13/08/2025
আনোয়ারুল আঙ্কেলের সাথে আমার সাক্ষাতের গল্পটা একটু ভিন্ন রকমের। প্রচন্ড ক্ষুধা নিয়ে আমি আর আমাদের ড্রাইভিং হিরো আকরাম ভাই ধানমন্ডি স্টার কাবাবে খেতে গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন।
বেলা প্রায় ৪ টা ছুই ছুই এই সময়ে গেলাম খেতে, প্রথমে আমি হ্যান্ড ওয়াশিং বেসিনে গেলাম হাত মুখ ধুয়ে ওয়েটার ভাইয়ের থেকে টিস্যু নিতে যাবো এই সময়ে এক মুরুব্বি আমাকে ডাক দিলেন এই এদিকে আসো, আমি অনেকটা অবাক হওয়া দৃষ্টিতে তাকালাম - আর স্লো হেটে তার কাছে যেতেই তিনি বললেন, "তুমি ওই ছেলে না? ওই যে অর্জুন এর ভিডিও বানাও সালাম টালাম দেও"।
আমার বুঝতে আর বাকিনাই যে আমি আমার ভিডিও দেখে এমন একজন লোকের সামনে পড়ে গেছি, কিন্তু মন টা ভেঙে গেলো কখন জানেন??
তিনি বলে উঠলেন, "তোমার ওষুধ তো কাজ করেনা 💔" ওপেন প্লেসে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো, আমি এখন বাধ্য হয়ে গেলাম তার সাথে বসে বিস্তারিত আলাপের জন্য, এর মধ্যে তিনি আন্টিকে বলতেছিলেন, "এই ওরে চিনছো ওইযে আমি যে অর্জুন খাই ওর থেকেই তো নিছিলাম।" আন্টি খুবই নরম কথার মানুষ, তিনি খুব আস্তে করে সম্মতি জানালেন।
ওপেন প্লেসে যেহেতু আমাকে বলেই ফেলছে কাজ করেনা আমিও বসে গেলাম তার ওই টেবিলেই, ওয়েটার ভাই বলে কি খাবেন আমি ভাবি আমি আমার কাস্টমার কে কি বলবো। যাইহোক, কত খেয়েছে কি সমস্যা ছিলো কি হয়েছে সব জিজ্ঞাসা করা শুরু করলাম... একটু দম নিয়ে তিনি বললেন, "আরে বেটা ভয় পাস কেন? উপকার আমি পাইছে তরে টেস্ট করলাম..." মূহুর্তেই যেন চমকে দিয়ে আমাকে আপন করে নিলেন। বললেন, "আমার মাত্র প্রথম টা চলমান এতেই আমি অনেক সুস্থ বোধ করতেছি, তোমার আন্টিকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছি... "। এরই মধ্যে তাদের খাওয়া শেষ হয়ে গেছে - আমিও স্বস্তির নিশ্বাস ফেলে শান্ত হলাম।
যাওয়ার সময় কেরানীগঞ্জ এর বাসায় দাওয়াত দিলেন, বললেন কবে আসবা বলো।
আতঙ্ক থেকে দাওয়াত মুহুর্তেই আমি চমকে গিয়েছিলাম, আর দাওয়াত গ্রহন করলাম। এর প্রায় মাস খানেক পরে তাদের বাসায় গিয়েছিলাম - আন্টির আপ্যায়ন, স্নেহ আর আঙ্কেলের আন্তরিক স্বাগতম আমাদের আপ্লুত করেছে। এরপরে সাক্ষাৎকার দিলেন, তিনিই খোলা মনে সব বললেন......
স্বাস্থ্যগড়ি'র অর্জুন হার্ট কেয়ার রেমিডি খেয়ে তার যে মতামত তা আপনাদের জানাবো আজকের ভিডিওতে।
📞 কল করুনঃ 01901-364570 । 01612-261570
🌐 ভিজিট করুনঃ www.shasthogori.com