Orbit Eye Hospital Ltd.

  • Home
  • Orbit Eye Hospital Ltd.

Orbit Eye Hospital Ltd. Total Eye Care

অরবিট আই হসপিটাল আয়োজন করতে যাচ্ছে জুলাই মাসব্যাপী প্রতি বৃহস্পতিবার "ছানি স্ক্রিনিং" উপলক্ষে ফ্রি ডাক্তার কনসালটেশন। আগ...
08/07/2025

অরবিট আই হসপিটাল আয়োজন করতে যাচ্ছে জুলাই মাসব্যাপী প্রতি বৃহস্পতিবার "ছানি স্ক্রিনিং" উপলক্ষে ফ্রি ডাক্তার কনসালটেশন। আগামী ১০ জুলাই বৃহস্পতিবার Orbit Eye Hospital এ অনুষ্ঠিত হবে প্রথম ক্যাম্প।

এছাড়াও কর্নিয়া, রেটিনা ও গ্লুকোমা সংক্রান্ত যেকোনো জটিল বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।

নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য
অথবা সরাসরি ভিজিট করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়:-
অরবিট আই হসপিটাল লিঃ,
১৪৯/ক শাহ আলী বাগ, মেইন রোড,
মিরপুর-১, ঢাকা-১২১৬।
ফোন নম্বর: ০২-৪১০০১২২৬, ০১৭৭ ৩৩৩ ৫৪৪৪।

আগামী ২১ ও ২২ জুন বিখ্যাত Dr. Agarwal's Eye Hospital এর সহযোগিতায় Orbit Eye Hospital Ltd.   আয়োজন করতে যাচ্ছে ২ দিন ব্যা...
09/06/2025

আগামী ২১ ও ২২ জুন বিখ্যাত Dr. Agarwal's Eye Hospital এর সহযোগিতায় Orbit Eye Hospital Ltd. আয়োজন করতে যাচ্ছে ২ দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭১১৯৬৪০৪৯।
অথবা সরাসরি ভিজিট করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়:-
অরবিট আই হসপিটাল লিঃ,
১৪৯/ক শাহ আলী বাগ, মেইন রোড,
মিরপুর-১, ঢাকা-১২১৬।
ফোন নম্বর: ০২-৪১০০১২২৬, ০১৭৭ ৩৩৩ ৫৪৪৪।

নতুন সূর্য, নতুন আশার আলো—পহেলা বৈশাখ আসুক আমাদের জীবনে নতুন সম্ভাবনা, সুস্থতা ও শান্তির বার্তা নিয়ে।"অরবিট আই হসপিটাল"...
14/04/2025

নতুন সূর্য, নতুন আশার আলো—
পহেলা বৈশাখ আসুক আমাদের জীবনে নতুন সম্ভাবনা, সুস্থতা ও শান্তির বার্তা নিয়ে।

"অরবিট আই হসপিটাল" পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর হৃদয়ভরা শুভেচ্ছা।
আপনাদের স্বাস্থ্য, সুখ এবং সাফল্যে ভরে উঠুক নতুন বছরের প্রতিটি দিন।

শুভ নববর্ষ!
পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা!

Happy New Year 2025
01/01/2025

Happy New Year 2025

স্বাধীনতার প্রকৃত অর্থ হলো জাতির কল্যাণে একসাথে কাজ করা। বিজয় দিবস আমাদের সেই চেতনার প্রতীক।" সবাইকে মহান বিজয় দিবসের শ...
16/12/2024

স্বাধীনতার প্রকৃত অর্থ হলো জাতির কল্যাণে একসাথে কাজ করা। বিজয় দিবস আমাদের সেই চেতনার প্রতীক।" সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Come, take our trustful services
24/11/2024

Come, take our trustful services

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা.... সুস্থ ও সুন্দর জীবনে ঈদ হোক আনন্দময়।  ঈদ মোবারক।
16/06/2024

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা....
সুস্থ ও সুন্দর জীবনে ঈদ হোক আনন্দময়। ঈদ মোবারক।

বিভিন্ন সময় অরবিট আই হসপিটাল ভিজিটে ক্ষুদে পন্ডিতরা। ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য। শিশুর চোখের যেকোনো চিকিৎসার ...
19/03/2024

বিভিন্ন সময় অরবিট আই হসপিটাল ভিজিটে ক্ষুদে পন্ডিতরা। ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য।

শিশুর চোখের যেকোনো চিকিৎসার প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
অরবিট আই হসপিটাল লিঃ,
১৪৯/ক শাহ আলী বাগ, মেইন রোড,
মিরপুর-১, ঢাকা-১২১৬।
ফোন নম্বর: ০২-৪১০০১২২৬, ০১৭৭ ৩৩৩ ৫৪৪৪।

Alhamdulillah successful Iftar Mahfil organised by MVT Forum. 34 Forum Members joined in the event. Thanks everyone for ...
16/03/2024

Alhamdulillah successful Iftar Mahfil organised by MVT Forum. 34 Forum Members joined in the event. Thanks everyone for joining our event. Special thanks to those who come from Chittagong and Rajshahi. Today's program is held in collaboration with MediAider and Orbit Eye Hospital Ltd.


মাত্র তিনটি খাবারের মাধ্যমে সুরক্ষিত রাখুন আপনার মহামূল্যবান চোখঃ- ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্র...
14/03/2024

মাত্র তিনটি খাবারের মাধ্যমে সুরক্ষিত রাখুন আপনার মহামূল্যবান চোখঃ-

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মাত্র তিনটি খাবারে সুরক্ষিত থাকে সংবেদনশীল চোখ। আসুন, জেনে নিই সে তিন খাবারের নাম।

১। ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার: পুষ্টিবিদদের মতে, চোখের সুরক্ষায় দারুণ কাজ করে পাকা পেঁপে, অ্যাভাকোডা, কলা, মিষ্টি কুমড়ার মতো ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো।

আর ভিটামিন সি সমৃদ্ধ খাবারের জন্য খেতে পারেন টক জাতীয় ফল যেমন টমেটো, কমলা, স্ট্রবেরি, ব্লুবেরি মতো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফলগুলো।

২। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড: চোখ ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের বিকল্প নেই। অলিভ ওয়েল, সামুদ্রিক মাছ, চিংড়ি, ইলিশ মাছে প্রচুর পরিমাণে এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। নিয়মিত খাবার তালিকায় এর যে কোনো একটি খাবারকে প্রাধান্য দিন চোখের যত্নে।

৩। ভিটামিন ই এবং জিংক: চোখ ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি প্রখর রাখতে এই উপাদান গুরুত্বপূর্ণ। নিয়মিত এ পুষ্টি উপাদান পেতে সকালের ডায়েটে রাখতে পারেন দুধের সঙ্গে মধু, বাদাম, কিশমিশ ইত্যাদি।

চোখ উঠার লক্ষণঃচোখ ওঠা রোগ হলে প্রথমে চোখের মণির চারপাশে হালকা লাল রং দেখা দেয়। চোখের পাতা ফুলে যায় ও জ্বালাপোড়া করে।চো...
07/03/2024

চোখ উঠার লক্ষণঃ
চোখ ওঠা রোগ হলে প্রথমে চোখের মণির চারপাশে হালকা লাল রং দেখা দেয়। চোখের পাতা ফুলে যায় ও জ্বালাপোড়া করে।

চোখের ভেতর অস্বস্তি ও ব্যথা শুরু হয়। রোদ বা আলোর দিকে তাকাতে কষ্ট হয়।

চোখ থেকে অতিমাত্রায় পানি পড়ে। চোখ থেকে শ্লেষ্মাজাতীয় পদার্থ বের হতে পারে এবং হলুদ রঙের পিঁচুটির সৃষ্টি হয়।

ঘুম থেকে ওঠার পর চোখের পাতা দুটি একত্রে লেগে থাকে।

কী করবেন

চোখ উঠলে প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়া উচিত নয়।

পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে চোখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। যতটা সম্ভব ওই কাপড় গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হবে।

অন্য চোখেও যাতে রোগ না ছড়ায়, সে জন্য যতটা সম্ভব ভালো চোখটাতে হাত না দেওয়াই উচিত। তবে সাধারণত একই সঙ্গে অথবা পর্যায়ক্রমে দুই চোখই আক্রান্ত হয়।

ঘুম থেকে ওঠার পর ব্যবহার্য জিনিসপত্র, যেমন বালিশের কভার, তোয়ালে ইত্যাদি গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

এ ধরনের চোখ ওঠায় অ্যান্টিভাইরাল সাধারণত কাজ করে না। ভাইরাস সংক্রমণের সাত থেকে আট দিনের মাথায় আপনা-আপনি সেরে যায়।

বাইরে বের হলে অবশ্যই রোদচশমা পরতে হবে।

যে পাশের চোখ উঠবে, সে পাশেই কাত হয়ে শুতে হবে। চোখ বারবার পানি দিয়ে পরিষ্কার করা বা পানির ঝাপটা দেওয়ার দরকার নেই।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
অরবিট আই হসপিটাল লিঃ,
১৪৯/ক শাহ আলী বাগ, মেইন রোড,
মিরপুর-১, ঢাকা-১২১৬।
ফোন নম্বর: ০২-৪১০০১২২৬, ০১৭৭ ৩৩৩ ৫৪৪৪।

কখন বুঝবেন আপনার চোখের ছানি অপারেশন করা প্রয়োজন ?১. চশমা দিয়েও যখন আপনি ঘোলা ও অস্পষ্ট দেখতে পাবেন। ২. রঙিন কোনো কিছু বি...
06/03/2024

কখন বুঝবেন আপনার চোখের ছানি অপারেশন করা প্রয়োজন ?
১. চশমা দিয়েও যখন আপনি ঘোলা ও অস্পষ্ট দেখতে পাবেন।
২. রঙিন কোনো কিছু বিবর্ণ বা হলুদ দেখা।
৩. ড্রাইভিং এর মত দৈনন্দিন কাজ করতে অসুবিধা।
৪. ডাবল ভিশন বা কোনো কিছু দুইটা করে দেখা।
৫. লাইট এর চারপাশে বৃত্তের মতো দেখা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
অরবিট আই হসপিটাল লিঃ,
১৪৯/ক শাহ আলী বাগ, মেইন রোড,
মিরপুর-১, ঢাকা-১২১৬।
ফোন নম্বর: ০২-৪১০০১২২৬, ০১৭৭ ৩৩৩ ৫৪৪৪।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Orbit Eye Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Orbit Eye Hospital Ltd.:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share