গর্ভবতী ও বন্ধাত্য সমস্যার সমাধান Pregnant & Infertility Solution

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গর্ভবতী ও বন্ধাত্য সমস্যার সমাধান Pregnant & Infertility Solution

গর্ভবতী ও বন্ধাত্য সমস্যার সমাধান Pregnant & Infertility Solution We serves pregnant mothers without any cost for living well at all.

13/10/2025

গর্ভবতী মায়ের যত্ন নিন।

   from
27/10/2023


from

18/09/2023

বিবাহিত দম্পতিদের সন্তান না হওয়ার বিড়ম্বনা সব সমাজেই বিদ্যমান। স্বাভাবিক দাম্পত্য জীবনে সন্তান না এলে তাকে বন্ধ্যাত্ব হিসেবে দেখা হয়। নারীর গর্ভসঞ্চার সত্ত্বেও জীবিত সন্তান প্রসব না হওয়াকেও এক প্রকার বন্ধ্যাত্ব বলা হয়। চলুন জেনে নিই যেসব কারণে নারীরা বন্ধ্যা হয়ে যাচ্ছেন।

১. অনিয়মিত ঋতুস্রাবের কারণে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে ২১ দিন থেকে ৩৫ দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব। আর যদি ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে। এর আরও প্রধান কিছু সমস্যা যেমন: ঋতুস্রাবের সময় ব্যথা, যৌন মিলনে ব্যথা, তলপেটে ব্যথা ইত্যাদি।

২. জরায়ু মুখের অসুখ, জরায়ুর অসুখ, জন্মগতভাবে জরায়ু না থাকা বা ছোট জরায়ু, এক বা দুই শৃঙ্গযুক্ত জরায়ু, দুই ভাগে বিভক্ত জরায়ু, জরায়ুতে জীবাণুর সংক্রমণ (টিবি, গনোরিয়া), জরায়ুতে টিউমার প্রভৃতি কারণেও একজন নারী বন্ধ্যা হতে পারেন।

৩. নারীদের বন্ধ্যাত্বের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ এন্ডোমেট্রিওসিস, যা সাধারণত ৩০-৩৫ বছর বয়সী মহিলাদের মধ্যেই বেশি দেখা দেয়। বিলম্বে বিবাহ ও সন্তান নিতে বিলম্ব করা এর একটি প্রধান কারণ।

৪. ডিম্বনালীর অসুখের কারণেও বন্ধ্যাত্ব হতে পারে। ডিম্বনালীর প্রধান কাজ ডিম্বাণু ও শুক্রাণু মিলনের স্থান ঠিক করা এবং ভ্রুণের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হরমোনের সৃষ্টি করা। এই ডিম্বনালী যখন জীবাণুর দ্বারা সংক্রমিত হয় তখন এর শ্লেষ্মাঝিল্লির ক্ষতি হয়।

৫. আমাদের দেশে টিবি, গনোরিয়া, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস প্রভৃতি জীবাণুর সংক্রমণ ডিম্বনালীতে বেশি হয়ে থাকে। শল্যচিকিৎসার কারণেও ডিম্বনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন: ডি অ্যান্ড সি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি বা অ্যাপেন্ডিক্সের অপারেশনের ফলেও ডিম্বনালীর অসুখ হতে পারে।

৬. হরমোনের অভাবেও বন্ধ্যাত্ব দেখা দেয়। মহিলাদের ঋতুচক্র এবং ডিম্বাণু নির্গত হওয়া নানা হরমোনের ওপর নির্ভরশীল। এর যেকোনো হরমোনের অভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। যেমন: হাইপোথেলামাসের আঘাত, টিউমার, পিটুইটারি গ্রন্থির টিউমার, অ্যাড্রেনাল গ্রন্থির টিউমার, থাইরয়েড গ্রন্থির অসুখ, ডিম্বাশয়ের অসুখ-টিউমার, সিস্ট ইত্যাদি কারণে হরমোনের গোলমাল দেখা দিয়ে থাকে।

৭. নারীর শরীরজাত অ্যান্টিবডি অনেক সময় পুরুষের শুক্্রাণু ধ্বংস করে দেয় বা শুক্রাণুর জরায়ুর মুখে প্রবেশে বাধার সৃষ্টি করে। এই অ্যান্টিবডি পুরুষের রক্ত বা বীর্যে এবং মেয়েদের রক্ত বা জরায়ুমুখের শ্লেষ্মাঝিল্লিতে পাওয়া যায়।

৮. বন্ধ্যাত্বের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মানসিক চাপ। অত্যধিক মানসিক চাপ নারীকে বন্ধ্যা করে দিচ্ছে বলে চিকিৎসাবিজ্ঞানীরা মত দিয়েছেন। এমনকি সন্তান লাভের অদম্য বাসনাও সন্তান ধারণে বাধার সৃষ্টি করতে পারে। এজন্য সন্তান লাভে ইচ্ছুক দম্পতিদের সম্পূর্ণ স্বাভাবিক মানসিক ও শারীরিক অবস্থাতেই চেষ্টা করা উচিত। তাই কোনো ভয়, আতঙ্ক ও দুশ্চিন্তা না করে সৃষ্টিকর্তার কাছে সন্তান লাভের চেষ্টা করলে তারা সফল হতে পারবেন।

৯. পুষ্টির অভাব বা অতিরিক্ত মেদবহুল, বা তলপেটে চর্বি জমার কারণেও নারী বন্ধ্যা হতে পারেন। তাই স্বাস্থ্য সচেতন ও খাবার গ্রহণের বিষয়ে সতর্ক থাকতে হবে। সমস্যা থাকলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সবশেষে বলা যায়, বন্ধ্যাত্ব একটি জটিল বিষয়। প্রতিটি নিঃসন্তান দম্পতির উচিত স্বামী স্ত্রী দুজনেরই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে তারা সন্তান ধারনে সক্ষম হবে।

উপরে উল্লেখিত বিষয়সমূহর একসাথে সমাধানের জন্য বর্তমান বিশ্বের বড় বড় রিসার্চ সেন্টার কাজ করে চলেছে তাদের প্রচেষ্টায় এখন আধুনিক ফর্মুলার ঔষধ সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং উন্নত ফর্মুলার ঔষধ এখন বাংলাদেশে তাই দেরি না করে মেসেজ করুন ইনবক্সে।

16/09/2023

১ মাসের ঔষধ সেবনের মাধ্যমেই গর্ভধারণ সম্ভব হবে ইনশাআল্লাহ ৯৯% গ্যারান্টি। কারণ বিশ্বের সবচেয়ে উন্নত ফর্মুলার তৈরি ঔষধ এখন বাংলাদেশে যা গর্ভধারণ জনিত সকল সমস্যার ৯০ শতাংশের বেশি নির্মূল করে দ্রুত গর্ভধারণ করতে সাহায্য করে।
ইতিপূর্বে আপনি যদি দেশি বিদেশি কোনো ঔষধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা উচিৎ যে সকল ফর্মূলা দিয়ে এ ধরনের চিকিৎসা করা হয় তা পার্শপ্রতিক্রীয়া মুক্ত হবার পাশাপাশি ফর্মুলার পরিমানের উপর নির্ভর।
আর Fertilise Forte tablet এ মোট ২৫টি উন্নত ফর্মুলার মিশ্রনে তৈরি। বাংলাদেশে এযাবৎ পাওয়া সবচেয়ে উন্নত ফর্মুলার ঔষধ ছিলো Hemex Shemex যার ফর্মুলা ১৭টি দাম ১৮৬৫ টাকা।
সুতরাং Fertilise Forte আপনার জন্য আধুনিক মানের সর্বোচ্চ সেবা এবং দামটাও তুলনামূলক কম ১৯০০টাকা।
Fertilise Forte সকালে ও রাতে ১টি করে (১+০+১) ট্যাবলেট খাবেন এবং আপনার স্বামী যদি আপনি বা আপনার স্বামী চায় তাহলে সে নিজেও Willfert-M capsule (০+০+১) রাতে ১ টি করে খাবে।
ঔষধ দুইটির একত্রে ৩৭৮৫টাকা হবে। আর শুধুমাত্র Fertilise Forte ১৯০০ টাকা
ঔষধ হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন।

বিস্তারিত জানতে এবং অর্ডারের জন্য কল করতে পারেন ০১৭২৮১০৭৮৫৫

12/09/2023

যে সকল নারী এবং পুরুষ সন্তান নিতে চাচ্ছেন কিন্তু অনেকদিন চেস্টা করেও ব্যর্থ তারাই কেবল মেসেজ করুন ইনশাআল্লাহ ১ মাসেই রেজাল্ট।

