25/06/2025
আপনি যদি #জিন দ্বারা ক্ষতিগ্রস্ত, #ব্লাকম্যাজিকে আক্রান্ত, #বদনজর গ্রস্থ বা #সুচিবায়ুতে আক্রান্ত হয়ে থাকেন,তাহলে রুকইয়া শরইয়্যাহ ই একমাত্র সমাধান।
তার কারণ হলো মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন লাবিদ ইবনে আসম কর্তৃক #ব্লাকম্যাজিকে আক্রান্ত হয়েছিলেন, তখন জিব্ররিল আ. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রুকইয়া করেছিলেন।
তাই আপনিও রুকইয়া শরইয়্যাহ গ্রহন করে অন্য সকলের মত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
وَعَنْ أبىْ سَعِيْدِ الْخُدْرِيّ أَن جِبْرِيْلَ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ: يَا
مُحَمَّدُ أَشْتَكَيْتَ؟ فَقَالَ: «نَعَمْ» . قَالَ: بِسْمِ اللّهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ مِنْ شَرِ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ بِسْمِ اللهِ أَرْقِيْكَ. رَوَاهُ مُسْلِمٌ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
একবার জিবরীল (আঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থতা বোধ করছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ! জিবরীল (আঃ) বললেন, আপনাকে কষ্ট দেয় এমন সব বিষয়ে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক দিচ্ছি প্রত্যেক ব্যক্তির অকল্যাণ হতে। অথবা তিনি বলেছেন, প্রত্যেক বিদ্বেষী চোখের অকল্যাণ হতে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আপনাকে ঝাড়ছি। (মুসলিম)[১]
ফুটনোট: [১] সহীহ : মুসলিম ২১৮৬, আত্ তিরমিযী ৯৭২, ইবনু মাজাহ্ ৩৫২৩, সুনানুল কুবরা লিন নাসায়ী ১০৭৭৭, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭০।
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৫৩৪
হাদিসের মান: সহিহ হাদিস
01829-143384 WhatsApp
আলোচনায় :
M***i Masud Belal