Vision Nursing Admission Care

Vision Nursing Admission Care Our Vision, Your Success
(1)

22/07/2025

"বিজয়-২৬" নার্সিং ভর্তি প্রস্তুতি ২০২৫।
ক্লাস টপিকঃ রক্ত

ইতোমধ্যে ৭ জন ডোনারের কাছ থেকে ৪,৫০০ বর্গ সে.মি. ত্বক সংগ্রহ করেছে দেশের প্রথম 'স্কিন ব্যাঙ্ক'!জাতীয় বার্ন ও প্লাস্টিক ...
22/07/2025

ইতোমধ্যে ৭ জন ডোনারের কাছ থেকে ৪,৫০০ বর্গ সে.মি. ত্বক সংগ্রহ করেছে দেশের প্রথম 'স্কিন ব্যাঙ্ক'!

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সম্প্রতি দেশের প্রথম স্কিন ডোনেশন ইউনিট চালু করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের (SGH) প্রযুক্তি সহায়তায় চালু হয় এটি। এই ইউনিটে কর্মরত আছেন ৮ জন ডক্টর এবং নার্স, যারা সবাই SGH থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।

প্রশ্ন হচ্ছে, কারা চামড়া দান করেন? না, মরণোত্তর নয়। বিভিন্ন সার্জারির দরুন যাদের অতিরিক্ত চামড়া সরিয়ে ফেলা হয় তারাই সেই চামড়াটুকু স্কিন ব্যাঙ্কে দান করেন। এমন কিছু সার্জারি— ওবেসিটি সার্জারি, অ্যাবডোমিনোপ্লাস্টি ইত্যাদি।

সার্ক (SAARC-South Asian Association for Regional Co-operation)  হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠ...
21/07/2025

সার্ক (SAARC-South Asian Association for Regional Co-operation) হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন।
👉প্রতিষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
👉প্রধান উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বাংলাদেশ)।
👉সার্কের সদরদপ্তর অবস্থিত- কাঠমুন্ডু, নেপাল।
👉সর্বশেষ সদস্য আফগানিস্তান (২০০৭)।
👉মহাসচিব নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
👉প্রথম চেয়ারম্যান- হোসাইন মোহাম্মদ এরশাদ (বাংলাদেশ)।
👉প্রথম মহাসচিব- আবুল আসান (বাংলাদেশ)।
👉প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
👉প্রথম নারী মহাসচিব- ফাতিমা দিয়ানা সাঈদ।
👉সার্ক ঘোষিত মীনা দিবস- ৮ ডিসেম্বর।
👉সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান- নেপাল।
👉সার্ক সম্মেলনে যা করা যায়না- দ্বিপাক্ষিক আলোচনা।
👉 SAARC এর অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- ৩টি (নেপাল, আফগানিস্তান, ভুটান)।
👉সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০১৪ সালে; নেপালে।
👉সম্মেলন বন্ধ আছে ২০১৬ সাল থেকে।

🗣️অবশেষে ২৪-২৫ সেশনে Vision Nursing Admission Care থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশের ক্রেস্ট পাঠানো সম্পূর্ণ হল। আ...
17/07/2025

🗣️অবশেষে ২৪-২৫ সেশনে Vision Nursing Admission Care থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশের ক্রেস্ট পাঠানো সম্পূর্ণ হল।
আশা করি, বাকিরাও খুব দ্রুত পেয়ে যাবে✌️✌️

17/07/2025

"বিজয়-২৬" ফ্রী কোর্স লাইভ ক্লাস নং ০৩।
টপিকঃ রক্ত
Mentor : Shadhain Sourov
Graduate,Bangladesh Medical University

👉দেখা হচ্ছে আজ সন্ধ্যা ৬ টায় Vision Nursing Admission Care এর ফেসবুক পেইজে  #বিজয়_২৬ ব্যাচের চতুর্থ ক্লাস নিয়ে।
17/07/2025

👉দেখা হচ্ছে আজ সন্ধ্যা ৬ টায় Vision Nursing Admission Care এর ফেসবুক পেইজে #বিজয়_২৬ ব্যাচের চতুর্থ ক্লাস নিয়ে।

দ্বিতীয় মাইগ্রেশান ও ওয়েটিং লিস্টের ফলাফল -সবাইকে অভিনন্দন ❤️
16/07/2025

দ্বিতীয় মাইগ্রেশান ও ওয়েটিং লিস্টের ফলাফল -

সবাইকে অভিনন্দন ❤️

15/07/2025
15/07/2025

ঘুরে দাড়ানোর এই সুযোগে হাল ছেড়ে দিওনা🎯

নিশব্দে বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঞ্জু...ভালো বাংলা বলতে পারতেন না তিনি—চা শ্রমিক পরিবারের মেধাবী ছেলে সঞ্জয় বড়া...
15/07/2025

নিশব্দে বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঞ্জু...

ভালো বাংলা বলতে পারতেন না তিনি—চা শ্রমিক পরিবারের মেধাবী ছেলে সঞ্জয় বড়াইক। এই ‘ভালো না পারা’র মূল্য তাকে দিতে হয়েছে শুধু ক্যাম্পাসেই নয়, ব্যক্তিজীবনেও। হারিয়েছিলেন টিউশনির মতো প্রয়োজনীয় আয়। কিন্তু তার সংগ্রাম শুধু ভাষাগত সীমাবদ্ধতায় থেমে ছিল না। অভাব ছিল নিত্যসঙ্গী, তবুও কাউকে বুঝতে দিতেন না কিছুই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের সাওতার লাইন এলাকায়। তার নিঃশব্দ লড়াইয়ের গল্প শেয়ার করেছেন বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন।

এক স্মৃতিচারণায় তিনি লিখেছেন,
‘একদিন জানাল, তার টিউশনি চলে গেছে। কারণ, সে ভালো বাংলা বলতে পারে না। তার মাতৃভাষা তো বাংলা নয়। তাহলে কেন আমরা তার কাছ থেকে বাংলা ভাষার শুদ্ধতা আশা করব? সে তো এসেছে এক ভিন্ন ভাষাভাষী অঞ্চল থেকে, যেখানে তার ভাষার স্বরেই সে গড়ে উঠেছে।’

কিন্তু ভাষার সীমাবদ্ধতার বাইরে আরও এক গভীর সংকট ছিল সঞ্জুর—অর্থনৈতিক টানাপোড়েন।
ড. জোবাইদা লিখেছেন,
‘ওদের ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর ছিলাম। যেসব শিক্ষার্থী আর্থিক সমস্যার কথা জানিয়েছিল, তাদের তালিকায় সঞ্জু ছিল না। পরে সিআর জানাল, ওদের মধ্যে সবচেয়ে সংকটে আছে সঞ্জু। কিন্তু সঞ্জু সেটা প্রকাশ করতে চায়নি।’

সঞ্জু সবসময় নিজের কষ্ট ঢেকে রাখতেন এক মৃদু হাসির আড়ালে। ক্লাসে দেখা হলে বিনয়ের হাসি দিয়ে বলতেন,
‘ওটুকুতেই হবে, ম্যাডাম।’
‘হয়তো সেই “ওটুকু”তেই সে খুশি থাকতে চেয়েছিল। কিন্তু শেষমেশ সেই “ওটুকু”ই তার হাত ফসকে পড়ে গিয়েছিল। আর সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি জীবনের তাগাদায়।’

শেষে অধ্যাপকের আর্তি—
‘শুধু আফসোস করতেই পারছি, সঞ্জু— তোমার সেই “ওটুকু” নড়ে গিয়েছিল কীভাবে? কেন আমরা সেটা ফিরিয়ে দিতে পারলাম না? হয়তো তোমাকে ততটা ভালোবাসতে পারিনি, যতটা তোমার প্রয়োজন ছিল।’

সঞ্জু আজ নেই। কিন্তু তার নীরব সংগ্রামের গল্প প্রশ্ন তোলে আমাদের দিকে—ভালোবাসা, সমান সুযোগ আর সহমর্মিতার যে দায়, সেটা আমরা কতটা পালন করি?

তথ্যসুত্র: ডেইলি ক্যাম্পাস

14/07/2025

Only 1 Reason to Keep Going (Your Parents)💪💯
একদিন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে,ইনশাআল্লাহ।

Address

Ramna

Telephone

+8801957648246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision Nursing Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vision Nursing Admission Care:

Share