বাইরে থাকার সময়, সূর্যের শক্তিশালী এবং ক্ষতিকারক UV রশ্মির সম্ভাব্য ঝুঁকি থেকে আপনার চোখকে রক্ষা করা অপরিহার্য।
UV এক্সপোজারগুলি চোখের বিভিন্ন সমস্যার সাথে যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
📌 চোখের পৃষ্ঠে বৃদ্ধি যা Pterygium এবং Pinguecula নামে পরিচিত
📌 UV আলো, বিশেষ করে UV-B রশ্মি, নির্দিষ্ট ধরনের ছানি পড়ার ঝুঁকি বাড়ায়।
📌 অতিবেগুনী আলোর বর্ধিত এক্সপোজার আপনার ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বাড়ায়।
📌 ফটোকেরাটাইটিস, কর্নিয়াল সানবার্ন নামেও পরিচিত।
সঠিক সানগ্লাস দিয়ে আপনার মূল্যবান চোখ এবং চোখের পাতা রক্ষা করতে ভুলবেন না।
'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'
📞এপয়েন্টমেন্ট &☎️হটলাইন- 09610244123
www.visioneyebd.org
https://www.pinterest.com/visioneyebd/
https://twitter.com/visioneyebd
infovisioneyebd@gmail.com
৭-ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই স্বাস্থ্য দিবসে নিজের ও পরিবারের সকলের চোখের স্বাস্থ্যও নিশ্চিত করুন।।
lutein এর সেরা উৎস কি?
লুটেইন হল একটি হলুদ-পিগমেন্টযুক্ত ক্যারোটিনয়েড যা উদ্ভিদ-ভিত্তিক খাবারে পাওয়া যায়। লুটেইন বয়স-সম্পর্কিত ম্যাকুলার রোগ এবং ছানিকে উন্নত বা প্রতিরোধ করতে পরিচিত যা অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতার প্রধান কারণ।
এখানে শীর্ষ 5️⃣ লুটেইন সমৃদ্ধ সবজি রয়েছে:
1. পালং শাক
2. কালে
3. ধনেপাতা
4. পার্সলে
5. রোমাইন লেটুস
6.ডিম
7.মিস্টি আলু
8. মটরশুঁটি
9.টমেটো
10.ব্রকলি
11.পার্সলে
12.মিস্টি কুমরা
13.ক্যাপসিকাম
14.ডিমের কুসুম
15. গাজর
16.লেটুস।
'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'
এপয়েন্টমেন্ট &হটলাইন- 09610244123
www.visioneyebd.org
https://www.pinterest.com/visioneyebd/
https://twitter.com/visioneyebd
infovisioneyebd@gmail.com
[ ] গ্লুকোমা রোগের লক্ষণ কী?
গ্লুকোমা রোগী তেমন কোনো লক্ষণ অনুধাবন করতে পারে না। চশমা পরিবর্তনের সময় কিংবা নিয়মিত চক্ষু পরীক্ষার সময় এই রোগ নির্নয় করে থাকেন।তবে কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ দেখা দিতে পারে। যেমন :
১. ঘন ঘন চশমার গ্লাস পরিবর্তন।
২. চোখে ঝাপসা দেখা বা আলোর চারপাশে রংধনুর মতো দেখা।
৩. ঘন ঘন মাথা ব্যাথা বা চোখে ব্যাথা হওয়া।
৪. দৃষ্টি শক্তি কমে আসা বা অন্য কোন পথচারীর গায়ে ধাক্কা লাগা।
৫. মৃদু আলোতে কাজ করলে চোখে ব্যাথা অনুভূত হওয়া।
৬.ছোট ছোট বাচ্চাদের অথবা জন্মের পর চোখের কর্ণিয়া ক্রমাগত বড় হয়ে যাওয়া বা চোখের কর্ণিয়া সাদা হয়ে যাওয়া, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি।
' ভিশন আই হসপিটাল- চোখের ভাষা বোঝে'
ল্যাসিক কি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন?
--------------------
অল্প বয়সেই যাদের দূরে ভালো দেখার জন্য চশমা লাগে, ল্যাসিক তাদের জন্য আশীর্বাদ। ছোট্ট অপারেশন। খুব অল্প সময় লাগে। ইনজেকশন দিতে হয় না। ব্যান্ডেজ করতে হয় না। অপারেশন করার পরপরই চোখে পরিষ্কার দেখা যায়।
তাই বলে ল্যাসিক অপারেশন কিন্তু ঝুঁকিমুক্ত নয়। কোন কোন সমস্যা অপারেশনের সময় হতে পারে। কোনো কোনোটি অপারেশনের পর কিছুদিন ভোগায় তারপর ভালো হয়ে যায়। আর কিছু জটিলতা আছে যা অনেক পরে শুরু হয়। এমনকি কয়েক বছর পরেও শুরু হতে পারে এবং সারা জীবন ভোগায়।
ল্যাসিক করার আগে তাই ভাবতে হয় বেশি। পরীক্ষা-নিরীক্ষা করতে হয় একাধিকবার। প্রত্যেকটি তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হয়। এ দায়িত্ব সার্জনের। ডাক্তারের চেম্বারে বসে কয়েক সেকেন্ডেই উল্টে-পাল্টে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয
ল্যাসিক কি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন?
--------------------
অল্প বয়সেই যাদের দূরে ভালো দেখার জন্য চশমা লাগে, ল্যাসিক তাদের জন্য আশীর্বাদ। ছোট্ট অপারেশন। খুব অল্প সময় লাগে। ইনজেকশন দিতে হয় না। ব্যান্ডেজ করতে হয় না। অপারেশন করার পরপরই চোখে পরিষ্কার দেখা যায়।
তাই বলে ল্যাসিক অপারেশন কিন্তু ঝুঁকিমুক্ত নয়। কোন কোন সমস্যা অপারেশনের সময় হতে পারে। কোনো কোনোটি অপারেশনের পর কিছুদিন ভোগায় তারপর ভালো হয়ে যায়। আর কিছু জটিলতা আছে যা অনেক পরে শুরু হয়। এমনকি কয়েক বছর পরেও শুরু হতে পারে এবং সারা জীবন ভোগায়।
ল্যাসিক করার আগে তাই ভাবতে হয় বেশি। পরীক্ষা-নিরীক্ষা করতে হয় একাধিকবার। প্রত্যেকটি তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হয়। এ দায়িত্ব সার্জনের। ডাক্তারের চেম্বারে বসে কয়েক সেকেন্ডেই উল্টে-পাল্টে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয
Phakic IOL : IPCL : a heavenly offer for High Myopes
Patients who are not eligible for Lasik due to thin cornea or some other pathologies can go for Phakic IOL : IPCL or ICL to get rid of their Heavy Eye Glasses. Surgery is done at vision eye Hospital by Dr Siddiqur Rahman. So never get worried!! always there is a way!! Just find it out .....