30/10/2023
#লিভার_ক্যান্সারের_৭_টি_উপসর্গ_যা_কখনোই_এড়িয়ে_যাওয়া_উচিত_নয়
🟩 লিভার ক্যান্সার বেশ জটিল একটি রোগ। বিভিম্ন কারণে এই ক্যান্সার হয়। লিভার ক্যান্সারকে লিভারের টিউমার বলা হয়। তবে টিউমার আর ক্যান্সার পুরোপুরি এক নয়। কারণ টিউমারের মধ্যে কোনো কোনোটা ক্যান্সার, যেটা ম্যালিগন্যান্ট। বাকিগুলো কোনো কোনোটি আছে ক্যান্সার নয়, সেগুলো লিভার টিউমার। লিভারের যতটুকু দরকার, ততটুকু বৃদ্ধি পায়, এর বেশি পায় না। লিভারের যে আকার আগে ছিল ততটুকু হয়ে আর হয় না। কিন্তু এই ক্যান্সার কোনো কোনো ভাইরাস থেকে কিংবা কোনো কারণ ছাড়া লিভারের যে বৃদ্ধিটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে হয়, তা হারিয়ে যায়। এর মানে লিভারের যখন ক্যান্সার হয়, তখন লিভার বড় হতে থাকে। অনিয়ন্ত্রিত হয়ে এটি অনেক বড় হয়ে যায়। পেটের অনেক নিচে নেমে আসে। এটা কাজ করতে পারে না। এখান থেকে লিভারের টিউমারটি অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এটা ফুসফুস কিংবা মস্তিস্ক হতে পারে। অন্য যে কোনো অঙ্গ হতে পারে। তখন একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। যেকোনো বয়সের লোকই এ রোগে আক্রান্ত হতে পারেন। লিভার ক্যান্সারের ঝুকি পুরুষদের ক্ষেত্রে নারীদের চেয়ে ৪ থেকে ৬ গুণ বেশী। সাধারণত ক্যান্সার হওয়ার আগে লিভারে সিরোসিস দেখা দেয়, তবে এর ব্যতিক্রম হওয়াটাও অস্বাভাবিক না।
#লিভার_ক্যান্সারের_গুরুত্বপূর্ণ_৭_টি_লক্ষণ
👉 লিভার ক্যান্সারের রোগীরা প্রায়ই পেটের ডান পাশে উপরের দিকে অথবা বুকের ঠিক নিচে মাঝ বরাবর ব্যথা অনুভব করেন যার তীব্রতা রোগী ভেদে বিভিন্ন রকম।
👉 সহজেই ক্লান্ত হয়ে পরা
👉 ঘন ঘন পেট ফাপা
👉 ওজন কমে যাওয়া আর হালকা জ্বর জ্বর ভাব
👉 খাওয়ায় দীর্ঘদিন ধরে অরুচি
👉 অতিরিক্ত গ্যাস কিংবা কষা পায়খানা হওয়া
👉 সারাক্ষণ বমি বমি ভাব কিংবা বমি হওয়া
#লিভার_ক্যান্সারের_চিকিৎসা
সবকিছু বিবেচনা সাপেক্ষে প্রাথমিক পর্যায়ের লিভার ক্যান্সারে সার্জারি বিশেষ ভূমিকা পালন করতে পারে। Lobectomy liver প্রতিস্থাপন শল্যচিকিৎসার অংশ। সার্জারি অযোগ্য ক্যান্সারের ক্ষেত্রে ablation থেরাপি যেমন- রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ইথানল অ্যাবলেশন অন্যতম। এছাড়া কেমোথেরাপি দ্বারাও লিভার ক্যান্সার এর চিকিৎসা প্রদান করা হয়। অধূনা টার্গেটের থেরাপি নামে বেশ কিছু আধুনিক মলিকিউল যা মুখে সেবনের মাধ্যমে লিভার ক্যান্সার আংশিক নিয়ন্ত্রণ করা যায়। শুরুতে রোগ শনাক্ত করা গেলে লিভার ক্যান্সার নিরাময় করা সম্ভব।
⚫লিভার ক্যান্সারের উপসর্গ এবং চিকিৎসা নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) HBP and Liver Transplant Surgery বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফ উদ্দিন বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, লিভার প্রতিস্থাপন সার্জারি এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে লিভার ক্যান্সারসহ লিভারের বহু জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন এবং লিভার ক্যান্সার বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন ।