাবহার করার অত্যন্ত জরুরি।

কোমর ব্যথার জন্য হিজামা বা Cupping Therapy কতটা কার্যকরী তা জানার জন্যে সৌদি আরবের মদিনায় ইসলামিক আল হিজামা সেন্টারে একটি স্টাডি করা হয়। ৩০ জন রুগী যাদের back pain আছে তাদেরকে সিলেক্ট করা হয়। স্টাডি তে দেখা যায় প্রায় ৮০% রুগী ব্যথা কমে গিয়েছে এবং তাদের দৈনন্দিন কাজ কর্ম করা সহজ হয়ে গিয়েছে। কোন সাইড ইফেক্ট দেখা যায় নি। সুতরাং বলা যায় হিজামা বা Cupping Therapy কোমর ব্যথা কমাতে সাহায্য করে।

এছাড়া, হিজামা / Cupping Treatment একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ, সবল এবং শক্তিশালী।

সুতরাং ঔষধ এবং হিজামা / Cupping কম্বিনেশানে আপনার ব্যথার বেস্ট সলিউশান পেতে আমাদের এপয়েন্টমেন্ট নিন।

যোগাযোগ-
নামঃ সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু, ভারত।
🔹DUMS (study) তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা।

ঠিকানাঃ
🏦মক্কা হিজামা হেলথ কেয়ার🏦

৩১৪/বি, জে এন সাহা রোড, লালবাগ কেল্লার মোড়, ঢাকা।
সোনালী ব্যাংকের পাশে |

☎️ হটলাইন: +8801301809347 , +8801913147248
ইমো, হোয়াটসঅ্যাপ।

Google Map Location: https://goo.gl/maps/4NnJK2UwC3Lr8rqF8

★★★★★ · Alternative medicine practitioner

23/09/2022
হিজামা কেন করবেন?  হিজামা করানোর ফলে -* শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা   বাড়বে।* ব্লাড সার্কুলেশন বাড়...
23/09/2022

হিজামা কেন করবেন?
হিজামা করানোর ফলে -
* শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়বে।
* ব্লাড সার্কুলেশন বাড়বে।
* টক্সিন দূর হবে।
*এনার্জি লেভেল বেড়ে যাবে।
*যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
*এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
* নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
* উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
* হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired
দুইধরণের Immunity বৃদ্ধি পায়।
* আপনার যদি Immunity বা রোগ প্রতিরোধ ক্ষমতা
দূর্বল থাকে, কিংবা সহজেই ঠান্ডা লেগে যায়,
আপনিও হিজামা/কাপিং করাতে পারেন।
* বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। 01913147248

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

23/09/2022

শুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন। ☎️+8801618913633

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

হিজামা করানোর ফলে -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)

2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)

3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)

4. হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্নিত : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক । সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে । (সুনানে তিরমিযী,২০৫৩)

5. হযরত আনাস (রা.) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে । (আল- হাকিম :৭৪৮২)

6. হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে যে রাসূল (সাঃ) মাথা ব্যথার জন্য ইহরাম অবস্থায় হিজামা করিয়েছেন । (বুখারী : 5698। ইবনে মাজাহ : 2082)

7. হযরত সালমা (রা.) বর্ণনা করেছেন, যখন কেউ রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে মাথাব্যাথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবু দাউদ : 3858)

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। 01913147248

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

23/09/2022

Address

314/B J N Shah Road Lalbag Killed More
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Female Hijama & Ruqayyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Female Hijama & Ruqayyah:

Share