12/04/2024
ধারাবাহিক লিখা, পর্ব-১১
ধরে নিচ্ছি আপনি আমাদের লিখা ফলো করে BMDC র সব কাজ সেরে ফেলেছেন। এখন কি করবেন।যেহেতু আপনি PLAB রুটে হাটছেন, আপনার GMC র জন্য প্রয়োজন-
১. প্লাব-২ পাশ
২. Good Standing certificate
৩. Epic verification of your MBBS certificate
৪. GMC application through GMC online account
আপনারা এতোদিন পর্যন্ত জেনেছেন PLAB & Good Standing Certificate এর খুটিনাটি। চলুন আজ আলোচনা করি Epic নিয়ে।
Epic verification হলো আমাদের দেশে সত্যায়িত র বিদেশী ভার্সন। তামাম পৃথিবীর সব সার্টিফিকেট সত্যায়িত র এই দায়িত্ব নিয়েছে আমেরিকান এই অর্গানাইজেশনটি।
Epic verification র জন্য প্রথমে আপনাকে Epic account খুলতে হবে। Epic account খুলতে আপনার নিচের ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে। কাজেই একাউন্ট খুলার আগে এগুলো রেডি করে আপনার হাতে রাখুন-
01. scanned, full-color copy of the photograph page of your current, unexpired passport
02. A scanned, full-color copy of the page that contains your passport expiration date, if applicable;
03. A scanned, full-color copy of the section of your passport that is in Latin characters, if applicable;
(বিদ্র: আমাদের পাসপোর্টের প্রথম পেইজ এটা।)
04. A full-color photograph of yourself (যেকোন স্টুডিও তে গিয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি তুলে ওদেরকে সফ্ট কপিটা আপনাকে email করে দিতে বলবেন)
05. Information about your medical education, including your medical school identification number (if applicable) and attendance and degree, issue detes
06. Your medical licensure information, including any identification numbers;
নিচের দুইটা usmle candidates দের জন্য-
01. Your USMLE/ECFMG Identification Number (if you have one); and
02. Your ECFMG International Credentials Services (EICS) Identification Number (if you have one).
প্রথমে ecfmgepic লিখলেই epic এর অফিসিয়াল সাইট চলে আসবে সেখানে ক্লিক করলেই Physician portal login লিখা আসবে। এই উপর ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে নতুন একটা পেইজে যেখানে লিখা থাকবে New to epic?, তার নিচে থাকবে Establish an epic account, এখন এই অপশনে ক্লিক করবেন, দেখবেন getting started লিখে এক গাদা ইনফরমেশন দিছে, এই ইনফরমেশন গুলো পড়ে/ না পড়ে নিচের continue র উপর ক্লিক করবেন। তারপরের পেইজে আপনার Name, Contact information এবং Other bio information দিবেন, এগুলো যেন আপনার পাসপোর্টের সাথে মিল থাকে।
এরপর আপনাকে আপনার Medical school এর ডিটেইলস দিতে হবে, Medical Education Status এ Graduate / student আপনার অবস্থা অনুযায়ী সিলেক্ট করবেন। ধরে নিলাম আপনি Graduate, এরপর Degree Medical School সেকশনে আপনাকে অনেকটা GMC online account খোলার সময় যেমন Start date, end date ইত্যাদি দিয়েছিলেন, এখানেও সেগুলো আছে। কিন্তু GMC online account এ আপনার মেডিকেল সার্টিফিকেট কবে issue করা হয়েছিল এটা চাই নাই, তবে এখন এই ডেট টা লাগবে যেটা হচ্ছে আপনার Final Medical Diploma / MBBS certificate এর নিচে বাম দিকে লিখা আছে। তারপর Medical College এর নাম লিখে সার্চ দিলেই আপনার Medical College & Hospital এর নাম চলে আসবে। তারপর Medical registration/ Licensure এ ঢুকলে Organisation to Which I Am Applying এ General Medical Council সিলেক্ট করবেন। তারপর photos & passport এ আপনার ছবি, পাসপোর্ট এর ছবি আপলোড করতে হবে। সাথে Passport Information নামে একটা সেকশন পাবেন যেখানে আপনার কারেন্ট পাসপোর্ট country, issue & expiration date ইনপুট দিতে হবে। তাহলেই প্রইলিমিনারি কাজ শেষ, এরপর সামারি দেখবেন এবং পেমেন্ট করবেন। পেমেন্টর জন্য ক্রেডিট কার্ড রেডি রাখবেন তবে ব্যাংকে আগে জানানোর দরকার নেই কারণ একাউন্ট খোলার ফি হলো ১৩০ ডলার যা ৩০০ ডলারের কম। পেমেন্টের পর আপনি একটা Epic user name এবং Temporary password পাবেন যেটা পরবর্তীতে আপনার মন মত চ্যান্জ করতে পারবেন।
এরপর ৩ কর্মদিবসের মধ্যে আপনার আইডেন্টিটি চেক হবে Notarycam এর মাধ্যমে যখন আপনার Passport টা আপনার সাথে থাকতে হবে।
এরপর My credentials এ গিয়ে আপনার MBBS certificate/ Final Medical Diploma টা আপলেড দিবেন, আরো ১০০ ডলার দিবেন এবং আপনার মেডিকেল কলেজ এর Principal এর PA র সাথে যোগাযোগ রাখবেন, সে যেনো Email চেক করে আপনার Verification এর Email আসলে সেটা ওকে করে দেয়।
বিদ্র: যেদিন থেকে আপনার epic account কার্যকর হবে ঐদিন থেকে ১ বছেরর ভিতর আপনার GMC র জন্য Apply করতে হবে। অন্যথায় আবার আপনার একাউন্ট এ ঢুকে Report সেকশনে গিয়ে Final Medical Diploma তে ক্লিক করে General Medical Council সিলেক্ট করে রিপোর্ট করবেন, তবে আপনার আবার ৫০ ডলার পেমেন্ট করতে হবে।
আশাকরি Epic verification নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর এর ভিতর রয়েছে। কিছু না পারলে মনে করবেন আপনার আগেও কেউ না কেউ এই সমস্যায় পরেছে এবং তার সমাধানও রয়েছে।
ধন্যবাদ,
ডা. কাওসার আহমেদ
সহকারী রেজিস্ট্রার
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট