Dr- R. A. Khan

Dr- R. A. Khan জেনারেল ফিজিশিয়ান 🩺
ফিউচার সার্জন 👨‍⚕️ ইন শা আল্লাহ

ডেডলি কম্বিনেশন!একদিক দিয়ে ধোয়া ফুকবে অন্যদিক দিয়ে কাশি আসলে ইনহেলার নিবে! 🤦‍♂    ***co
25/11/2025

ডেডলি কম্বিনেশন!
একদিক দিয়ে ধোয়া ফুকবে অন্যদিক দিয়ে কাশি আসলে ইনহেলার নিবে! 🤦‍♂



***co

একটা ৪বছরের বাচ্চা আসলো মাথা ফাটিয়ে- মাথার পিছনে ছোট্ট একটা Cut Injury. কিন্তু প্রথমে দেখে ইণ্জুরিটাকে ভয়ঙ্কর মনে হলো! র...
10/11/2025

একটা ৪বছরের বাচ্চা আসলো মাথা ফাটিয়ে- মাথার পিছনে ছোট্ট একটা Cut Injury. কিন্তু প্রথমে দেখে ইণ্জুরিটাকে ভয়ঙ্কর মনে হলো! রোগীর লোককে জিজ্ঞেডস করলাম- কি দিয়েছেন কাটা ঘাঁয়ের ওপর?!
রোগীর লোক-" স্যার ম্যাজিক টুথ পাওডার!"😎
আমি- কি কারণে আপনার ম্যাজিক দাঁতের মাজন লাগানোর কথা মাথায় আসলো?!🤨

রোগীর লোক- স্যার! রক্ত নাকি বন্ধ হয়!😁

আমি- খুব ভালো! ইনফেকশনের ব্যবস্থা করে নিয়ে আসছেন!🙂

#চিকিৎক_গল্পগাথা



"জ্বরের তিনদিন পাড় হলেই এন্টিবায়োটিকস শুরু করতে হয়"সবচেয়ে জঘন্য বানোয়াট কথা! এই কথার কোন ভিত্তি নাই!
30/10/2025

"জ্বরের তিনদিন পাড় হলেই এন্টিবায়োটিকস শুরু করতে হয়"
সবচেয়ে জঘন্য বানোয়াট কথা! এই কথার কোন ভিত্তি নাই!



জীবন থেকে পলিথিন ও প্লাস্টিকজাত জিনিসপত্র ব্যবহার যত পারেন কমিয়ে ফেলতে থাকুনমাইক্রোপ্লাস্টিক আপনার দেহকে তিলে তিলে ধ্বংস...
13/10/2025

জীবন থেকে পলিথিন ও প্লাস্টিকজাত জিনিসপত্র ব্যবহার যত পারেন কমিয়ে ফেলতে থাকুন
মাইক্রোপ্লাস্টিক আপনার দেহকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে!



পাউরুটি বা বান রুটি যত নরম হয় আপনারা সেটা তত বেশি খেতে পছন্দ করেন।এমন অনেকে আছেন যারা পাউরুটি সাদা বা নরম না হলে হাতেই ত...
10/10/2025

পাউরুটি বা বান রুটি যত নরম হয় আপনারা সেটা তত বেশি খেতে পছন্দ করেন।এমন অনেকে আছেন যারা পাউরুটি সাদা বা নরম না হলে হাতেই তুলতে চান না।

কিন্তু ঝামেলা হল এই পাউরুটি বা বান রুটি নরম করার জন্য একটি কেমিকাল এজেন্ট ব্যবহার করা হয়ে থাকে যার নাম "পটাশিয়াম ব্রোমাইড"। সারা বিশ্বব্যাপী এই কেমিকাল এজেন্ট কে বলা হয় ওয়েল নন কারসিনোজেন বা ক্যানসার সৃষ্টিকারী কেমিকাল উপাদান। যা আপনার শরীরে ধীরে ক্যান্সার সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে।
তাই পাউরুটি খেতে হলে ব্রাউন ব্রেড বা পাউরুটি খাবেন যা একটু শক্ত ধরনের ও স্বাদহীন! তাই প্রসেস্ড ফুড থেকে নিজে বাঁচুন ও পরবর্তী প্রজন্মকে বাঁচান!


If you can remove sugar and avoid glucose spike in your blood your aging process will be slower and all the inflammatory...
03/10/2025

If you can remove sugar and avoid glucose spike in your blood your aging process will be slower and all the inflammatory process that is triggered after glucose spike in your blood will be minimum.



ডেঙ্গু রোগী ২৭ হাজার ছাড়ালো!কিন্তু চিকনগুনিয়া হয়ত নীরবে ডেঙ্গুকেও পেছনে ফেলে দিচ্ছে...
19/08/2025

ডেঙ্গু রোগী ২৭ হাজার ছাড়ালো!
কিন্তু চিকনগুনিয়া হয়ত নীরবে ডেঙ্গুকেও পেছনে ফেলে দিচ্ছে...


যারা নিয়মিত বিড়ি সিগারেট ধরিয়ে, সফট ড্রিংক্স বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে,অতিরিক্ত সয়াবিন দিয়ে রান্না করা খাবার ...
05/08/2025

যারা নিয়মিত বিড়ি সিগারেট ধরিয়ে, সফট ড্রিংক্স বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে,অতিরিক্ত সয়াবিন দিয়ে রান্না করা খাবার খেয়ে অভ্যস্ত তাদের জন্য সুখবর!

হার্টের রিংএর দাম কমানো হয়েছে!😃
যেই রিং এর দাম ১,৪০,০০০ টাকা ছিলো তা হয়েছে ৯০,০০০টাকা। এছাড়া অন্যান্য রেঞ্জ এর রিং এর দামও কমে গিয়েছে!
কংগ্রাচুলেশনস! 🥳


🔴শরীর আগুনে বা গরম তেলে বা কোন কেমিক্যালে ঝলসে গেলে দয়া করে টুথপেস্ট বা ডিমের পানি লাগাবেন না এতে করে ইনফেকশানের মাত্রা ...
24/07/2025

🔴শরীর আগুনে বা গরম তেলে বা কোন কেমিক্যালে ঝলসে গেলে দয়া করে টুথপেস্ট বা ডিমের পানি লাগাবেন না এতে করে ইনফেকশানের মাত্রা বহুগুণ বেড়ে যায়!

🟢আবার বরফ পানিও লাগাবেন না কারণ অতিরিক্ত ঠান্ডা টিস্যুর ক্ষতি করে। যেটা করবেন নরমাল ট্যাপ ওয়াটারে প্রচুর পানি ঢালবেন তারপর হসপিটাল ইমার্জেন্সিতে আসবেন


রোগী আসলো চেস্ট পেইন নিয়ে টিপিকাল ফিচার অফ হার্ট অ্যাটাক। ইসিজি করানো হলো- ইসিজিতে চেইঞ্জ আছে। ট্রপ আই আসলো পজিটিভ। সিসি...
02/07/2025

রোগী আসলো চেস্ট পেইন নিয়ে
টিপিকাল ফিচার অফ হার্ট অ্যাটাক। ইসিজি করানো হলো- ইসিজিতে চেইঞ্জ আছে। ট্রপ আই আসলো পজিটিভ। সিসিইউ থেকে রেজিস্ট্রার এসে কাউন্সিলিং করলেন যে রোগীকে আর্জেন্ট সিসিইউতে ভর্তি করা লাগবে, এনজিওগ্রাম করে প্রাইমারী পিসিআই করা লাগতে পারে আর যে কোন মুহূর্তে রোগী খারাপ হতে পারে, তাই আপনারা দ্রুত ডিসিশান নিন যে কি করবেন?!
লোডিং ডোজ দেয়া হলো, অনেক কাউন্সিলিং করা হলো। আমরা প্রতিটা সেকেন্ড পাড় করছিলাম টেনশান আর ভয় নিয়ে কারণ পেশেন্ট খারাপ হলে বাঙালী পেশেন্ট পার্টি তাদের চিরায়ত রূপ দেখাতে কার্পণ্য করবে না। কিছুক্ষণ পর পেশেন্টের কে যেন এসে বিরবির করে পেশেন্টের কানে কানে কি পরামর্শ যেন দিলো। আধা ঘন্টা পর পেশেন্ট আমাদের জানালো-

পেশেন্ট- আমার মনে হচ্ছে এটা গ্যাসের ব্যাথা আর কি হেহেহে😁
এটা শোনার পর আমরা- 🙂🙂🙂 জ্বী থ্যাঙ্ক ইউ! বিল করে দিচ্ছি আপনারা যেতে পারেন!

-R. A. Khan

গরুর মাংস খাবেন ভালো কথা এটা একাই হতে পারে আপনার মাসেল বিল্ড এবং ফ্যাট বার্ন এর অন্যতম প্রধান পন্থা। তবে এই গরুর মাংসই হ...
07/06/2025

গরুর মাংস খাবেন ভালো কথা এটা একাই হতে পারে আপনার মাসেল বিল্ড এবং ফ্যাট বার্ন এর অন্যতম প্রধান পন্থা।

তবে এই গরুর মাংসই হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর বিপদজনক যদি কিছু স্পেসিফিক কাজ করেন তাহলে....

১.গরুর মাংস সয়াবিন তেল দিয়ে রান্না করলে সেটা অত্যন্ত স্টিকি হয়ে যায় এবং আপনার রক্তের শিরায় বসে পরে। যা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে যেকোন সময়! 🟢সর্বোত্তম পন্থা হলো গরুর তেলে গরুর মাংস রান্না করা🟢

২. প্রচন্ড মিষ্টি খাবার, সফ্ট ড্রিংক্স, অ্যালকোহল (যারা পান করেন)গরুর চর্বিকে আপনার জন্য বিপদজনক করে তুলতে পারে! মিষ্টি খাবার গ্রহন করবেন গরুর মাংস খাওয়ার কমপক্ষে ৮ ঘন্টা পরে।

৩. যারা শুকটান দিতে পছন্দ করেন তারা যদিও সারা বছরই ব্লাড ভেসেলের ১৩ টা বাজানোর কাজে নিয়োজিত থাকেন তবুও গরুর মাংস সেই কাজটা আরো তরাণ্বিত করেন। তাদের নতুন করে কিছু বলার নাই!

গরুর মাংস সবচেয়ে বড় এবং পাওয়ারফুল ফ্যাট বারনিং ফুড তাই একে বিষাক্ত করে তুলবেন না!
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
ঈদ মোবারাক🌸🌼




সময় থাকতে সচেতন হই!
23/04/2025

সময় থাকতে সচেতন হই!


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr- R. A. Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category