
01/10/2022
📌হিজামা কী?
হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।
ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy ও বলা হয়। ইউনানীতে হাজামাৎ আর আয়ুর্বেদিকে রক্তমোক্ষণ নামে বেশ পরিচিত।হিজামা কেন করবেন?
হিজামা করানোর ফলে -
* শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়বে।
* ব্লাড সার্কুলেশন বাড়বে।
* টক্সিন দূর হবে।
*এনার্জি লেভেল বেড়ে যাবে।
*যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
*এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
* নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
* উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
* হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired
দুইধরণের Immunity বৃদ্ধি পায়।
* আপনার যদি Immunity বা রোগ প্রতিরোধ ক্ষমতা
দূর্বল থাকে, কিংবা সহজেই ঠান্ডা লেগে যায়,
আপনিও হিজামা/কাপিং করাতে পারেন।
* বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত। 🔹DUMS (study) তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা।
☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ।
🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।