হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার

  • Home
  • হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার

হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার Hijama is sunnah treatment.

12/01/2025

আমরা যেভাবে হিজামা করিয়ে থাকি :
হিজামা করার পূর্বে আমরা একজন রোগীকে রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে কনসাল্টেন্সি দিয়ে থাকি।হিজামা করার পূর্বে রোগ নির্ণয় করাটা জরুরী। রোগ নির্ণয় না করে যদি আপনি হিজামা করেন তাহলে বারবার হিজামা করে কোন লাভ হবে না। এজন্য আমরা হিজামার পাশাপাশি রোগের ধরন অনুযায়ী সাজেশান দিয়ে থাকি। প্রয়োজনে তাকে কোল্ড থেরাপি, হট থেরাপি এবং চায়না টুইনা মাসাজ দিয়ে থাকি। এতে করে একজন রোগীর রোগ থেকে মুক্তির সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি পায়।
এছাড়া সঠিক রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক জার্মান প্রযুক্তির একটি কম্পিউটার মেশিনের সাহায্যে পুরো শরীর পরীক্ষা করে নেই। এই মেশিনের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে পুরো শরীরের পরীক্ষা করা হয়। পরীক্ষাটি করতে কোন প্রকার রক্তের স্যাম্পল ও নেওয়া হয় না। এই প্রক্রিয়াটি একজন মেডিকেল এক্সপার্ট সম্পন্ন করে থাকে।

আমাদের চিকিৎসকগণের অভিজ্ঞতা :
দীর্ঘ ১০ বছর থেকে আমরা এই চিকিৎসায় অভিজ্ঞ
এবং ডিপ্লোমা ডিগ্রিধারী দেশ বিদেশ থেকে বহু বিষয়ের উপর প্রশিক্ষণে প্রশিক্ষিত।

আমাদের প্যাকেজ সমূহ :
১৫ হিজামা পয়েন্ট ১২০০/-
২০ হিজামা পয়েন্ট ১৬০০/-
২৫ হিজামা পয়েন্ট ২০০০/-
৩০ হিজামা পয়েন্ট ২১০০/-
৪০ হিজামা পয়েন্ট ২৮০০/- টাকা।

জার্মান প্রযুক্তির কম্পিউটার মেশিনের সাহায্যে ফুল বডি পরীক্ষা মাত্র ৬০০ টাকা

ফ্রী থাকছে:
১/ডায়াবেটিস পরীক্ষা
২/ব্লাড প্রেসার পরীক্ষা

সপ্তাহের সাত দিনে খোলা আছে আমাদের চেম্বার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত
আমাদের সেন্টার :
ব্যাংক রোড, পোদ্দার বাজার (শাওন টাওয়ার), সদর লক্ষীপুর

Big shout out to my newest top fans! 💎 Sultan MahmudDrop a comment to welcome them to our community,  fans
01/01/2025

Big shout out to my newest top fans! 💎 Sultan Mahmud

Drop a comment to welcome them to our community, fans

Happy New Year 2025!
31/12/2024

Happy New Year 2025!

18/12/2024

Hijama/Cupping therapy and Human body Toxin 👇👇👇

17/12/2024

হিজামা চিকিৎসা নেওয়া কয়েকজন বিখ্যাত ব্যক্তি

হিজামা পদ্ধতিতে কেন চিকিৎসা করবেন? 🌿হিজামা (Cupping Therapy) একটি প্রাকৃতিক ও সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এটি শরীর থে...
15/12/2024

হিজামা পদ্ধতিতে কেন চিকিৎসা করবেন? 🌿

হিজামা (Cupping Therapy) একটি প্রাকৃতিক ও সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এটি শরীর থেকে দূষিত রক্ত বের করে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। রাসুলুল্লাহ (সা.) নিজে হিজামা গ্রহণ করেছেন এবং এটি সুস্থ থাকার অন্যতম উত্তম উপায় হিসেবে উল্লেখ করেছেন।

হিজামা কীভাবে কাজ করে?

♂️হিজামা পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অংশে কাপ ব্যবহার করে রক্তের সঞ্চালন বৃদ্ধি করা হয়। এরপর চামড়ার উপরের স্তর থেকে দূষিত ও অপ্রয়োজনীয় রক্ত বের করা হয়। এটি শরীরকে স্বাভাবিক ও বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনে।

হিজামার উপকারিতা 🩺

✅রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:হিজামা শরীরের দূষিত রক্ত দূর করে এবং নতুন রক্ত সঞ্চালনের মাধ্যমে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

✅উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:নিয়মিত হিজামা করলে রক্তচাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।

✅মাথাব্যথা ও মাইগ্রেন দূরীকরণ:হিজামা রক্ত সঞ্চালন স্বাভাবিক করে মাথার যন্ত্রণা কমায়।

✅ডায়াবেটিস নিয়ন্ত্রণ:ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।

✅ব্যথা ও প্রদাহ দূর করা:হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা ও পিঠের ব্যথার মতো দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে হিজামা অত্যন্ত কার্যকর।

✅চুল পড়া ও ত্বকের সমস্যা সমাধান:রক্তের দূষণ দূর করার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চুল পড়া বন্ধ হয়।

✅মানসিক চাপ ও অনিদ্রা দূরীকরণ:এটি শরীরকে আরাম দেয় ও মানসিক চাপ কমিয়ে সুস্থ ঘুম নিশ্চিত করে।

14/12/2024

আগামী ১৬-১২-২৪ রোজ সোমবার ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ মহিলা হিজামা থেরাপিস্ট রোগি দেখবেন। যারা সিরিয়াল দিতে চান কল করুন
01930-679806

12/12/2024

Free champaign এ ডাক্তার রোগি দেখছেন।

ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিজামার গুরুত্ব রাসুলুল্লাহ (সাঃ)-এর সুপারিশ: রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"তোমাদের চিকিৎসার মধ্যে উত...
08/12/2024

ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিজামার গুরুত্ব

রাসুলুল্লাহ (সাঃ)-এর সুপারিশ: রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
"তোমাদের চিকিৎসার মধ্যে উত্তম হলো হিজামা।"
(সহীহ বুখারী: ৫৬৯৮)

তিনি নিজে বিভিন্ন সময়ে হিজামা করিয়েছেন এবং তাঁর সাহাবীদেরও তা করার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য সুরক্ষার উপায়: হিজামা শারীরিক বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এটি বিভিন্ন ব্যথা, মাথাব্যথা, উচ্চ রক্তচাপ এবং স্ট্রেস কমাতে কার্যকর।

আধ্যাত্মিক শুদ্ধি: ইসলামিক দৃষ্টিকোণ থেকে, হিজামা শুধু শারীরিক উপকারই নয়, বরং এটি মানসিক এবং আধ্যাত্মিক স্বস্তি এনে দেয়। এটি আল্লাহর সুন্নাহ অনুসরণ করে করা হয়, যা আমাদের ঈমান বৃদ্ধি করে।

চিকিৎসা ও পাপের ক্ষমা: রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন:
"যখন আমি মিরাজে উঠেছিলাম, তখন ফেরেশতাদের প্রত্যেক দল আমাকে বলেছিল, ‘উম্মতের জন্য হিজামা করার নির্দেশ দাও।’"
(সহীহ ইবনে মাজাহ: ৩৪৭৭)

এটি থেকে বোঝা যায় যে, হিজামা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং আধ্যাত্মিক শুদ্ধির মাধ্যমও হতে পারে।

নিরাপদ ও প্রাকৃতিক চিকিৎসা: হিজামা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা করে। তাই এটি সুন্নাহ সম্মত এবং আধুনিক চিকিৎসার ক্ষতিকর প্রভাবমুক্ত।

01/12/2024

মহিলাদের জন্য নির্ধারিত আজকে সুন্নাহ 'হিজামা সেন্টার' এ হিজামা সেশন চলছে। মহিলাদের সমস্যা নিয়ে ডাক্তার দেখানোর কথা ভাবলে দ্রুত চলে আসুন। রিপোর্ট থাকলে রিপোর্টগুলোর সাথে করে নিয়ে আসবেন।
বিকেল ছয়টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন ইনশাআল্লাহ।
সিরিয়াল: 01930-679806

Address


Alerts

Be the first to know and let us send you an email when হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share