Hijama Bangladesh Health Center

  • Home
  • Hijama Bangladesh Health Center

Hijama Bangladesh Health Center hijama house therapy Center

Permanently closed.

hijama therapy, body massage, device cosmetic circumcision, steam sauna therapy, physiotherapy, Acupuncture, Acupressure, functional cupping therapy, Dry cupping therapy, Fire cupping therapy, chair massage, Ceragem, weight loss system.

হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired দুইধরণের Immunity বৃদ্ধি পায়। আপনার যদি Immunity বা  রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্ব...
11/07/2022

হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired দুইধরণের Immunity বৃদ্ধি পায়।
আপনার যদি Immunity বা রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল থাকে, কিংবা সহজেই ঠান্ডা লেগে যায়, আপনিও হিজামা/কাপিং করাতে পারেন।

হিজামা/কাপিং থেরাপির জন্য
যোগাযোগঃ-
01710-399110
01966-779666
লোকেশন এর জন্য গুগল ম্যাপস-
https://maps.app.goo.gl/pAViuFV5W55YcELB7

https://maps.app.goo.gl/pAViuFV5W55YcELB7হিজামা বাংলাদেশ হেলথ সেন্টার  এর নতুন শাখা গুগল ম্যাপ দেয়া হলোআমাদের সেবা সমূহ...
30/06/2022

https://maps.app.goo.gl/pAViuFV5W55YcELB7
হিজামা বাংলাদেশ হেলথ সেন্টার এর নতুন শাখা গুগল ম্যাপ দেয়া হলো
আমাদের সেবা সমূহ ঃ
হিজামা
ডিভাইস কসমেটিক সুন্নতে খাতনা
আকুপ্রেশার
আকুপাংচার
বডি মেসেজ
ফেসিয়াল কাপিং
ফায়ার কাপিং
বেম্বো কাপিং

হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired দুইধরণের Immunity বৃদ্ধি পায়। আপনার যদি Immunity বা  রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্ব...
15/06/2022

হিজামা/কাপিং এর মাধ্যমে Innate & Acquired দুইধরণের Immunity বৃদ্ধি পায়।
আপনার যদি Immunity বা রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল থাকে, কিংবা সহজেই ঠান্ডা লেগে যায়, আপনিও হিজামা/কাপিং করাতে পারেন।

হিজামা/কাপিং থেরাপির জন্য
যোগাযোগঃ-
01710-399110
01770-099239

Hijama therapy Center, device cosmetics circumcision, Health  and Beautynees
15/06/2022

Hijama therapy Center, device cosmetics circumcision, Health and Beautynees

 #হিজামার_সুন্নত_দিন_17_19_21 জুন 2022, আসছে শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার। #শুধু_সুন্নাহ_৩_দিনে_স্পেশাল_হোম_সার্ভিস_অফা...
15/06/2022

#হিজামার_সুন্নত_দিন_17_19_21 জুন 2022, আসছে শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার।

#শুধু_সুন্নাহ_৩_দিনে_স্পেশাল_হোম_সার্ভিস_অফার।

#১০টা কাপ - ১৫০০টাকা, ১৫টা কাপ- ২০০০টাকা এবং ২০টা কাপ-২৫০০ টাকা।

এছাড়া আমাদের অফিসে এসে করলে প্রতি কাপ খরচ পড়বে ১০০/- শুধু মাত্র অফার চলাকালীন সময়ে।

বিভিন্ন রোগের জন্য হিজামা করা হয়ঃ মাইগ্রেন, সাইনোসাইটিস,মাথা ব্যাথা, মাথার অস্থিরতা,হাটু ব্যাথা,কোমর ব্যাথা, ঘাড় ব্যাথা, মাংসপেশিতে ব্যাথা, হাইপ্রেসার, অনিয়মিত ঘুম,এলার্জির ইত্যাদি সমস্যা হিজামা করার সাহায্যে সহজেই দূর করার চিকিৎসা।
হিজামা_বা_wet_Cupping Therapy দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
★★★★
১। দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ(হাই প্রেসার)/Low blood pressure.
৪। যেকোন ধরনের ব্যাথা
৫। ঘুমের ব্যাঘাত
৬। পায়ের গোড়ালী/হাটু ব্যথা/
৭। বাতের ব্যথা
৮। জয়েন্ট পেইন
৯। আথ্রাইটিজ
১০। কালো যাদু
১১। ত্বকের বর্জ পরিস্কার/detoxification
১২। লিভার ডিজিজ
১৩। দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
১৪। কিডনী রোগ
১৫। ক্রনিক কফ
১৬।গেটে বাত
১৭।ঘাড়ে ব্যথা(Neck pain)
১৮।মাংস পেশীর ব্যথা(Muscle pain)
১৯।হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা(PLID)
২০।সাইনুসাইটিস(nasal sinus)
২১।হাঁপানি (Asthma)
২২।হৃদরোগ(Cardiac Disease)
২৩।মানসিক প্রশান্তি
২৪।অবস(প্যরালাইসিস)
২৫।মহিলাদের মাসিক সমস্যা
২৬।ঘুম কাতুরতা
২৭।মুঠিয়ে যাওয়া(Obesity)
২৮।থাইরয়েড
২৯।গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি
৩০।শারিরিক দুর্বলতা...
ইত্যাদি বিভিন্ন রোগ...

★★★★★★★★★★★★★★★★★★
হিজামা বা ওয়েট কাপিং প্রুভ কিনা-
হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম তৈরি করে।এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়।এই Nitric Oxide কেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল বলে। যে কোন ডিজিজের নাম এর সাথে লিখে Google এ সার্চ করলেই প্রুভ পেয়ে যাবেন।হিজামাতে যে লাইট বা হালকা কাটা হয় এতে ক্যাপিলারি ইনজুরি হয়,তখনই ক্যাপিলারির এন্ডেথেলিয়া থেকে Nitric Oxide গঠিত হয়।

★★★★★★★★★★★★★★★★★★হিজামা বা কাপিংথেরাপি ঢাকার মধ্যে হোম সার্ভিস দেওয়া হয়।যারা হিজামা করাবেন প্রত্যেকেই মেডিকেল রিলেটিভ।

★★★★★★★★★★★★★★★★★★
আলহামদুলিল্লাহ মোটামুটি ঢাকার ভিতরে প্রায় জায়গায় বাসায় গিয়ে 🚹পুরুষ ও🚺 মহিলাদেরকে হিজামা বা কাপিংথেরাপি করানো হয়।

★★★★★★★★★★★★★★★★★★
এছাড়া আমাদের সেন্টারও 🚺🚺মহিলা ও 🚹🚹পুরুষদের হিজামা করানো হয়।
আমাদের মহিলার জন্য আলাদা ব্যবস্থা আছে।পর্দার সহিত মহিলাদের হিজামা করা হয়। মহিলাদেরও বাসায় গিয়ে অতিযত্ন সহকারে কাজ করা হয়।
★★★
(🚺🚺মহিলাদের জন্য পৃথক ব্যবস্হা এবং মহিলা থেরাপিষ্ট রয়েছেন)
➡️ জিয়া নগর মোড়, মালঞ্চ মেডিকেল রোড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এগিয়ে ১০০ গজ। কেরানীগঞ্জ ঢাকা 1310
হিজামা হাউস থেরাপি সেন্টার
01710-399110
https://maps.app.goo.gl/pAViuFV5W55YcELB7
🟥সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ-
❇️Mobile: +8801710-399110, 01770-099239
Whatsapp- 01710-399110

15/06/2022
হিজামা কেনো করাবেন? দৈনন্দিন অনিয়মিত লাইফস্টাইল সহ বিভিন্ন কারণে অনেকেই ঘাড়ে ও কাঁধের ব্যাথায় ভুগছেন, অধিকাংশ সময় এই...
25/03/2022

হিজামা কেনো করাবেন?

দৈনন্দিন অনিয়মিত লাইফস্টাইল সহ বিভিন্ন কারণে অনেকেই ঘাড়ে ও কাঁধের ব্যাথায় ভুগছেন, অধিকাংশ সময় এই ব্যথা মাংস পেশী শক্ত হয়ে যাওয়া ও নার্ভের উপর প্রেসার এর কারণে হয়ে থাকে। যার কারণে হাত নাড়াতে অসুবিধা হয় ও অনেক সময় হাতে শক্তি পাওয়া যায় না, এবং অনেক ক্ষেত্রে ঘাড় নাড়াতে অসুবিধা হয়।

Cupping therapy বা হিজামা মাংস পেশীর রিলাক্সেশন ও নার্ভ সিস্টেম এক্টিভ করা ও এটার উপর থেকে প্রেসার কমানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধির মাধ্যমে মাংস পেশীর মুভমেন্ট ইজি করে ও স্নায়ুর এক্টিভিটি বাড়ায়। যা আপনাকে মুক্তি দিতে পারে ঘাড়ের ও কাঁধের যন্ত্রণা থেকে। এটি শরীর থেকে টক্সিন দুর করার একমাত্র ন্যাচারাল পদ্ধতি ও বিভিন্ন ইনফেকশন এর ক্ষেত্রে শরীর থেকে Prostaglandin বের করে। এন্ড্রোফিন ও মরফিন এর পরিমাণ বাড়ায়।

হিজামার উপকারিতা:

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।

* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার, যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরে, ইহা দেহে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয়।

* চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।

হরমোন নিয়ন্ত্রণের জন্য ঘাড়ের ৭ম সার্ভাইকাল ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

মানসিক দিক উন্নতি হয় : ঘাড়ের ৭ম ভার্টিব্রা, লাম্বার ৫ম ভার্টিব্রা, গলব্লাডারের নট (লাম্বার ১ম ও থোরাসিক ১২তম) বরাবর হিজামা করলে নার্ভাসনেস, রাগ, বিষন্নতা, অবসাদ, প্রতিক্রিয়া, নিষ্ঠুরতা ও বেপরোয়া ভাব নিয়ন্ত্রণ করে, রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায়। এবং আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ্য হয়ে ওঠে।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে.

কোমরে ব্যথা ও অবশভাব শুরু হয়ে তা পায়ের দিকে নেমে যাওয়া সায়াটিকার ক্লাসিকাল লক্ষণ।
এই ব্যথা সারাতে অনেক ধরনের কার্যকর চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে।l

মেরুদন্ডের ডিস্ক প্রোল্যাপ্স এবং সায়াটিকা এর চিকিৎসাায় হিজামা খুবই কার্যকরীঃ

A common back injury may result in lumbar disc herniation, occur when the inner core of the disc leaks out and pokes a nearby nerve.

মেরুদণ্ডের হাড় বা কশেরুকাকে ম্যাডিকেলের পরিভাষায় বলা হয় ভাট্রিব্রা। মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যে ফাঁকা থাকে যেখানে এক ধরনের ডিস্ক থাকে, যাকে – ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলে। এই ডিস্ক অনেকটা কুশন এর মত কাজ করে। এই ডিস্ক যখন তার জায়গা থেকে সরে যায় তখন তাকে ডিস্ক প্রলেপস বলা হয়।

ডিস্ক প্রলেপস কেন হয়ঃ
বিভিন্ন কারণে ডিস্ক প্রলেপস হতে পারে। যেমন :

