Heartbeat Diagnostic & Fertility Clinic

Heartbeat Diagnostic & Fertility Clinic বন্ধ্যাত্ব ও গাইনি রোগ চিকিৎসার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।ঠিকানা-গ্রীনরোড,পান্থপথ সিগনাল,ধানমন্ডি ঢাকা।মোবাইল -০১৮২১-৯০৭২০৭, ০১৭৩০-১৯১৯২২.
(2)

বন্ধ্যাত্ব ও গাইনি চিকিৎসার একটি বিশস্ত প্রতিষ্ঠান

বন্ধ্যাত্ব  রোগীদের একটা মানুষিক সমস্যা  হলো তারা সঠিক পিওর বন্ধ্যাত্ব ডাক্তারের কাছে না গিয়েই  ভুল ভাল ডাক্তারের কাছে  ...
25/01/2026

বন্ধ্যাত্ব রোগীদের একটা মানুষিক সমস্যা হলো তারা সঠিক পিওর বন্ধ্যাত্ব ডাক্তারের কাছে না গিয়েই ভুল ভাল ডাক্তারের কাছে কিছু দিন চিকিৎসা নিয়ে সফলতা না পেলে আর ফেসবুকে ইউটিউবে চটকদার এড ভিডিও দেখে অল্প কিছু ছোট খাটো সমস্যা হলেই মনে করে আইভিএফ করতে হবে তা ছাড়া আর বেবি কনসিভ হবে না।
মানে কি আর বলার
তারা এটাও জানে না আইভিএফ কেনো লাগে?
পুরো কমপ্লিট করতে শেষ পর্যন্ত কতো টাকা লাগতে পারে?
অবশেষে এর সফলতা কতো %.
তাই আমরা অনুরোধ করবো অনেক ডাক্তার দেখাইছেন অনেক টাকা খরচ করছেন আপনি বুঝেই আইভিএফ করেন আর না বুঝে তার আগে একবার হলেও আমাদের ডাক্তারের পরামর্শ নিন প্লিজ।

আমরা আইভিএফ ছাড়াই আমাদের বন্ধ্যাত্ব রোগীদের ৮০% সফলতা দিয়ে থাকি।
আমাদের অভিজ্ঞ পিওর বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তারগনঃ

সহযোগী অধ্যাপক ডা: ডালিয়া রহমান,
MBBS, BCS, FCPS (গাইনী এন্ড অবস),
FCPS ( হরমোন ও বন্ধ্যাত্ব) ঢাকা মেডিকেল কলেজ।

ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্),
এফসিপিএস- (হরমোন ও বন্ধ্যাত্ব) ঢাকা মেডিকেল কলেজ।

ডাঃ রওনক লায়লা MBBS ,BCS, FCPS (গাইনী এন্ড অবস্ এফপি),
MS (হরমোন ও বন্ধ্যাত্ব রোগ) বিএসএমএমইউ.

ডাঃ ইভা রানী নন্দী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্), এফসিপিএস-( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ) ঢাকা মেডিকেল কলেজ।

ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক , গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহন করুন ইনশাআল্লাহ সফলতা পাবেন। ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাও...
23/01/2026

আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহন করুন ইনশাআল্লাহ সফলতা পাবেন। ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড, ধানমন্ডি ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

🌸 গর্ভধারণের জন্য ডিম্বাণু কিভাবে বড়ো করবেন?অনেকে মনে করেন— “ডিম্বাণু আছে মানেই গর্ভধারণ হবে”কিন্তু চিকিৎসাবিজ্ঞানের ভা...
07/01/2026

🌸 গর্ভধারণের জন্য ডিম্বাণু কিভাবে বড়ো করবেন?

অনেকে মনে করেন—
“ডিম্বাণু আছে মানেই গর্ভধারণ হবে”
কিন্তু চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ডিম্বাণুর আকার, গুণমান ও পরিপক্বতা এই তিনটি ঠিক না হলে গর্ভধারণে সমস্যা হয়, এমনকি ডিম ঠিক ঠাক ফুটলেও।

🥚 ডিম্বাণু “বড়ো” হওয়া বলতে কী বোঝায়?

ডিম্বাণু ডিম্বাশয়ে একটি Follicle–এর ভেতরে বড়ো হয়।
সঠিক যে সাইজে ডিম ফুটে সেটি হলো ১৮–২২ মিমি।

সময়: সাধারণত মাসিকের ১৩-১৫ তম দিনে।

ডিম্বাণু বড় না হওয়ার সাধারণত যেসব কারণ দায়ীঃ
• হরমোনাল সমস্যা
• PCOS / থাইরয়েড সমস্যা
• অতিরিক্ত স্ট্রেস ও ঘুমের ঘাটতি
• আয়রন, ভিটামিন D অভাবে
• দীর্ঘদিন অনিয়মিত খাওয়া বা ডায়েটিং

ডিম্বাণু বড়ো ও পরিপক্ব করতে কার্যকর চিকিৎসাঃ

হরমোন সমস্যা ঠিক করা (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
নিয়মিত ঘুম (৭–৮ ঘণ্টা)
দীর্ঘ স্ট্রেস কমান

সঠিক পুষ্টি ছাড়া ডিম্বাণু বড়ো হয় না
খাবারে অবশ্যকঃ

(সবুজ শাক)
🥚 Protein
🥜 Omega-3
🥛 Vitamin D
🍎 Iron

ওজন খুব কম বা বেশি হলে সতর্ক হন
আদর্শ ওজন গর্ভধারণের জন্য অত্যন্ত জরুরি।

নিজে নিজে হরমোন বা ওষুধ খাবেন না।
নিজে নিজে খেয়ে ফেলেন যা ডিম্বাণুর ক্ষতি করতে পারে।
এসব কেবল ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত।

মনে রাখবেন ডিম্বাণু এক মাসে “জাদুর মতো” বড়ো হয় না।
ডিম্বাণু বড়ো করা মানে শুধু একটি মাসের চেষ্টা নয়—
এটি একটি হরমোন, পুষ্টি ও লাইফস্টাইলের সম্মিলিত প্রক্রিয়া।
সঠিক চিকিৎসা পরামর্শ পেতে আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন-

হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক
গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১-৯০৭২০৭,০১৭৩০-১৯১৯২২

১) প্রফেসর ডাঃ জগলুল হায়দার খান জুয়েল। MBBS,FCPS ( গাইনী এন্ড অবস),বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ভারত।
২) সহযোগী অধ্যাপক ডা: ডালিয়া রহমান,
MBBS, BCS, FCPS (গাইনী এন্ড অবস),
FCPS ( হরমোন ও বন্ধ্যাত্ব) ঢাকা মেডিকেল কলেজ।
৩) ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্),
এফসিপিএস- (হরমোন ও বন্ধ্যাত্ব) ঢাকা মেডিকেল কলেজ।
৪) ডাক্তাঃ রওনক লায়লা MBBS ,BCS, FCPS (গাইনী এন্ড অবস্ এফপি),
MS (হরমোন ও বন্ধ্যাত্ব রোগ) পিজি হসপিটাল (বিএসএমএমইউ).
৫) ডাঃ ইভা রানী নন্দী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্), এফসিপিএস-( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ) ঢাকা মেডিকেল কলেজ।

আল্লাহর উপর ভরসা রাখুন সঠিক ডাক্তারের কাছে সঠিক  ও উন্নত  চিকিৎসা করুন ইনশাআল্লাহ সফলতা পাবেন। যোগাযোগ - হার্টবিট গাইনি ...
26/12/2025

আল্লাহর উপর ভরসা রাখুন সঠিক ডাক্তারের কাছে সঠিক ও উন্নত চিকিৎসা করুন ইনশাআল্লাহ সফলতা পাবেন। যোগাযোগ - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

নারীদের মাসিকজনিত আয়রনের ঘাটতি অবহেলা করলে এক সময় তা অ্যানিমিয়ায় পরিণত হয়।মাসিকের সময় শরীর থেকে রক্তক্ষরণের সঙ্গে আয়রন (...
16/12/2025

নারীদের মাসিকজনিত আয়রনের ঘাটতি অবহেলা করলে এক সময় তা অ্যানিমিয়ায় পরিণত হয়।

মাসিকের সময় শরীর থেকে রক্তক্ষরণের সঙ্গে আয়রন (Iron) বের হয়ে যায়। আয়রন হলো হিমোগ্লোবিন তৈরির প্রধান উপাদান, যা শরীরে অক্সিজেন বহন করে।

প্রতি মাসে একজন নারীর গড়ে ৩০–৪০ মি.লি. রক্তক্ষরণ হয়, আবার কারও ক্ষেত্রে এটি ৮০ মি.লি. পর্যন্তও হতে পারে।
রক্তের সঙ্গে হিমোগ্লোবিন কমে যায়, আর হিমোগ্লোবিন কমলে আয়রনও স্বাভাবিকভাবেই হ্রাস পায়।

রক্তক্ষরণের পর শরীর নতুন রক্ত তৈরির চেষ্টা করে। এই প্রক্রিয়াকে সমর্থন করতে প্রচুর আয়রন প্রয়োজন।
কিন্তু খাদ্যাভ্যাসে পর্যাপ্ত আয়রন না থাকলে ঘাটতি দ্রুত পূরণ হয় না।
যেসব নারীর—
পিরিয়ড ৭ দিনের বেশি চলে
প্রতিবারই প্রচুর রক্তপাত হয়
দুই ঘণ্টার কম সময়ে প্যাড পুরো ভিজে যায়
তাদের ক্ষেত্রে আয়রন ঘাটতির ঝুঁকি আরও বেশি।

আয়রন কমে গেলে অনেকেই বুঝতে পারেন না, কারণ লক্ষণগুলো খুব সাধারণ:
অবসাদ, মাথা ঘোরা
শ্বাস নিতে কষ্ট
খুব সহজে ক্লান্ত হয়ে পড়া
নখ ভেঙে যাওয়া / চুল পড়া
ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া
মনোযোগ কমে যাওয়া
এগুলোকে কখনোই "স্বাভাবিক" ধরে নেওয়া উচিত নয়।

কীভাবে আয়রন পূরণ করবেন?
আয়রনসমৃদ্ধ খাবার
লাল মাংস, ডিম, পালং শাক, কলিজা, মসুর ডাল, বীট, কিসমিস, খেজুর, কালোজিরা।

ভিটামিন C এর সঙ্গে আয়রন নিলে শোষণ বৃদ্ধি পায়
যেমন—লেবু, কমলা, পেয়ারা।

চা/কফি খাবেন না খাবারের ১ ঘণ্টা আগে বা পরে
কারণ এগুলো আয়রন শোষণ কমিয়ে দেয়

কখন ডাক্তার দেখাবেন?
👉 পিরিয়ড অতিরিক্ত দীর্ঘ বা খুব বেশি রক্তপাত হলে
👉 বারবার মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব হলে
👉 আগের থেকে পিরিয়ড পরিবর্তন হলে
👉 গর্ভধারণের পরিকল্পনা থাকলে (কারণ আয়রন ঘাটতি প্রেগন্যান্সিতে সমস্যা বাড়ায়)

নারীদের মাসিকজনিত আয়রন ঘাটতি খুব সাধারণ, কিন্তু অবহেলা করলে গুরুতর অ্যানিমিয়ায় পরিণত হতে পারে।

তাই গাইনী বান্ব্যাত্ব সমস্যায় আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহণ করুন।
ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড, ঢাকা। যোগাযোগ -০১৮২১-৯০৭২০৭, ০১৭৩০-১৯১৯২২.

#নারীরস্বাস্থ্য #মাসিকস্বাস্থ্য #স্বাস্থ্যটিপস

❌ প্রজনন বা বাচ্চা না হওয়ার কারন শুধু নারীর একার  দায় নয় 🍌🌶️🍌বন্ধ্যাত্বের প্রায় ৪০-৫০% কারণ পুরুষের সমস্যা🍆ফিট থাকা স...
25/11/2025

❌ প্রজনন বা বাচ্চা না হওয়ার কারন শুধু নারীর একার দায় নয় 🍌🌶️

🍌বন্ধ্যাত্বের প্রায় ৪০-৫০% কারণ পুরুষের সমস্যা🍆

ফিট থাকা সিমেন/ বীর্য বের হওয়া মানেই সুস্থ বা শুক্রাণু নয়।

🚭 শুক্রাণুর মান স্থায়ী নয়—বয়স, কাজের চাপ, টেনশন, নেশা জাতীয় খাবার, কম ঘুম, জীবনযাপন ও পরিবেশের প্রভাবে শুক্রাণুর মান ও ধীরে ধীরে কমে।

এই অভ্যাসগুলো সাথে সাথে ক্ষতিকর মনে না হলেও,
সময়ের সঙ্গে পিতৃত্বের সম্ভাবনা শুক্রানুর মান কমিয়ে দেয়। তাই ভবিষ্যতে বাবা হতে চাইলে এই অভ্যাস গুলো আজই চেন্জ করুন।

🚫 কারণ শুক্রাণুর মান চিরদিন থাকে না। বয়স বাড়ার সাথে সাথে মান ও সংখ্যা ও কমতে থাকে ⚠️

♐আপনার ভবিষ্যৎ পরিবারকে সুরক্ষিত করা আপনার ও দায়িত্ব। 🚸

তাই যদি আপনারা বেবি নেওয়ার ট্রাই কোরতেছেন তাহলে দেরি হওয়ার আগেই জেনে নিন আপনার শুক্রাণুর গুণগত মান কেমন।

আমাদের বিশেষজ্ঞ ডাক্তারঃ

ডাঃ চলন্তিকা রানী
এমবিবিএস, বিসিএস,
এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্)
এফসিপিএস- ( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ)
ঢাকা মেডিকেল কলেজ

ডাঃ ইভা রানী নন্দী
এমবিবিএস, বিসিএস
এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্)
এফসিপিএস- ( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ)
ঢাকা মেডিকেল কলেজ

ডাঃ রওনক লায়লা
এমবিবিএস, বিসিএস
এমএস- ( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ)
এফসিপিএস- ( গাইনী এন্ড অবস্ এফপি)
ঢাকা মেডিকেল কলেজ

আমাদের ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

প্রতিষ্ঠানের জন্য আগামী জানুয়ারী মাস থেকে ১ জন ফিমেল টেকনলজিস্ট (ল্যাব) প্রয়জন। প্রাথীকে অবশ্যই ডিপ্লোমা পাশ থাকতে হবে। ...
24/11/2025

প্রতিষ্ঠানের জন্য আগামী জানুয়ারী মাস থেকে ১ জন ফিমেল টেকনলজিস্ট (ল্যাব) প্রয়জন।

প্রাথীকে অবশ্যই ডিপ্লোমা পাশ থাকতে হবে।

ডিউটি টাইম ৮.৩০ ঘণ্টা। শিফটিং ডিউটি। সকাল ৮.৩০ - বিকেল ৫ টা পর্যন্ত ৩ দিন আবার সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৩ দিন।
শুক্রবার সাপ্তাহিক ছুটি

এটি একটি ডায়াগনস্টিক ও বন্ধ্যাত্ব সেন্টার তাই মোটামুটি প্রায় সব সরকারি ছুটি গুলো দেওয়া হয়।
বাৎসরিক পারসোনাল ছুটি ৮ টা দেওয়া হয়।
বোনাস ২ ঈদে বেতনের ৫০ %

এটি একটি ডায়াগনস্টিক এন্ড ফার্টিলিটি সেন্টার তাই আমাদের সকল ডাক্তার গাইনী ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং রোগীরা ও গাইনী রোগী।

আমাদের স্টাফ রা প্রায় সবাই ফিমেল।

অলরেডি ২ জন ল্যাব টেকনলজিস্ট আছে। আর ১ জন নেওয়া হবে। কাজের চাপ খুবই কম।

বেতন ১৬/১৭ কে। তবে সিনিয়র অভিজ্ঞতার উপর আলোচনা সাপেক্ষে।

সিভি দিতে যোগাযোগ করুন - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৭৩০১৯১৯২২.( হয়াটএপস)

19/11/2025

বছরের পর বছর অপেক্ষা , হতাশা, পরিবারের চাপ।

কিন্তু আশা ছাড়েন নি অনেক ধৈর্য ও সাহস নিয়ে চেষ্টা করেছেন।
জি রোগী - আছিয়া খাতুন, বয়স ৩৪, মোহাম্মদপুর, ঢাকা।
তিনি তার পাশের ফ্ল্যাটের ভাবীর মুখে শোনেন ডাঃ চলন্তিকা রানী ম্যাডামের কথা। তিনি পাশের ফ্ল্যাটের ভাবীর সফলতার কথা শুনে অনেক আশা নিয়ে আসেন মেডামের চেম্বারে।
রোগী টি যখন চেম্বারে এসে মেডামের ভিজিটিং কার্ডে দেখতে পান যে :

ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস-( গাইনী এন্ড অবস্ রোগ )
এফসিপিএস- ( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ)

তখন ওনার মলিন মুখ টা বেশ আনন্দে ভরে উঠে বলেন আমি তো এতোদিন দেখতাম ডাক্তার রা এফসিপিএস- গাইনী রোগ এর উপর ডিগ্রি করা কিন্তু মেডাম আবার আলাদা করে এফসিপিএস- বন্ধ্যাত্ব ও হরমোন রোগের উপর ডিগ্রি করা।

মেডাম সব পুরাতন রিপোর্ট গুলো দেখে যাস্ট তার ১ টি মাএ পরীক্ষা SIS test কোরলেন। রিপোর্টে ধরা পোড়ল রোগীর সারভাইকাল পলিপ।
ব্যাস মেডাম আমাদের এখানেই পলিপ রিমুভ করে দিলেন ও SIS test এর মাধ্যমে টিউব গুলো ফ্ল্যাস করে দিলেন।

কিছুদিন চিকিৎসার পর রোগী পজিটিভ। BhCG পজিটিভ। রোগীর খুশি কে দেখে। সেই খুশিতে চোখের পানি ফেললেন আর আমাদের মিস্টি খাওয়ালেন।

শিক্ষা - বন্ধ্যাত্ব রোগ কোন জটিল সমস্যা নয় সঠিক উন্নত চিকিৎসার মাধ্যমে হয় নিরাময়। ধৈর্য ধরে চিকিৎসা করাতে হবে। এটাও সত্যি গাইনী ডাক্তার মানেই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ নয় সঠিক পিওর বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে সন্ধান করে নিতে হবে যে ডাঃ আপনার কথা গুলো সময় নিয়ে শুনবে এবং সঠিক পরামর্শ দিবে।

আমাদের ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক , গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড, ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭,০১৭৩০১৯১৯২২

19/11/2025

মেয়েদের জরায়িতে টিউমার বা ফাইব্রয়েড এর সঠিক উন্নত চিকিৎসা Part 10

19/11/2025

মেয়েদের জরায়িতে টিউমার বা ফাইব্রয়েড এর সঠিক উন্নত চিকিৎসা Part 9

19/11/2025

মেয়েদের জরায়িতে টিউমার বা ফাইব্রয়েড এর সঠিক উন্নত চিকিৎসা Part 8

Address

Dhaka

Telephone

+8801821907207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heartbeat Diagnostic & Fertility Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Heartbeat Diagnostic & Fertility Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram