Dr. Md. Saief Uddin - Hepatobiliary, Pancreatic & Liver Transplant Surgeon

  • Home
  • Dr. Md. Saief Uddin - Hepatobiliary, Pancreatic & Liver Transplant Surgeon

Dr. Md. Saief Uddin - Hepatobiliary, Pancreatic & Liver Transplant Surgeon Associate Professor of Hepatobiliary, Pancreatic and Liver Transplant department of BSMMU, Shahbag, Dhaka -1000

07/06/2025
18/11/2024
১লা মে-২০২৪ 🌼মহান মে দিবস🌟সকল খেটে খাওয়া মানুষের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনত...
01/05/2024

১লা মে-২০২৪ 🌼
মহান মে দিবস

🌟সকল খেটে খাওয়া মানুষের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

পুরনো গ্লানি বা জরা- সব ভুলে এই নববর্ষে জীবন নতুনভাবে শুরু হোক, প্রতিটি প্রাণের স্পন্দনে ছড়িয়ে যাক বৈশাখের গান। সবাইকে প...
14/04/2024

পুরনো গ্লানি বা জরা- সব ভুলে এই নববর্ষে জীবন নতুনভাবে শুরু হোক, প্রতিটি প্রাণের স্পন্দনে ছড়িয়ে যাক বৈশাখের গান। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।
#শুভ_নববর্ষ_১৪৩১

#পহেলাবৈশাখ #বাংলানববর্ষ২০২৪ #পহেলাবৈশাখ২০২৪

🕌সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,...ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ....  #সবাইকে_ঈদ_মোবারক।
10/04/2024

🕌সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,...ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ.... #সবাইকে_ঈদ_মোবারক।

স্বাস্থ্য রক্ষায় শরীরের যত্ন করি, ডাক্তারের পরামর্শ নিই, সুস্থ্য থাকি।সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস_এর শুভেচ্ছা।
07/04/2024

স্বাস্থ্য রক্ষায় শরীরের যত্ন করি,
ডাক্তারের পরামর্শ নিই, সুস্থ্য থাকি।
সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস_এর শুভেচ্ছা।

 #পবিত্র #শবে_কদর #পবিত্র_শবে_কদরের_মহিমায়সুন্দর হয়ে উঠুক সকলের জীবন
06/04/2024

#পবিত্র
#শবে_কদর
#পবিত্র_শবে_কদরের_মহিমায়
সুন্দর হয়ে উঠুক সকলের জীবন

গৌরব প্রেরণা আর আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলা ভাষার নব সূর্যোদয়- অমর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল ভাষ...
21/02/2024

গৌরব প্রেরণা আর আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলা ভাষার নব সূর্যোদয়- অমর একুশে ফেব্রুয়ারি।
১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

পুরানো দিনের এই সূর্যাস্থেনতুন হোক সুখী ও স্বাস্থ্যে২০২৪-এর শুভেচ্ছা
31/12/2023

পুরানো দিনের এই সূর্যাস্থে
নতুন হোক সুখী ও স্বাস্থ্যে
২০২৪-এর শুভেচ্ছা

 িসেম্বর_মহান_বিজয়_দিবসযাদের মহান আত্নত্যাগে মধ্যে দিয়ে  আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
16/12/2023

িসেম্বর_মহান_বিজয়_দিবস
যাদের মহান আত্নত্যাগে মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

১৪ই নভেম্বর,২০২৩ -বিশ্ব ডায়াবেটিস দিবসডায়াবেটিস প্রতিরোধ করুন। সেবাতেই আরোগ্য, জীবন অনন্য।ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ মা...
07/11/2023

১৪ই নভেম্বর,২০২৩ -বিশ্ব ডায়াবেটিস দিবস
ডায়াবেটিস প্রতিরোধ করুন।
সেবাতেই আরোগ্য, জীবন অনন্য।
ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ মানুষ জানেই না যে তারা এই রোগে আক্রান্ত। এটি একটি দীর্ঘ্যমেয়াদী রোগ যার স্বীকৃত কোন চিকিৎসা নেই। ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। এই সচেতনতা বৃদ্ধিতে ও ডায়াবেটিস সেবার তথ্য মানুষের কাছে পৌছে দিতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।

 #লিভার_ক্যান্সারের_৭_টি_উপসর্গ_যা_কখনোই_এড়িয়ে_যাওয়া_উচিত_নয়🟩 লিভার ক্যান্সার বেশ জটিল একটি রোগ। বিভিম্ন কারণে এই ক্যান্...
30/10/2023

#লিভার_ক্যান্সারের_৭_টি_উপসর্গ_যা_কখনোই_এড়িয়ে_যাওয়া_উচিত_নয়
🟩 লিভার ক্যান্সার বেশ জটিল একটি রোগ। বিভিম্ন কারণে এই ক্যান্সার হয়। লিভার ক্যান্সারকে লিভারের টিউমার বলা হয়। তবে টিউমার আর ক্যান্সার পুরোপুরি এক নয়। কারণ টিউমারের মধ্যে কোনো কোনোটা ক্যান্সার, যেটা ম্যালিগন্যান্ট। বাকিগুলো কোনো কোনোটি আছে ক্যান্সার নয়, সেগুলো লিভার টিউমার। লিভারের যতটুকু দরকার, ততটুকু বৃদ্ধি পায়, এর বেশি পায় না। লিভারের যে আকার আগে ছিল ততটুকু হয়ে আর হয় না। কিন্তু এই ক্যান্সার কোনো কোনো ভাইরাস থেকে কিংবা কোনো কারণ ছাড়া লিভারের যে বৃদ্ধিটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে হয়, তা হারিয়ে যায়। এর মানে লিভারের যখন ক্যান্সার হয়, তখন লিভার বড় হতে থাকে। অনিয়ন্ত্রিত হয়ে এটি অনেক বড় হয়ে যায়। পেটের অনেক নিচে নেমে আসে। এটা কাজ করতে পারে না। এখান থেকে লিভারের টিউমারটি অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এটা ফুসফুস কিংবা মস্তিস্ক হতে পারে। অন্য যে কোনো অঙ্গ হতে পারে। তখন একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। যেকোনো বয়সের লোকই এ রোগে আক্রান্ত হতে পারেন। লিভার ক্যান্সারের ঝুকি পুরুষদের ক্ষেত্রে নারীদের চেয়ে ৪ থেকে ৬ গুণ বেশী। সাধারণত ক্যান্সার হওয়ার আগে লিভারে সিরোসিস দেখা দেয়, তবে এর ব্যতিক্রম হওয়াটাও অস্বাভাবিক না।
#লিভার_ক্যান্সারের_গুরুত্বপূর্ণ_৭_টি_লক্ষণ
👉 লিভার ক্যান্সারের রোগীরা প্রায়ই পেটের ডান পাশে উপরের দিকে অথবা বুকের ঠিক নিচে মাঝ বরাবর ব্যথা অনুভব করেন যার তীব্রতা রোগী ভেদে বিভিন্ন রকম।
👉 সহজেই ক্লান্ত হয়ে পরা
👉 ঘন ঘন পেট ফাপা
👉 ওজন কমে যাওয়া আর হালকা জ্বর জ্বর ভাব
👉 খাওয়ায় দীর্ঘদিন ধরে অরুচি
👉 অতিরিক্ত গ্যাস কিংবা কষা পায়খানা হওয়া
👉 সারাক্ষণ বমি বমি ভাব কিংবা বমি হওয়া
#লিভার_ক্যান্সারের_চিকিৎসা
সবকিছু বিবেচনা সাপেক্ষে প্রাথমিক পর্যায়ের লিভার ক্যান্সারে সার্জারি বিশেষ ভূমিকা পালন করতে পারে। Lobectomy liver প্রতিস্থাপন শল্যচিকিৎসার অংশ। সার্জারি অযোগ্য ক্যান্সারের ক্ষেত্রে ablation থেরাপি যেমন- রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ইথানল অ্যাবলেশন অন্যতম। এছাড়া কেমোথেরাপি দ্বারাও লিভার ক্যান্সার এর চিকিৎসা প্রদান করা হয়। অধূনা টার্গেটের থেরাপি নামে বেশ কিছু আধুনিক মলিকিউল যা মুখে সেবনের মাধ্যমে লিভার ক্যান্সার আংশিক নিয়ন্ত্রণ করা যায়। শুরুতে রোগ শনাক্ত করা গেলে লিভার ক্যান্সার নিরাময় করা সম্ভব।
⚫লিভার ক্যান্সারের উপসর্গ এবং চিকিৎসা নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) HBP and Liver Transplant Surgery বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফ উদ্দিন বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, লিভার প্রতিস্থাপন সার্জারি এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে লিভার ক্যান্সারসহ লিভারের বহু জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন এবং লিভার ক্যান্সার বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Saief Uddin - Hepatobiliary, Pancreatic & Liver Transplant Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Saief Uddin - Hepatobiliary, Pancreatic & Liver Transplant Surgeon:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share