09/04/2025
" সারাদেশে জেলা ও থানা ভিত্তিক ডিলার নিয়োগ চলছে " #এমী #ল্যাবরেটরী(আয়ু)"
🇧🇩 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের " ঔষধ প্রশাসন অধিদপ্তর " অনুমোদিত একটি স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ।
এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯৮৩ সাল থেকে সুনামের সাথে মানুষের সেবায় পরিচালিত হচ্ছে। কোম্পানিটি বগুড়া জেলার সদরে নিজস্ব ফ্যাক্টরিতে বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রনে আধুনিক মেশিনারিজ এবং উন্নত কাঁচামাল দ্বারা মানসম্মত ঔষধ উংপাদান করে। কোম্পানির প্রত্যেকটি ঔষধের মোড়কে ডি.এ.আর নং এবং উৎপাদন লাইসেন্স নং উল্ল্যেখ করা রয়েছে। বাজার সম্প্রসারণের লক্ষ্যে সারা বাংলাদেশে (শুন্য স্থানে) ডিলার নিয়োগ চলছে।
সুযোগ সুবিধাঃ
• ফ্লাট রেটে ঔষধ দেওয়া হয়।
• ট্রান্সপোর্ট খরচ কোম্পানি বহন করবে।
• ডেলিভারির সময় পন্য নষ্ট হলে ডেমারেজ কোম্পানি বহন করবে।
• একটি থানায় একজনের বেশি ডিলার নিয়োগ দেওয়া হয় না।
• প্রোডাক্ট লিষ্ট, ইনভয়েজ বুক, আইডি কার্ড, ইত্যাদি কোম্পানি থেকে দেওয়া হবে।
• সারা বাংলাদেশে এক মূল্যে সকল পণ্য মার্কেটিং করা হয় তাই কোন প্রোডাক্ট আন্ডাররেটে নেই।
• ৯০+ পোর্ডাক নিয়ে ব্যবসা করা নিশ্চয়তা।
• অল্প পুজি দিয়ে ডিলারশীপ ব্যবসা শুরু করতে পারবেন।
ডিলারশীপ নিতে বা বিস্তারিত জানতে আগ্রহী ব্যক্তিদের অতিসত্বর মেসেঞ্জারে অথবা কল করে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
বিভাগীয় সেলস অফিসার: মো: অনিক -01688544237
এমী ল্যাবরেটরী (আয়ু), বগুড়া।