Dr. Mustafiz Hepatobiliary & Pancreatic Centre

Dr. Mustafiz Hepatobiliary & Pancreatic Centre Dr.Md.Mustafizur Rahman
MBBS , BCS ( Health ) FCPS: surgery
MS: Hepatobiliary and pancreatic surgeon

🩺 ক্রনিক প্যানক্রিয়াটাইটিস: এক ভয়ংকর নীরব শত্রু 🩺অগ্ন্যাশয় (Pancreas) আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি হজমে সাহায...
25/09/2025

🩺 ক্রনিক প্যানক্রিয়াটাইটিস: এক ভয়ংকর নীরব শত্রু 🩺

অগ্ন্যাশয় (Pancreas) আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি হজমে সাহায্যকারী এনজাইম তৈরি করে এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে ইনসুলিন নিঃসরণ করে। কিন্তু যখন এই অঙ্গটি দীর্ঘ সময় ধরে প্রদাহে আক্রান্ত হয়, তখন সেটিকে বলা হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস।

🔍 ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কী?
এটি অগ্ন্যাশয়ের এক দীর্ঘমেয়াদী প্রদাহজনিত অবস্থা, যেখানে ধীরে ধীরে অঙ্গটির কোষ ক্ষতিগ্রস্ত হয়, এবং স্থায়ীভাবে এর কার্যক্ষমতা হারিয়ে যেতে থাকে।

🧾 লক্ষণগুলো কী কী?

পেটের মাঝখানে বা পিঠে ছড়িয়ে পড়া ব্যথা

ওজন হ্রাস পাওয়া (খাবার কম খাওয়া বা হজম না হওয়ার কারণে)

বদহজম, গ্যাস, ডায়রিয়া

মিষ্টি বা চর্বিযুক্ত খাবার সহ্য করতে না পারা

রক্তে সুগারের মাত্রা ওঠানামা করা (ডায়াবেটিস দেখা দিতে পারে)

⚠️ মূল কারণগুলো কী?

দীর্ঘদিনের অতিরিক্ত মদ্যপান

বংশগত কারণ

বারবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হওয়া

কিছু অটোইমিউন বা মেটাবলিক রোগ

কখনও কখনও কোনো কারণ ছাড়াও হতে পারে (Idiopathic)

🔬 এর ফলাফল কী হতে পারে?

স্থায়ী হজমের সমস্যা

ডায়াবেটিস

অগ্ন্যাশয়ে পাথর বা সিস্ট

মারাত্মক ব্যথা, যা জীবনযাত্রার মান কমিয়ে দেয়

খুব জটিল ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে

💡 চিকিৎসা ও নিয়ন্ত্রণ:
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সম্পূর্ণভাবে ভালো করা না গেলেও সঠিক চিকিৎসা ও জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। যেমনঃ

মদ ও ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করা

চর্বি কম খাওয়া, সুষম খাদ্য গ্রহণ

হজম সহায়ক এনজাইমের ওষুধ

ব্যথা নিয়ন্ত্রণের ওষুধ

প্রয়োজনে ইনসুলিন

জটিল ক্ষেত্রে অপারেশনও লাগতে পারে

🛡️ সচেতন থাকুন, আগেভাগেই চিকিৎসা নিন।
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কোনো হঠাৎ হওয়া অসুখ নয়—এটি সময়ের সাথে শরীরকে ভেতর থেকে নিঃশেষ করে দিতে পারে। তাই নিয়মিত ব্যথা বা হজমে সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

📢 পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আপনার একটি শেয়ার কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

আপনার মতামত দিন।
25/09/2025

আপনার মতামত দিন।

Bangladesh ❤️
24/09/2025

Bangladesh ❤️

এক একটা পাথরের সাইজ দেখে অবাক হয়ে গিয়েছিলাম 🤔
24/09/2025

এক একটা পাথরের সাইজ দেখে অবাক হয়ে গিয়েছিলাম 🤔

21/09/2025

Dr.Mustafizur Rahman

🔹 গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ১০-১২% প্রাপ্তবয়স্ক মানুষ জীবনের কোনো না কোনো সময়ে পিত্তথলির পাথর (Gallstones) সমস্...
21/09/2025

🔹 গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ১০-১২% প্রাপ্তবয়স্ক মানুষ জীবনের কোনো না কোনো সময়ে পিত্তথলির পাথর (Gallstones) সমস্যায় ভোগেন।
🔹 বিশেষ করে ৩০ বছরের বেশি বয়সী নারী ও পুরুষ উভয়ের মাঝেই এ রোগের প্রবণতা দেখা যায়।
🔹 অনেকেই শুরুতে কোনো উপসর্গ পান না, কিন্তু সময়ের সাথে সাথে পেটব্যথা, বমি, হজমের সমস্যা, জন্ডিস এমনকি পিত্তথলির জটিল সংক্রমণ পর্যন্ত হতে পারে।

👉 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নিলে পিত্তথলির পাথর থেকে জটিলতা এড়ানো সম্ভব।

আলহামদুলিল্লাহ গতকাল একাধিক রোগীর অপারেশন করলেন Dr.Mustafizur Rahman স্যার।
20/09/2025

আলহামদুলিল্লাহ গতকাল একাধিক রোগীর অপারেশন করলেন Dr.Mustafizur Rahman স্যার।

20/09/2025
02/09/2025

fans

Address

AMZ হাসপাতাল, চ-৮০/৩, স্বাধীনতা স্বরণী ( প্রগতি স্বরণী ) উত্তর বাড্ডা
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mustafiz Hepatobiliary & Pancreatic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mustafiz Hepatobiliary & Pancreatic Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram