Home Health services Care BD

Home Health services Care BD Types of Home Health Care Services
Doctor care.

A doctor may visit a patient at home to diagnose and treat the illness(es). ...
Nursing care. ...
Physical, occupational, and/or speech therapy. ...
Medical social services. ...
Care from home health aides.

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার     =       ৮০০/-৩...
10/06/2024

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৪,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৫০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০।বাবা মায়ের হাতে নিম্নে৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ২৬০০০/-
সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।
কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-
কি করবে তারা ???
হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲
দাবি আমাদের একটাই,
""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।
(রাজনৈতিক গন্ধ খুজবেন না প্লিজ কেউ)

06/05/2024

যেসব মেয়েরা পিরিয়ডের সময় প্যাডের সাথে টিস্যু ইউজ করেন-
আমার হলের এক বড় আপু অন্য সব মেয়ে দের মতই পিরিয়ড হলে প্যাডের সাথে টিস্যু ইউজ করতো।পিরিয়ড সুস্থ হয়ে যাওয়ার পর থেকেই উনার জরায়ু তে হাল্কা ব্যাথা হওয়া শুরু করলো এবং জরায়ু একটু একটু করে ফোলা শুরু করলো।প্রথমে আপু তেমন গুরুত্ব দেয়নি পরে যখন ব্যাথা ব্যাথা বেড়ে গেলো তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু টেস্ট করায় এবং শিউর হয় যে তার জরায়ুর ভেতর টিস্যুর কিছু অংশ ঢুকে গেছে।আর সেইটা থেকে তার ইনফেকশন হয়।কিছু দিনের মধেই তার জরায়ু ফুলতে ফুলতে বড় সাইজের বলের আকার হওয়া শুরু করলো।অবস্থা এমন যে দেখে বুঝার কোনো উপায়ই নেই যে এটা একটা জরায়ু।বড় একটা মাংসপিন্ডের বল লাগতো দেখতে।জরুরি অবস্থায় আপু হসপিটালে ভরতি হয়। সম্পুর্ণ ২ মাস উনি বিছানায় শুয়ে নড়তে পারতেন না। উনার শরীর থেকে প্রস্রাব মল সব নেয়া হতো পাইপের মাধ্যমে।তারপর অনেক সময় পরে উনি সুস্থ হয়।এমন কি সুস্থ হওয়ার পর ও ডাক্তার তাকে ৬ মাস শারীরিক সম্পর্ক না করার জন্য এডভাইজ করেছিলো।
***খেয়াল করলে দেখবেন টিস্যুতে যখন সামান্য পানি পড়ে টিস্যুর উপর থেকে সাদা সাদা চামড়ার মতন উঠে।আর পিরিয়ডের সময় ভেজাই থাকে টিস্যুটা! আর আমরা যারা হাইকমোডের হ্যান্ড শাওয়ার ইউজ করি পানির ফ্লো টা কিন্তু সরাসরি জরায়ুর ভিতরে অনেক চাপ নিয়ে ঢুকে।টিস্যুর যদি সামান্য অংশও জরায়ুর আশেপাশে থাকে সেটা পানির সাথে ভিতরে ঢুকা কিন্তু অস্বাভাবিক কিছু না।তাই ভেবে দেখেন কতটা বিপজ্জনক হতে পারে আপনার টিস্যু ব্যবহার!

সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।🙂

(সংগৃহীত)

27/04/2024

বাঁশ সম্পর্কে কিছু তথ্যঃ

1. দ্রুত বৃদ্ধি: বাঁশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। এটি 24 ঘন্টায় 47.6 ইঞ্চি বৃদ্ধিতে রেকর্ড করা হয়েছে। কিছু প্রজাতি অনুকূল পরিস্থিতিতে প্রতিদিন এক মিটারেরও বেশি বৃদ্ধি হতেপারে। একটি নতুন বাঁশের অঙ্কুর এক বছরেরও কম সময়ে তার পূর্ণ উচ্চতায় পৌঁছে।

2. অক্সিজেন রিলিজ: বাঁশের একটি গ্রোভ অন্য যে কোনো গাছের তুলনায় 35% বেশি অক্সিজেন নির্গত করে।

3. কার্বন ডাই অক্সাইড শোষণ: বাঁশ প্রতি বছর হেক্টর প্রতি 17 টন হারে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এটি একটি মূল্যবান কার্বন সিঙ্ক হিসাবে কাজ করতে পারে।

