Your Nutritionist

Your Nutritionist Diets & Daily Diary

এই ছবিটা যখন তোলা হয় তখন লঞ্চ ঘাটে ভিড়েছে। সব যাত্রী নেমে গিয়েছেন। আমরাও নেমে যাওয়ার আগ মুহূর্তে তোলা ছবিটা। তাড়াহু...
17/06/2025

এই ছবিটা যখন তোলা হয় তখন লঞ্চ ঘাটে ভিড়েছে। সব যাত্রী নেমে গিয়েছেন। আমরাও নেমে যাওয়ার আগ মুহূর্তে তোলা ছবিটা। তাড়াহুড়োয় দৌড়ে ছবিটা তুলতে গিয়ে হেসে ফেলেছিলাম।

অথচ আমি না বললে অনেকেই ভাবতো মাঝনদীতে দারুণ এডভেঞ্চারের সময় ছবিটা তোলা।

কারণ? পারসপেকটিভ। ছবিটিতে শুধু নদীই দেখা যাচ্ছে। ভিড়ভর্তি ঘাটটা না, যেটা এই ছবির অপজিটে ছিল।

জীবনও এমন। আমরা সেটুকুই দেখি এবং জানি যেটা মানুষ আমাদের দেখায়। মুদ্রার অপর পিঠটা আমাদের অজানাই রয়ে যায়।

তবে মজার বিষয় হলো, এত অল্প জেনেও আমরা মানুষকে দেখে আফসোস করি, দীর্ঘশ্বাস ফেলে বলি, 'বাহ কি দারুন লাইফ'। আর এই চিন্তা আমাদের ভালো থাকতে দেয়না!

তাই এখন থেকে আর অন্যকে দেখে আফসোস করা যাবে না। প্রচুর হাসতে হবে, মন খুলে বাঁচতে হবে, আর নিজের ভালোটুকু নিয়ে ভালো থাকতে হবে 🩷

03/08/2024

বাঙালি হিসেবে আমি গর্বিত 🇧🇩
আমরা ইতিহাস গড়ি ❤️
টাইমলাইনে রেখে দিলাম, ইতিহাসের সাক্ষী হয়ে থাকুক 🇧🇩

উচ্চ রক্তচাপঃ নীরব ঘাতক, জেনে নিন কারণ, লক্ষণ ও প্রতিকারের উপায়হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কে বলা হয় নীরব ঘাতক। রোগটি যে...
24/05/2024

উচ্চ রক্তচাপঃ নীরব ঘাতক, জেনে নিন কারণ, লক্ষণ ও প্রতিকারের উপায়

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কে বলা হয় নীরব ঘাতক। রোগটি যেন ক্রমশ মহামারীর মতন ছড়িয়ে পড়ছে। বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন এ ভুগছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক চতুর্থাংশ মানুষই উচ্চ রক্তচাপ এ আক্রান্ত। ১৭ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই দিনে চলুন জেনে নেই এই রোগের কারণ, পথ্য ও প্রতিকার।

হাইপারটেনশন কি?
হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ/হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হিসেবে চিহ্নিত করা হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কারো রক্তচাপের মাত্রা যদি ১৪০/৯০ এর চেয়ে বেশি থাকে তখন সেই শারীরিক অবস্থাকে উচ্চ রক্তচাপ বলা হয়। যদি ৯০/৬০ বা এর আশেপাশে থাকে তখন সেই অবস্থাকে লো ব্লাড প্রেশার বলা যায়। তবে বয়সভেদে এই মানে ভিন্নতা দেখা দিতে পারে।

হাইপারটেনশন এর কারনঃ
খাবারে অতিরিক্ত বা আলগা লবন গ্রহণ, প্রতিদিন ছয় গ্রাম অথবা এক চা চামচের বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে
অতিরিক্ত দৈহিক ওজন বা স্থুলতা
লবনাক্ত খাবার বেশি গ্রহণ, যেমনঃ চানাচুর, চিপস, আচার ইত্যাদি
অতিরিক্ত রেড মিট অর্থাৎ গরু বা খাসির মাংস
অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ বা শুঁটকি
প্রসেসড ফুড, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যেমনঃ সিঙ্গারা, সমুচা, কাবাব, গ্রিল, চপ, যেকোনো প্যাকেতজাত খাবার ইত্যাদি
চিজ, মাখন, পেস্ট্রি ও কেক এ অতিরিক্ত পরিমাণ সোডিয়াম থাকে তাই এসব খাবার খেলে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে
অতিরিক্ত চা বা কফি, কারণ অতিরিক্ত ক্যাফেইন রক্তনালি সরু করে দিতে পারে, ফলে উচ্চ রক্তচাপ বাড়ে
বয়স যেমন ৪০ বছরের পর থেকে রক্ত চাপের ঝুঁকি বাড়ে
এছাড়াও মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা, শারীরিক-মানসিক দুশ্চিন্তা, দীর্ঘদিন ঘুমের সমস্যা ইত্যাদি কারণে হাইপারটেনশন দেখা দিতে পারে।

লক্ষণঃ
মাথা ব্যথা
ঘাড়ে ব্যথা
বমি বমি ভাব, বমি
শরীর কাঁপতে থাকা
রাতে ঘুম কম হওয়া
জ্ঞান হারিয়ে ফেলা ইত্যাদি

শারীরিক ঝুঁকিঃ
রক্তচাপ নিয়ন্ত্রনে না থাকলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন-
হৃদরোগ, যেমনঃ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে হৃদপিণ্ডের রক্ত নালি সরু হয়ে হার্ট অ্যাটাক হতে পারে এছাড়াও উচ্চ রক্ত চাপের ফলে হৃদপিণ্ডের পেশি সরু হয়ে হার্ট ফেইলিউর এর মতন মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে
অনিয়ন্ত্রিত রক্তচাপের রোগীদের কিডনি জনিত বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
মস্তিষ্কের রক্ত নালি সরু হয়ে স্ট্রোক এর মতন সমস্যা দেখা দিতে পারে
রেটিনায় রক্ত ক্ষরণ হয়ে দৃষ্টিশক্তি জনিত বিভিন্ন সমস্যা এমনকি অন্ধত্বও দেখা দিতে পারে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়ঃ খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

খাদ্যাভ্যাসঃ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে যেসব খাবার খাবেন-
প্রচুর পরিমাণে শাকসবজি যেমনঃ পালংশাক, ফুলকপি, শসা, লাউ, মটরশুঁটি, কলমি শাক, বাঁধাকপি, টমেটো, কুমড়া, বেগুন ইত্যাদি
পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ফলমূল যেমনঃ আমলকি, নাশপতি, পেঁপে, বেদানা, পেয়ারা ইত্যাদি। এছাড়াও দেশীয় মৌসুমি ফল যা প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ যেমনঃ লেবু, কমলা, পেয়ারা, আমড়া ও আমলকী।
পটাশিয়াম যুক্ত খাবার যেমনঃ কলা, ডাবের পানি, টমেটো ইত্যাদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে ভূমিকা রাখতে পারে।
এছাড়াও ছোট মাছ, রসুন, বাদাম, ওটস ইত্যাদি খাদ্য রক্তচাপ নিয়ন্ত্রন করে।
উচ্চ রক্তচাপে প্রতিদিন একটি দেশি মুরগির ডিম ও এক কাপ সর ছাড়া দুধ খাওয়া যাবে।

যেসব খাবার বাদ দিবেন-
অতিরিক্ত বা আলগা লবন
লবনাক্ত খাবার যেমনঃ চানাচুর, চিপস, আচার
রেড মিট অর্থাৎ গরু বা খাসির মাংস
মাখন, পেস্ট্রি, কেক ইত্যাদি অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার।

লাইফস্টাইল-
নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে, প্রতিদিন কমপক্ষে ৩০-৪০ মিনিট হাঁটতে হবে
পরিমিত পরিমাণে ঘুমাতে হবে, প্রতিদিন ৮-১০ ঘন্টা।
তামাক ও তামাক জাতীয় বস্তু পরিত্যাগ করতে হবে
নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে
ব্লাড স্যুগার নিয়ন্ত্রনে রাখতে হবে
ওজন নিয়ন্ত্রনে রাখতে হবে
স্ট্রেস বা মানসিক চাপ কমাতে হবে
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নির্দেশনা মোতাবেক ওষুধ গ্রহণ বা বর্জন করতে হবে।

গত ১৭ই মে ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ 2024 সালের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের থিম হিসাবে "আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, এটি নিয়ন্ত্রণ করুন, দীর্ঘ দিন বাঁচুন " ঘোষণা করেছে।

সাদিয়া শাহরিণ শিফা
নিউট্রিশনিস্ট
আমেরিকান ওয়েলনেস সেন্টার

আলহামদুলিল্লাহ, পত্রিকায় প্রকাশিত আমার লেখা সুস্বাস্থ্য ও সঠিক খাদ্যাভ্যাস বিষয়ক আর্টিকেল।নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে...
09/04/2024

আলহামদুলিল্লাহ, পত্রিকায় প্রকাশিত আমার লেখা সুস্বাস্থ্য ও সঠিক খাদ্যাভ্যাস বিষয়ক আর্টিকেল।
নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো আর্টিকেলটি পড়তে পারেন।

দৈনন্দিন জীবনে খাদ্য গ্রহণে আমরা কতটা সচেতন? বেশিরভাগ বেলায়ই আমাদের নানান ধরনের কর্মব্যস্ততার মধ্য দিয়ে বেশ অসচ....

When virtue and modesty enlighten her charms, the lustre of a beautiful woman is brighter than the stars of heaven, and ...
17/12/2023

When virtue and modesty enlighten her charms, the lustre of a beautiful woman is brighter than the stars of heaven, and the influence of her power it is in vain to resist 🌸

ফাইনালের একসপ্তাহ আগে জানতে পারা অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছি।  Finally, Graduated Alhumdulillah. ❤️Physically, mental...
11/07/2023

ফাইনালের একসপ্তাহ আগে জানতে পারা অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছি। Finally, Graduated Alhumdulillah. ❤️
Physically, mentally destroyed ছিলাম। ধন্যবাদ আব্বু, আম্মু, আপু , ফাহিম আর আমার ফ্রেন্ডদের যারা আমাকে গত চার বছর ধরে সাপোর্ট করে গেছো। Will always be grateful to every single one who'd supported me throughout this tough phase 🤗 (CGPA:3.69) 🌸

ঈদে নতুন জামা পরে সাজুগুজু করে রেডি হইনি। তারপর বেশ ক'দিন কেটেও গেছে। ছোট ভাইকে বলেছিলাম- আমি রেডি হবো তুমি ছবি তুলে দিবা। এমন বলার পরেও আলসেমিতে আরও ২/৪ দিন চলে গেছে। সন্ধ্যা থেকেই ভাই বলছিল, কই তুমি নাকি সাজগোজ করবা, কবে? এখনি যাও। আম্মু বলছিল এখনই যাও। বড় আপুও বেশ ক'দিন পর ক্যান্টনমেন্ট থেকে এলো। তো, সবাই এত কেন বলছে কাহিনী না বুঝেই আমি রেডি হতে চলে গেলাম! আমার রুমে রেডি হচ্ছি তাও বারবার নক, তাড়াতাড়ি এসো! কাহিনী কি বুঝতেই পারছিলাম না। ভেবেছি আমার মন ভালো আর হাসিখুশি করার জন্য বাসার সবাই সবসময় আমাকে চিয়ার আপ করে সবকিছুতে, ভেবেছি এটাও তাই হয়তো। কিন্তু বেরিয়ে দেখি লাইট অফ (তারপর সবকিছু নিচে ভিডিও ও ছবিতে দেখুন)!
ব্যাপার হচ্ছে, আপু যে আসার সময় আমার জন্য কেক নিয়ে এসেছে এর বিন্দুমাত্র আঁচ পাইনি ❤️। আর টিভিতে রাখা পোস্টারটা বানিয়েছে আমার ছোট ভাই💜
অবশেষে, এই ক্ষেত্রেও আমাকে সারপ্রাইজ দিয়ে দিল! আমার গ্রাজুয়েশনের ছোটখাটো কিন্তু বেশ স্পেশাল সেলিব্রেশনটা এভাবে ই হলো। 🤗💖

_সাদিয়া শাহরিণ শিফা
পুষ্টিবিদ

02/07/2023

Eid Mubarak Everyone ❤️ ঈদ স্পেশাল নওয়াবী সেমাই সাথে একশো ডায়েট টিপস 😇

A perfect qurban evening snack table 🌙❤️
29/06/2023

A perfect qurban evening snack table 🌙❤️

28/06/2023

GRWM for an international conference || Nourish Next Generation Conference 2023

"মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত"Nourish Next Gen Conference 2023 💚
11/06/2023

"মজবুত হলে পুষ্টির ভিত
স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত"

Nourish Next Gen Conference 2023 💚

এটা একটা healthy প্লেট 🍱 আপনার প্লেট এমন তো?
07/06/2023

এটা একটা healthy প্লেট 🍱 আপনার প্লেট এমন তো?

05/06/2023

ওজন কমাতে আপনাকে মোটিভেট করার চেয়ে ডিমোটিভেট করার মানুষ থাকবে বেশি। অথচ তারাই আপনাকে নিয়ে সমালোচনা করবে বেশি।
তাই মানুষের কথায় কান না দিয়ে নিজেকে নিয়ে ভাবুন।
সঠিক ওজন= সুস্থ সুন্দর জীবন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Your Nutritionist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category