25/01/2026
বন্ধ্যাত্ব রোগীদের একটা মানুষিক সমস্যা হলো তারা সঠিক পিওর বন্ধ্যাত্ব ডাক্তারের কাছে না গিয়েই ভুল ভাল ডাক্তারের কাছে কিছু দিন চিকিৎসা নিয়ে সফলতা না পেলে আর ফেসবুকে ইউটিউবে চটকদার এড ভিডিও দেখে অল্প কিছু ছোট খাটো সমস্যা হলেই মনে করে আইভিএফ করতে হবে তা ছাড়া আর বেবি কনসিভ হবে না।
মানে কি আর বলার
তারা এটাও জানে না আইভিএফ কেনো লাগে?
পুরো কমপ্লিট করতে শেষ পর্যন্ত কতো টাকা লাগতে পারে?
অবশেষে এর সফলতা কতো %.
তাই আমরা অনুরোধ করবো অনেক ডাক্তার দেখাইছেন অনেক টাকা খরচ করছেন আপনি বুঝেই আইভিএফ করেন আর না বুঝে তার আগে একবার হলেও আমাদের ডাক্তারের পরামর্শ নিন প্লিজ।
আমরা আইভিএফ ছাড়াই আমাদের বন্ধ্যাত্ব রোগীদের ৮০% সফলতা দিয়ে থাকি।
আমাদের অভিজ্ঞ পিওর বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তারগনঃ
সহযোগী অধ্যাপক ডা: ডালিয়া রহমান,
MBBS, BCS, FCPS (গাইনী এন্ড অবস),
FCPS ( হরমোন ও বন্ধ্যাত্ব) ঢাকা মেডিকেল কলেজ।
ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্),
এফসিপিএস- (হরমোন ও বন্ধ্যাত্ব) ঢাকা মেডিকেল কলেজ।
ডাঃ রওনক লায়লা MBBS ,BCS, FCPS (গাইনী এন্ড অবস্ এফপি),
MS (হরমোন ও বন্ধ্যাত্ব রোগ) বিএসএমএমইউ.
ডাঃ ইভা রানী নন্দী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্), এফসিপিএস-( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ) ঢাকা মেডিকেল কলেজ।
ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক , গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.