4. সারের প্রয়োজন নেই: বাঁশের বৃদ্ধির জন্য সারের প্রয়োজন হয় না। এটি তার পাতা ফেলে দিয়ে স্ব-মালচিং করতে পারে এবং বৃদ্ধির জন্য পুষ্টি ব্যবহার করতে পারে।

5. প্রাকৃতিক এয়ার কন্ডিশনার: গ্রীষ্মে বাঁশ তার চারপাশের বাতাসকে 8 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করে।

6. খরা প্রতিরোধ: বাঁশ খরা-সহনশীল উদ্ভিদ। তারা মরুভূমিতে বেড়ে উঠতে পারে।

7. কাঠ প্রতিস্থাপন: বেশিরভাগ নরম কাঠের গাছের 20-30 বছরের তুলনায় বাঁশ 2-3 বছরে কাটা যায়।

8. নির্মাণ সামগ্রী: বাঁশ অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং বলিষ্ঠ। এটি কংক্রিটের ভারা, সেতু এবং ঘরবাড়ির কাঠামো হিসাবে ব্যবহৃত হয়।

9. মাটির স্থিতিশীলতা: বাঁশের ভূগর্ভস্থ শিকড় এবং রাইজোমের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে যা মাটির ক্ষয় রোধ করে।

10. আক্রমণাত্মকতা: কিছু প্রজাতির বাঁশ,তাদের বিস্তৃত রুট সিস্টেমের কারণে আক্রমণাত্মক হতে পারে, যা তাদের দ্রুত ছড়িয়ে পড়তে দেয়। যাইহোক, সব প্রজাতিই আক্রমণাত্মক নয় এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগত প্রভাব কমিয়ে আনা যায়।

চারেদিকে গাছ রোপনের হিড়িক পরেছে,কেউ বুঝে আবার কেউ নাবুঝেই,কেউ প্রচারণার জন্য সস্তা গাছ লাগাচ্ছে কেউ আবার ট্রেন্ডিং এর কা...
25/04/2024

চারেদিকে গাছ রোপনের হিড়িক পরেছে,কেউ বুঝে আবার কেউ নাবুঝেই,কেউ প্রচারণার জন্য সস্তা গাছ লাগাচ্ছে কেউ আবার ট্রেন্ডিং এর কারনে।

আজ সকালে ফোনচেক করেদেখি রাত ৩:২১ মিনিটে ১৯ বার কল এসেছে। কল ব্যাককরে পরিচয় দিলাম। তার চাহিদা ইউক্যালিপটাস ২৫হাজার চারা । জিজ্ঞেস করলাম প্রজেক্ট করবেন? তিনি বললেন তিনি চেয়ারম্যান তাই তার ইউনিয়নে বিতরণ করবেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। উনাকে পরামর্শ দিলাম ফলগাছ বিতরণ করেন। বিতরণ নাকরে,নিজদ্বায়িত্বে,নিজ হাতে গ্রামের রাস্তার পাশে রোপন করেন.....
উনি কর্কশগলায় ********** বলে রেখেদিলেন।

যাইহোক.... আপনারা যারাই গাছ রোপণ কিম্বা বিতরণ করবেন তারা চেষ্টা করবেন ইউক্যালিপটাস এবং রেইনট্রি
বাদে রোপণ করার। সস্তায় গাছ লাগিয়ে উল্টো বিপদ টেনে আনবেন না প্লিজ।

চেষ্টা করবেন ৫/১০ টাকা বাড়িয়ে ফলজ এবং ঔষধি গাছ রোপণ করুন,এক্ষেত্রে- দেশীআম,নীমগাছ,তালগাছ আদর্শ হতেপারে.......
🟥 জনস্বার্থে- রাহা নার্সারি || 01812501550)

দেশে শুকনা মসলাজাত পণ্যের অন্যতম জিরা। পণ্যটির প্রায় শতভাগ আমদানি করতে হয়। অতীতের রেকর্ড ভেঙে সম্প্রতি জিরার দাম ওঠে কেজ...
03/04/2024

দেশে শুকনা মসলাজাত পণ্যের অন্যতম জিরা। পণ্যটির প্রায় শতভাগ আমদানি করতে হয়।

অতীতের রেকর্ড ভেঙে সম্প্রতি জিরার দাম ওঠে কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকায়। তবে আমদানি স্বাভাবিকের পাশাপাশি উৎপাদনকারী দেশের বাজার স্থিতিশীল হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম নেমে এসেছে কেজিপ্রতি ৬০০ টাকার ঘরে। জিরার পাশাপাশি কমেছে অন্যান্য মসলার দামও।

৩০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে!৮ অক্টোবর এর মধ্যে ভর্তি কনফার্ম করলে এই টাকা ছাড়!🔴 মাসুম স্যারের নিউরন  নার্সিং কোচিং কেনো ব্...
04/10/2023

৩০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে!
৮ অক্টোবর এর মধ্যে ভর্তি কনফার্ম করলে এই টাকা ছাড়!

🔴 মাসুম স্যারের নিউরন নার্সিং কোচিং কেনো ব্যতিক্রম?
◾ সপ্তাহে ৬টি ক্লাস ও ৬টি পরীক্ষা।
◾ প্রতি মাসে অভিভাবকদের মতবিনিময় সভা।
◾ Admission উপযোগী করে Text Book দাগিয়ে পাঠদান
◾ সকল বিষয়ের কঠিন, Basic এবং Important Topics গুলোকে Short Technique এবং ছন্দের মাধ্যমে পাঠদান।
◾ ক্লাসেই পড়া মুখস্তের নিশ্চয়তা।
◾ SMS এর মাধ্যমে ফলাফল প্রেরণ।
◾ প্রতিদিন Home Work এর উপর Viva
◾ মাসিক মডেল টেষ্ট গ্রহণ এবং ১ম,২য়,৩য় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান।
◾ বোর্ড প্রশ্নের অনুরূপ প্রশ্নপত্রে মডেল টেষ্ট নেওয়া হয়।
◾ ছাত্রীদের জন্য ৩ তলা ভবনের পুরোটাই হোষ্টেল এর সু-ব্যবস্থা রয়েছে।
◾ শীততাপ নিয়ন্ত্রিত এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম।

🔴 প্রগ্রাম সমূহ:
◾ ডিপ্লোমা ইন নার্সিং
◾ বিএসসি নার্সিং
◾ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি

🔴 ভর্তির নিয়মাবলি
◾ অফিস হতে ২০০/- বিনিময়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
◾ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
◾A+ ও Golden A+ প্রাপ্তদের বিশেষ ছাড়।
◾ ভর্তি বাতিলযোগ্য নয়।

🔴 আমাদের ঠিকানা:লক্ষ্মীপুর ঝাউতলার মোড়
📞 01764567273
#ফোন01642947946

 #নতুন যারা এডমিশন পরিক্ষা দিবেন তাদের কমন কিছু প্রশ্ন:::© ভাইয়া নার্সিং পড়তে কী সাইন্স লাগবে?=নাহ, তবে বিএসসি নার্সিং...
26/09/2023

#নতুন যারা এডমিশন পরিক্ষা দিবেন তাদের কমন কিছু প্রশ্ন:::
© ভাইয়া নার্সিং পড়তে কী সাইন্স লাগবে?
=নাহ, তবে বিএসসি নার্সিং করলে সাইন্স লাগবে
© ভাইয়া নার্সিং পড়তে কত পয়েন্ট লাগবে?
=বিএসসি: SSC + HSC (মোট GPA 7), কোনোটি 3.00 এর কম না, বায়োলজিতে কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে।
⭕ ডিপ্লোমা/মিডওয়াইফারী: SSC + HSC (মোট GPA 6.00), কোনোটি 2.50 এর কম না
© ভাইয়া পরিক্ষা কী কী প্রশ্ন আসে?
= সাধারণ জ্ঞান,বিজ্ঞান, বাংলা, ইংরেজি,গনিত মোট ১০০ নৈব্যক্তিক,
© ভাইয়া নার্সিং কতবার পরিক্ষা দেওয়া যায়?
=২বার
© ভাইয়া আমি ইংলিশ কম পারি, আমি পারবো?
=হুম, তবে চেষ্টা থাকতে হবে। সবাই তো আর বিদ্যসাগর না,
© ভাইয়া কোন বইটা ভালো এডমিশন পরিক্ষা জন্য?
=সব বই ভালো, কিন্তু বুঝে পড়তে হবে
© ভাইয়া নার্সিং এডমিশন এর জন্য কী কোচিং করলে ভালো হবে?
=কোচিং না করেও চান্স পায়, বুঝে পড়তে হবে। যাদের সম্ভব তারা করতে পারেন।
© ভাইয়া নার্সিং পড়লে ভালো কোনো চাকরি হবে?
= হুম, নার্সিং ২য় শ্রেনীর চাকরি। বেসরকারিতে ভালো বেতন, বিদেশে যাওয়ার সুযোগ আছে
© ভাইয়া নার্সিং পড়তে কেমন টাকা লাগবে?
=এইটা কলেজের উপর নির্ভর করে।
© ভাইয়া নার্সিং পড়তে হস্টেলে থাকা আবশ্যক?
=সরকারিতে থাকা লাগবে
© ভাইয়া নার্সিং এ কি পর্দা করা যাবে?
=নার্সিং ড্রেস কোডে বোরকা নাই
© ভাইয়া বিএসসি নার্সিং ভালো নাকি ডিপ্লোমা?
=বিএসসির মান বেশি
© ভাইয়া নার্সিং এর পাশাপাশি অনার্স পড়তে পারবো?
=জী পারবেন,
© ভাইয়া সরকারিতে চান্স পেতে কত পয়েন্ট লাগবে?
=যে মেরিট পজিশনে এগিয়ে থাকবে+বিভিন্ন কোটা আছে ,
© ভাইয়া নার্সিং এডমিশন পরিক্ষা না দিয়ে ভর্তি হওয়া যাবে?
=না
© ভাইয়া নার্সিং এডমিশন পরিক্ষায় কী নেগেটিভ মার্ক আছে?
=নাই
© ভাইয়া নার্সিং পড়তে কত বয়স লাগবে?
=বয়স এইবার নির্ধারিত ছিল না।
#ভালো করে পড়েন।গ্রেস মার্কের জন্য বসে থাকতে হবে না।সরকারিতে হবে ইনশাআল্লহ

