15/11/2021
আবেদন করতে পারবেনঃ যেকোন জেলার স্থায়ী বাংলাদেশী নাগরিক।
বয়সঃ ২২-৩৬ বৎসর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
সুবিধাদিঃ সম্মানজনক বেতন, টার্গেট কমিশন, টিএ-ডিএ, চিকিৎসা সুবিধা (৩৫%), বছরে ২টি ফুল বোনাস এবং ১টি নববর্ষ বোনাস (১;৩), চাকুরি স্থায়ীকরনে প্রভিডেন্ট ফান্ড সুবিধা, কর্মদক্ষতায় পদ উন্নীতকরণ ইত্যাদী।
আবেদন প্রক্রিয়াঃ অবশ্যই ছবি সম্বলিত সিভি (অন্যথায় আবেদন বাতিল গণ্য হবে) ইমেইলের carrier.herbpharm@gmail.com মাধ্যমে পাঠাতে হবে Subject এ পদের নাম উল্লেখ
করতে হবে। ইন্টারভিউয়ের তারিখ কল/ মেইল করে জানানোর পর ৩কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সকল শিক্ষাগত সনদের একটি ফটোকপি সেট যেকোন গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে আনতে হবে (অন্যথায় আবেদন বাতিল গণ্য হবে)। সিভি জমা দেয়ার শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০২১ইং।
বিস্তারিত জানতেঃ ইয়াসির আরাফাত
এইচ, আর (অতিঃ)
+৮৮০১৮৮২২৬৬০৫৮