29/08/2022
কথায় বলে- All's well that ends well. 😇
দেখতে দেখতে ১ম প্রফের শেষ কার্ডে এসে পড়েছি আমরা। এরপর সামনে অপেক্ষমান প্রফ পরীক্ষা। আর এই শেষ কার্ডেই আছে মানব ব্রেইনের চমৎকার এবং কিছুটা জটিল এনাটমি, আছে Nervous Physiology ও Clinical biochemistry এর মত ইন্টারেস্টিং বিষয়গুলো। কিন্তু জটিল হলেও একটু ভালোভাবে বুঝে পড়লে এই টপিকগুলোর মত মজাদার আর কিছুই নেই 😍😍
তাই নিজেকে শেষবারের মত নিখুঁতভাবে প্রস্তুত করতে প্রতিবারের মত এবারও আমাদেরকে পাশে পাবে তোমরা 💙 কারণ MedX নিয়ে এসেছে-
⭐"MedX Special 6th Card Crash Course" ⭐
সর্বমোট ১৬টি ক্লাসে Anatomy, Physiology ও Biochemistry এর ক্লাসগুলোকে সাজানো হয়েছে। কোর্স আউটলাইন ও ইন্সট্রাক্টর সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে আমাদের নিম্নোক্ত পোস্টারে। 😍
⭐ইউনিক কোর্স ফিচার: ⭐
১. সর্বমোট ১৬ টি HD Recorded ক্লাস। 😲
২. প্রতি ক্লাসের পর উক্ত টপিকের উপর শর্ট রিভিউ এক্সাম, যেন পড়ার সাথে সাথে নিজেকে যাচাই এর সুযোগ পাও তোমরা।
৩. পুরো কোর্স সিলেবাসের উপর সার্বিক একটি এক্সাম, নিজেকে যাচাই করার জন্য (সর্বোচ্চ নম্বর অর্জনকারী পাবে এই কোর্সে ১০০% ক্যাশব্যাক ও ১ম ৫ জনই পাবে পরবর্তী একটি কোর্সে ৫০% ডিসকাউন্ট।) 🤯
৪. প্রতিটি ক্লাসের লেকচার নোট পেয়ে যাবে ক্লাস শেষেই।
৫. রেকর্ডেড ক্লাস ও এক্সামগুলোয় পাবে লাইফটাইম এক্সেস, নিজেদের সুবিধা অনুযায়ী যেকোনোসময় ক্লাসগুলো উপভোগ করতে পারবে তোমরা।
৬. কোর্সের শেষে থাকবে ইন্সট্রাক্টরদের সাথে রিভিউ সেশন, যেখানে গল্প আড্ডায় মেডিকেল পড়াশোনা সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে ধারণা পাবে তোমরা। 🥳
৭. Anatomy, Physiology, Biochemistry রিটেন, ভাইভা ও প্র্যাকটিক্যাল ৩ টি বিষয়েই পরিপূর্ণ ধারণা পাবে তোমরা।💥
৮. আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদের যেকোনো প্রশ্ন সরাসরি জানাতে পারবে ইন্সট্রাক্টর দের যেকোনো সময়।
৯. প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ইন্সট্রাক্টরদের সাথে সরাসরি যেকোনো কনফিউশান দূর করতে পারবে তোমরা, হবে গল্প হবে আড্ডা। 🎉
⭐⭐⭐কোর্স ফি:⭐⭐⭐
💵পুরো কোর্সটির বেসিক প্রাইস 630 টাকা
তবে প্রথম ১০০ জন রেজিস্ট্রেশনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় সর্বোচ্চ 70% পর্যন্ত ডিসকাউন্ট 😍😍😍 অর্থাৎ
💵 সিঙ্গেল রেজিষ্ট্রেশন কারীদের জন্য কোর্স ফি মাত্র 390 টাকা
💵 ৪-৬ জনের গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতিজন মাত্র 290 টাকা করে
💵 ৭-৮ জনের গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতিজন মাত্র 240 টাকা করে
💵 ৯-১০ জনের গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতিজন মাত্র 190 টাকা করে
( 100 জন রেজিষ্ট্রেশন হয়ে যাওয়ার পর পর স্পেশাল অফার টি আর থাকবে না )
এছাড়াও এই পোস্টে সর্বোচ্চ সংখ্যক ১ম ফেইজের বন্ধুদেরকে মেনশনকারী ৩ জন পাবে এই কোর্সের ১০০% ক্যাশব্যাক। তাই দেরী না করে এখনই মেনশন কর তোমার বন্ধুদেরকে। ❤❤
⭐⭐রেজিষ্ট্রেশনের নিয়ম-⭐⭐
আগ্রহীরা কমেন্টে Interested লিখবেন এবং
● সিঙ্গেল রেজিষ্ট্রেশনের জন্য:
ফর্মে দেয়া বিকাশ, রকেট বা নগদ নম্বরে টাকা পাঠিয়ে ফর্মটি পূরণ করুন,
https://forms.gle/zctxEjvJNUvp7ZGy5
(Use Google Chrome for better experience)
●গ্রুপ রেজিষ্ট্রেশনের জন্য:
গ্রুপের একজন প্রতিনিধি সম্পূর্ণ পেমেন্ট করে নিচের ফর্মটি পূরণ করুন,
https://forms.gle/BEfQFrFwkJFqHRvB9
(Use Google Chrome for better experience)
রেজিষ্ট্রেশন ফর্ম ফিল আপ করলে ফর্মেই আমাদের প্রাইভেট গ্রুপ এর লিঙ্ক পেয়ে যাবে। সেখানে জয়েন রিকুয়েস্ট দিলে, আমরা তোমাদের রেজিস্ট্রেশন চেক করে তোমাদের অ্যাড করে দেব।
ক্লাসের দিন ও সময় আমাদের প্রাইভেট গ্রুপে ঘোষণা করা হবে।
তাহলে আর দেরি কেন? বন্ধুদের নিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলো আমাদের কোর্সে।
Bidyasagor MedX এর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 💙❤️