-আমাদের মেরুদণ্ডের সঙ্গে যে স্পাইনাল লিগামেন্ট ও মাংসপেশি থাকে এগুলো দুর্বল হয়ে গেলে।
-অসচেতনভাবে সামনের দিকে ঝুকে ভারী কিছু উঠাতে গেলে।
-আঘাত পেলে বা উঁচু স্থান থেকে পড়ে গেলে।
-দীর্ঘক্ষণ নিচে বসে কাজ করলে।
-এমনকি সামনের দিকে ঝুঁকে জুতার ফিতা বাঁধতে গেলে অথবা বেসিনে মুখ ধুতে গেলেও ডিস্ক প্রলেপস হতে পারে।

ডিস্ক প্রলেপস কোথায় হয়ঃ

সাধরণত ডিস্ক প্রলেপস আমাদের ঘাড় বা সারভাইক্যাল স্পাইন ও কোমর বা লাম্বার স্পাইনে বেশি হয়। সারভাইক্যাল স্পাইনের সি ৫-৬ ও সি ৬-৭ লেভেলে ও লাম্বার স্পাইনে এল ৪-৫ ও এল ৫ – এস ১ লেভেলে বেশি হয়।

লক্ষণঃ

ঘাড় বা সারভাইক্যাল স্পাইন

-ঘাড়ে ব্যথা হয়।
-ব্যথা ঘাড় থেকে হাতের দিকে ছড়ায় ও হাতে তীব্র ব্যথা হয়।
-হাত ঝুলিয়ে রাখলে ও বিছানায় শুলে বেশি ব্যথা করে।
-হাত ঝিনঝিন করে বা অবশ অবশ মনে হয়।
-হাতের শক্তি কমে যায় বা হাত দুর্বল হয়ে আসে
-অনেকক্ষেত্রে হাতের মাংসপেশি শুকিয়ে আসে ইত্যাদি।

কোমর বা লাম্বার স্পাইন

-কোমরে ব্যথা হয়।
-ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়ায়।
-পা ঝিন ঝিন করে, অবশ অবশ মনে হয়।
-খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাটলে আর হাঁটার ক্ষমতা থাকে না। তবে কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার হাঁটতে পারে।
-পা ভারী বা অধিক ওজন মনে হয়।
-পায়ে জ্বালাপোড়া অনুভূত হয়।
-পায়ের শক্তি কমে যায় এবং অনেক ক্ষেত্রে মাংসপেশী শুকিয়ে যায়।
-অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির প্রসাব ও পায়খানায় নিয়ন্ত্রণ থাকে না।

চিকিৎসা

এর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম। অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না।পাশাপাশি হিজামা থেরাপী নিতে হবে।

সুস্থ হওয়ার পর যেসব সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন :

১. সামনের দিকে ঝুকে ভারী কাজ করা যাবে না।
২. ভারী জিনিস তোলা যাবে না।
৩. শক্ত বিছানায় শুতে হবে।
৪. ভ্রমণ ও হাঁটা-চলার সময় কোমড় বন্ধনী বা লাম্বার করসেট ব্যবহার করতে হবে।
৫. নিয়মিত চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করতে হবে।
অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করানো হয়।

সার্বিক তত্তাবধানে
ফিজিও, রিয়াদ হোসেন (রুবেল)

বিষেশ দ্রষ্টব্য : আমাদের চেম্বারে
মহিলা_রোগীদের_জন্য_মহিলা_থেরাপিস্ট_আর_
পুরুষ_রোগীদের_জন্য_পুরুষ_থেরাপিস্ট_আছে।

যোগাযোগ ঃ
জিয়া নগর মোড়, মালঞ্চ মেডিকেল রোড, খোলামোড়া, কেরানীগঞ্জ ঢাকা ১৩১০
01710399110

কাপিং থেরাপি বা “হিজামা” অল্টারনেটিভ মেডিসিনের একটি প্রাচীন রূপ ।এটি বিজ্ঞানভিত্তিক পরিপূরক  চিকিৎসা পদ্ধতি যাতে রোগ অনু...
25/03/2022

কাপিং থেরাপি বা “হিজামা” অল্টারনেটিভ মেডিসিনের একটি প্রাচীন রূপ ।

এটি বিজ্ঞানভিত্তিক পরিপূরক চিকিৎসা পদ্ধতি যাতে রোগ অনুসারে ত্বকের নির্দিষ্ট কিছু স্থানে বিশেষ প্রকার যন্ত্র দ্বারা নেগিটিক প্রেশার তৈরি করা হয়। অতঃপর সম্পূর্ণ জীবাণু মুক্ত অবস্থায় ত্বকের উপরের স্তর (Superfacial Layer) সূক্ষ্মভাবে ব্লেড দ্বারা কাটা হয় এবং দ্বিতীয় বার নেগেটিভ প্রেসারে ওই স্থানের কৈশিক জালিকা, আন্তঃকোষীয় লসিকা জালি থেকে ফোটায় ফোটায় রক্ত ও রক্ত রস বের করা হয় ।ফলে ওই স্থানের বায়ুর চাপ, তাপ ও ব্যথা গ্রহণকারী রিসেপ্টর গুলো উত্তেজিত হয়;অচল বা বন্ধ হয়ে যাওয়া শিরা বা লসিকা প্রবাহ পুনরুজ্জীবিত হয় এবং পরবর্তীতে কৃত্রিম প্রদাহের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থায় সাম্যবস্থা সৃষ্টি হওয়ায় কোষের সতেজতা ও কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ,উদ্যমী ও বলবান হয়ে ওঠে। হিজামা গ্রহন খুবই উপকারী এবং এটি একটি সুন্নতি চিকিৎসা ব্যবস্থা।
🛑 া_Hijama_কি??
Cupping একধরণের ছোট আকারের সার্জিকাল চিকিৎসা পদ্ধতি। এখানে নেগেটিভ সাকশানের মাধ্যমে শরীর থেকে রোগ তৈরী করে এমন সব জিনিস এবং রোগের কারণে তৈরী হওয়া জীবাণু প্লাজমা,ফ্লুইড, টক্সিন,ইউরিক এসিড,দূসিত রক্ত শুষে বের করে আনা হয়।এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীন ও নববী চিকিৎসা। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত,
তবে বর্তমানে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিকের কাপ ব্যবহার করে এটা করা হয়।

🛑হিজামার মাধ্যমে শরীর থেকে টক্সিন বা দূষিত রক্ত রেব করে দিয়ে ইমিউনিটি বৃদ্ধি করে ও নাইট্রিক অক্সাইড বুস্ট করে,ফলে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
🛑হাই প্রেসার বা রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে,হৃদ রোগের ঝুকি কমায়।
🛑চুল পড়া বন্ধ হয় ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
🛑হিজামায় টেস্টোস্টেরন হরমন বৃদ্ধি করে
🛑রক্ত, ত্বক, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে,চর্মরোগ ভাল হয়।
🛑শরীরের চাবানী কামড়ানী ব্যাথা দূর করে।
🛑বিভিন্ন ধরনের বাতের ব‍্যাথা ভাল করে।
🛑ডায়াবেটিস ও মুটিয়ে যাওয়া নিয়ন্ত্রণ রাখে।
🛑কোমরের,ঘাড় ও হাটুর ব‍্যাথা ভাল হয়।
🛑শরীরের মাংসপেসির ব‍্যাথার স্থায়ী নিরাময় হয়।
🛑মাইগ্রেন জনীত দীর্ঘমেয়াদী মাথা ব‍্যাথা ভাল হয়।
🛑ব্রন,ও রক্তদূষন ভাল হয়।
🛑 স্পোর্টস ইন্জুরি ভাল হয়।
🛑হরমোন ও মেয়েদের অন‍্যান‍্য সমস‍্যার জন্য কাজ করে।
🛑কোলস্টোরলের সমস্যা দূর হয়।
🛑অবস বা প‍্যারালাইসিসের জন্য ভাল কাজ করে।
🛑ঘুম জনিত সমস্যা দূর করে।
🛑জয়েন্টের ব্যথা ভাল হয়।
🛑মহিলাদের সিজারিয়ান ব্যকপেইন ভাল হয়।
এ‍্যাজমা ও শ্বাস কষ্ট ভাল হয়।
🛑সাইনুসাইটিস সহ এ সকল সমস্যার স্থায়ী নিরাময় হয়,ইনশা-আল্লাহ।

হিজামা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইনবক্স/কল করুন
যোগাযোগঃ01710399110(WhatsApp)
ঠিকানাঃজিয়ানগর মোড়, মালঞ্চ মেডিকেল রোড, খোলামোড়া, কেরানীগঞ্জ ঢাকা ১৩১০

24/03/2022
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নতুন সংযোজন ( ডিভাইস কসেমটিক খৎনা ) একটি নিরাপদ খৎনা ( মুসলমানী) প্রকল্প।এই আধুনিক ডিভাইস  কসমে...
23/03/2022

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নতুন সংযোজন
( ডিভাইস কসেমটিক খৎনা ) একটি নিরাপদ খৎনা ( মুসলমানী) প্রকল্প।

এই আধুনিক ডিভাইস কসমেটিক খৎ্নার সুবিধা হলো-
�কোন প্রকার সেলাই লাগেনা,
�ব্যান্ডেজ লাগেনা,
�রক্তপাত হয় না,
�বিশ্রামের প্রয়োজন নাই।
�প্রতিদিন গোছল করতে পারবে।
�এক দিনের শিশু থেকে সকল বয়সে করা যায়,
� খৎনার প্রথম দিন থেকে প্যান্ট পড়তে পারবে।
�গ্ল্যান্ড পেনিস কে নিরাপদ রাখতে বিশেষ টেকনিক প্রয়োগ করা হয়।
� এই খৎনা পদ্ধতি শতভাগ নিরাপদ ।।

সার্বিক যোগাযোগঃজিয়ানগর মোড়, মালঞ্চ মেডিকেল রোড, খোলামোড়া, কেরানিগঞ্জ ঢাকা 1310

+8801710399110
+8801770099569

হিজামা কাপিং সম্পর্কে কিছু কথা... যেসকল ভাই/ বোন/ বন্ধু/ বান্ধব বাতের ব্যথা সহ বিভিন্ন ব্যথায় আক্রান্ত হয়ে যেমন মাথা ব্য...
23/03/2022

হিজামা কাপিং সম্পর্কে কিছু কথা...

যেসকল ভাই/ বোন/ বন্ধু/ বান্ধব বাতের ব্যথা সহ বিভিন্ন ব্যথায় আক্রান্ত হয়ে যেমন মাথা ব্যাথা তথা দীর্ঘ মেয়াদি মাইগ্রেন ব্যথা, ঘাড়, কাঁধ,পিঠ,ব্যাক পেইন, কোমর, হাটু, মাংস পেশি ইত্যাদি সহ শরীরের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে সল্প ও দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন। তা থেকে পরিত্রাণ পেতে নামি দামি বিভিন্ন টেস্ট ও মেডিসিন সেবন করেছেন, কিন্তু আশাতীত ফলাফল পাননি। তাদেরকে অন্তত একবার সুন্নাহভিত্তিক নিরাপদ হিজামা কাপিং গ্রহণ করে ট্রাই করুন ইন শা আল্লাহ তায়া’লা উপকৃত হবেন।

রব্বে কারীম এর জাতের উপর ভরসা করে বলছি ইন শা আল্লাহু তায়া’লা সুস্থ হয়ে যাবেন।

দীর্ঘদিন পেইন কিলার সেবনে ক্ষতি যা হয়,তা হলো আপনার শরীরের সবচেয়ে দামি অঙ্গ কিডনি তা দিন দিন ড্যামেজ হওয়ার দিকে এগিয়ে যায়।

হিজামা পদ্ধতি.....

শরীরের নিদিষ্ট অংশ থেকে ম্যানুয়াল মেশিনের মাধ্যমে নেগেটিভ সাকসান দিয়ে বিশেষ পদ্ধতিতে শরীরের বিষাক্ত টক্সিন, পয়জন, দূষিত রক্ত ইত্যাদি বের করা হয়। যার ফলে মানুষ আরগ্য লাভ করে।

সবচেয়ে মজার বিষয় হলো হিজামা কাপিং থেরাপিতে কোন ধরনের সেলাই নাই, ব্যান্ডেজ নাই। আপনাকে দামি দামি ঔষধ সেবন করতে হবে না

হিজামা কাপিং কেন করাবেন?

আপনি রোগাক্রান্ত হলে যেমন ডাক্তারের কাছে যান। তার পরামর্শ গ্রহণ করেন। ঔষধ সেবন করেন, প্রোয়োজনে অস্ত্রোপচার করেন। তেমনি রোগের জন্য হিজামা কাপিং নিবেন। তাহলে দুটো উপকার ক. ইন শা আল্লাহু তায়া’লা রোগ থেকে মুক্তি খ. রসুলল্লাহ সাল্লাল্লাহু তায়া’লা এর একটা সুন্নাতের উপর আমল।

হিজামা কাপিং সম্পর্কে বিভিন্ন হাদিস...
হজরত আবু হুরায়রা রাজিঃ থেকে বর্ণিত, রসুলল্লাহ সাল্লাল্লাহু তায়া’লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমাকে হজরত জিবরাঈল আলাইহিসসালাম জানিয়েছেন মানুষ চিকিৎসার জন্য যত প্রকার উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামা সর্বোত্তম। (আল হাকিম ৭৪০)

হজরত আনাস রাজিঃ থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু তায়া’লা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, " মে'রাজের রাতে আমি যাহাদের সম্মুখ দিয়ে গমন করেছি, তাহারা প্রত্যেকে আমাকে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু তায়া’লা আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার উম্মাতকে হিজামার আদেশ করুন "। (সুনানে তিরমিজী ২০৫৩)

যেসকল রোগের চিকিৎসা হয়ে থাকে।

🌺 মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদি মাথা ব্যথা।
🌺 রক্ত দুষণ।
🌺 উচ্চ ররক্তচাপ।
🌺 ঘুমের ব্যাঘাত। ( Insomnia)
🌺 স্মৃতি ভ্রষ্টতা ( Perkinson's Disease)
🌺 অস্থি সন্ধির ব্যথা / গেঁটে বাত।
🌺 ব্যাক পেইন।
🌺 ঘাড়ে ব্যথা।
🌺 কোমর ব্যথা।
🌺 পায়ে ব্যথা।
🌺 মাংস পেশির ব্যথা।
🌺 হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যথা।
🌺 নারীদের অনিয়মিত মিনস।
🌺 সবকিছু ঠিক থাকার পরেও সন্তান না হওয়া।
🌺 দীর্ঘমেয়াদি চর্মরোগ।
🌺 ত্বকের নিম্মস্থিত নিস্কাশন।
🌺 সেক্সুয়াল প্রবলেম। ইত্যাদি অসংখ্য রোগের চিকিৎসা।
🌺 অকালে চুল পরা রোধে।

💐 মহিলাদের জন্য (পর্দার সাথে) সিনিয়র মহিলা হিজামা থেরাপিষ্ট রয়েছে।

সার্বিক যোগাযোগ:-
জিয়ানগর মোড়, মালঞ্চ মেডিকেল রোড, খোলামোড়া,কেরানীগঞ্জ ঢাকা ১৩১০
📲 +8801710399110,01770099569

23/03/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hijama Bangladesh Health Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Bangladesh Health Center:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share