গর্ভধারণ জনিত সব ধরনের সমস্যার বিপরীতে কাজ করে সম্পূর্ণ পার্শপ্রতিক্রীয়া মুক্ত বাংলাদেশের সবচেয়ে বেশি ফর্মুলার ঔষধ Ferti...
10/09/2023

গর্ভধারণ জনিত সব ধরনের সমস্যার বিপরীতে কাজ করে সম্পূর্ণ পার্শপ্রতিক্রীয়া মুক্ত বাংলাদেশের সবচেয়ে বেশি ফর্মুলার ঔষধ Fertilise Forte tablet
আপনি সন্তান নিতে চাচ্ছেন কিন্তু কনসিভ হচ্ছে না সেক্ষেত্রে tablet ১ থেকে দের মাস খান ইনশাআল্লাহ আপনি কনসিভ করবেন ৯৯% গ্যারান্টি।
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।
যে সকল সমস্যার বিপরীতে কাজ করে তা হলো:








সহ আরও কাজ করে।

সকলেই মাতৃত্বর স্বাদ গ্রহণ করুক এটাই আমাদের চাওয়া। স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। যে সকল আপুরা গর্ভধারণ করতে চান কিন্তু হচ্...
26/08/2023

সকলেই মাতৃত্বর স্বাদ গ্রহণ করুক এটাই আমাদের চাওয়া। স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
যে সকল আপুরা গর্ভধারণ করতে চান কিন্তু হচ্ছে না তাদের জন্য অত্যন্ত কার্যকর একটি ঔষধ যা ১০০% পার্শপ্রতিক্রীয়া মুক্ত এবং বাংলাদেশে প্রথম।
ঔষধের বিস্তারিত ইনবক্সে ↪️

সমস্যা গুলো দূরে ঠেলে নতুন করে স্বপ্ন দেখুন ❤️এখন গর্ভধারণ জনিত সমস্যার সমাধান হবে এক থেকে দের মাস ঔষধ সেবনের মাধ্যমেই ই...
19/07/2023

সমস্যা গুলো দূরে ঠেলে নতুন করে স্বপ্ন দেখুন ❤️
এখন গর্ভধারণ জনিত সমস্যার সমাধান হবে এক থেকে দের মাস ঔষধ সেবনের মাধ্যমেই ইনশাআল্লাহ
অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়া আপুরাও শেষ চেষ্টা করে দেখতে পারেন কারণ এই প্রথম উন্নত ফর্মুলার ঔষধ এখন আমাদের দেশে তাই চেষ্টা করে যান আল্লাহ চাইলে ৪০ বছর বয়সের পরেও গর্ভধারণ সম্ভব হয়।
আর অনেক কম বয়সী আপুরাও এখন গর্ভধারণ জনিত সমস্যার জন্য স্বপ্ন পূরণ করতে পারছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।

ঔষধ সম্পর্কে জানতে ইনবক্সে ⤵️

28/05/2023

যারা গর্ভধারণ করতে চাচ্ছেন ❤️ সব কিছু স্বাভাবিক থাকা সত্বেও গর্ভধারণ হচ্ছে না?
ইনবক্সে মেসেজ করুন

সন্তান জন্ম দেওয়ায় অক্ষম পূরুষ ও মেয়েদের জীবন অত্যন্ত বিষাদময়! তাই দেরি না করে আজই আমাদের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন স...
19/03/2023

সন্তান জন্ম দেওয়ায় অক্ষম পূরুষ ও মেয়েদের জীবন অত্যন্ত বিষাদময়! তাই দেরি না করে আজই আমাদের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন স্বল্প মেয়াদি ঔষধ খান এবং আপনার স্বপ্ন পূরণ করুন।
ইনশাআল্লাহ ১% সম্ভাবনা থেকেও আপনি গর্ভধারণ করতে পারবেন।
প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান খুবই উন্নত হয়েছে।
তাই দেরি না করে আমাদের সেবা গ্রহণ করুন।
ধন্যবাদ

Infertility

Address

1340 Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when গর্ভবতী ও বন্ধাত্য সমস্যার সমাধান Pregnant & Infertility Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram