
18/09/2023
কিছু কথা!
একজন ডাক্তার যদি আমাকে বলে যে, "আপনার এই সমস্যা হয়েছে, আপনার ইসিজি, আল্ট্রা, এনজিওগ্রাম, এম আর আই, সিটিস্ক্যান, হরমোন টেস্ট ইত্যাদি করাতে হবে" তখন আমি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করি। এরজন্য ঋণ করে হলেও হাজার হাজার টাকা ব্যয় করি। কারন, ডাক্তারের কথায় আমার বিশ্বাস আছে। উনি বাংলাদেশের অনেক বড় "ডাক্তার। উনার চিকিৎসা কি ভুল হতে পারে?"
অথচ আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেনঃ
মধুর মধ্যে শিফা নিহিত।
কালোজিরায় শিফা নিহিত।
হিজামায় শিফা নিহিত।
সূরা ফাতিহায় শিফা নিহিত।
ইস্তিগফারে শেফা নিহিত।
সাদাক্বায় শেফা নিহিত।
কিন্তু আমরা এর কোনোটাতেই বিশ্বাস করতে পারিনা। কিছুটা বিশ্বাস যদিও আছে তাও সন্দেহের সমুদ্রে টলমান। এই সন্দেহ সহজে দূর হওয়ার নয়, তবে দূর করতে হবে। হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা নেয়ার আগে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা ইয়াক্বীনের সাথে গ্রহণ করে দেখতে পারি। আল্লাহ চাহেতো সুন্নাত এবং আরোগ্য দুটোই হাসিল হবে ইনশাআল্লাহ।
মনে রাখবেন হিজামা শুধুমাত্র চিকিৎসা'ই নয়, গুরুত্বপূর্ণ একটি সুন্নাতও বটে।
হাদীসের আলোকে মাথা ব্যাথার চিকিৎসা এবং অন্যান্য ব্যাথার চিকিৎসা হচ্ছে Hijama, হিজামা কী, হিজামা কি সুন্নাহ? হিজামার উপকারিতা কি, হিজামা চিকিৎসা, হিজামার বৈজ্ঞানিক ব্যাখ্যা, হিজামা থেরাপি কি, হিজামা করার পদ্ধতি, হিজামার অপকারিতা, হিজামা সেন্টার, হিজামা কিভাবে করা হয়, হিজামা কোথায় পাওয়া যায়, হিজামা কিভাবে কাজ করে, হিজামা হাদিস, Cupping therapy, hijama sunnot, Hijama Sunnah, What is Hijama in Islam bd, Hijama in islam Hadees bengali, Hijama for ladies in Islam bangla, Hijama in islam bengali, Hijama cupping in bd, Hijama on head woman bd
হিজামার হাদিস রাসুল (সাঃ)
* হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।
হযরত আবু হুরাইরা রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৭০
হযরত জাবির রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫
বর্তমানে এটাকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা হিসেবে -চীন, আরব আমিরাত, সৌদি আরব,মিসর,জার্মান,ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে গ্রহণ করা হয়েছে।
হিজামা সুন্নতি চিকিৎসা। হিজামার মাধ্যমে শরীরের
বাতের ব্যথা,
হাঁটুর ব্যথা,
মাংষ পেশীতে ব্যথা,
ঘারের ব্যথা,
কোমর ব্যথা,
মাইগ্রেন ব্যথা,
আরো অন্যান্য ব্যথা জনিত সমস্যার সমাধান হিজামা চিকিৎসার মাধ্যমে ইনস্টেন্ট এর উপকারিতা উপলব্দি করা যায়। কিন্তু এই চিকিৎসার মাধ্যমে
হাইপ্রেশার,
ডাইবেটিস
অনিদ্রা,
বিভিন্নরকম চর্মরোগ,
এজমা/হাঁপানি,
চুল পড়া,
মানসিক সমস্যা,
হরমোনাল সমস্যা,
ব্রন
যৌন সমস্যা
আরো বিভিন্ন রোগের শেফা পাওয়া যায়।
হিজামার হাদিস আলী (রাঃ) থেকে বর্ণিত
* আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিঙ্গা লাগালেন এবং আমাকে এর পারিশ্রমিক দেয়ার নির্দেশ দিলেন। অতঃপর আমি তাকে পারিশ্রমিক দিয়ে দিলাম। ( সহীহ শামায়েলে তিরমিযী : ২৭৭ )
হিজামার হাদিস জাবির (রাঃ) হতে বর্ণিত
* জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক রোগের জন্য ঔষধ রয়েছে। সুতরাং সঠিক ঔষধ যখন রোগের জন্য ব্যবহৃত হয়, তখন আল্লাহ তা‘আলার হুকুমে রোগী রোগমুক্ত হয়ে যায়। ( মিশকাতুল মাসাবীহ -মিশকাত : 4515 )
হাদীসের আলোকে মাথা ব্যাথার চিকিৎসা এবং অন্যান্য ব্যাথার চিকিৎসা হচ্ছে Hijama, হিজামা কী, হিজামা কি সুন্নাহ? হিজামার উপকারিতা কি, হিজামা চিকিৎসা, হিজামার বৈজ্ঞানিক ব্যাখ্যা, হিজামা থেরাপি কি, হিজামা করার পদ্ধতি, হিজামার অপকারিতা, হিজামা সেন্টার, হিজামা কিভাবে করা হয়, হিজামা কোথায় পাওয়া যায়, হিজামা কিভাবে কাজ করে, হিজামা হাদিস, Cupping therapy, hijama sunnot, Hijama Sunnah, What is Hijama in Islam bd, Hijama in islam Hadees bengali, Hijama for ladies in Islam bangla, Hijama in islam bengali, Hijama cupping in bd, Hijama on head woman bd
রাসুল (সাঃ) হিজামার হাদিস চিকিৎসাপদ্ধতি
* আমাদের দেশে বাতের ব্যথার অনেক রোগী রয়েছে কিন্তু তারা স্থায়ী কোন সমাধান পাচ্ছেন না। তাদের জন্য হিজামাই হল একটি আদর্শ চিকিৎসা।