নিউরন স্পেশাল নার্সিং কোচিং
যোগাযোগ: লামিয়া হোটেল সংলগ্ন , ঝাউতলা মোড়
লক্ষ্মীপুর, রাজশাহী
হেল্প লাইন: +8801764567273

👉👉👉নার্সিং নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, চলুন নতুন কিছু জানার চেষ্টা করি..!👉👉👉নার্সিং কোর্স সম্পন্ন করে সরকারি...
08/09/2023

👉👉👉নার্সিং নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, চলুন নতুন কিছু জানার চেষ্টা করি..!

👉👉👉নার্সিং কোর্স সম্পন্ন করে সরকারি জব পাওয়ার সম্ভাবনা আছে?

👉👉: বিএসসি ইন নার্সিং;
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি
ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই তিনটি নার্সিং কোর্স সম্পন্ন হওয়ার পরে, Bangladesh Nursing and Midwifery Council কর্তৃক অনুষ্ঠিত রেজিষ্ট্রেশন/লাইসেন্সিং/RN পরীক্ষায় পাশ করলে/কৃতকার্য হলে, পরবর্তীতে সরকারি/বেসরকারি জবের জন্য আবেদন করা যায়।
তবে, সরকারি নার্সিং জবের জন্য আলাদা MCQ, লিখিত পরীক্ষা, ভাইভা সহ কতো গুলো প্রসেস রয়েছে।
সরকারি হাসপাতালের চাহিদা ও সরকারের অনুমতির উপর নির্ভর করে প্রতি ১-২ বছর পরপর নার্সিং/মিডওয়াইফারি জবের সারকুলার/বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জবের পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং উল্লেখিত পরীক্ষায় ভালো করলে অবশ্যই জব পাওয়া যায়।
তবে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরপরি বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে জব করে অভিজ্ঞতা অর্জন করলে ভালো হয়। পাশাপাশি সরকারি জবের জন্য প্রস্তুতি নিলেই ভালো হবে।
👉👉উল্লেখ্য, সরকারি নার্সিং জব পাওয়ার জন্য সরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে পড়তেই হবে এমন কোনো নিয়ম/বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে পড়েও সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, জব পাওয়া যাবে।
So, বেসরকারি নার্সিং কলেজে পড়লেও, সরকারি চাকরি নিয়ে No problem! No tension! 😊

👉👉অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে, সরকারি নার্সিং জবের জন্য আলাদা পরীক্ষা রয়েছে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স/রেজিষ্ট্রেশন প্রাপ্ত হলে, সরকারি নার্সিং জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
আপনি সরকারি/বেসরকারি যেখান থেকেই পড়াশোনা করেন, এটা কোনো ব্যাপার না। ☺

Address

Dhaka
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Health services Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram